সোমবার, 21 এপ্রিল 2025
Logo
  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

ময়নাগুড়িতে জাল পাটের বীজ, ঘটনা জানাজানি হতেই শুনশান বাজার

ময়নাগুড়িতে জাল পাটের বীজ, ঘটনা জানাজানি হতেই শুনশান বাজার

ময়নাগুড়িতে জাল পাটের বীজ কাণ্ডের পর শুনশান ময়নাগুড়ির নতুন বাজারের কর্মতীর্থ ভবন। জানা গিয়েছে, এই ঘটনার পরই সারের দোকানগুলিতে ক্রেতার দেখা মিলছে না। ব্যবসায়ীদের দাবি, ওই ঘটনায় বাজারে প্রভাব পড়ছে। এর আগেও অভিযুক্ত ব্যবসায়ী তপন দে-র বিরুদ্ধে জাল ধানের বীজ বিক্রয়ের অভিযোগ উঠেছিল। তখন তার গোডাউনও বন্ধ করে দেওয়া হয়েছিল।