কলকাতা

পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে কাজ শুরু, রাজ্য দেবে সাড়ে ৬৭ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নৈহাটিতে গঙ্গা থেকে জল তুলে পরিস্রুত করার পর গোবরডাঙায় বাড়ি বাড়ি সেই পানীয় জল পৌঁছে দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকার গোবরডাঙা পুরসভাকে দেবে সাড়ে ৬৭ কোটি টাকা। এই প্রকল্পের কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার। এদিন পুরসভার গৈপুর নতুনপাড়া এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুর চেয়ারম্যান শঙ্কর দত্ত। আগামী দু’বছরের মধ্যে পুর এলাকার ১৫ হাজার ১৫৫টি বাড়িতে এই প্রকল্পে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে।
জানা গিয়েছে, গোবরডাঙার গৈপুর নতুনপাড়া এলাকায় সাড়ে ১০ মিলিয়ন গ্যালন পানীয় জলের একটি বড় রিজার্ভার তৈরি করা হবে। নৈহাটি থেকে গঙ্গার জল পাইপলাইনের মাধ্যমে এনে প্রথমে এই রিজার্ভারে জমা করা হবে। এছাড়াও বিকল্প হিসেবে এখানে মাটির নীচে থেকে আর্সেনিকমুক্ত পানীয় জল তোলার জন্য ছ’টি টিউবওয়েল বসানো হবে। কোনও কারণে পাইপ লাইনের পরিস্রুত পানীয় জলের ঘাটতি দেখা দিলে ওই টিউবওয়েলগুলি কাজে লাগানো হবে। ইতিমধ্যেই পুরসভা গোটা এলাকাকে চারটি জোনে ভাগ করেছে। আপাতত ঠিক হয়েছে ২, ৪, ১১ ও ১৪ নম্বর ওয়ার্ডে চারটি ওভারহেড রিজার্ভার তৈরি হবে। পাশাপাশি পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য ৬৬ কিলোমিটার পাইপ লাইন বসানো হবে। এই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এ নিয়ে গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, গঙ্গার জল পরিস্রুত করে বাড়ি বাড়ি সরবরাহের প্রকল্পটি মুখ্যমন্ত্রী প্রথম ভেবেছিলেন। সেই কাজই এখন শুরু হয়ে গিয়েছে। আগামী দু’বছরের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। প্রতিদিন দু’বেলা মিলিয়ে মোট সাত ঘণ্টা জল সরবরাহ করবে পুরসভা। তাছাড়া পানীয় জলের অপব্যবহার রুখতে প্রতিটি বাড়িতে কানেকশনের সঙ্গে মিটারও বসানো হবে। নেওয়া হবে জলকর। যাঁরা ওই জল অপব্যবহার করবেন, তাঁদের কাছে কৈফিয়ত তলব করা হবে। আশা করছি, মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে পারব। - নিজস্ব চিত্র
20d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা