রবিবার, 13 জুলাই 2025
Logo
  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

অনিমেষ মৈত্র খুনে গ্রেপ্তার ১

অনিমেষ মৈত্র খুনে গ্রেপ্তার ১

হাওড়া থেকে অপহৃত অনিমেষ মৈত্র খুনে অভিষেক সরকার নামে একজনকে গ্রেপ্তার করল পুলিস। অভিযুক্তের সাঁতরাগাছি স্টেশনে বিস্কুটের স্টল রয়েছে। এই স্টলেই বিস্কুট দিতেন অনিমেষ। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, কোন জায়গা থেকে টাকা তোলা হচ্ছে, কোন রাস্তা দিয়ে টাকা নিয়ে ব্যাঙ্কে যাবেন এইসব খবরই অপহরণকারীদের কাছে অভিযুক্ত দিয়েছিল বলে জানা গিয়েছে। 

রাশিফল