Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

কার ক্যান্সার হবে বুঝবেন কীভাবে?

পরামর্শে মেডিকা গ্রুপ অব হসপিটালসের অঙ্কোলজি বিভাগের ডিরেক্টর ডাঃ সৌরভ দত্ত এবং ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অভিরূপ সরকার।

প্রফেসর শঙ্কুর ডায়েরি খুললে দেখা যায়, কৌশলীর জঙ্গলে তিনি ‘স্বর্ণপর্ণী’ নামক এক গাছের সন্ধান পান। তাঁর বাবার ছোটবেলায় হওয়া কঠিন পাণ্ডুরোগ নাকি এই গাছের পাতার গুঁড়ো খেয়েই সেরে গিয়েছে। তাই শুনে প্রফেসর শঙ্কু  কাশিতে গিয়ে কৌশলীর জঙ্গলে গিয়ে শেকড় শুদ্ধ গাছটি তুলে এনে গিরিডির বাড়িতে লাগানোর ব্যবস্থা করেন। ‘শঙ্কুর মিরাকিউরোল ওষুধ’ ছিল এই গাছ। সত্যজিতের কল্পবিজ্ঞানের এই গল্পে যেমন মিরাকল ওষুধের কথা বলা হয়েছে, ক্যান্সারের জন্য তেমনই কিছু মিরাকল-এর জন্য অপেক্ষা করছে গোটা বিশ্ব।  
ক্যান্সার নিয়ে আধুনিক বিশ্বে বিভিন্ন গবেষণা। এই রোগ নিয়ে সমস্যা ও ভয়ভীতি এতই গভীরে প্রোথিত এবং ইদানীং এই অসুখ যে হারে ছড়িয়ে পড়ছে, তাতে প্রায় সকলেরই চিন্তা, ‘ক্যান্সার হবে না তো?’ কার ক্যান্সার হবে আর কার হবে না তা নিশ্চিত করে বলা যায় না। তবে জীবনচর্যার কিছু ভুল ভবিষ্যতে ক্যান্সারের পথে ঠেলে দেওয়ার ঝুঁকি বাড়ায়। যেমন:

তামাক, গুটকা, সুপারি: যেসব মানুষ নিয়মিত তামাক ও গুটকা সেবন করেন, তাদের মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আমাদের দেশের ৪০ শতাংশ ক্যান্সারের নেপথ্যে দায়ী এই তামাক ও গুটকা। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের মতে, নিকোটিন এবং অ্যালকোহল একসাথে পুরুষদের প্রায় ৮০ শতাংশ মুখের ক্যান্সার এবং মহিলাদের প্রায় ৬৫ শতাংশ মুখের ক্যান্সারের জন্য দায়ী। অনেকে নিয়মিত পানের সঙ্গে সুপারি খান। সুপারির মধ্যেও ক্যান্সার ডেকে আনার ক্ষমতা রয়েছে। মুখগহ্বর পরীক্ষা করে তা ঝুঁকি 
ধূমপান ও অ্যালকোহল: একটা সময় অনেকে ভাবতেন, বিড়ি-সিগারেট থেকে ক্যান্সার হলেও অ্যালকোহল বোধহয় তুলনামূলক ‘নিরাপদ’। তবে এ ধারণা ঠিক নয়। বরং অ্যালকোহল থেকেও ক্যান্সারের ঝুঁকি বাড়ে। অল্প করে হলেও অ্যালকোহল নিয়মিত গ্রহণ করলে মুখ, গলবিল, স্বরযন্ত্র এবং খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি দ্বিগুণ বা তিনগুণ বেড়ে যায়। মহিলাদের ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সার এবং স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। 

লিউকোপ্লেকিয়া ও এরিথ্রোপ্লেকিয়া: অনেকের জিভের ভিতরে ছোট ছোট সাদা স্পট বা দাগ দেখা যায়। সাদা দাগকে বলে লিউকোপ্লেকিয়া। মুখের ভিতর তালু ও গালের দু’পাশে লালচে দাগ থাকলে তাকে বলে এরিথ্রোপ্লেকিয়া। এই দুই ধরনের অসুখ থাকলে তাঁদের নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হবে ও অসুখের দিকে খেয়াল রাখতে হবে। এগুলি শরীরে দেখা দেওয়া মানেই তা ক্যান্সার এমন নয়। কিন্তু নিয়মিত পর্যালোচনা ও চিকিৎসায় না থাকলে ভবিষ্যতে এগুলো থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি কিছু ক্ষেত্রে থেকে যায়। অনেক সময় দেখা যায়, যাঁরা মৌখিক যৌনতায় অভ্যস্ত, তাঁদের কারও কারও এই অসুখ বেশি হয়। এছাড়াও কয়েকটি পরীক্ষার মাধ্যমে আগাম ক্যান্সার স্ক্রিনিং করা হয়। এই পরীক্ষাগুলি ক্যান্সার হওয়ার আগেই ক্যান্সারপ্রবণ কোষগুলি খুঁজে পেতে সাহায্য করে। এমন বিশেষ কয়েকটি পরীক্ষা ব্রাকা জিন টেস্ট: যাঁদের পরিবারে একাধিক রক্তের সম্পর্কের আত্মীয় ব্রেস্ট ক্যান্সার  বা জরায়ুর ক্যান্সারের শিকার হয়েছেন, তাঁদের বেলায় জেনেটিক টেস্ট ‘ব্রাকা (বিআরসিএ) জিন টেস্ট’ করতে হয়। দেখা যায়, এঁদের অনেকের শরীরে ব্রাকা জিনের উপস্থিতি থাকে। এই জিন থাকলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। তাই পরীক্ষায় ব্রাকা জিনের উপস্থিতি প্রমাণ হলে ক্যান্সার এড়ানোর ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে। সাধারণও শরীরে ব্রাকা জিনের উপস্থিতি থাকলে ৩০ বছর বয়সের পর থেকেই স্তন ক্যান্সার ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং শুরু করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। খুব তরুণ বয়সে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে বা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পরেও এই টেস্ট করানো হয়। পুরুষদের ক্ষেত্রেও প্রস্টেট ক্যান্সারের ইতিহাস পরিবারে থাকলে তাঁদের ব্রাকা টেস্ট করা হয়। 

ম্যামোগ্রাফি: পরিসংখ্যানগতভাবে আমাদের দেশে সবচেয়ে বেশি স্তন ক্যান্সারের প্রাদুর্ভাব লক্ষ করা যায়। শরীরে ব্রাকা জিন না থাকলে বয়স ৪০ পেরলে সব মেয়েকে ম্যামোগ্রাফি টেস্ট করার পরামর্শ দেওয়া হয়। ৭৫ বছর বয়স পর্যন্ত এই টেস্ট বছরে একবার করে করা উচিত। তবে মহিলারা নিজেরাই বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা করতে পারেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে জেনে নিন কীভাবে ব্রেস্টে লাম্পের উপস্থিতি খতিয়ে দেখবেন। রোজ স্নানের সময় আন্ডার আর্ম ও ব্রেস্ট নিজেরাও পরীক্ষা করে দেখে নিন কোনও উঁচু, নরম মাংসপিণ্ডের আভাস পাচ্ছেন কি না। 
প্যাপস্মিয়ার: হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) থেকে জরায়ুমুখের ক্যান্সার হয়। এই ক্যান্সারের ঝুঁকি আছে কি না তাও পরীক্ষার মাধ্যমে আগাম আভাস পাওয়া সম্ভব। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তৃতায় জরায়ুমুখের ক্যান্সার খাতে খরচ ও তার টিকা নিয়ে আলোচনা শোনা গিয়েছে। সাধারণত ২১ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত বিবাহিত মহিলাদের বছরে একবার প্যাপস্মিয়ার টেস্ট করানো দরকার। এছাড়া জরায়ুমুখের ক্যান্সারের আগাম আভাস পেতে সিএ১২৫, ইউএসজি এসব পরীক্ষাও করা হয়। 

প্রস্টেট ক্যান্সারের স্ক্রিনিং: বয়সকালে এই ক্যান্সারের প্রবণতা বাড়ে। সাধারণ ৬০ বছর বয়স হয়ে গেলেই প্রতি বছর পিএসএ ব্লাড টেস্ট করার পরামর্শ দেওয়া হয়। এর মাত্রা ৪ এনজি/ এমএল। কোনও পুরুষের পিএসএ কাউন্ট ৪ ছাড়িয়ে গেলে তাঁকে আরও কিছু পরীক্ষা করাতে হয়। সাধারণত ১০ এনজি/এমএল পর্যন্ত স্কোর এলে তাকে ‘বর্ডারলাইন স্কোর’ ধরা হয়। এমন ক্ষেত্রে প্রতি ৪ জন পুরুষের ১ জনের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। স্কোর ১০ ছাড়িয়ে গেলে প্রতি দু’জনের একজনের ক্যান্সার প্রাবণতা থাকে। 

কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং: কোলোনোস্কোপি, সিগমায়েডোস্কোপি-সহ বেশ কিছু স্ক্রিনিং কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিকে চিহ্নিত করে। এই পরীক্ষা কোলোরেক্টাল ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্ত করা ছাড়াও অস্বাভাবিক কোলন বৃদ্ধি ও তাতে  পলিপের উপস্থতি খুঁজতে সাহায্য করে। সেই পলিপ বিপজ্জনক হলে ক্যান্সার হওয়ার আগেই তা অপসারণ করে ফেলা যায়। 
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়
19th  December, 2024
কী বলছেন সেলিব্রিটিরা

নতুন বছরে শরীরের দিকে অবশ্যই নজর থাকবে। প্রতিদিন শরীরচর্চা অতি অবশ্যই করা উচিত। আমি প্রতিদিনই অন্তত আধ ঘণ্টা হাঁটি। আর অবশ্যই খাওয়া-দাওয়ার বিষয়টা নজর রাখতে হয়। আমি সাধারণত বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করি।
বিশদ

26th  December, 2024
নতুন বছরে পজিটিভ থাকার   ১০ টিপস

নতুন বছরে কীভাবে এই পজিটিভ মাইন্ডসেট তৈরির অনুশীলন করবেন, তার ৫টি টিপস দিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবাঞ্জন পান।
বিশদ

26th  December, 2024
২০২৪: স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা

২০২৪। বিশ্বজুড়ে নানা পরিবর্তনের সাক্ষী এই বছর। স্বাস্থ্যক্ষেত্রও তার ব্যতিক্রম নয়। যুগান্তকারী আবিষ্কার থেকে দুর্নীতি— দশটি বাছাই খবর নিয়ে ‘ফিরে দেখা’। 
  বিশদ

26th  December, 2024
কোন কোন ক্যান্সারের সম্পূর্ণ নিরাময় সম্ভব?

পরামর্শে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক ডাঃ শ্রীকৃষ্ণ মণ্ডল। বিশদ

19th  December, 2024
দাঁত বাঁচাবেন? উপায় কী কী?

দাঁতের সমস্যায় ভোগেননি এমন মানুষ পাওয়া মুশকিল। আর শীত এলে এই ব্যথা দ্বিগুণ হয়। দাঁতের সমস্যা কোনওভাবেই অবহেলা করা উচিত নয়। এই কারণে কোনও কোনও রোগীকে দাঁত তুলেও ফেলতে হয়। তবে অনেকেই চান না দাঁত তুলতে। কী উপায় দাঁত বাঁচানো সম্ভব? আসুন জেনে নিই।  বিশদ

12th  December, 2024
খুদের দাঁতে পোকা! সারবে কোন পথে?

তিতান তিনদিন স্কুলে যেতে পারছে না। দাঁতে খুব ব্যথা। বাবার বন্ধু সৌম্য আঙ্কল ডেন্টিস্ট। তিনি বলেছেন, এই দাঁত তুলে ফেলতে হবে। মা-বাবা তো খুব ভয় পেয়েছে। পাঁচ বছরের তিতানের এখনই দাঁত তুলতে হবে শুনে। তিতান জেনেছে ওর দাঁতে পোকা হয়েছে। বিশদ

12th  December, 2024
লাং ক্যান্সার স্ক্রিনিং অ্যাপোলোয়

সাধারণ মানুষের মধ্যে ফুসফুস ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সম্প্রতি অ্যাপোলো হাসপাতালের তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট ডাঃ অরিন্দম মুখোপাধ্যায়, সিনিয়র কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডাঃ অশোক সেনগুপ্ত, মেডিক্যাল সার্ভিসেস-এর ডিরেক্টর ডাঃ সুরিন্দর সিং ভাটিয়া প্রমুখ। বিশদ

12th  December, 2024
হোমিওপ্যাথির সম্মেলন দার্জিলিং-এ

দার্জিলিং-এ সফলভাবে অনুষ্ঠিত হল ৬৫তম রাজ্য হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স কনফারেন্স, ২০২৪। আয়োজক ছিল হোমিওপ্যাথিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (হোমাই)-এর পশ্চিমবঙ্গ শাখার অন্তর্গত দার্জিলিং ইউনিট। বিশদ

12th  December, 2024
ওরাল সার্জনদের সমাবর্তন কলকাতায়

বুধবার, ১১ ডিসেম্বর থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে অ্যাসোসিয়েশন অব ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জেনস অব ইন্ডিয়া’র ৪৮তম বাৎসরিক সম্মেলন। চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। আয়োজনে সংস্থার কলকাতা শাখা। চারদিন ব্যাপী এই সম্মেলনে যোগ দেবেন ২ হাজারের বেশি সদস্য।  বিশদ

12th  December, 2024
গেঁটে বাতের চিকিৎসা

পরামর্শে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সুকুমার মুখোপাধ্যায়। বিশদ

05th  December, 2024
গাউট প্রতিরোধে ডায়েট

পরামর্শে বিপি পোদ্দার হাসপাতালের চিফ ডায়েটিশিয়ান মুনমুন ভট্টাচার্য। বিশদ

05th  December, 2024
ফুসফুসের ক্যান্সার সচেতনতায় হাওড়ার নারায়ণা হাসপাতাল

বিশ্বে যেসব ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, তার অন্যতম হল ফুসফুসের ক্যান্সার। প্রধান কারণ ধূমপান ও বায়ুদূষণ। উপসর্গও বোঝা যায় না মাঝেমধ্যে! হাওড়ার নারায়ণা হাসপাতালের বিশেষজ্ঞরা জানান, ভারতে ফুসফুসের ক্যান্সারের স্ক্রিনিং খুব একটা প্রচলিত নয়। বিশদ

05th  December, 2024
শ্রবণ ক্ষমতা ফিরে পাওয়া শিশুদের নিয়ে অভিনব কর্মশালা সিসি সাহা লিমিটেডের

শিশু দিবস উপলক্ষ্যে অভিনব কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছিল সিসি সাহা লিমিটেডের পক্ষ থেকে। এই দিন সংস্থার সহযোগিতায় অভিনেতা-পরিচালক অরিন্দম শীল একঝাঁক শিশুকে শেখান অভিনয়ের খুঁটিনাটি। উল্লেখ্য, শিশুরা সকলেই শ্রবণশক্তির সমস্যায় আক্রান্ত। বিশদ

05th  December, 2024
 শিক্ষার্থীদের দাঁতের সুরক্ষায় আইডিএ

শৈশব থেকেই দাঁতের যত্ন ও দেখভালের প্রয়োজন হয়। ছাত্রাবস্থা থেকেই কেউ সচেতন হলে তা ভবিষ্যতে তার মুখের যে কোনও  অসুখকে প্রতিহত করতে সাহায্য করবে। সেই উদ্দেশ্যই প্রতিফলিত হল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন (আইডিএ) পশ্চিমবঙ্গ শাখার বিশেষ উদ্যোগে। বিশদ

05th  December, 2024
একনজরে
কংগ্রেস নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হোক বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন। সম্প্রতি এমনই দাবি তুলেছে একাধিক শরিক দল। আর এবার কংগ্রেসকে ‘ইন্ডিয়া’ শিবির থেকেই ছেঁটে ফেলার দাবি তুলল অরবিন্দ কেজরিওয়ালের আপ। ...

বাংলার বাড়ি নিয়ে আগেই জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন রাজ্য সরকার। যদি কোনও ব্যক্তি উপভোক্তাদের থেকে টাকা চায় তাহলে তাদের বিরুদ্ধে একেবারে এফআইআর দায়ের করে কড়া আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। ...

প্রায় ৮৭ হাজার দর্শক সকাল সকাল ভিড় জমিয়েছেন এমসিজ’র গ্যালারিতে। তাঁদের লক্ষ্য একটাই, চতুর্থ টেস্টে ভারত-অস্ট্রেলিয়ার ধন্ধুমার ক্রিকেটের উত্তেজনা তারিয়ে তারিয়ে উপভোগ করা। বক্সিং ডে ...

মালদহের গাজোলের পাণ্ডুয়া সার্কেলের ফুলবাড়ি সিএস প্রাথমিক বিদ্যালয়ে পর পর দু’দিন রান্না হল না মিড ডে মিল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৯৭- উর্দু কবি মির্জা গালিবের জন্ম
১৮২২- জীবাণুতত্ত্ববিদ লুই পাস্তুরের জন্ম
১৮২৫- ইংল্যান্ডে তৈরি স্টিম ইঞ্জিন রেলপথে চলাচল শুরু করে
১৮৩১ - চার্লস ডারউইন বিশ্ব পরিভ্রমণের উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করেন
১৮৭১- প্রথম বিড়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়
১৯১১- "জন গণ মন", ভারতের জাতীয় সঙ্গীত, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা সেশন মধ্যে গাওয়া হয়
১৯১৫- শিশু সাহিত্যিক ও চিত্রশিল্পী উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর মৃত্যু
১৯৩০ -  শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মালবিকা কাননের জন্ম
১৯৩২ – গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৪৫- বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়
১৯৬৫- অভিনেতা সলমন খানের জন্ম
১৯৭৫- চাসনালা খনি দুর্ঘটনায় মৃত ৩৭২ শ্রমিক
১৯৮৮ - রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দের প্রয়াণ
১৯৯২ – কিংবদন্তী সঙ্গীতশিল্পী,সুরকার তথা সঙ্গীত নির্দেশক ধনঞ্জয় ভট্টাচার্যের মৃত্যু
২০০৭- পাকিস্তানের একাদশ প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যু
২০১০ - থিয়েটার অভিনেতা, পরিচালক ও নাট্যকার রমাপ্রসাদ বণিকের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৪.৪৩ টাকা ৮৬.১৭ টাকা
পাউন্ড ১০৫.১৭ টাকা ১০৮.৯১ টাকা
ইউরো ৮৭.০৬ টাকা ৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৩,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ পৌষ, ১৪৩১, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪। দ্বাদশী ৩৫/২৫ রাত্রি ৮/২৯। বিশাখা নক্ষত্র ৩৫/২৫ রাত্রি ৮/২৯। সূর্যোদয় ৬/১৯/৪, সূর্যাস্ত ৪/৫৬/২২। অমৃতযোগ দিবা ৭/১ মধ্যে পুনঃ ৭/৪৪ গতে ৯/৫১ মধ্যে পুনঃ ১১/৫৯ গতে ২/৪৯ মধ্যে পুনঃ ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫ গতে ৯/২৪ মধ্যে পুনঃ ১২/৫ গতে ৩/৩৯ মধ্যে পুনঃ ৪/৩২ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫৮ গতে ১১/৩৭ মধ্যে। কালরাত্রি ৮/১৬ গতে ৯/৫৭ মধ্যে।
১১ পৌষ, ১৪৩১, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪। দ্বাদশী রাত্রি ১/৩৪। বিশাখা নক্ষত্র রাত্রি ৮/২১। সূর্যোদয় ৬/২২, সূর্যাস্ত ৪/৫৬। অমৃতযোগ দিবা ৭/৬ মধ্যে ও ৭/৪৯ গতে ৯/৫৭ মধ্যে ও ১২/৫ গতে ২/৫৫ মধ্যে ও ৩/৩৮ গতে ৪/৫৬ মধ্যে এবং রাত্রি ৫/৫৬ গতে ৯/৩০ মধ্যে ও ১২/৩০ গতে ৩/৪৪ মধ্যে ও ৪/৩৭ গতে ৬/২২ মধ্যে। বারবেলা ৯/০ গতে ১১/৩৯ মধ্যে। কালরাত্রি ৮/১৭ গতে ৯/৫৮ মধ্যে।
২৪ জমাদিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
কাটোয়ায় বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ডাকাতি, চাঞ্চল্য

11:35:00 PM

দিল্লি বিমানবন্দরে পৌঁছলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

10:50:00 PM

দিল্লিতে ঠান্ডায় রাতে নাইট শেল্টারে আশ্রয় নিয়েছেন মানুষজন

10:18:00 PM

জম্মু ও কাশ্মীরের গান্দেরবালে শুরু হয়েছে প্রবল তুষারপাত

10:08:00 PM

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বারামুল্লা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.০

09:49:00 PM

আইএসএল: ম্যাচ ড্র, মহামেডান বনাম ওড়িশা

09:37:00 PM