কলকাতা

ঘরের মধ্যে কম্বল ঢাকা দেওয়া অবস্থায় উদ্ধার শিশুর মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এক শিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চন্দননগরে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কুণ্ডুঘাট এলাকায়। মৃত শিশুটির নাম নিখিল বিশ্বাস (৬)। বাড়িতেই নিজের ঘরে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে, স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাড়িতে চুরি করতে এসে কেউ বা কারা ওই শিশুকে খুন করেছে বলে দাবি পরিবারের। যদিও, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের কোনও প্রমাণ মেলেনি বলে জানা গিয়েছে। তবে, এই মৃত্যুকে গুরুত্ব দিয়ে দেখছে চন্দননগর পুলিস কমিশনারেট। শিশুটির ভিসেরা সহ একাধিক নমুনা সংরক্ষণ করা হয়েছে। যাতে প্রয়োজনে তদন্তের স্বার্থে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যায়।
কুণ্ডুঘাটের বাসিন্দা নবকুমার বিশ্বাস ও তনুশ্রী বিশ্বাসের ছোট ছেলে নিখিল। নবকুমারবাবু কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাম্প অপারেটরের কাজ করেন। বুধবার দুপুরে তনুশ্রীদেবী তাঁর বড় মেয়েকে টিউশন পড়াতে নিয়ে গিয়েছিলেন। নিজেও কাজ করেন তনুশ্রী। তখন ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল নিখিল। বিকেলের দিকে বাড়ি ফিরে ভাইয়ের খোঁজে উপরের ঘরে যায় দিদি। গিয়ে দেখে ভাই কম্বল মুড়ি দেওয়া অবস্থায় শুয়ে। নিখিল অচৈতন্য অবস্থায় ছিল। তখন স্বামীকে ফোন করেন তনুশ্রীদেবী। নবকুমারবাবু বাড়ি ফিরে ছেলে নিয়ে ছোটেন চন্দননগর হাসপাতালে। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার এই মৃত্যু নিয়ে দিনভর জলঘোলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দননগর কমিশনারেটের পুলিস। পরিবারের দাবি, বাড়িতে আলমারি খোলা অবস্থায় ছিল। চাবি আলমারিতেই ঝুলছিল। সেখানে টাকা ছিল না। ধারণা করা হচ্ছে, কেউ চুরি করতে এসে টাকা না পেয়ে খুন করেছে ছেলেকে। যদিও, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের কোনও উল্লেখ নেই। পুলিস সূত্রে খবর, যে টাকা আলমারি থেকে ‘মিসিং’ ছিল বলে দাবি করেছিল পরিবার, সেই টাকা বাড়ির অন্য জায়গা থেকে পাওয়া গিয়েছে।
ঘটনার পর পরিবারের লোকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। পুলিস কমিশনার অমিত পি জাভালগি ওই বাড়ি গিয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় দফায় দফায় বয়ান বদল করেছেন মৃতের বাবা-মা। এই বিষয়ে পুলিস কমিশনার বলেন, মৃতের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। আমাদের কাছে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট এসেছে, তাতে খুনের ইঙ্গিত মেলেনি। পরিবার চুরি বা ডাকাতির সম্ভাবনার কথা বলেছে, সেই অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে, সেই বিষয়টিও নিশ্চিত নয়। কারণ, পরিবেশ-পরিস্থিতি ডাকাতির অভিযোগকে প্রতিষ্ঠা করতে পারছে না। পরিবার যা তথ্য দিয়েছে, তাতে কিছু অসঙ্গতি রয়েছে। যেহেতু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাই সেই সব অসঙ্গতিকে আমরা আপাতত গুরুত্ব দিচ্ছি না। কিন্তু, তার মানে এই নয় যে আমরা পরিবারের কাউকে সন্দেহ করছি। তদন্তের স্বার্থে মৃত শিশুর শরীর থেকে কিছু ফ্লুইড সংগ্রহ করে রাখা হয়েছে। জানা গিয়েছে, শিশুটির স্নায়ুরোগের কিছু সমস্যা ছিল। সে কারণে মৃত্যু হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ওয়াকিবহাল মহলের দাবি, ময়নাতন্তের রিপোর্টে যদি শিশুটির শরীরে কোনও বাহ্যিক বা অভ্যন্তরীণ আঘাতের প্রমাণ না থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
20d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা