স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয় ... বিশদ
মূলত রোমান্টিক কমেডি ঘরানার ছবি এটি। নাম থেকেই অনুমান করা যায় ছবিতে একজন দাদুর ভূমিকা গুরুত্বপূর্ণ। উত্তর কলকাতার এক বনেদি বাড়ির মালিক অবনীমোহন (সুমন্ত্র মুখোপাধ্যায়)। পাড়ায় তাঁর ভয়ে বাঘে গোরুতে এক ঘাটে জল খায়। মেয়ে মারা যাওয়ার পর অবনীর পরিবার বলতে একমাত্র নাতনি তোর্সা। আর অবনীর বদ্ধমূল ধারণা, নাতনির সঙ্গে কোনও ছেলের প্রেম বা বিয়ে মানে সেই ছেলের একমাত্র উদ্দেশ্য হবে তোর্সার বিপুল সম্পত্তি হাতানো। এহেন পরিস্থিতিতে একদিন তোর্সার জীবনে হাজির হয় অমিত। অমিত কি অবনীর মনোভাবের পরিবর্তন করতে পারবে? এই প্রশ্নের উত্তর দেবে ছবিটি।
ওমের শেষ ছবি ছিল ‘হুল্লোড়’। অন্যদিকে আয়ুষীকে দর্শক এর আগে ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ ছবিতে দেখেছেন। ছবির কাস্টিং নিয়ে আশাবাদী পরিচালক বললেন, ‘নতুন জুটি সবসময়েই দর্শক পছন্দ করেন। এটুকু বলতে পারি যে ওমকে এই ছবিতে একদম অন্যভাবে দেখা যাবে।’ ছবিতে রয়েছেন লিলি চক্রবর্তী। চিত্রনাট্য প্রিয়া দাস, অর্ণব ভৌমিক এবং অনুভব ঘোষের লেখা। ছবির মিউজিক করছেন রণজয় ভট্টাচার্য। করোনা পরিস্থিতিতে যাবতীয় সুরক্ষাবিধিকে মাথায় রেখেই উত্তর কলকাতার বিভিন্ন লোকেশনে এই ছবির শ্যুটিং শুরু হবে। চলতি মাসেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। প্রযোজনায় শ্যাডো ফিল্মস।