কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ। ... বিশদ
গত বছর থেকেই ফিল্ম ফেস্টিভ্যালে যুক্ত হয়েছে নতুন বিভাগ— বেঙ্গলি প্যানোরমা। এবার এই বিভাগে রয়েছে সাতটি সিনেমা। অঞ্জন দত্ত ও অপর্ণা সেন অভিনীত ‘এই রাত তোমার আমার’ থাকছে ফেস্টিভ্যালে। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবিতে উঠে আসবে একটি রাতের গল্প। প্রমিতা ভৌমিক পরিচালিত ‘অহনা’ আবর্তিত হয়েছে এক মহিলার জার্নিকে কেন্দ্র করে। পুরুষতান্ত্রিক সমাজে এক নারী কীভাবে তার পছন্দের জায়গায় পৌঁছয়, সেই সংগ্রাম ফুটে উঠেছে চিত্রনাট্যে। অভিনয়ে সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত। ঋষভ বসু অভিনীত ও অভিজিৎ চৌধুরী পরিচালিত ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ দেখা যাবে এক চিত্রশিল্পীর গল্প। বাংলার নবজাগরণের সঙ্গে যুক্ত চারজন চিত্রশিল্পীর আঁকা ছবির যোগসূত্র রয়েছে এই সিনেমায়। অন্যদিকে, দীপক বন্দ্যোপাধ্যায় ও প্রিয় চট্টোপাধ্যায়ের ‘মন মাতাল’ ছবিতে উঠে আসবে এক মানসিক সমস্যার দিক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবি ‘ভানু’ দেখানো হবে ফেস্টিভ্যালে। অয়নাংশু বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে থাকছে অঙ্কিত মজুমদার। সুদীপ্তা চক্রবর্তী, সন্দীপ্তা সেন অভিনীত ‘আপিস’-এ ফুটে উঠেছে দুই নারীর গল্প। অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালনা করেছেন এই ছবির। অর্ক মুখোপাধ্যায়ের ‘কাল্পনিক’ ছবিতে উঠে আসবে সাংবাদিকতার নানা দিক। রজতাভ দত্ত, সতাক্ষী নন্দীর মতো অভিনেতারা রয়েছেন সিনেমায়।
‘বেঙ্গলি প্যানোরমা’ ছাড়াও অন্যান্য বিভাগে একাধিক বাংলা ছবি দেখার সুযোগ পাবেন দর্শক। পরিচালক সৌমদীপ ঘোষ চৌধুরীর প্রথম ছবি ‘ন মাস ন দিন অন্তহীন’ লড়বে অন্যান্য ভারতীয় ভাষার সঙ্গে। ফ্যান্টম প্রেগনেন্সিকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। তবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর সে দেশের ছবি থাকছে না।