কলকাতা

চণ্ডীতলায় মেয়ের পচাগলা দেহ আগলে মা, দুর্গন্ধ পেয়ে থানায় খবর বাসিন্দাদের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রবিনসন স্ট্রিটের ছায়া এবার হুগলির চণ্ডীতলায়। দিনকয়েক আগেই মৃত্যু হয়েছিল মেয়ের। সেই মেয়ের মৃতদেহ আগলে বাড়িতেই বসেছিলেন মানসিক ভারসাম্যহীন মা। শুক্রবার সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বেরলে বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি হুগলির চণ্ডীতলার খানাবাটির। মৃত কিশোরীর নাম অরিত্রি ঘোষ (১৪)। ওই কিশোরী বিশেষভাবে সক্ষম ছিল বলে জানা গিয়েছে। এদিন চণ্ডীতলা থানার পুলিস পচাগলা অবস্থায় দেহটি উদ্ধার করে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীতলার খানাবাটির বাসিন্দা প্রভাস ঘোষ সাত বছর আগে মারা যান। তারপর থেকে তাঁর স্ত্রী অপর্ণা ঘোষ মেয়ে অরিত্রিকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। অপর্ণাদেবী দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। মেয়ে অরিত্রিও বিশেষভাবে সক্ষম। প্রতিবেশীদের সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না অপর্ণাদেবীর। গত কয়েকদিন স্থানীয় বাসিন্দারা তাঁকে বাড়ি থেকে বেরতে দেখেননি। এদিন সকালে ওই বাড়ির পাশ দিয়ে গেলেই দুর্গন্ধ পান বাসিন্দারা। তাঁরা ওই এলাকার পঞ্চায়েত সদস্য পশুপতি দাসকে খবর দেন। পঞ্চায়েত সদস্য বলেন, ‘বিষয়টি চণ্ডীতলা থানাকে জানালে পুলিস আসে। তাঁরা অনেক ডাকাডাকি, দরজায় ধাক্কাধাক্কি করলেও ওই মহিলা দরজা খুলতে চাননি। এরপর স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পুলিস ওই বাড়ির ভিতরে ঢোকে।’ পুলিস জানিয়েছে, কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে ওই কিশোরীর। ঘরেই দেহটি পড়েছিল। কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তার মা। পচাগলা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। এদিকে, মেয়ের দেহ নিয়ে যাওয়ার পর স্থানীয়রা বহু চেষ্টা করেও অপর্ণাদেবীকে রাস্তা থেকে বাড়ির ভিতরে নিয়ে যেতে পারেননি।
মৃতার কাকা শান্ত ঘোষ বলেন, ‘আমরা পরিবারের তরফে বউদি ও ভাইঝিকে সাহায্য করার চেষ্টা করতাম। কেউ যাতে বাড়িতে ঢুকতে না পারে, সেজন্য বউদি গেটে তালা দিয়ে রাখতেন। তালার একটি চাবি আমাদের কাছে থাকলেও পরে সেটি বদলে দেন বউদি।’ পরিবার সূত্রে জানা গিয়েছে, অসুস্থ অরিত্রিকে দেখভাল করার জন্য একজন আয়া রাখা হয়েছিল। কিন্তু তাঁকেও তাড়িয়ে দিয়েছিলেন অপর্ণাদেবী। গত ছ’মাস বাড়িতে মেয়েকে নিয়ে একাই 
ছিলেন তিনি।
19d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা