বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মণিপুরে কবে ফিরবেন জানা নেই, সার্কাসের তাঁবুতেই মেয়ের জন্মদিন

সংবাদদাতা, বারুইপুর: মণিপুর অশান্ত। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সেখানে পরিবারকে ফেলে রেখে পেটের টানে বারুইপুরের সার্কাসে খেলা দেখাচ্ছেন মণিপুরের কয়েকজন বাসিন্দা। কবে ঘরে ফিরবেন তা জানা নেই। তাই সার্কাসের তাঁবুতেই নিজের মেয়ের জন্মদিনে মাতলেন মণিপুরিরা। কেক কেটে পায়েস খাইয়ে আনন্দে মাতলেন। সহকর্মীরা পাত পেড়ে খেলেন মাংস-ভাত। রোলেক্স সার্কাসের ম্যানেজার মোল্লা সাদেক রহমান বলেন, ‘পরিবারের বাবা-মা মণিপুরে থাকলেও স্ত্রী, ছোট মেয়েকে নিয়ে সার্কাসে খেলা দেখাতে এসেছেন মণিপুরের রবিন সিং। মেয়ের জন্মদিন পালন করলেন ঘটা করে। জন্মদিনে পেট ভরে সবাইকেই খাইয়েছেন তাঁরা।’
জানা গিয়েছে, এই সার্কাসে ১২ জন মণিপুরের খেলোয়ার রয়েছেন। ছ’জন পুরুষ। ছ’জন মহিলা। প্রত্যেকের বাড়ি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ২০ কিলোমিটার দূরে থৌবালে। রবিন সিং তার ছোট মেয়ে তনু সিংয়ের জন্মদিন পালনে কোনও খামতি রাখেননি তাঁবুতে। কেক, পায়েস ছিল, ছিল গান বাজনার আয়োজন। কেক কাটার সময় বেজেছিল বার্থ ডে সং। বেলুন থেকে রকমারি টুপি সবই ছিল। সার্কাসের ম্যানেজার সাদেক বাবু বলেন, ‘খেলা শেষেই এই আয়োজন করা হয়েছিল। খেলার পর ক্লান্ত হলেও সবাই চুটিয়ে আনন্দ করেছেন।’ রবিন সিং বলেন, ‘নিজের ঘরে থাকলে এমন ভাবেই আমরা পালন করতাম। কিন্তু রাজ্যের যা পরিস্থিতি এই সার্কাসের পরও কবে বাড়ি ফিরব জানা নেই। তাই সার্কাসেই আমাদের পরিবারকে নিয়ে মেয়ের জন্মদিনে মেতেছিলাম।’ 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা