দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
সম্প্রতি, সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরতি জানান, এই খবরগুলি পুরোপুরি গুজব ও ভিত্তিহীন। তিনি বলেন, “সত্যি বলতে, আমি এখন মুম্বইতে নেই। এই মুহূর্তে বিষয়টি নিয়ে কারও সঙ্গে যোগাযোগ করছি না। কিন্তু, আমি এটুকু বলতে পারি, যে এগুলো সব মিথ্যা। এগুলো একেবারেই ভিত্তিহীন। পুরোটাই গুজব। ওদের দুজনের বন্ধন অত্যন্ত দৃঢ়।”
এরসঙ্গেই আরতি বলেন, “ওরা দুজনে খুব দৃঢ় ভাবে নিজেদের সম্পর্ক গড়ে তুলেছে। এতবছর পর আমরা কীভাবে বিবাহ বিচ্ছেদের কথা শুনব? আমি জানি না, কারা বা কী থেকে এই গুজব ছড়াল? তবে এমন ভুয়ো তথ্য ছড়ানো উচিত নয়।”
উল্লেখ্য বিষয় হল, গোবিন্দা এবং সুনীতার বিয়ের বয়স ৩৭ পেরিয়ে গিয়েছে। ফলে তাঁদের বিবাহ বিচ্ছেদের খবরে অনেকেই রীতিমতো বিস্ময় প্রকাশ করেছিল। তবে আরতি সিং-এর বক্তব্যে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গোবিন্দা ফ্যানেরা।