বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

গঙ্গার ভাঙন রুখতে পদক্ষেপ পুরসভার, বাবুঘাট থেকে প্রিন্সেপ পর্যন্ত বসেছে ৪৩০টি নারকেল গাছ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার গঙ্গার পাড়ের ভাঙন রোধে ছোট আকারের নারকেল গাছ বসাচ্ছে কলকাতা পুরসভা। প্রায় ৪৩০ গাছ নদীর তীরে বসানো হয়েছে বলে পুরসভার উদ্যান বিভাগ সূত্রে খবর।
জানা গিয়েছে, ইতিমধ্যেই বাজে কদমতলা ঘাটের বাঁ দিক থেকে সোজা প্রিন্সেপ ঘাট সংলগ্ন দ্বিতীয় হুগলি ব্রিজের নীচ পর্যন্ত গঙ্গা তীরবর্তী অংশে নারকেল গাছ বসানোর কাজ চলছে। প্রথম দফায় প্রায় ৩৫০ এবং দ্বিতীয় দফায় ৭০ গাছ বসানো হয়েছে। কী কারণে নারকেল গাছ ভাঙন রোধে বিশেষভাবে উপযোগী? পুরসভার উদ্ভিদবিদ অভীক মুখোপাধ্যায় বলেন, ‘নারকেল গাছ মাটির শিকড় ধরে রাখতে সক্ষম। কারণ এই গাছের শিকড় মাটির অনেক গভীরে পৌঁছয়। ফলে তা ভাঙন রোধ করে। বড় গাছ না লাগিয়ে আমরা ছোট নারকেল গাছ বসাচ্ছি। এগুলি তাড়াতাড়ি বৃদ্ধি পায়। ফলও দ্রুত ধরে। আকারেও ছোট হয়। গঙ্গার দিক থেকে দেখতেও ভালো লাগবে। পাশাপাশি জোয়ার-ভাটার সময় জলের টানে অন্যান্য গাছ উপড়ে যায়। নোনা জলে নারকেল গাছ টিকে থাকতে পারে। তাই এই ধরনের গাছ লাগানো হয়েছে।’ পুর কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত গঙ্গার পাড়ে দু’কিলোমিটার এই গাছ বসানো হয়েছে। বন্দরের সঙ্গে আলোচনা চলছে। অন্যত্র জমি পেলে উত্তর কলকাতায় গঙ্গার তীরবর্তী অংশেও এমন গাছ বসিয়ে ভাঙন রোধের ব্যবস্থা করা হবে। -নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা