বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

দেড় কোটি পরিবারে নিভেছে উজ্জ্বলার আঁচ,  টাকাই নেই সিলিন্ডার কেনার, মোদির ‘বিকশিত ভারত’ প্রচারের ফানুস ফুটো 

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত কি আদৌ ‘বিকশিত’? তৃতীয় ইনিংসে পৌঁছে এই প্রশ্নই এখন জ্বলন্ত আকার নিয়েছে। কারণ, হাতেগোনা কয়েকজন কর্পোরেট বন্ধু নয়, ভারত তৈরি হয় আম আদমিকে নিয়ে। আর সেই সাধারণ মানুষই আজ ধুঁকছে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বে। যে সব সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে মোদি সরকার এতদিন প্রচারের বিস্ফোরণ ঘটিয়েছে, সেগুলি কি আদৌ পৌঁছচ্ছে গরিবের দরজায়? এর জলজ্যান্ত উদাহরণ মোদির সাধের ‘উজ্জ্বলা’ যোজনা। বিনা পয়সায় গরিবকে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ১০ কোটি ৩৩ লক্ষ মানুষের ঘরে সেই সিলিন্ডার পৌঁছেও গিয়েছে। সঙ্গে কিস্তিতে ওভেন বা চুল্লি কেনার সুযোগ। কিন্তু তাঁর সরকার বিচার করেনি, আম জনতা সেই সিলিন্ডার রিফিল করতে পারবে কি না। 
কেন্দ্রীয় সরকারি তথ্যই বলছে, ‘বিনা পয়সায়’ গ্যাস নেওয়ার যে উৎসাহ দেশের গরিব মানুষের মধ্যে ছিল, বিপুল টাকায় সিলিন্ডার কেনার ক্ষেত্রে সেই আগ্রহ এখন অস্তমিত। এবং প্রতিদিন সংখ্যাটা আরও বাড়ছে। যে সংখ্যক গ্রাহক এই স্কিমে নাম লিখিয়েছেন, তাঁদের একটা বড় অংশ বছরভর একটি গ্যাস সিলিন্ডারও কিনতে পারছেন না। পাশাপাশি, বছরে একটি সিলিন্ডার কিনে হাল ছেড়ে দেওয়ার সংখ্যাও কম নয়। ২০২৩-২৪ অর্থবর্ষে একটিও সিলিন্ডার কেনেনি, এমন পরিবারের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ৪৮ হাজার। অর্থাৎ সিলিন্ডার না কেনার হার প্রায় ১৫ শতাংশ। একটি মাত্র সিলিন্ডার কিনেছে, ওই আর্থিক বছরে এমন পরিবারের সংখ্যা ১ কোটি ৬৬ লক্ষ ৫২ হাজারেরও বেশি।
উল্লেখযোগ্য বিষয় হল, এই তালিকায় কিন্তু উজ্জ্বলায় আবেদনের পর প্রথমবার গ্যাসের সিলিন্ডার পাওয়া পরিবারও রয়েছে। অর্থাৎ সদ্য রান্নার গ্যাসের সংযোগ পেয়েছেন তাঁরা। এইসব পরিবারও কিন্তু দ্বিতীয় সিলিন্ডার কেনার কথা চিন্তাভাবনা করেনি।
নজর করার মতো বিষয় হল, গত অর্থবর্ষেই যে এই সঙ্কট দেখা দিয়েছে, তা নয়। বরং উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ নেওয়ার পরও সিলিন্ডার না কেনার ‘সংস্কৃতি’ পুরনোই। ২০২২-২৩ অর্থবর্ষে একটিও সিলিন্ডার কেনেনি ১ কোটি ১৮ লক্ষ ৮৪ হাজার পরিবার। তার আগের বছর সেই এমন সংখ্যাটা ছিল প্রায় ৯১ লক্ষ ৭৫। ওই দুই বছরে একটি মাত্র সিলিন্ডার কিনেছেন যথাক্রমে ১ কোটি ৫৫ লক্ষ এবং ১ কোটি ৮ লক্ষ।  
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায়ই বলে থাকেন, কাঠ বা কয়লার ধোঁয়ায় বাড়ির মহিলাদের চোখের জল ফেলার দিন শেষ করেছেন তিনি। রান্নাঘরে দূষণবিহীন চুল্লি জ্বলছে উজ্জ্বলার হাত ধরে। কিন্তু সেই কথা যে একেবারেই অন্তঃসারশূন্য, তা আর বলার অপেক্ষা রাখে না। গত বছর অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, উজ্জ্বলা যোজনার সুবিধা পাওয়া গ্রাহকরা সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকি পাবেন। সেই সুবিধা এখনও চলছে। কিন্তু তারপরও ৫০০ টাকার বেশি খরচ করে সিলিন্ডার কেনার মতো আর্থিক সঙ্গতি যে ‘বিকশিত ভারত’-এর কোটি কোটি পরিবারের নেই, তা বোঝাচ্ছে পরিসংখ্যান। সরকার ঘোষণা করেছিল, প্রতি বছর ১২টি করে সিলিন্ডারে মিলবে ওই ভর্তুকি। কিন্তু সার্বিকভাবে বছরে চারটি সিলিন্ডারও যে ক্রেতারা কিনছেন না, তা বলছে কেন্দ্রীয় তথ্যই। কারণ? উপায়ই যে নেই! বহু পরিবারেই নুন আনতে পান্তা ফুরনোর দশা। আর সিলিন্ডার কিনলেও হাঁড়ি চড়বে কি? খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কিন্তু মোদি সরকারেরই নিয়ন্ত্রণের বাইরে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা