বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ‘লালন আকাদেমি’র শিল্পীবৃন্দের পরিবেশনায় ‘রূপকল্পে বিজয়’ শীর্ষক পরিবেশনা। অধুনা বাংলাদেশের নড়াইলের ভূমিপুত্র বিজয় সরকার কবিগান পরিবেশনেই প্রসিদ্ধি লাভ করেছিলেন। সেই কবিগানের আঙ্গিকে কবিয়াল বিজয়ের জীবনকে ফিরে দেখার প্রয়াস নিয়েছিলেন শিল্পীরা। কবিপুত্র কাজল অধিকারী কবিগানের বিভিন্ন পর্যায় ব্যাখ্যা করেন।