দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
গত শতকের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম হ্যাকম্যান। ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ ও ‘আনফরগিভেন’ ছবির জন্য অস্কারজয়ী হ্যাকম্যান ছোট থেকেই স্বপ্ন দেখতেন অভিনেতা হওয়ার। কেরিয়ারের শুরুতে মঞ্চ ও টেলিভিশন জগতে অনেক কাজ করেছেন। সিনেমায় হাতেখড়ি ওয়ারেন বেটির ‘লিলিথ’-এর হাত ধরে। ১৯৬৭ সালে আর্থার পেনের ‘বনি অ্যান্ড ক্লাইভ’ ছবিটির জন্য প্রথমবার অস্কার মনোনয়ন পান। দ্বিতীয়বার মনোনয়ন পেয়েছিলেন ১৯৭০ সালে। ছবির নাম ‘আই নেভার স্যাং ফর মাই ফাদার’। ১৯৭১ সালে ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’-এর জিমি ‘পপাই’ ডয়েল চরিত্রে বিশ্বজুড়ে খ্যাতি পান। সেই ছবিই এনে দিয়েছিল প্রথম অস্কার। ১৯৭৮ সালে সুপারম্যান ছবিতে লেক্স লুথারের ভূমিকায় তাক লাগিয়েছিলেন জিন। অভিনয় থেকে অবসর নিয়েছিলেন দু’দশক আগে। ২০০৪ সালে। শেষ ছবি ‘ওয়েলকাম টু মুসপোর্ট’। ইদানীং জনসমক্ষে তাঁকে বেশি দেখা যেত না। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। ‘আনফরগিভেন’-এর পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা লিখেছেন, ‘একজন কিংবদন্তি শিল্পীকে হারালাম।’