Bartaman Patrika
সিনেমা
 

সাঁঝবাতি উস্কে দিল আশার প্রদীপ 

প্রিয়ব্রত দত্ত: জীবনসায়াহ্নে পৌঁছন সহানুভূতি ও সঙ্গ প্রত্যাশী একাকী মানুষগুলিকে নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেট তৈরি করেছে ‘সাঁঝবাতি’। স্বেচ্ছায় বয়স্ক মানুষগুলির বিপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকার ও ভরসা দেওয়ার জন্য একটি সংগঠন। সময়ের নিষ্ঠুর শর্ত আজ প্রায় গোটা বিধাননগরকে করে তুলেছে বিমূঢ় এক ‘বৃদ্ধাশ্রম’। তার প্রতিটি ব্লকে ব্লকে, নিঃসঙ্গ বাড়িগুলির ইট-কাঠ-পাথরের ফাঁকে ফাঁকে জমে রয়েছে হাহুতাশ ও দীর্ঘশ্বাসের টুকরো কাহিনী। সেইরকমই সাঁঝবাতির এক সদস্যার দিনযাপনের কাহিনীকে সেলুলয়েডে সাজিয়ে তুলেছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দোপাধ্যায়। ‘এক ছক ভাঙা সম্পর্ক’ নিয়ে গড়া ছবিটির নামও ‘সাঁঝবাতি’। শ্যুটিং শেষ। পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় সারা। এবার প্রচার পর্ব। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ছবিটির ফার্স্ট লুক ও একটি গান প্রকাশিত হল সেদিন। সাঁঝবাতির কর্মী, সংগঠক, সদস্যদের সামনে, বিশ্ববাংলা কনভেশন সেন্টারে, আন্তর্জাতিক প্রবীণ দিবসকে উপলক্ষ করে। মঞ্চে তখন রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব ও হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, কুণাল আগরওয়াল (ডিসিপি হেডকোয়াটার্স), অঞ্জিত সিং কারিয়ান (ডিসিপি হেডকোয়াটার্স, ট্রাফিক), অফারের সম্পাদক কল্লোল ঘোষ, ছবির প্রযোজক বেঙ্গল টকিজ-এর প্রণবকুমার গুহ ও অতনু রায়চোধুরী সহ লিলি চক্রবর্তী, দেব, পাওলি দাম, সঙ্গীতশিল্পী লগ্নজিতা এবং পরিচালক দ্বয় লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। বিধাননগর কমিশনারেট আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি দেবাশিস সেন বলেন, ‘সাধু উদ্যোগ। আরও দুটি সংগঠন আছে স্নেহদিয়া ও স্বপ্নভোর, আশাকরি তাদের কর্মকাণ্ডের কথাও একদিন এইভাবে উঠে আসবে।’ সেইসঙ্গে, নজরুলতীর্থে সাঁঝবাতির সদস্যদের জন্য বিশেষ শো-এর কথাও ঘোষণা করেন দেবাশিসবাবু। প্রসঙ্গত পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনও। লীনা বলেন, ‘কমিশনের দফতরে বসে এমন অনেক ঘটনার কথা জানতে পারি যা খুবই মর্মান্তিক। প্রযোজক অতনু রায়চৌধুরীর কাছে আমি সাঁঝবাতির একটি ঘটনার কথা জানতে পারি। তখন থেকেই বিষয়টি নিয়ে ছবি তৈরির পরিকল্পনা মাথায় আসে। এখন স্বেচ্ছাসেবী সংগঠন সাঁঝবাতি, আর আমাদের ছবি সাঁঝবাতি কোথায় যেন মিলেমিশে এক হয়ে গিয়েছে।’ বিধাননগর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে চলা সাঁঝবাতির কর্মকাণ্ডের নেপথ্যে কমিশনারেটের নোডাল অফিসার অনুরাধা মণ্ডলের প্রশংসা করে প্রযোজক অতনু বলেন, ‘ছবিটা একটা সময় পার করে আসা মানুষজনের গল্প। তাঁরা কীভাবে থাকেন বা আছেন, সেই ধারণাটা অন্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। সেই চেষ্টাই আমরা করেছি।’ ছবির ‘ফুলি’ পাওলি দাম বলেন, ‘সাঁঝবাতি আমার অভিনয় কেরিয়ারে আরও একটা স্পেশাল জার্নি হয়ে থাকবে। ছবিটাতে অভিনয় করতে গিয়ে প্রায় প্রত্যেকদিনই এমন কিছু অনুভব করেছি, যা আমি বা আমরা আশেপাশেই দেখে থাকি। কিন্তু কিছুই করতে পারি না। আশাকরি সেই আক্ষেপটা কিছুটা হলেও মিটবে।’ ঘটনাচক্রে সাঁঝবাতিতেই দেবের সঙ্গে প্রথম কাজ পাওলির। ‘পাসওয়ার্ড’ তার পরে। যদিও ‘পাসওয়ার্ড’ ছবিটি ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছে। ওদিকে দেব উচ্ছ্বসিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তী অভিনেতার সঙ্গে প্রথম অভিনয় করার সুযোগ পেয়ে। বললেন, ‘সাফল্যকে পাখির চোখ করতে গিয়ে আমরা সেই মানুষগুলোর কথা বেমালুম ভুলে যাই, যাঁদের জন্য আমরা এতটা পথ অতিক্রম করতে পারলাম।’ ছবিতে দেব অভিনীত চরিত্রটির নাম ‘চাঁদু’। এরকম চরিত্রে আগে অভিনয় করেননি দেব, অকপট স্বীকারোক্তি হার্টথ্রবের। দেবের ভাষায়, ‘বুনোহাঁস-এ ছিল পৃথিবীর জঞ্জাল, আর এখানে চাঁদু কোথায় যেন সম্পর্কের জঞ্জালে ফেঁসে যায়। দুনিয়ার সঙ্গে তাও লড়াই করা যায়, কিন্তু ঘরের মধ্যে লড়াইটা খুব কঠিন। এই সম্পর্ক ভাঙাগড়ার মধ্যে দিয়ে বেড়ে ওঠা এরকম চরিত্রে আমি আগে কখনও অভিনয় করিনি। মূল বাণিজ্যিক ধারার ছবির নায়ক দেব যে নিজের গ্ল্যামার ভেঙে একটি অভাবী ঘরের সাধারণ ছেলে হয়ে উঠতে পারে, এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। এখানে আমি দেব নই। না, নায়ক, প্রযোজক, সাংসদও নই। একদম কমনম্যান।’
ছবিরটির অন্যতম মুখ্যচরিত্রে অভিনয় করছেন লিলি চক্রবর্তী। তাঁর বক্তব্য, ‘আমি কোনওদিন কাউকে নকল করে অভিনয় করিনি। কোনও একটি চরিত্রে অভিনয় করার সময় অন্তর থেকে সেই চরিত্রটি সম্পর্কে যে ভাবনা বা ছবি আমার মাথায় আসে তার উপর নির্ভর করেই অভিনয় করি। আশা করি সাঁঝবাতিতেও আমার চেষ্টা সার্থক হবে।’ এদিনের অনুষ্ঠানে গান শোনালেন লিলি চক্রবর্তীর ‘ভাইঝি’ লগ্নজিতা। যদিও শানের গাওয়া ‘বিসর্জন’ শীর্ষক গানটি প্রকাশিত হল এদিন। ছবিটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর।
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়  
18th  October, 2019
বাংলা ছবি পাল্টে দিতে পারে স্ক্রিন এক্স, বলছেন প্রসেনজিৎ 

টানা দশ মিনিট ধরে সিনেমাহলের তিন দিক জুড়ে সিনেমা দেখে অভিভূত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুগ্ধ টলিউড সুপারস্টার বলেই ফেললেন, ‘ইশ, কাকাবাবুর কোনও কোনও দৃশ্য যদি এইরকমভাবে বানানো যায়!’ আসলে কলকাতায় সম্প্রতি আইনক্স লঞ্চ করল সিনেমা দেখার অত্যাধুনিক প্রযুক্তি, ‘স্ক্রিন এক্স’।  
বিশদ

18th  October, 2019
শুভ বিজয়ার সেকাল একাল 

সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে বাঙালির বিজয়া দশমী। রুপোলি পর্দার তারকাদের অনুভবেও সেই বদলের আক্ষেপ। কেমন ছিল তাঁদের সাবেক বিজয়া বিলাস। আজই বা কেমন করে তাঁরা উদযাপন করেন উমার বিদায়বেলা, সেটাই উঠে এল স্মৃতিচারণায়। 
বিশদ

11th  October, 2019
 মুখ আর মুখোশের লুকোচুরি

সবটাই কি মুখোশ? মুখ বলে কি আদৌ কিছু হয়? যদি হয়, তাহলে মুখ ও মুখোশের মধ্যে ফারাক কতখানি? প্রাগৈতিহাসিক এই প্রশ্নটিকেই সামনে রেখে এবার তরুণ পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায় তৈরি করছেন আর একটি থ্রিলার ‘মুখোশ’। এটি তাঁর তৃতীয় ছবি।
বিশদ

27th  September, 2019
অন্নভোগে, মাতৃ আরাধনায়,
হোমযজ্ঞে ছবির প্রচার

মাহাত্ম্য আর মহত্বে মহীয়ান মহাপীঠ তারাপীঠের নতুন করে বর্ণনা দেওয়ার কিছু নেই। প্রত্যাশার ভিড়ে সেদিনও উপচে পড়েছিল প্রাঙ্গণ। মুখরিত জয়ধ্বনিতে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছিল প্রাচীন এই তীর্থভূমি। তখন দুপুর। কলকাতা থেকে পাঁচ ঘণ্টার পথ উজিয়ে এই পীঠস্থানে পা রাখতেই জানা গেল অন্নগ্রহণে বসেছেন ওঁরা।
বিশদ

20th  September, 2019
দিল্লিতে বাংলা চলচ্চিত্র উৎসব

  দ্বাদশ বাংলা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে দিল্লিতে। আজ, শুক্রবার বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। চলবে তিনদিন।
বিশদ

13th  September, 2019
ভালো মেয়ে, খারাপ মেয়ের গল্প

শহরের অভিজাত পানশালায় নাচ করে রিয়া ফার্নান্ডেজ। ক্লায়েন্টদের কাছে রিয়া বেশ জনপ্রিয়, সেই কারণে বাড়তি রোজগারের পথও তার কাছে উন্মুক্ত। স্বামীর সঙ্গে রিয়ার দশ বছরের বিবাহিত জীবন। তবে কোনওদিনই তাদের সম্পর্ক সুখের নয়। একদিন রাতে রিয়া যখন কাজে যাচ্ছে, ঠিক তখনই তিনজন ছেলের পাল্লায় পড়ে।
বিশদ

13th  September, 2019
 হারানো আড্ডাকে ফিরে দেখা

আড্ডা দিতে বাঙালির জুড়ি নেই। সময় পেলেই মনের মতো কারও সঙ্গে বসে পড়লেই হল। নেই বিষয়ের চিন্তা, নেই কোনও স্থান নির্বাচনের চাপ। কিন্তু আজকে ব্যস্ত জীবনস্রোতে সেই আড্ডা দিতেই কি ভুলে যাচ্ছে বাঙালি? ‘আড্ডা’ ছবিতে পরিচালক দেবায়ুষ চৌধুরী এই প্রশ্নই তুলেছেন। 
বিশদ

13th  September, 2019
বাণিজ্যিক ছবির নায়করা
এখন দ্বিধাগ্রস্ত

 বাংলা সিনেমা এখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। বলিউডের মতোই সেখানে কনটেন্ট বনাম স্টারভ্যালুর লড়াই চলছে। আর সেই জাঁতাকলে নাভিশ্বাস উঠছে তারকা থেকে শুরু করে পরিচালক প্রযোজকের। আর সমান্তরাল ছবির তুলনায় এখন দর্শক হারানোর কোপ যে বাণিজ্যিক ছবির উপর অনেক বেশি তা মেনে নিচ্ছেন বনি সেনগুপ্ত।
বিশদ

06th  September, 2019
মুম্বইয়ে জমজমাট বিশ্বজিৎ লাইভ

দিন কয়েক আগে অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে একটি ফোন কল এল। ফোনের ওপারে তাঁর একসময়ের নায়িকা সায়রা বানুর কণ্ঠস্বর। মাসখানেক আগেই নিজের জন্মদিনের হীরকজয়ন্তী পালন করেছেন হিন্দি ছবির এই দাপুটে অভিনেত্রী।
বিশদ

06th  September, 2019
অভিযানে নামছে গোয়েন্দা জুনিয়র বিক্রম 

বড়, বুড়ো, যুব, খুড়োদের নিয়ে ছবি তৈরির পর এবার খোকাদের জন্য ছবি তৈরিতে হাত দিলেন মৈনাক ভৌমিক। তাঁর নির্মীয়মান ছবির নাম ‘গোয়েন্দা জুনিয়র’। নামেই পরিষ্কার এ ছবির নায়ক এক নাবালক চৌখস।   বিশদ

30th  August, 2019
আশা করছি কলকাতায়
সঙ্গীতপিপাসু অনেককে পাব

 প্রসিদ্ধ কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী, লেখক ও সমাজকর্মী টি এম কৃষ্ণার কলকাতায় প্রথম একক অনুষ্ঠান আগামী ২৫ আগস্ট কলামন্দিরে। তার  আগে নিজের অনুষ্ঠান ছাড়াও বিবিধ বিষয় নিয়ে কথা বললেন আমাদের প্রতিনিধি অমিত চক্রবর্তীর সঙ্গে। বিশদ

23rd  August, 2019
 সৎপথে থাকলে ভাত ডালের অভাব হবে না

 সঙ্গীত জীবনের ৪০ বছর পূর্ণ করলেন শিল্পী। সেই সঙ্গে তাঁর নেতৃত্বে থিয়েটার অ্যাকাডেমিও দেখতে দেখতে তিরিশ বছর পেরিয়ে গেল। নিজের কাজ, অনুষ্ঠান, আর্কাইভ নিয়ে ভাবনা সহ নানা বিষয় নিয়ে কথা বললেন দেবজিত্ বন্দ্যোপাধ্যায়।
বিশদ

23rd  August, 2019
 গ্রামের মানুষের সরল জীবনযাত্রার গল্প

  গ্রামের মানুষদের সরল জীবনযাত্রার খুব সাধারণ গল্প ‘দৃষ্টি’। এই সরল জীবনের মধ্যেই হঠাত্ নেমে আসে অন্ধকারের ছায়া। জটিল অঙ্কের মধ্যে কাটতে থাকে জীবন। শিবা মানে শিবপ্রসাদ হল গ্রামে বসবাসকারী এক বিবাহিত পুরুষ। মাছের ব্যবসা করে সুখে শান্তিতে দিন কেটে যায়। তাদের সর্বক্ষণের সঙ্গী হল প্রতিবেশী রাম ও তার স্ত্রী। বিশদ

23rd  August, 2019
তমালিকা পণ্ডা শেঠ স্মৃতি পুরস্কার

গত ৬ আগস্ট ছিল প্রয়াত কবি তমালিকা পণ্ডা শেঠের ৬৩তম জন্মদিন। তিনি ছিলেন বিধায়ক, পুরপ্রধান, সংস্কৃতি সংগঠক, রাজনীতিবিদ ও আপনজন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। প্রয়াত কবির জন্মদিনে কলকাতার জাতীয় গ্রন্থাগারে সংবাদ সাপ্তাহিক আপনজন পত্রিকার উদ্যোগে সাহিত্য আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশদ

09th  August, 2019
একনজরে
 প্রসেনজিৎ কোলে, কলকাতা: রেল মন্ত্রক প্রতিটি জোনকেই ভাড়া ছাড়া অন্যান্য খাতে আয় বৃদ্ধির রাস্তা খুঁজতে নির্দেশ দিয়েছিল। সেই পথে চলে বিজ্ঞাপন সহ বিভিন্ন খাতে ইতিমধ্যেই আয় বাড়িয়েছে একাধিক জোন। ভাড়া ছাড়া অন্য খাতে আয় বৃদ্ধিতে এবার অব্যবহৃত জমিতে পুকুর কেটে ...

বিএনএ, কোচবিহার: কোচবিহার পুরসভার বেশকিছু ওয়ার্ডের ভিতরের রাস্তার অবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলি বেহাল হয়ে থাকার কারণে বাসিন্দাদের মনে ক্ষোভ দানা বেঁধেছে।  ...

 নয়াদিল্লি, ১৯ অক্টোবর (পিটিআই): নাগাদের জন্য আলাদা পতাকা এবং সংবিধানের দাবি খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে দশকের পর দশক ধরে চলা শান্তি প্রক্রিয়াতেও সরকার ইতি টানতে চাইছে। ...

 ওয়াশিংটন, ১৯ অক্টোবর (পিটিআই): ভারতের অর্থনীতির পূর্বভাস নিয়ে অশনি সঙ্কেত দিলেও কর্পোরেট সংস্থাকে কর ছাড়ের প্রশংসা আগেই করেছিল বিশ্বব্যাঙ্ক। এবার একই সুর শোনা গেল আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) কথায়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 বিশ্ব পরিসংখ্যান দিবস
১৮৭১: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের জন্ম
১৯৭৮: ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৪ টাকা ৭২.০৪ টাকা
পাউন্ড ৮৯.৮৬ টাকা ৯৩.১৫ টাকা
ইউরো ৭৭.৭৩ টাকা ৮০.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
19th  October, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৯২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৯৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৪৮৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ কার্তিক ১৪২৬, ২০ অক্টোবর ২০১৯, রবিবার, ষষ্ঠী ৪/৩৯ দিবা ৭/৩০। আর্দ্রা ৩০/৩৪ সন্ধ্যা ৫/৫২। সূ উ ৫/৩৮/৩৫, অ ৫/৪/৩৯, অমৃতযোগ দিবা ৬/২৫ গতে ৮/৪২ মধ্যে পুনঃ ১১/৪৪ গতে ২/৪৫ মধ্যে। রাত্রি ৭/৩৫ গতে ৯/১৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ১/২৮ মধ্যে পুনঃ ২/১৮ গতে উদয়াবধি, বারবেলা ৯/৫৬ গতে ১২/৪৭ মধ্যে, কালরাত্রি ১২/৫৬ গতে ২/৩০ মধ্যে।
২ কার্তিক ১৪২৬, ২০ অক্টোবর ২০১৯, রবিবার, সপ্তমী ৫৩/৪/১৩ রাত্রি ২/৫২/৫২। আর্দ্রা ২৪/৪১/৫৯ দিবা ৩/৩১/৫৯, সূ উ ৫/৩৯/১১, অ ৫/৫/৫১, অমৃতযোগ দিবা ৬/৩২ গতে ৮/৪৫ মধ্যে ও ১১/৪২ গতে ২/৪০ মধ্যে এবং রাত্রি ৭/২৮ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ১/২৯ মধ্যে ও ২/২১ গতে ৫/৪০ মধ্যে, বারবেলা ৯/৫৬/৪১ গতে ১১/২২/৩১ মধ্যে, কালবেলা ১১/২২/৩১ গতে ১২/৪৮/২১ মধ্যে, কালরাত্রি ১২/৫৬/৪১ গতে ২/৩০/৫১ মধ্যে।
২০ শফর

ছবি সংবাদ

এই মুহূর্তে
 আজকের রাশিফল
মেষ: ব্যবসায় অর্থাগম হবে। বৃষ: কর্মপ্রার্থীদের শুভ যোগাযোগ ঘটবে। মিথুন: গৃহে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব পরিসংখ্যান দিবস ১৮৭১: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের জন্ম১৯৭৮: ...বিশদ

07:03:20 PM

আইএসএল: প্রথম ম্যাচে এটিকের বিরুদ্ধে ২-১ গোলে জয়ী কেরালা ব্লাস্টার্স এফসি 

09:37:34 PM

আইএসএল: কেরালা ব্লাস্টার্স এফসি ২ - এটিকে ১ (বিরতি) 

08:29:36 PM

কোচবিহারের দিনহাটার নারায়ণগঞ্জে ৭১ কেজি গাঁজা উদ্ধার 

06:16:00 PM

করণদিঘিতে ব্যবসায়ী খুনে ৫ অভিযুক্ত গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র 

05:47:32 PM