কলকাতা

পুকুর ভরাটের প্রতিবাদ করায় বাড়ি ভাঙচুর, দোকান লুট, খড়দহে পুলিসের জালে দুই দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধি, বরানগর: পুকুর ভরাটের অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই কাজ বন্ধও হয়ে যায়। কিন্তু সেই আক্রোশে এলাকাবাসীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল জমি মালিক ও প্রোমোটারের দলবলের বিরুদ্ধে। এমনকী ওই বাসিন্দাদের বিভিন্ন সামগ্রী লুটপাটও করা হয়। শনিবার বিকেলে রহড়া থানা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিস এই ঘটনায় অভিযুক্ত জমি মালিক ও তাঁর ভাইকে গ্রেপ্তার করেছে। লুট হওয়া সামগ্রীর অনেকটা উদ্ধারও করেছে।
অক্টোবর মাসে খড়দহ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের রহড়া জি সি রোডে একটি পুকুর ভরাট শুরু হয়েছিল। তা দেখে প্রতিবাদ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। পুরসভা পদক্ষেপও করেছিল। ফলে পুকুর ভরাট বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কয়েকদিন আগে থেকে আবার পুকুর ভরাট শুরু হয়। আবারও রুখে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা। আর তারপরেই প্রতিবাদীদের উপর হামলা চালানো হয়। শনিবার বিকেলে প্রায় ৫০ জনের একটি দল তাণ্ডব চালায়। শেখ মফিজুল রহমানের সহ তিনটি বাড়ি ভাঙচুর করে। পাশাপাশি তিনটি দোকানেও ভাঙচুর করা হয়। বিভিন্ন সামগ্রী লুটপাট করা হয়।
পুলিস তদন্তে নেমে এই হামলায় অভিযুক্ত ইমরান সহ দু’জনকে গ্রেপ্তার করেছে। লুটপাট করে নিয়ে যাওয়া অনেক সামগ্রীও উদ্ধার করেছে। যদিও অন্যপক্ষ থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছে। তাঁদের অভিযোগ, যাঁরা আক্রান্ত হয়েছেন বলছেন, আসলে তাঁরা আমাদের জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন। আক্রান্ত শেখ মফিজুল রহমান বলেন, শনিবার বিকেলে আমরা কেউ বাড়িতে ছিলাম না। মহিলারাই বাড়িতে ছিলেন। তখনই ওরা আমাদের বাড়ি ও দোকান ভাঙচুর করে। মহিলারা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করে। পুকুর ভরাটের প্রতিবাদ করাতেই জমি মালিক ও প্রোমোটারের দলবল এই হামলা চালিয়েছে।
খড়দহের উপ পুরপ্রধান সায়ন মজুমদার বলেন, এভাবে বাড়ি-দোকান ভাঙচুর ও লুটপাট কোনওভাবেই বরদাস্ত করা যাবে না। পুলিসকে নিরপেক্ষ তদন্ত করে কঠোর পদক্ষেপ করার কথা বলা হয়েছে।
 
17d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা