কলকাতা

কসবা কাণ্ডে ব্যবহৃত নাইন এমএম উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে হত্যার পরিকল্পনায় ব্যবহার করা হয়েছিল দু’টি পিস্তল। ধৃত সুপারি কিলার যুবরাজ সিংয়ের থেকে একটি পিস্তলের হদিশ মিলেছে। তবে দ্বিতীয় পিস্তল কোথায়? ধৃত চার অভিযুক্ত এনিয়ে পুলিসকে বারবার ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। শেষমেশ পঞ্চম অভিযুক্ত লক্ষ্মণকুমার শর্মা তথা ছোটুকে গ্রেপ্তারির পর মিলল সমাধান সূত্র। ধৃতকে জেরা করে কসবায় ময়লা ফেলার জমির তলা থেকে পাওয়া গেল দ্বিতীয় পিস্তল। শনিবার রাতে সেই জমি খুঁড়ে উদ্ধার হয়েছে ৯ এমএম পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড কার্তুজ। তা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিস। লালবাজার সূত্রে খবর, ঘটনাস্থল থেকেই পালাতে না পেরে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় যুবরাজ। তার থেকেই বাজেয়াপ্ত হয় একটি নাইন এমএম পিস্তল ও দু’টি ম্যাগাজিন। এরপরে ঘটনার অন্যতম চক্রী গুলজারকে পাকড়াও করে কসবার একটি খালে বিপর্যয় মোকাবিলা বাহিনী নামিয়ে দ্বিতীয় পিস্তলের খোঁজ চালায় পুলিস। গুলজার পুলিসি জেরায় জানায়, ঘটনাস্থল থেকে আহমেদের ট্যাক্সিতে চেপে পালানোর সময় ওই খালে ফেলে দেওয়া হয়েছিল পিস্তল। কিন্তু, চিরুনি তল্লাশি করেও মেলেনি পিস্তল। এরপরেই ছোটুকে গ্রেপ্তার করে বাকি চার অভিযুক্তদের সঙ্গে মুখোমুখি জেরা করানো হয়। তাতেই বেরিয়ে আসে আসল তথ্য। বন্ডেল রোড যাওয়ার রাস্তায় বোসপুকুর রোডের উপরে ওই ময়লা ফেলার জমিতে পুঁতে দেওয়া হয় দ্বিতীয় পিস্তলটি। সেটি সংগ্রহ করে ফরেন্সিকে পাঠাচ্ছে লালবাজার। সেই পিস্তলে কারও ফিঙ্গারপ্রিন্ট রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পিস্তলটি মাটিতে পুঁতে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল বলে দাবি লালবাজারের গোয়েন্দাদের। কিন্তু, টার্গেট ‘মিস’ করার পর কার নির্দেশে এই পিস্তলটি মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত হয়েছিল? তা ছোটুর থেকে জানার চেষ্টা করছে পুলিস। প্রাথমিক জেরায় ধৃত যুবক পুলিসকে জানিয়েছে, গুলজারই ছিল এই প্ল্যানের মাস্টারমাইন্ড। সেই মোতাবেক ট্যাক্সি থেকে কসবা রোডে নেমে যায় ছোটু। সেখানেই রাতের অন্ধকারে ময়লা ফেলার জমিতে পুঁতে দেয় পিস্তল ও ম্যাগাজিন।  এখান থেকেই উদ্ধার হয় দ্বিতীয় পিস্তলটি।
17d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা