Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সায়েন্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল
অর্পণ সেনগুপ্ত

ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং শুরু হতে আর বেশি দেরি নেই। এই অবস্থায় কোন শাখায় ইঞ্জিনিয়ারিং পড়লে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভাবনা কম নয়। বিশেষজ্ঞরা অন্তত একটি বিষয়ে একমত, বর্তমানে তো বটেই, অদূর ভবিষ্যতেও কম্পিউটার সায়েন্সের বিভিন্ন শাখার উপর বাজি ধরা যেতে পারে। তবে, পরিবর্তিত পাঠ্যক্রমে যুগোপযোগী হয়ে উঠছে কোর ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলিও। এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডঃ অরিন্দম চক্রবর্তী বলেন, আগুনের দিকে পতঙ্গ যেরকম ভাবে ছুটে যায়, কম্পিউটার সায়েন্স বিষয়টার দিকে ছাত্রছাত্রীরাও এখন তাই করছে। সেই কারণে নতুন করে আর তাদের বলে দিতে হয় না, কম্পিউটার সায়েন্স বিষয়টার অনিবার্যতার কথা। সারা পৃথিবী তথা ভারতে শিল্পের গতিপ্রকৃতি যেদিকে এগচ্ছে, তাতে কম্পিউটার সায়েন্স ছাড়া গতি নেই। এখন তো বটেই, দিনে দিনে এই চাহিদা বাড়বে বই কমবে না। 
তবে, একটা অন্য দিকও রয়েছে। বর্তমানে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি আর অচলায়তন কেন্দ্র নয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা সিলেবাসে প্রয়োজনীয় পরিবর্তন আনে। সেই অনুযায়ী কোর ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলিতেও কম্পিউটারের প্রবেশ ঘটেছে। সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বহু কাজই এখন কম্পিউটারভিত্তিক। তার জন্য একদিকে যেমন চাই কম্পিউটারে জ্ঞান, তেমনই বিষয়গত বিদ্যার প্রয়োজনীয়তাও আবশ্যিক প্রাথমিক শর্ত। ভারত তথা পৃথিবীতে উন্নয়নের জোয়ার চলছে। এর জন্য বিভিন্ন ক্ষেত্রের একটি সমন্বয় দরকার। সেই কারণেই প্রয়োজন ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি ক্ষেত্রকে। বিল্ডিং বা সাধারণ পরিকাঠামো তৈরি করতে কিন্তু সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ারই প্রয়োজন হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারদের দিয়ে কখনও সেই চাহিদা মিটবে না। এমন পরিস্থিতি না হয় যে ভারতে প্রয়োজনীয় ইঞ্জিনিয়ার নেই। বিদেশ থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করে কাজ চালাতে হচ্ছে। 
আমেরিকা বা ইউরোপে একটি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা কয়েক বছর বাড়ে আবার কয়েক বছর কমে যায়। এ দেশেও সেই ট্রেন্ড চলে। শুধু কম্পিউটার সায়েন্সে জোর দেওয়া হলে কোর বিষয়ে ভালো ইঞ্জিনিয়ারের অভাব অচিরেই দেখা দেবে। 
আর এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদ অলোক টিব্রেওয়াল বলেন, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের চাহিদা অস্বীকার করার কোনও উপায় নেই। প্রথম পছন্দ হিসেবে কম্পিউটার সায়েন্সকেই বেছে নিচ্ছেন ছাত্র-ছাত্রীরা। তবে, সবাই যে কম্পিউটার সায়েন্স পড়বেন, তার কোনও কথা নেই। প্রচুর চাহিদার মধ্যে আসনও সীমিত। এমন অনেক ছাত্রছাত্রী কিন্তু আর্কিটেকচার পড়তে পারেন। সৃজনশীল মানসিকতা, লজিক্যাল সেন্স থাকলে এবং অঙ্ক ভালো পারলে আর্কিটেকচারে ভালো কিছু না করার কোনও কারণ নেই। মাথায় রাখতে হবে, আর্কিটেকচার মানেই তিনি যে শুধু বিল্ডিংয়ের নকশা বানাবেন, তা নয়। অনেকে ইন্টেরিয়র ডিজাইন বা অন্যান্য ডিজাইনিংয়ের দিকে যেতে পারেন। মেয়েদের জন্যও এই পেশা খুবই আকর্ষণীয়। অনেকেই জানেন না, অভিনেত্রী ঐশ্বর্য রাই নিজেও একজন আর্কিটেক্ট। কিছু কিছু প্রচলিত ধারণা আছে যে, আর্কিটেকচার ও ইঞ্জিনিয়ারিং একই বিষয়। আসলে তা একেবারেই নয়। 
এ প্রসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের অন্যতম শীর্ষ আধিকারিক মনোজকুমার মুখোপাধ্যায় আরও পরিষ্কার করে বুঝিয়ে বললেন। নিজের মত সোজাসাপ্টাভাবে দিতে পছন্দ করেন মনোজবাবু। তিনি বলেন, কোর ইন্ডাস্ট্রি আমাদের রাজ্যে খুব বেশি নেই। তাই সিভিল, মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে সেই ধরনের সংস্থায় চাকরি পাওয়া খুব কঠিন। চাকরি পেলেও বেতন এতই কম অফার করা হচ্ছে যে, সেখানে যেতে চাইছেন না প্রায় কেউই। 
অর্থাৎ এ রাজ্যে কোর বিষয়গুলির সম্ভাবনা এখনও বেশ সীমিত। দেখা যাচ্ছে যে, কোনও বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়েই সেই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেই চাকরি করতে বাধ্য হচ্ছেন ছাত্রছাত্রীরা। সে ক্ষেত্রে যেমন চাকরি করবেন, তেমন কোর্স করাই বাঞ্ছনীয়। আর এখানেই আসে কম্পিউটার সায়েন্সের প্রয়োজনীয়তার বিষয়টি। কম্পিউটার সায়েন্স এখন বিভিন্ন স্পেশালাইজেশনে বিভক্ত। এআই বা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, মেশিন লার্নিং, রোবটিক্স ও অটোমেশন, ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্সের সুনির্দিষ্ট ভাগে বিভক্ত কোর্সগুলি। ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ, প্রয়োজনীয়তা ও যোগ্যতা অনুযায়ী কোর্সগুলি বেছে নিচ্ছেন। আগামী দিনে চাকরির ক্ষেত্রও তৈরি হবে এই স্পেশালাইজেশন ধরেই।
এ তো গেল বিটেকের কথা। মনোজবাবু মনে করিয়ে দিচ্ছেন, পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রটিও কিন্তু বিশাল। কেউ দ্বাদশ পর্যন্ত আর্টস নিয়ে পড়েও এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সুবাদেই এমটেক বা ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে পারেন। কারণ এতে ভর্তি নেওয়া হয় দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে।  দশম শ্রেণির যোগ্যতার ভিত্তিতে হওয়া প্রবেশিকার র‌্যাঙ্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির অন্যতম মাপকাঠি। 
যেকোনও ক্ষেত্রেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার দু’বছরের মাথায় বিটেকে ল্যাটারাল এন্ট্রি করা যায়। সেক্ষেত্রে জেলেট নামে একটি প্রবেশিকা দিতে হবে। এরাজ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগও বেশ ভালো রকম রয়েছে। 
তবে, মনোজবাবুর মতে, ইঞ্জিনিয়ারিং ছাড়া পেশাগত জীবন তৈরি হবে না, এমনটা মোটেও নয়। এখন বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, প্যারামেডিক্যাল, ফ্যাশন টেকনোলজি প্রভৃতির মতো প্রযুক্তিভিত্তিক পেশাদার কোর্সও রয়েছে। সেগুলির চাহিদাও যথেষ্ট বেশি। যেকোনও বিষয়ে সফলভাবে কোর্স শেষ করে ভালো চাকরি পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন।
তবে অভিজ্ঞ মহলের মত, প্রতিটি বিষয়ের ইঞ্জিনিয়ারিংয়ে চাহিদাই বছর বছর বাড়বে। কোনও বছর সেই বৃদ্ধির হার বেশি হবে, আবার কোনও বছর তা কম হবে। সময়ের ধারা মেনে অবশ্য কম্পিউটার সায়েন্সের চাহিদা এখনই কমবে না। এখন পর্যন্ত যা ধারা তাতে অন্যান্য বিষয়ের চেয়ে কম্পিউটার সায়েন্সে প্রাথমিক বেতনের পরিমাণও অনেকটাই বেশি। তবে, সার্বিক উন্নতির হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সব বিষয়ের ইঞ্জিনিয়ারদের প্রয়োজনই বাড়বে। আসল কথা হলো, কে কত ভালো ভাবে কোর্সটি শেষ করছে। সে ক্ষেত্রে যেকোনও প্রান্তেই চাকরি পেয়ে যাবেন তিনি।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
27th  June, 2023
নামী প্রতিষ্ঠানে চাহিদা বাড়ছে কোর  ইঞ্জিনিয়ারিংয়ের

ইঞ্জিনিয়ারিং-এ কিছু কিছু বিষয় রয়েছে, যা আদি অনন্তকাল ধরে মেধাবী পড়ুয়াদের প্রথম পছন্দ। যার পোশাকি নাম কোর ইঞ্জিনিয়ারিং, মূলত সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও কেমিক্যাল। ইদানীং পড়ুয়াদের প্রথম পছন্দ কম্পিউটার সায়েন্স।
বিশদ

02nd  July, 2024
স্বাস্থ্য পরিষেবায় প্রচুর সরকারি চাকরির সুযোগ

কাজ আছে। আছে সরকারি-বেসরকারি চাকরিও! অ্যালায়েড হেলথ সায়েন্সেসের কোর্স করলে রোজগার নিশ্চিত! বিস্তারিত জানাচ্ছেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ সায়েন্স অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ বিভাগের মেন্টর এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডাঃ ভবতোষ বিশ্বাস। বিশদ

18th  June, 2024
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংই ভবিষ্যৎ

কী নিয়ে পড়াশোনা করব, সেই সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন। বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার চাহিদা বাড়ছে। এই বিষয়ে আলোচনা করেছেন বহরমপুর টেক্সটাইল কলেজের অধ্যাপক ডঃ শুভাশিস দাস। বিশদ

18th  June, 2024
ফিশারিজ সায়েন্সে পর্যাপ্ত চাকরির সুযোগ

ফিশারিজ সায়েন্স বা মৎস্যবিজ্ঞান নিয়ে পড়াশোনার আগ্রহ দিন দিন বাড়ছে। কোর্স শেষে রয়েছে পর্যাপ্ত চাকরির সুযোগ। রাজ্যের কোথায় কোথায় পড়ানো হয় ফিশারিজ সায়েন্স? খরচ কত? যোগ্যতাই বা কী? পরামর্শে দ্য নেওয়াটিয়া বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিশারিজ সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ সুমন কর্মকার।
বিশদ

04th  June, 2024
এআই নিয়ে পড়ার চাহিদা বাড়ছে 
সোহম কর

উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিজ্ঞান নিয়ে পড়াশোনার ক্ষেত্রে বেশিরভাগ পড়ুয়াই ইঞ্জিনিয়ারিং নিয়ে কেরিয়ার এগনোর স্বপ্ন দেখেন। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্র অনেক বড়। কোন শাখায় পড়াশোনা করবেন? এই নিয়ে চিন্তায় প্রায় নাওয়া-খাওয়া ভুলে যান পড়ুয়া থেকে পরিবারের লোকেরা। বিশদ

14th  May, 2024
উজ্জ্বল ভবিষ্যৎ কৃষি বিজ্ঞানে
ধরণীধর পাত্র

অনেক ছাত্রছাত্রীই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের আগে থেকেই স্থির করে রাখে তারা কী নিয়ে উচ্চশিক্ষায় এগিয়ে যাবে। তবে কোনও একটা বিষয় নিয়ে পড়ার আগে তার গুরুত্বটা বুঝে নেওয়া একান্ত প্রয়োজন। বিশদ

14th  May, 2024
বিভিন্ন বোর্ডগুলির দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আসন্ন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

এ মাসটা পেরলেই শুরু হয়ে যাচ্ছে পরীক্ষার মরশুম। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে সিবিএসই’র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। আর সিআইএসসিই-র অধীন আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষার্থীরা অবশ্য কিছুটা বাড়তি সময় পাবে। বিশদ

10th  January, 2024
চাপমুক্ত থাকলেই আসবে সাফল্য

শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি কেমন হবে? কোন কোন বিষয়গুলি মাথায় রাখা দরকার, তা নিয়ে পরামর্শে বিশিষ্ট মনোবিদ ডাঃ দেবাঞ্জন পান। বিশদ

10th  January, 2024
জাহাজের চাকরি যাদের লক্ষ্য

উচ্চমাধ্যমিক /আইএসসি/ সিবিএসসি ক্লাস টুয়েলভ বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে উপস্থিত হতে হয় জীবনের এক মহা সন্ধিক্ষণে। বেছে নিতে হয় স্বপ্নপূরণের কোনও একটি বিশেষ পথকে—যে পথে আছে সুনিশ্চিত ভবিষ্যৎ আর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের হাতছানি। বিশদ

11th  July, 2023
জেনেটিক্স পড়লে কাজের সুযোগ

এখন আর শুধু প্রথাগত ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন বিষয় নিয়ে পড়ার আগ্রহ ক্রমশ বাড়ছে। এরকমই একটি বিষয় জেনেটিক্স। আজ আমরা এমন কিছু খাবার খাচ্ছি বা জামাকাপড় পরছি, অনেক ক্ষেত্রে তার পিছনে জেনেটিক্সের প্রয়োগ রয়েছে। বিশদ

11th  July, 2023
হেলথকেয়ার কাউন্সিলরের চাহিদা বাড়ছে
বর্ণালী ঘোষ

ফ্রাসট্রেশন, ডিপ্রেশন, মানসিক চাপ নেওয়ার ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই দ্বারস্থ হন চিকিৎসকের। তবে এধরনের সমস্যা সাইকোলজিক্যাল কাউন্সিলিং­-এ অনেকটা সারিয়ে তোলা সম্ভব হয়। বিশদ

27th  June, 2023
স্বাস্থ্য পরিষেবায় চাকরির সুযোগ

হসপিটাল ম্যানেজমেন্টের গুরুত্ব বরাবরের। আগেকার সময়ে হাসপাতালের সিনিয়র ডাক্তাররা ম্যানেজমেন্টের বিভিন্ন দিক সামলাতেন। তখন সরকারি এবং বেসরকারি হাসপাতাল থাকলেও সাধারণ হাসপাতাল, স্পেশালিটি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালের ধারণা ছিল না। বিশদ

27th  June, 2023
চিকিৎসা ক্ষেত্রে সফল কেরিয়ার
গড়তে প্যারামেডিক্যাল কোর্স

বর্তমান সামাজিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য পরিষেবা। এই পরিষেবায় চিকিৎসকের পরামর্শ ছাড়াও আমাদের নির্ভর করতে হয় প্যারামেডিক্যাল স্টাফদের উপর। এই গুরুত্বপূর্ণ পরিষেবায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগও বেশি। স্বাস্থ্য পরিষেবায় নিজকে যুক্ত করতে পড়ে নেওয়া যায় বেশ কিছু প্যারামেডিক্যাল বিষয়। বিশদ

13th  June, 2023
সামনে প্রচুর সম্ভাবনা, উজ্জ্বল ভবিষ্যৎ
গড়তে পড়তেই হবে ইঞ্জিনিয়ারিং

রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়ে গিয়েছে। এবার শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। কেউ সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবেন। আবার কেউ পাবেন না। তবে বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো চাকরি মিলবে না, এমন ধারণা সম্পূর্ণ মিথ্যা। বিশদ

30th  May, 2023
একনজরে
ডোনাল্ড ট্রাম্পের প্রচারস্থলের কাছেই চলল গুলি। রবিবার ফ্লোরিডা গল্ফ ক্লাবের বাইরে দুই ব্যক্তির মধ্যে গুলির লড়াই বাধে। জানা যাচ্ছে, ওই ঘটনার কিছুক্ষণ আগেই ট্রাম্প ক্লাব ...

শেষবার তিনি মাঠে নেমেছিলেন কোপা আমেরিকা ফাইনালে। খেতাবি লড়াইয়ে গোড়ালিতে চোট পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন লায়োনেল মেসি। তারপর কেটে গিয়েছে দু’মাস। চোট সারিয়ে মাঠে ...

আবার হিট অ্যান্ড রানের ঘটনা বাণিজ্য নগরী মুম্বইয়ে। দ্রুতগতির গাড়ি পিষে দিল দুই বাইকযাত্রীকে। যার জেরে প্রাণ হারিয়েছেন বছর সতেরোর এক কিশোর। গুরুতর জখম তাঁর ...

আরজি কর কাণ্ডে রাজনৈতিক ফায়দা তুলতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বাম, অতিবাম, কংগ্রেস, বিজেপি সহ তামাম বিরোধী দল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস
১৭৩৬ - পোলিশ ডাচ পদার্থবিদ তথা প্রকৌশলী ও থার্মোমিটার উদ্ভাবক ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইটের মৃত্যু
১৮১২ - মস্কো শহরে এক অগ্নিকাণ্ডে এক দিনে প্রায় তিন-চতুর্থাংশ শহর পুড়ে গিয়েছিল
১৯০৮- জেনারেল মোটরস কর্পোরেশনের প্রতিষ্ঠা
১৯১৬- ধ্রুপদী সংগীতশিল্পী এম এস শুভলক্ষ্মীর জন্ম
১৯৩১- হিজলি ক্যাম্পে বন্দিদের উপর গুলিতে হত দুই বিপ্লবী সন্তোষকুমার মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্ত
১৯৩২- নোবেলজয়ী স্কটিশ চিকিৎসক রোনাল্ড রসের মৃত্যু
১৯৪৫- রাজনীতিবিদ পি চিদাম্বরমের জন্ম
১৯৫৩- যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘দ্য রোব’ প্রদর্শিত
১৯৫৫- আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু
১৯৮৭- বিশ্বের ২৭টি দেশ ভূ-পৃষ্ঠের বায়ু মন্ডলকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১০ টাকা ৮৪.৮৪ টাকা
পাউন্ড ১০৮.৬৪ টাকা ১১২.১৯ টাকা
ইউরো ৯১.৫৩ টাকা ৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
14th  September, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৬,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৬,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
14th  September, 2024

দিন পঞ্জিকা

৩১ ভাদ্র, ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪। ত্রয়োদশী ২৪/২০ দিবা ৩/১১। ধনিষ্ঠা নক্ষত্র ২৭/৪৫ দিবা ৪/৩৩। সূর্যোদয় ৫/২৭/৮, সূর্যাস্ত ৫/৩৫/৫৪। অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ১০/১৮ গতে ১২/৪৪ মধ্যে। রাত্রি ৬/২২ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ১১/৭ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৯ গতে ৪/৪৬ মধ্যে। বারবেলা ৬/৫৮ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/৩৪ গতে ৪/৫ মধ্যে। কালরাত্রি ১০/৪ গতে ১১/৩২ মধ্যে। 
৩০ ভাদ্র, ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪। ত্রয়োদশী দিবা ১/১১। ধনিষ্ঠা নক্ষত্র দিবা ৩/৫১। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৫/৩৮। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১১/৪৭ মধ্যে এবং রাত্রি ৬/২৯ গতে ৮/৪৯ মধ্যে ও ১১/১০ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/১৪ গতে ৪/৫৩ মধ্যে। কালবেলা ৬/৫৮ গতে ৮/২৯ মধ্যে ও ২/৩৫ গতে ৪/৭ মধ্যে। কালরাত্রি ১০/৪ গতে ১১/৩২ মধ্যে। 
১২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কলকাতার সিপিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি: মমতা বন্দ্যোপাধ্যায়

11:59:00 PM

আগামী কাল, মঙ্গলবার কলকাতা পুলিসে রদবদল করা হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

11:58:00 PM

স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

11:57:00 PM

অভয়ার উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে বৈঠক শুরু করি: মমতা বন্দ্যোপাধ্যায়

11:55:00 PM

আমরা উভয়পক্ষই খুশি, বিস্তারিত আলোচনা হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

11:55:00 PM

কিছু বিষয়ে সহমত কিন্তু কয়েকটি বিষয়ে মতানৈক্য হয়েছে, জানালেন জুনিয়র ডাক্তাররা

11:53:00 PM