Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

অঙ্গহানির পর পুনর্গঠন, নয়া দিগন্ত চিকিৎসায়

হাড় জোড়ার  কেরামতি

ডাঃ সৈকত সাউ 
সহকারী অধ্যাপক, অর্থোপেডিক, মেডিক্যাল কলেজ

হাড়ের রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন করতে হলে দরকার হয় অস্ত্রোপচারের। যা একজন উচ্চ দক্ষতাসম্পন্ন অর্থোপেডিক সার্জনই করতে পারেন। এখন তো এই অর্থোপেডিক সার্জারি নামটাই ধীরে ধীরে উঠে যাচ্ছে। তার বদলে বলা হচ্ছে অ্যাডাল্ট (বড়দের ক্ষেত্রে) রিকনস্ট্রাকটিভ সার্জারি আর ছোটদের পেডিয়াট্রিক রিকনস্ট্রাকটিভ সার্জারি।
বয়স্কদের কোমর বা হাঁটু প্রতিস্থাপন এখন খুবই প্রচলিত। কিন্তু এইধরনের অস্ত্রোপচার বা যেকোনো ধরনের হাড়ের রিকনস্ট্রাকটিভ সার্জারি করার কয়েকটি শর্ত আছে। এক্ষেত্রে রোগীর হাড় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁর বয়স ইত্যাদি অন্যতম মূল বিচার্য বিষয় হয়ে ওঠে। আসলে কোমর বা হাঁটু কিন্তু আমরা রিপ্লেস বা বদলে দিই না, বরং রি-সারফেস করি। অর্থাৎ যে অংশে দুটি হাড়ে ঘষা লাগছে সেই জায়গাটি কেটে বিশেষ ধরনের ধাতু বসিয়ে দেওয়া হয়। তবে, এই ধরনের অস্ত্রোপচার কোনও কারণে ব্যর্থ হলে রিপ্লেস করার বিষয়টি আসবে। আবার রিপ্লেস বিষয়টি টিউমার বা ক্যান্সার রোগীদের ক্ষেত্রেও আসবে। কারণ তাঁদের হাড় সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই ওই অংশটি কেটে বদলে দেওয়া বা রি-সেকশন করা ছাড়া উপায় থাকে না। এক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়া হাড়ের জায়গায় যেটা বসানো হয় তাকে বলে মেগাপ্রস্থেসিস। যত ভালো মানের মেগাপ্রস্থেসিস হবে তার আয়ু তত বেশি হবে।
শরীরের যে কোনও হাড়েরই পুনর্গঠন সম্ভব। মানবশরীরের পায়ের ফিবুলা হলো সেই হাড় যা থেকে আমরা শরীরের অন্য যে কোনও হাড় পুনর্গঠন করে দিতে পারি। এছাড়া কোমরে ইলিয়াট্রিস্ট বলে একটি হাড় আছে যা কার্যত মানব শরীরের বোন–ব্যাঙ্ক হিসেবে কাজ করে। হাত-পা তো বটেই, চোয়াল বা আঙুলের মতো জটিল জায়গার হাড়েরও পুনর্গঠন সম্ভব। ছোটদের ক্ষেত্রে সাধারণত ফিবুলা আর বড়দের ক্ষেত্রে কোমরের হাড় দিয়েই আমরা ক্ষতিগ্রস্ত হাড়ের পুনর্গঠন করে থাকি। এখানে বলে রাখা ভালো, পায়ে শুধু বাড়তি হাড়ই নয়, বাড়তি মাংসপেশিও থাকে। যেগুলি শরীরের অন্য জায়গায় প্রতিস্থাপন করা সম্ভব। 
এই ধরনের অস্ত্রোপচার খুব জটিল এবং ব্যয়সাপেক্ষ। একটি অস্ত্রোপচারের পিছনে থাকে দক্ষ চিকিৎসকদের টিম। তাই বড় প্রতিষ্ঠান ছাড়া এই অস্ত্রোপচার করানো ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে কলকাতা মেডিক্যাল কলেজের মতো রাজ্যের সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালগুলিতে তো এখন একেবারে নিখরচায় এই চিকিৎসা মিলছে।
লিখেছেন: নীতীশ চক্রবর্তী
 

ব্রেস্ট রিকন্সট্রাকশন

ডাঃ দীপ্তেন্দ্র সরকার
অধ্যাপক, সার্জারি, পিজি

আগে কী হতো: প্রাথমিক পর্যায়ে যখন চিকিৎসা বিজ্ঞানীরা ব্রেস্ট রিকনস্ট্রাকটিভের প্রয়োজনীয়তা বুঝলেন, তখন পেট ও পিঠের দিক থেকে পেশি কেটে তা ঘুরিয়ে ব্রেস্ট পুনর্গঠন হতো। এতে রোগীর পিঠে ও কোমরে একটা দাগ থাকত। তলপেটে কিছু সমস্যাও দেখা দিত। পরে সিলিকন প্রস্থেসিস নারীর রূপ সচেতনতা, ব্যক্তিত্ব ও মানসিক স্ট্রেসে হয়ে উঠল মুশকিল আসান। মহিলার ব্রেস্টের মাপ নিয়ে সেই সমান মাপের সিলিকন প্রস্থেসিস আনা হতো। যে ব্রেস্টটি অস্ত্রোপচারে বাদ যাবে, তার চামড়ার নীচে এই প্রস্থেসিস বসানো হতো। ধরে রাখার জন্য এর সঙ্গে প্রয়োজনীয় পেশি যোগ করা হতো। 
পরে হার্নিয়ার নেট বা মেসের মতো ব্রেস্টের জন্যও এল নেট। পশুর চামড়া থেকে যাবতীয় অ্যান্টিজেন সরিয়ে তার কাঠামো ও কোলাজেনকে রেখে এই মেস বা নেট তৈরি হয়। ফলে ত্বকে কোনও প্রতিক্রিয়া হল না। অস্ত্রোপচারের সময় ব্রেস্ট যেখানে ছিল, সেখানে এটি সেলাই করে তার মাঝে বটুয়া ব্যাগের মতো করে সিলিকন প্রস্থেটিসকে আটকে দেওয়া হল। এতে ব্রেস্টের গঠন, নমনীয়তা সবই সুস্থ, স্বাভাবিক মহিলার মতোই রয়ে গেল। 
কোন ক্ষেত্রে রিকন্সট্রাকশন: ক্যান্সার রোগিণীর প্রকৃত ব্রেস্টটি রক্ষা করা প্রধান লক্ষ্য হয়। বহুকেন্দ্রিক (মাল্টিসেন্ট্রিক) ক্যান্সারে আক্রান্ত মহিলার ব্রেস্ট রক্ষা করা সম্ভবপর হয় না। তখন করা হয়। 
কখন করা উচিত: ব্রেস্ট ক্যান্সারের অপারেশনের সময়ই এই নেট বা মেস দিয়ে রিকনস্ট্রাকশন করে দেওয়া সম্ভব। এতে অতিরিক্ত ২০ মিনিট মাত্র সময় লাগে। রোগিণী পরের দিনই বাড়ি চলে যেতে পারেন। একে বলে প্রাথমিক ব্রেস্ট রিকন্সট্রাকশন। শারীরিক অবস্থা বিবেচনা করে দিন কয়েকের মধ্যেও এটি করা যেতে পারে। তবে যিনি মূল অস্ত্রোপচারের সময় করাননি, তাঁর ক্ষেত্রে মূল ওটির ২ বছর পর করা উচিত।
খরচ: পুরনো পদ্ধতিতে ব্রেস্ট রিকনস্ট্রাকশন করালে অপারেশনের খরচ খুব বেশি হয় না। তবে এতে অস্ত্রোপচারের ও হাসপাতালে থাকার সময় দীর্ঘ হয়। তলপেটে অস্বস্তি ও সমস্যার মতো কিছু অসুবিধাও আজীবন সঙ্গী হয়। তবে সিলিকন প্রস্থেসিসের মতো আধুনিক পদ্ধতিতে হাসপাতালে দীর্ঘদিন থাকার প্রয়োজন পড়ে না। রোগী সুস্থও হন দ্রুত। তবে খরচ সাধারণ পদ্ধতির চেয়ে প্রায় ১.৫-২ লক্ষ টাকা বেশি। সরকারি হাসপাতালে প্রচলিত পদ্ধতির অপারেশনে কোনও খরচই লাগে না। নেট-সহ সিলিকন প্রস্থেটিস অস্ত্রোপচারে কিছু খরচ পড়তে পারে। 
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়

মুখ বদলের অপারেশন

ডাঃ রাজন ট্যান্ডন
অধ্যাপক, পিজি হাসপাতাল

এই তো বছর দেড়েক আগের কথা। বড় পর্দায় রিলিজ করল রণবীর কাপুরের ফিল্ম ‘অ্যানিমল”। সেই সিনেমার শেষলগ্নে দেখা গেল অ্যান্টি হিরো প্লাস্টিক সার্জারি করিয়ে হুবহু হিরোর মুখ পেয়ে গিয়েছেন। সেই দেখে দর্শকের কি শিহরণ! এই ভাবে সার্জারি করিয়ে একেবারে অন্য একটি মানুষের রূপ নিয়ে নেওয়ার ঘটনা তো আমরা যুগ যুগ ধরে সিনেমার পর্দায় দেখে আসছি। আর তা দেখতে দেখতে অনেকের অবচেতন মনে সত্যিই একটা বিশ্বাস জন্মে গিয়েছে, কেউ চাইলেই সার্জারির মাধ্যমে অন্য একজনের রূপ নিয়ে নিতে পারেন। 
কিন্তু গল্পে গোরু গাছে চরতে পারে, বাস্তবে না। হ্যাঁ ফেসিয়াল রিকনস্ট্রাকশন সার্জারির মাধ্যমে মুখের কিছু বদল সম্ভব। উন্নত প্রযুক্তির মাধ্যমে অপারেশনের ফলে তাঁর ‘লুক’ একটু অন্যরকম হয়ে যায় ঠিকই। তা বলে অন্যের রূপ নিয়ে নেওয়াটা একটু বাড়াবাড়িই। 
প্লাস্টিক সার্জারি বা রিকনস্ট্রাকশন নানা কারণে হতে পারে। একটা তো অবশ্যই কসমেটিক কারণে, অন্যটা মেডিক্যাল ট্রিটমেন্টের অঙ্গ হিসেবে। এবার আসা যাক আসল কথায়। বার্ন ইনজুরির ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি অনেকেই করেন। তাতে কী সব ‘খুঁত’ ঢাকা সম্ভব?
এক কথায় উত্তর, না। ১০০ শতাংশ নিখুঁত এখনও করা সম্ভব নয়। তবে সেই ক্ষত অনেকটাই ঢেকে দিতে পারে এই রিকনস্ট্রাকশন সার্জারি। কিন্তু এক্ষেত্রে কোথায় ক্ষত রয়েছে এবং তা কতটা গভীর, তার উপর চিকিৎসা পদ্ধতি নির্ভর করে। 
কীরকম? সাধারণ আগুনে পোড়ার ক্ষেত্রে অধিকাংশ সময়ই ক্ষত বেশি গভীর হয় না। এক্ষেত্রে রোগীর ত্বক ও ফ্যাটই মূলত ক্ষতিগ্রস্ত হয়। টিস্যুর সেভাবে ক্ষতি হয় না। তখন সাধারণ স্কিন গ্রাফ্ট করলেই হয়ে যায়। শরীরের অন্য এক অংশ থেকে বিশেষ উপায়ে ত্বকের একটা অংশ কেটে ক্ষত অংশে লাগানো হয়। 
এবার গভীর ক্ষতর চিকিৎসায় আসা যাক। সাধারণত আগুনের থেকে বৈদ্যুতিক শক লাগার কারণে যে বার্ন ইনজুরি হয়, তাতেই ক্ষত কিন্তু বেশ গভীর হয়ে যায়। এক্ষেত্রে রিকনস্ট্রাকশন সার্জারি তুলনায় একটু জটিল। যেহেতু একেকজনের ক্ষেত্রে ক্ষতের গভীরতা ও স্থান আলাদা হয়, তাই সার্জারির ধরণও আলাদা হয়ে যায়। 
ধরা যাক, পুড়ে যাওয়ার ফলে কোনও রোগীর স্কিন, ফ্যাট তো বটেই, নার্ভ, টেন্ডন বা হাড়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে সবার আগে সেই ক্ষতস্থান ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। কারও যদি দেহের ঊর্ধ্বাংশে গভীর ক্ষত রয়েছে। আমাদের পায়ে হাঁটুর নীচ থেকে লম্বা দু’টি হাড় থাকে। টিবিয়া ও ফিবুলা। কারও হাড় রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে এই ফিবুলার অংশ নেওয়া যেতে পারে। সেই সঙ্গে মাংশপেশি, নার্ভ ও স্কিনও সেখান থেকে নিয়ে ক্ষত স্থানে বসানো যায়। তবে যে স্থান থেকে এই অংশ নেওয়া হচ্ছে, তার ফলে সেই অংশটি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সেটা হলে চলবে না। এবার ক্ষত স্থানে ওই কম্পোজিট টিস্যুটি জোড়ার সময় শিরা ও ধমনীর সঙ্গে মিলিয়ে জুড়ে দিতে হয়। এই প্রক্রিয়াটি বেশ জটিল। একে বলা হয় রিকনস্ট্রাকটিভ মাইক্রো সার্জারি বলে। কোনও কোনও শিরা আকারে মানুষের চুলের থেকেও কয়েকগুণ সরু হয়। মাইক্রোস্কোপের সাহায্যে সেই শিরা জুড়ে দেওয়া হয়। এতে ক্ষত স্থানে যে কম্পোজিট টিস্যু লাগানো হল, তাতে রক্ত চলাচল করতে পারে। একই ভাবে নার্ভও জোড়া দেওয়া হয়। 
এখন কোনও কোনও ক্ষেত্রে একটি সার্জারিতে পুরো প্রক্রিয়া হয়ে যায়। আবার কোনও ক্ষেত্রে একাধিক সার্জারির প্রয়োজন পড়ে। ভারতে এই রিকনস্ট্রাকশন সার্জারির অনেকটাই উন্নতি হয়েছে গত কয়েক দশকে। এই মুহূর্তে দুই হাতের রিকনস্ট্রাকশন সার্জারি ভারতেই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। 
লিখেছেন সায়ন মজুমদার
13th  February, 2025
হাওয়া বদলে সর্দিগর্মি!  রেহাই কোন পথে?

ডাক্তারি পরিভাষায় ‘সর্দিগর্মি’ বলে কোনও অসুখ নেই। ঋতু পরিবর্তনের সময় বা পরিবেশগত কারণে ‘কখনও ঠান্ডা-কখনও গরম’ এমন আবহাওয়ায় পড়লে নানা শারীরিক সমস্যা তৈরি হয়, চলিত ভাষায় তাকেই সর্দিগর্মি বলে। জ্বর, নাক থেকে কাঁচা জল পড়া, গলা ব্যথা, সর্দিকাশি ইত্যাদি উপসর্গ মিলিয়ে যে ফ্লু, তা-ই সর্দিগর্মি। 
বিশদ

27th  February, 2025
এইচ পি ঘোষ হাসপাতালে রোবোটিক স্পাইন সার্জারি

এবার মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার করবে রোবট। সৌজন্যে এইচ পি ঘোষ হাসপাতাল। শহরে এক অনুষ্ঠানে রোবোটিক অস্ত্রোপচারের যাবতীয় খুঁটিনাটি বিশদে বুঝিয়ে, হাতেকলমে করেও দেখিয়েছেন ওই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।
বিশদ

27th  February, 2025
বসন্তের অসুখে আয়ুর্বেদ

শীতের অবগুণ্ঠন পেরিয়ে কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত। পলাশ, কৃষ্ণচূড়া, হিমঝুরি, শিমুলের অপরূপ রূপ মেখে প্রকৃতি হয়ে উঠেছে অনন্যা। শীত-বসন্তকালীন এই ঋতুসন্ধিতে সকালে শীতভাব, বেলা বাড়তেই চড়া রোদে গলদঘর্ম আর সন্ধ্যায় ঠান্ডার প্রকোপ।
বিশদ

27th  February, 2025
ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের জন্মদিন

সম্প্রতি ১৪৫ বছরে পদার্পণ করল রাজ্য সরকারের অধীনস্থ মানিকতলার ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। কলেজটি এশিয়ারও সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান। এই উপলক্ষ্যে এখানে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি নানা কর্মসূচি নেওয়া হয়।
বিশদ

20th  February, 2025
অভিষেকের সেবাশ্রয়: সুস্থ জটিল রোগীরাও

মাস তিনেক আগে মেরুদণ্ডে টিউমার নিয়ে মেটিয়াবুরুজের সেবাশ্রয় ক্যাম্পে আসেন শেখ হাসিবুল। তাঁর শারীরিক অবস্থা এতটাই জটিল ছিল যে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। প্রয়োজন ছিল অস্ত্রোপচারের। কিন্তু সেবাশ্রয়ের ক্যাম্পে সেই জটিল অস্ত্রোপচারের পরিকাঠামো না থাকায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাঁকে ভর্তি করা হয় কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে।
বিশদ

20th  February, 2025
ছোটদের কোষ্ঠকাঠিন্য সারান

শিশু যদি সপ্তাহে তিনবারের কম মলত্যাগ করে তাহলে বুঝতে হবে সে কনস্টিপেশনের সমস্যায় আক্রান্ত। এছাড়া মল খুব শুষ্ক এবং শক্ত হলে, সহজে বেরতে না চাইলে, বৃহত্ আকারের মল যা কোমোডে একবার ফ্ল্যাশে পরিষ্কার হচ্ছে না এমন হলেও বুঝতে হবে বাচ্চা কনস্টিপেশনে আক্রান্ত।
বিশদ

20th  February, 2025
কনস্টিপেশন থেকে মুক্তিলাভ কীভাবে?

সপ্তাহে তিনবারের কম স্টুল হলে তখন তাকে কনস্টিপেশন বলা যায়। তবে ভারতীয়দের ডায়েটে শাকসব্জির মাত্রা বেশি থাকে। তাই ভারতীয়দের ক্ষেত্রে সপ্তাহে চারবারের কম স্টুল হচ্ছে কি না তা দেখা দরকার। এছাড়া ‘ব্রিস্টল স্টুল’ মাপদণ্ড অনুসারে বোঝা যেতে পারে কোনও ব্যক্তি কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত কি না।
বিশদ

20th  February, 2025
এক ঝলকে

সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়া (এপিআই)-এর তরফে মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত হল ৮০ তম অ্যাপিকন ২০২৫।
বিশদ

13th  February, 2025
আগরপাড়ায় আয়ুষ মেলা

আগরপাড়া বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন তথা উষুমপুর খেলার মাঠে সদ্য অনুষ্ঠিত হল আয়ুষ মেলা। গত ২৯-৩১ জানুয়ারি পর্যন্ত চলে এই মেলা। এখানে আয়ুষের সবক’টি বিভাগ— যেমন আয়ুর্বেদ, ইউনানি, যোগ ও ন্যাচেরোপ্যাথি, সিদ্ধা ও হোমিওপ্যাথি সংক্রান্ত নানাবিধ শিবির আয়োজিত হয়।
বিশদ

13th  February, 2025
ঘুরে ঘুরে জ্বর আসা, বড় বিপদের লক্ষণ নয় তো?

শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? সেভাবে দেখলে শরীরের কোনও নির্দিষ্ট স্বাভাবিক তাপমাত্রা হয় না। বিভিন্ন ক্ষেত্রে তা বদলে যেতে পারে। সাধারণত দিনে ৯৮.৯ এবং রাতে ৯৯.৯ ডিগ্ৰি ফারেনহাইটের বেশি তাপমাত্রা থাকলে তাকে জ্বর বলা হয়। তবে সন্ধেবেলা শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্ৰির উপরে থাকলে সেটা জ্বর নয়। এক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই।
বিশদ

06th  February, 2025
চশমা না   ল্যাসিক   সার্জারি—   কোনটা   ভালো?

চশমার কাজ কী?  চশমার দরকার পড়ে কেন? আমাদের চোখ একটা ক্যামেরার মতো। আলোকরশ্মি লেন্স ও কর্নিয়ার মধ্যে দিয়ে রেটিনার উপর ফোকাস করে।
বিশদ

06th  February, 2025
ক্যান্সারজয়ীদের নাট্য কর্মশালা, উদ্যোগে মেডিকা

ক্যান্সারজয়ীদের নিয়ে বিশ্ব ক্যান্সার দিবস উদ্‌যাপন করল মণিপাল গ্ৰুপের মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা চন্দন সেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা, সিনিয়র কনসালটেন্ট ও অধ্যাপক ডাঃ সুবীর গঙ্গোপাধ্যায়, মেডিকা হাসপাতলের অঙ্কোলজি বিভাগের ডিরেক্টর ডাঃ সৌরভ দত্ত, অঙ্কোলজি ও রোবোটিক সার্জারির সিনিয়র কনসালটেন্ট ডাঃ অভয় কুমার, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডাঃ অরুণাভ রায় প্রমুখ।
বিশদ

06th  February, 2025
ডিসানে মিউজিক থেরাপি

বিশ্ব ক্যান্সার দিবসে ক্যান্সার চিকিৎসায় মিউজিক থেরাপির সূচনা করে ডিসান হাসপাতাল। কণ্ঠশিল্পী স্বপ্না দে-র নেতৃত্বে ‘ভোরের পাখি’ গোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে এই থেরাপির সূচনা হয়। 
বিশদ

06th  February, 2025
ডেটা ব্যাঙ্ক তৈরিতে জোর   অ্যাপোলো ক্যান্সার সেন্টারের

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে এক প্রচারাভিযানের আয়োজন করল কলকাতার অ্যাপোলো ক্যান্সার সেন্টারগুলি। সহযোগিতায় ছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর), ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি এবং ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসোসিয়েশন।
বিশদ

06th  February, 2025
একনজরে
টিউশন পড়তে গিয়ে শিক্ষকের লালসার শিকার কিশোরী। গত তিন বছর ধরে তাকে ধর্ষণ করে গিয়েছে অভিযুক্ত শিক্ষক। অবশেষে গুণধর গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিস। ...

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে দায়ের হওয়া মামলায় কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট। ...

বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও সভাধিপতি কাজল শেখের মধ্যে দ্বৈরথ নতুন কিছু নয়। দু’জনের সম্পর্ক নিয়ে জেলার রাজনৈতিক অলিন্দে নানা কানাঘুষো শোনা যায়। বহুবার ...

যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে মোহন বাগানের অনুশীলন সবে শেষ হয়েছে। পড়ন্ত বিকেলে ফুটবলাররা একে একে বেরিয়ে যে যাঁর গাড়িতে উঠছেন। ই-স্কুটারে দিমিত্রি পেত্রাতোস বেরতেই ঘিরে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মারাঠি ভাষা দিবস
বিশ্ব এনজিও দিবস
১৭১২- মুঘল সম্রাট বাহাদুর শাহ ১-এর মৃত্যু
১৯৩১- স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের মৃত্যু
২০১২- কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার মৃত্যু 
১৯৬৭- অভিনেতা ববি দেওলের জন্ম
১৯৬৯- পরিচালক বিক্রম ভাটের জন্ম
১৯৭৬- অভিনেতা শ্রেয়স তালপাড়ের জন্ম
১৯৯৩- অভিনেত্রী তথা যুব নেত্রী সায়নী ঘোষের জন্ম
১৯৭৭- মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার জন্ম

27th  February, 2025


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৬.৪৩ টাকা ৮৮.১৭ টাকা
পাউন্ড ১০৮.৬৮ টাকা ১১২.৪৬ টাকা
ইউরো ৮৯.৭৪ টাকা ৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৫,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৬,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮১,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৫,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৫,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫। অমাবস্যা ০/৩০ প্রাতঃ ৬/১৫ পরে ফাল্গুন শুক্ল প্রতিপদ ৫৩/৫ রাত্রি ৩/১৭। শতভিষা নক্ষত্র ১৯/৩ দিবা ১/৪০। সূর্যোদয় ৬/২/৫০, সূর্যাস্ত ৫/৩৫/৫০। অমৃতযোগ দিবা ৭/৩৫ মধ্যে পুনঃ ৮/২১ গতে ১০/৪০ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে পুনঃ ৪/৩ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৬ গতে ৮/৫৫ মধ্যে পুনঃ ৩/৩৩ গতে ৪/২২ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৪ মধ্যে পুনঃ ৪/২২ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫৬ গতে ১১/৪৯ মধ্যে। কালরাত্রি ৮/৪২ গতে ১০/১৫ মধ্যে। 
১৫ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫। অমাবস্যা প্রাতঃ ৬/৫৬ পরে প্রতিপদ শেষরাত্রি ৫/৪। শতভিষা নক্ষত্র দিবা ২/৫৮। সূর্যোদয় ৬/৫, সূযাস্ত ৫/৩৫। অমৃতযোগ দিবা ৭/২৬ মধ্যে ও ৮/১৩ গতে ১০/৩৫ মধ্যে ও ১২/৫৭ গতে ২/৩১ মধ্যে ও ৪/৬ গতে ৫/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/১৯ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/২৬ গতে ৪/১৬ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২২ মধ্যে ও ৪/১৬ গতে ৬/৫ মধ্যে। বারবেলা ৮/৫৮ গতে ১১/৫০ মধ্যে। কালরাত্রি ৮/৫৩ গতে ১০/১৬ মধ্যে।  
২৯ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে সমঝোতা করতে হবে ইউক্রেনকে, জেলেনস্কিকে বললেন ট্রাম্প

01:23:55 AM

জাতীয় নাগরিক পার্টি(ন্যাশনাল সিটিজেনস পার্টি) নামের নতুন রাজনৈতিক দল খুলল বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা, আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম

12:23:12 AM

ডব্লুপিএল: মুম্বইকে ৯ উইকেটে হারাল দিল্লি

10:27:00 PM

ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

10:10:00 PM

বিশ্বজুড়ে ব্যাহত হোয়াটসঅ্যাপের পরিষেবা, বার্তা আদানপ্রদানে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ব্যবহারকারীদের

10:07:00 PM

আইএসএল: ম্যাচ ড্র, ওড়িশা ০-মহামেডান ০

09:35:00 PM