রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

এটিএম লুট কাণ্ড: অভিযুক্তদের জেরা করছে সিআইডি টিম ও হাওড়া পুলিস কমিশনারেট

এটিএম লুট কাণ্ড: অভিযুক্তদের জেরা করছে সিআইডি টিম ও হাওড়া পুলিস কমিশনারেট

ময়নাগুড়িতে এটিএম লুট কাণ্ডে মঙ্গলবার ময়নাগুড়ি থানায় এল হাওড়া পুলিস কমিশনারেট ও সিআইডি ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি সার্কেলের টিম। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের জেরা করছেন তাঁরা। এমন এটিএম লুটের ঘটনা যে সমস্ত এলাকায় হয়েছিল, সেখান থেকে টিম এসেছে। সোমবার উত্তর দিনাজপুর পুলিস ডিরেক্টরের টিম এসেছিল, কারণ এর আগে রায়গঞ্জে এমন লুটের ঘটনা ঘটেছিল।

রাশিফল