আপাতত স্থগিত হয়ে গেল ব্যাঙ্ক ধর্মঘট
আপাতত স্থগিত হয়ে গেল ব্যাঙ্ক ধর্মঘট। আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ককর্মী ও অফিসারদের ন’টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ।

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত স্থগিত হয়ে গেল ব্যাঙ্ক ধর্মঘট। আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ককর্মী ও অফিসারদের ন’টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ। সেই মতো আজ, শনিবার থেকে টানা চার দিন ব্যাঙ্ক পরিষেবা পেতেন না গ্রাহকরা। এই অবস্থায় শুক্রবার দিল্লিতে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় কেন্দ্রীয় শ্রম কমিশনারের। উপস্থিত ছিলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং অর্থমন্ত্রকের কর্তারা। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগর এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ‘আপাতত আমরা ধর্মঘট থেকে সরে আসছি। কারণ ওই বৈঠকে অর্থমন্ত্রকের আওতাধীন ফিনান্সিয়াল সার্ভিসেস দপ্তরের যুগ্মসচিব সদর্থক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমাদের দাবিগুলি নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কথা হয়েছে দপ্তরের সচিবের। সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখা নিয়ে তাঁদের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে। পাশাপাশি সুষ্ঠু নিয়োগের যে দাবি রাখা হয়েছিল, সেগুলি নিয়েও ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে আইবিএ। কেন্দ্রীয় শ্রম কমিশনার জানিয়েছেন, তিনি নিজে পাঁচ দিন ব্যাঙ্ক চালু রাখা সহ অন্যান্য দাবিগুলির অগ্রগতির দিকে নজর রাখবেন। কাজ কতটা এগল, তা খতিয়ে দেখতে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফের সব পক্ষকে নিয়ে বৈঠক হবে বলে জানানো হয়েছে। এসব কারণে ধর্মঘট আপাতত স্থগিত থাকছে।’
related_post
অমৃত কথা
-
কৃচ্ছ্রসাধনা
- post_by বর্তমান
- এপ্রিল 21, 2025
এখনকার দর
-
রূপোর দাম (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
সোনার দাম (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
ইউরো (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
পাউন্ড (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
ডলার (২০/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025
-
নিফটি ৫০ (২১/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 21, 2025