সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

রাষ্ট্রসঙ্ঘের নির্দেশেই যুদ্ধবিরতি, বেফাঁস বিজেপি বিধায়ক

 কখনও কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলে কটাক্ষ, কখনও আবার অপারেশন সিন্দুরের কৃতিত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছেন বিজেপি নেতারা। 

রাষ্ট্রসঙ্ঘের নির্দেশেই যুদ্ধবিরতি, বেফাঁস বিজেপি বিধায়ক

নয়াদিল্লি: কখনও কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলে কটাক্ষ, কখনও আবার অপারেশন সিন্দুরের কৃতিত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছেন বিজেপি নেতারা। এই নিয়ে বিতর্ক কম হয়নি। শীর্ষ আদালতের ধমকও শুনতে হয়েছে মধ্যপ্রদেশের গেরুয়া মন্ত্রীকে। তারপরও থামার নাম নেই। ফের ভারতীয় সামরিক বাহিনীর গৌরবগাথা নিয়ে বেফাঁস পদ্মপার্টির বিধায়ক নরেন্দ্র প্রজাপতি। মধ্যপ্রদেশের ওই জনপ্রতিনিধির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে অভিযান শুরু হয়েছিল, তা গোটা পাকিস্তানকেই শেষ করে দিত। কিন্তু, রাষ্ট্রসঙ্ঘের নির্দেশের পরই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি হয় ভারত। তাঁর এই মন্তব্য ভাইরাল হতেই বিভিন্ন মহলের সমালোচনার ঝড় ওঠে। ড্যামেজ কন্ট্রোলে বিজেপি বিধায়কের সাফাই, সংবাদ মাধ্যম তাঁর মন্তব্যকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছে। তিনি আবেগের বশে কিছু কথা বলেছেন। সেগুলির ভুল ব্যাখ্যা হচ্ছে।