Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

গান শুনলে শরীর-মনের কী কী লাভ?

পরামর্শে কলকাতা মেডিক্যাল কলেজ  হাসপাতালের ইএনটি বিভাগের অধ্যাপক ডাঃ রামানুজ সিনহা ও সঙ্গীত গবেষক আচার্য সঞ্জয় চক্রবর্তী।
 
সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের সেনাবাহিনীতে প্রতিদিন আহত হচ্ছেন বহু সেনা। হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। মাঠের মধ্যেই তাঁবু ফেলে চিকিৎসা চলছে। কারও হাত-পা ভাঙা, কারও  বা শরীরের কোনও অঙ্গ বাদ গিয়েছে। মাঠে সারাক্ষণ গাড়ি ভর্তি আহত সৈনিকরা আসছেন। দেখা গেল, তাঁবুতে চিকিৎসারত সৈনিকদের মুহূর্মুহূ চিৎকারে ফালা ফালা হচ্ছে এলাকা। সেই চিৎকারের প্রাবল্য এতটাই যে গাড়িতে করে আসা আহত সৈনিকের অনেকেরই হার্ট ফেল হচ্ছে! হিটলারের দুই সেনাপতি ঠিক করলেন এমন এক ব্যবস্থা করতে হবে যাতে এই চিৎকার আহতদের কানে না যায়। খবর গেল জার্মানির সেরা বাদ্যযন্ত্রীদের কাছে। তাঁরা সকলে মিলে একটানা একই সুর বাজিয়ে যাবেন দিনভর। চিৎকারের আওয়াজ ছাপিয়ে বাজল সঙ্গীতের সুর। তবে দুপুর এবং রাতে লাঞ্চ ও ডিনারের কারণে এক ঘণ্টা করে বন্ধ থাকে এই সঙ্গীত। সেনাদের চিকিৎসারত এক চিকিৎসক খেয়াল করলেন, এই দু’টি ঘণ্টাও সেনারা আর তেমন চিৎকার করছেন না। বরং সঙ্গীতের সুর তাঁদের মনে ও শরীরে আরাম এনে দিচ্ছে। গান দিয়ে কষ্ট লাঘব করার সেই শুরু! 
গান শুনতে কে না ভালোবাসেন! বেশিরভাগ মানুষই গনের কথা বা সুরের প্রেমে পড়েন। সুর-ছন্দ-তাল-লয় মিলিয়ে চিকিৎসাবিদ্যায়ও মিউজিক থেরাপির প্রয়োগ বহু পুরনো পন্থা। যদিও প্রাচ্যের দেশগুলি এখনও এই পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নন। কিন্তু পাশ্চাত্যে বহু বড় অস্ত্রোপচারের পর রোগীকে মিউজিক ও শাস্ত্রীয় ঘরানায় সুর শোনানোর রেওয়াজ আছে। 

কী লাভ তাতে?
লঘু বাদ্যযন্ত্র বা সুর প্রথমে কানের মাধ্যমে প্রবেশ করে স্পিচ এলাকায়। তারপর তা প্রভাব ফেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। মানুষের সবধরনের আবেগের কেন্দ্রস্থল এই হাইপোথ্যালামাস অঞ্চল। ওষুধের মধ্যে থাকা নানা রাসায়নিক যেমন শরীরে মিশে রোগের বিরুদ্ধে লড়ে, গানের সুরের ভিতরেও তেমন নানা রিদম ও শব্দতরঙ্গ থাকে— যা হাইপোথ্যালামাস থেকে শরীরের নানা কোষে ছড়িয়ে পড়ে বিকল্প চিকিৎসার মতোই কাজ করে। আবার গানের সুরের যে তরঙ্গ, তা ত্বকের রোমকূপের মাধ্যমেও শরীরের অভ্যন্তরে প্রবেশ করে। কোষে কোষে সুর ছড়িয়ে পড়ার এটিও একটি মাধ্যম। মূলত, স্ট্রেস কমাতে, হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখতে, ব্যথাবেদনা কমাতে এই থেরাপির বিশেষ কার্যকর ভূমিকা রয়েছে। এমনকী, স্ট্রোক পরবর্তী রোগীদেরও সেতার, সরোদ, ভায়োলিনের মতো বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় রেখে শিথিল হয়ে যাওয়া অঙ্গ-প্রত্যঙ্গে সাড়া ফিরিয়ে আনার কাজেও মিউজিক থেরাপি বিশেষ ভূমিকা পালন করে। ইদানীং আমাদের দেশেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এই চেষ্টা শুরু হয়েছ। 

তাহলে কি ওষুধের বিকল্প গান?
অসুখে ওষুধ সবসময়ই প্রয়োজন। কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গীতকে জুড়ে দিলে আরও ভালো ফল পাওয়া যায়। পেন ম্যানেজমেন্টের বেলায় কিন্তু মিউজিক্যাল পদ্ধতি সবচেয়ে বেশি সফল। সেক্ষেত্রে গান নিজেই একটি ওষুধ হয়ে উঠছে।

তাহলে কি ব্যথা হলেই গান শুনব আর সেরে যাবে?
বিষয়টি এত সরল নয়। প্রত্যেকটি মানুষের শরীরের জটিলতা ভিন্ন। সেই অনুপাতে তাঁদের জন্য গানও আলাদা হবে। কার শরীর কী ধরনের সুর ও কণ্ঠসঙ্গীতে বেশি আন্দোলিত হবে, কার কোনটি প্রয়োজন তা ঠিক করেন পেশাদার থেরাপিস্টরা। পশ্চিমবঙ্গ তথা ভারতে যে হাতে গোনা কয়েকটি সংস্থায় এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়, তাঁরা পেশাদার থেরাপিস্টের সাহায্য নিয়েই কাজটি করেন। একই রকমের শারীরিক সমস্যা আছে, এমন কয়েকজন রোগীকে একত্র করে সঙ্গীতের সুর শোনানো হয়। সঙ্গীতজ্ঞ ও থেরাপিস্টদের দাবি, দীর্ঘদিন ধরে এই অভ্যেস জারি রাখলে এতে ফলও মিলছে। 

কীভাবে গান শুনলে লাভ
অনেকেই ভাবছেন, সারাদিনই তো সুর শুনছি বা শাস্ত্রীয় সঙ্গীত শোনার চেষ্টা করছি, কই মানসিক আরামের বাইরে আর তো কিছুই হচ্ছে না! ব্যথা-বেদনা কোথায় কমছে?
আসলে গান শোনার পদ্ধতির উপর লুকিয়ে আছে এই থেরাপির সাফল্য। আর প্রয়োজন দীর্ঘদিনের অভ্যেস। গবেষণায় দেখা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে গায়ক বা যন্ত্রীর সামনে বসে বা তাঁর দশ-বারো ফুটের মধ্যে অবস্থান করে সুর শুনলে শারীরিক ও মানসিক দিক থেকে নানা উপকার হয়। গান শুনতে হবে সরাসরি। কোনও মাইক্রোফোন, প্রযুক্তিনির্ভর যন্ত্র বা হেডফোনের মাধ্যমে নয়। তাতেই মিলবে উপকার। যেমন:
• অনিদ্রা, স্লিপ ডিজঅর্ডারের নানা সমস্যা কাটাতে রাতে এই থেরাপি খুব কাজে আসে। তাই ঘুমোতে যাওয়ার আগে কিছু রাত্রিকালীন রাগ শোনার পরামর্শ দেওয়া হয়। 
• মানসিক চাপ বা স্ট্রেস কমাতে গান অব্যর্থ ওষুধ। স্নায়ুকে শীতল করে মানসিক উত্তেজনা পরিহার করে নানা মৃদু সঙ্গীত।
• ব্যথা-বেদনা সারাতে সুরের শব্দতরঙ্গের বিশেষ ভূমিকা প্রমাণিত। দীর্ঘদিন ধরে রোগীকে গান শোনানোর পেশাদারি থেরাপি দিলে উপকার হয়।
• অটিজম আক্রান্তরাও মিউজিক থেরাপিতে ভালো থাকে। সাধারণত কম বয়সেই এই রোগ ধরা পড়ে। তখন থেকেই শিশুর চিকিৎসা ও নানা থেরাপির পাশাপাশি মিউজিক থেরাপি চালু করলে, শিশু চিকিৎসায় দ্রুত সাড়া দেয় ও ভালো থাকে। 
• অবসাদ, ক্রোধ, ক্ষোভ, লোভ ইত্যাদি নানা নেতিবাচক আবেগকে সঙ্গীতের সুরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
• গর্ভাবস্থায় লঘু সুর ও মৃদু গান ভ্রুণের স্বাস্থ্য ও মন ভালো রাখে। 
•  গানের সুর হার্টরেটও ভালো রাখে। মনের চাপ কমিয়ে হার্টকে তরতাজা রাখে গান।

কখন কোন রাগ?
রোগীকে কোন সময় গান শোনানো হচ্ছে, থেরাপি নির্বাচনের সময় সেটিও খেয়াল রাখা হয়। ভারতে যেমন সকালের দিতে ভৈরবী রাগ আদর্শ।  পিলু গাইতে হবে দুপুরে। সন্ধ্যায় থেরাপি দিলে অনেক সময় ভরসা করা হয় ইমন রাগের উপর। রাতে রোগীর শরীরে ভালো কাজে আসে কেদার রাগ।  
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়
13th  June, 2024
সকালে খালি পেটে জল পানে উপকার কী কী?

পরামর্শে বি পি পোদ্দার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অভিজিত্‍ আইচ ভৌমিক। বিশদ

13th  June, 2024
মাস্কের ইতিহাস

আজকের আধুনিক চিকিৎসাবিজ্ঞান অসংখ্য অসাধারণ আবিষ্কারের ফসল। সেগুলি নিয়ে শুরু হল নতুন বিভাগ। বিশদ

13th  June, 2024
সফল অস্ত্রোপচারে রক্ষা পেলেন জটিল ব্রেন টিউমারের রোগী

সম্প্রতি এক রোগী জ্বর ও বমি হওয়ায় ভর্তি হয়েছিলেন বিপি পোদ্দার হাসপাতালে। রোগীর আচ্ছন্নভাবের সঙ্গে ছিল খিঁচুনির সমস্যা। দ্রুত এম.আর.আই ও স্পেকট্রোস্কোপি করা হয়। তাতে গ্লিওমা’র (এক ধরনের ব্রেন টিউমার) লক্ষণ ধরা পড়ে। বিশদ

13th  June, 2024
শ্রবণে সমস্যা: সি সি সাহার গল্পপাঠের আসর

দীর্ঘদিন ধরেই শ্রবণক্ষমতার সমস্যা আছে এমন ব্যক্তির জন্য কানে শোনার যন্ত্র প্রস্তুত করে আসছে সি সি সাহা লিমিটেড। সম্প্রতি শ্রবণক্ষমতায় সমস্যা আছে এমন শিশুদের জন্য বিশেষ গল্প বলার আসরের আয়োজন করা হয়েছিল। বিশদ

13th  June, 2024
‘সায়েন্স অ্যান্ড কালচার’-এর বিশেষ সংখ্যা প্রকাশিত

বিশ্ববরেণ্য জার্নাল ‘সায়েন্স অ্যান্ড কালচার’-এর বিশেষ সংখ্যা প্রকাশিত হল। পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ চিকিৎসক সমিতি, ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন ও গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশন এ বিষয়ে যৌথ উদ্যোগ নিয়েছিল। বিশদ

13th  June, 2024
চিকিৎসকের ভালো ব্যবহার কি রোগও ভালো করে ?

 রোগীর সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? পেশাদার, খিটখিটে নাকি হাসিখুশি, বন্ধুর মতো? উত্তর দিলেন এই সফ্টস্কিলে পারদর্শী দু’জন চিকিৎসক—  প্রফেসার ডাঃ অরুণাভ সেনগুপ্ত ও ডাঃ যোগীরাজ রায়। বিশদ

06th  June, 2024
বাচ্চাদের চোখ ভালো রাখার ১০ টিপস

সেদিন ঘুম থেকে উঠে মাথায় হাত অর্চনার। মেয়ে তো কেঁদেই চলেছে। ৬ বছরের অর্ণবির মাথায় যন্ত্রণা কেন, ভেবেই কুল পাচ্ছেন না তিনি। বহুজাতিক সংস্থায় কর্মরত অর্চনা মেয়ের উপর বিশেষ নজর দিতে পারেন না। এই নিয়ে এমনিতেই অপরাধবোধে ভোগেন। বিশদ

06th  June, 2024
কোন ৭ খাবার বার বার গরম করবেন না

চায়ে এক চুমুক দিয়ে রাখলেন টেবিলে। তারপর ব্যস্ত হয়ে পড়লেন মুঠোফোন স্ক্রলিংয়ে। চলছে তুমুল গ্রুপ চ্যাটিং। দু’ঘণ্টা পর চায়ের কাপে চোখ পড়ল। মনে পড়ল, চায়ে তো আর চুমুক দেওয়া হয়নি! সহজ সমাধান হিসেবে চাপিয়ে দিলেন ওভেনে। এ রকম ঘটনা সচরাচর ঘটছেই। বিশদ

06th  June, 2024
অসুস্থ ও বয়স্ক ভোটারদের পাশে থাকার উদ্যোগ

বয়স্ক, চিকিৎসারতদের ভোটদানের ব্যবস্থা করল হাসপাতাল! গণতন্ত্র রক্ষায় তাগিদেই এমন উদ্যোগ বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মণিপাল হাসপাতালের চারটি ইউনিট সংলগ্ন এলাকার জন্য এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। বিশদ

06th  June, 2024
শিশু ও কিশোর-কিশোরীদের কোন বয়সে কত ওজন, কেমন উচ্চতা হওয়া উচিত?

প্রত্যেক বাবা-মা শিশুর ওজন নিয়ে ভীষণ উদ্বিগ্ন। কারও হয়তো একটু কম ওজন হল, কারও বা আবার একটু বেশি ওজন হল। কিন্তু মজার ব্যাপার কী জানেন, বেশি ওজন হলে বাবা­-মায়েদের খুব একটা চিন্তা করতে দেখি না। ডাক্তারবাবু, আমার বাচ্চার ওজন বেশি হয়ে গিয়েছে, এই কথাটা শোনা খুবই অস্বাভাবিক।
বিশদ

30th  May, 2024
গরমে লেবু জল না কোল্ড ড্রিংকস!

গরমে প্রাণ আই ঢাই। যাঁরা শুধু ঘরের কাজ করেন, তাঁদের কথা একরকম। কিন্তু যাঁদের রোদে তেতে পুড়ে ঘুরে ঘুরে কাজ করতে হয়, এই গরমে সুযোগ পেলেই তাঁরা ঢক ঢক করে নানা ধরনের পানীয় গলায় ঢালেন। আখের রস, লস্যি, কোল্ড ড্রিংকস, ডাবের জল, নিম্বু পানি, রাস্তাঘাটে বিক্রি হওয়া রঙিন জল—কিছুই বাদ যায় না। বিশদ

30th  May, 2024
কেন এগিয়ে লেবু জল?

গরমে লেবু জল শরীরের পক্ষে ভীষণ উপকারি। হরেক রকম লেবু পাওয়া যায় বাজারে। পাতিলেবু, কমলা লেবু, মোসাম্বি লেবু, গন্ধরাজ এবং বাতাবি লেবু। ১০০ গ্রাম পাতি বা কাগজি লেবু থেকে শক্তি পাওয়া যায় ৫২ কিলো ক্যালরি, ৯০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ফসফরাস ২০ মিলিগ্রাম এবং ভিটামিন সি ৬৩ মিলিগ্রাম—যা আপেলের ৩২ গুণ এবং আঙুরের দ্বিগুণ। বিশদ

30th  May, 2024
স্যালাইনের ইতিহাস

‘একই ঘরে গাদাগাদি করে থাকতেন অনেকে। চলত একসঙ্গে রান্না, খাওয়া-দাওয়া, ধোয়াধুয়ি। একই বাথরুম ব্যবহার করতেন তাঁরা। ঘুমাতেন একই ছাদের নীচে। সেখানে একবার কলেরা ঢুকলে তা ছড়িয়ে পড়ত দ্রুত। একটি বাড়িতে একসঙ্গে বেশ কয়েকটি পরিবার থাকত বলেই মহামারীর আকার নেয় রোগটি’— লিখেছেন ব্রিটিশ ডাক্তার জন স্নো। বিশদ

30th  May, 2024
মহাধমনীর অসুখ আর এন টেগোর হাসপাতালের উদ্যোগ

তিনদিন ব্যাপী দ্বিতীয় ইস্টার্ন ইন্ডিয়া অ্যাওর্টিক কনক্লেভের সম্প্রতি আয়োজন করে নারায়ণা হেলথ হাসপাতাল গোষ্ঠীর আর এন টেগোর হাসপাতাল মুকুন্দপুর। গত ২৪ থেকে ২৬ মে পর্যন্ত কনক্লেভ চলে। প্রায় ২০০ জনেরও বেশি চিকিৎসক অংশ নিয়েছিলেন। বিশদ

30th  May, 2024
একনজরে
১৯৮৮ ইউরোর সেমি-ফাইনাল। হামবার্গের ভোকসপার্ক স্টেডিয়ামে আয়োজক দেশ পশ্চিম জার্মানির বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল রিনাস মিশেলের প্রশিক্ষণাধীন নেদারল্যান্ডস। এরপর খেতাবি লড়াইয়ে সোভিয়েত ইউনিয়নকে ২-০ ব্যবধানে হারিয়ে খেতাব ঘরে তোলে ডাচ-ব্রিগেড। ...

বাংলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়াল। জুন মাসের অর্ধেক অতিক্রান্ত হয়ে গেলেও তেমন বৃষ্টি এখনও হয়নি রাজ্যে। তা সত্ত্বেও দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ...

সল্টলেকে ৭০ বছরের এক বৃদ্ধাকে উদ্ধার করে বাড়ি ফেরাল বিধাননগর উত্তর থানার পুলিস। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে রাজ্যের সমাজকল্যাণ দপ্তর থেকে পুলিসের কাছে খবর আসে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে এক ভবঘুরে বৃদ্ধা ডিভাইডারের উপর বসে আছেন। ...

জিএসটি আদায়ের হার এরাজ্যে যথেষ্ট ভালো। দপ্তরের অফিসার ও কর্মীরাই স্বাভাবিকভাবে এই কৃতিত্বের প্রধান দাবিদার। কিন্তু জিএসটি ব্যবস্থাকে ঢেলে সাজতে পশ্চিমবঙ্গের অফিসারদের অবদানও কম নয়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গৃহে শুভকর্মের আয়োজনে ব্যস্ততা। বন্ধুসঙ্গ ও সাহিত্যচর্চায় মানসিক প্রফুল্লতা। উপার্জন বাড়বে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৫৬: নবাব সিরাজউদ্দৌলার কাশিম বাজার কুঠি দখল
১৮৬১: স্বাধীনতা সংগ্রামী ও সাংবাদিক হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যু
১৮৯০: ইংরেজ কৌতুকাভিনেতা ও পরিচালক  স্ট্যান লরেলের জন্ম
১৮৯৪: ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটি প্রতিষ্ঠিত হয়
১৯০৩: ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়
১৯২০: গায়ক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম
১৯২৫: স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাশের মৃত্যু
১৯৪৪: বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মৃত্যু
১৯৪৫: ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী বিকাশচন্দ্র সিংহের জন্ম
১৯৫০: অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্ম
১৯৫৩: ইংল্যান্ডের প্রথম নারী কেবিনেট মন্ত্রী মার্গারেট বন্ডফিল্ডের মৃত্যু
১৯৬৩: রাশিয়া থেকে বিশ্বের প্রথম নারী নভোচারী ভেলেনটিনা তেরেসকোভা মহাকাশ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন
১৯৭২: নিউ ইয়র্কে জাজ সংগীতের জাদুঘর প্রথম দর্শকদের জন্য খুলে দেওয়া হয়
২০২১: বিশিষ্ট মঞ্চাভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তর মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৭৩ টাকা ৮৪.৪৭ টাকা
পাউন্ড ১০৪.২১ টাকা ১০৭.৬৮ টাকা
ইউরো ৮৮.০৭ টাকা ৯১.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৯,০৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,১৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১ আষাঢ়, ১৪৩১, রবিবার, ১৬ জুন, ২০২৪। দশমী ৫৯/৩০ শেষরাত্রি ৪/৪৪। হস্তা নক্ষত্র ১৫/৪৩ দিবা ১১/১৩। সূর্যোদয় ৪/৫৫/৪৭, সূর্যাস্ত ৬/১৮/৩৩। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৩ গতে ৯/২৩ মধ্যে পুনঃ ১২/৩ গতে ২/৪৪ মধ্যে। রাত্রি ৭/৪৩ মধ্যে পুনঃ ১০/৩৩ গতে ১২/৪১ মধ্যে। বারবেলা ৯/৫৭ গতে ১/১৮ মধ্যে। কালরাত্রি ১২/৫৮ গতে ২/১৭ মধ্যে।   
১ আষাঢ়, ১৪৩১, রবিবার, ১৬ জুন, ২০২৪। দশমী রাত্রি ৩/৫। হস্তা নক্ষত্র দিবা ১০/২৭। সূর্যোদয় ৪/৫৫, সূর্যাস্ত ৬/২১। অমৃতযোগ দিবা ৬/৪৮ গতে ৯/২৮ মধ্যে ও ১২/৮ গতে ২/৪৮ মধ্যে এবং রাত্রি ৭/৪৭ মধ্যে ও ১০/৩৮ গতে ১২/৪৬ মধ্যে। বারবেলা ৯/৫৭ গতে ১/১৯ মধ্যে। কালরাত্রি ১২/৫৭ গতে ২/১৭ মধ্যে। 
৯ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি২০ বিশ্বকাপ: ৩ উইকেটে জিতল পাকিস্তান, বিপক্ষ আয়ারল্যান্ড

11:52:13 PM

ইউরো ২০২৪: স্লোভেনিয়া ১ - ডেনমার্ক ১ (৯০ মিনিট)

11:48:00 PM

ইউরো ২০২৪: স্লোভেনিয়া ১ - ডেনমার্ক ১ (৭৭ মিনিট)
 

11:12:31 PM

ইউরো ২০২৪: স্লোভেনিয়া ০-ডেনমার্ক ১ (হাফটাইম)

10:22:38 PM

ইউরো ২০২৪: স্লোভেনিয়া ০-ডেনমার্ক ১ (১৭ মিনিট)

09:54:03 PM

টি২০ বিশ্বকাপ: পাকিস্তানকে ১০৭ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

09:50:34 PM