দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
সল্টলেক শহরে পুরসভা ভবনের অদূরেই রয়েছে নেতাজি আইল্যান্ড। তার পাশের ফাঁকা জমিতে রবীন্দ্রভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শুরু হয়। মার্বেল পাথরে বাঁধানো ফলক বসানো হয়েছিল। সেই ফলক এখনও অক্ষত। তবে ভবনের কাজ শুরু হয়েই বন্ধ হয়ে যায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, টাকার ঘাটতির জন্য সেই কাজ করা যাচ্ছিল না। ২০২৪-২০২৫ আর্থিক বছরের বাজেট প্রস্তাবে রবীন্দ্রভবনের কাজ ফের শুরু করার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়। মূল বিল্ডিং প্ল্যান পরিবর্তন করে ভবন তৈরি করার প্রস্তাব পাশ হয়েছিল। সম্প্রতি থমকে থাকা কাজ ফের শুরু হয়েছে। জোরকদমেই চলছে। পিলারের জন্য লোহার খাঁচা আরও বড় করা হচ্ছে। বেশ কিছু পিলারের ঢালাই কাজ চলছে। নীচের অংশে ইটের গাঁধনির কাজও শুরু হয়েছে। পুরসভার দাবি, যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে। সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়া হচ্ছে। পুরসভার ২০২৫-২০২৬ আর্থিক বছরের বাজেটে রবীন্দ্রভবন তৈরির কাজ শুরুর উল্লেখও করা হয়েছে। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, এ বছর মেলা থেকে এক কোটি ৯১ লক্ষ টাকা আয় করতে সফল হয়েছি। যা আমাদের রবীন্দ্রভবন নির্মাণের স্বপ্নকে বাস্তবায়িত করতে সহায়ক হবে।