বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মদ্যপানের প্রতিবাদ করায় বেধড়ক মার দম্পতিকে, অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের ফাঁকা গলিতে বসেছিল মদ্যপানের আসর। সঙ্গে তারস্বরে গান ও অশ্লীল ভাষায় গালিগালাজ। নেতাজিনগর থানা এলাকার শ্রী কলোনিতে এমনই অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় নিগৃহীত হলেন এক দম্পতি। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী তাঁদের বেধড়ক মারধর করেন। রীতিমতো জখম হয়েছেন তাঁরা। দু’জনেরই মাথা ও ঘাড়ের একাধিক জায়গায় চোট লেগেছে। ওই দম্পতি শনিবার রাতেই এ নিয়ে নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিস। তবে এখনও পর্যন্ত তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টে ওই দম্পতিকে অভিযুক্তরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ। 
ওই বাড়ির দোতলায় থাকেন ৭৫ বছর বয়সি এক বৃদ্ধা। তিনি ক্যান্সারে আক্রান্ত। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। বিকট শব্দে কষ্ট হয় তাঁর। দিনের পর দিন রাত ১০ টার পর ওই বাড়ির নীচেই আসর বসায় কয়েকজন স্থানীয় যুবক। শুধু তাই নয়, বহিরাগত কয়েকজন সেই আসরে যোগ দেয়। প্রতিদিন বদলে যায় সেই বহিরাগতরা। মোবাইল ফোন থেকে ‘ব্লু টুথ’ দিয়ে তারস্বরে গান চালানো হয় স্পিকারে। আওয়াজে ঘুম ভেঙে যায় বৃদ্ধার। প্রাথমিকভাবে তাদের গান বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করেন বৃদ্ধার ছেলে দীপঙ্কর সেনগুপ্ত। অভিযোগকারীদের দাবি, সেই অনুরোধ কানে তোলেনি তারা। ফের রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ জানান দীপঙ্কর। সেই সময় দু’পক্ষের বচসা হয়। এরপর মদ্যপ অবস্থায় তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে আসেন গৃহবধূ। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। মারতে মারতে বাড়ির ভিতরে পর্যন্ত ঢুকে পড়ে হামলাকারীরা। মুখে আঘাত নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দীপঙ্করবাবুকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মেডিক্যাল রিপোর্ট নিয়ে তিনি নেতাজিনগর থানায় যান অভিযোগ জানাতে। 
দীপঙ্করবাবুর অভিযোগ, থানায় গেলে পুলিস আমাদের হয়রানি করে। পুলিসের ভূমিকায় মোটেই সন্তুষ্ট নন তিনি। অভিযোগকারীর দাবি, অভিযুক্তদের গ্রেপ্তার করার ক্ষেত্রেও উদাসীন পুলিস। অভিযোগ করার পরেও কোনওরকম আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনার পর একাধিকবার হুমকি বার্তা আসায় স্বাভাবিকভাবেই আতঙ্কে দম্পতি। তাঁদের কথায়, ‘আমরা দু’জনেই চাকরি করি। বাড়ি ফাঁকা থাকে। রাস্তায় বের হলে ফের আমাদের উপরে হামলা হতে পারে। পুলিস দ্রুত ব্যবস্থা নিক।’ পুলিস সূত্রের দাবি, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা