কলকাতা

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশকে বুড়ো আঙুল, রাজ্য ভাগের তত্ত্বেই হাওয়া বঙ্গ বিজেপির?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়ছে। নির্দিষ্ট ইস্যুতে তাই কোনওরকম মন্তব্য করতে ইতিমধ্যেই বারণ করেছে দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু কেন্দ্রীয় পার্টির নিষেধ সত্ত্বেও কি সংগঠনের মরা গাঙে জোয়ার আনতে সেই বাংলা ভাগের তত্ত্বেই হাওয়া দিচ্ছে বঙ্গ বিজেপির একাংশ? সোমবার দিল্লিতে জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের একটি মন্তব্য এমনই জল্পনা উস্কে দিয়েছে।
 এদিন মোদি সরকারের আমলে স্বাস্থ্য পরিষেবার সাফল্য ও অগ্রগতি বিশ্লেষণ নিয়ে সাংবাদিক বৈঠক করেন উত্তরবঙ্গের এই সাংসদ। আর সেই প্রসঙ্গেই রাজ্যের উত্তর বাংলার মানুষের স্বাস্থ্য ক্ষেত্রে পিছিয়ে থাকার উল্লেখ করেন তিনি। পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকারের বদান্যতায় উচ্চমানের চিকিৎসা পরিষেবার কথাও বলেন তিনি। এই বিষয়টির সূত্রেই জয়ন্তবাবু ইঙ্গিতপূর্ণভাবে বলেন, উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরবঙ্গের ভৌগোলিক প্রকৃতি অনেকটা একইরকম। তাই উত্তর-পূর্বাঞ্চলের মানুষ যে চিকিৎসা কিংবা স্বাস্থ্য পরিষেবা পান, তা উত্তরবঙ্গবাসীদেরও পাওয়া উচিত। 
সেক্ষেত্রে কি উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গকে একত্রে জুড়ে দেওয়া হবে? বা সেটিই কাম্য বলে আপনারা মনে করেন? এই প্রশ্ন করা হলে সরাসরি জবাব অবশ্য জয়ন্তবাবু দেননি। তবে উল্লেখযোগ্যভাবে বলেছেন, বিষয়টি আলোচনাসাপেক্ষ। তবে এই ব্যাপারে দলীয় নেতাদের সঙ্গেও কথা বলা যেতে পারে। এই সংক্রান্ত প্রস্তাব নিয়েও বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ, ‘উন্নয়নের স্বার্থে’ উত্তরবঙ্গ ভাগ নিয়ে সাম্প্রতিক কালে যে জল্পনার সৃষ্টি হয়েছে, তা সরাসরি উড়িয়ে দেননি জলপাইগুড়ির বিজেপি সাংসদ। 
জয়ন্তবাবুর এই বক্তব্যকে তাৎপর্য্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ এর আগে একইভাবে ‘উন্নয়নের স্বার্থে’ই উত্তরবঙ্গের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলকে জুড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই বিষয়ে তিনি এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেছিলেন। যদিও বিজেপি সাফাই দিয়েছিল যে, কোনও রাজ্য ভাগ করা দলের রাজনৈতিক অবস্থান নয়। সুকান্তবাবু বঙ্গভঙ্গের কথা বলেননি। সোমবার জয়ন্তবাবুর মন্তব্যে বিতর্কের ঝড় ওঠায় এদিনও একই ব্যাখ্যা দিয়েছে বিজেপি শিবির।
23d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা