বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
আজ একটা সহজ হাতের কাজ শেখাবেন ডিজাইনার বিদিশা বসু। বাগানের ঝাঁঝরি রং করার কাজ। বাচ্চারা অনায়াসে করতে পারবে এই হাতের কাজটি।
বাড়িতে মা-বাবাকে দেখেছ হয়তো বাগান করতে। গাছে জল দেওয়ার জন্য ঝাঁঝরি ব্যবহার করেন তাঁরা সকলেই। তারপর সেগুলো যখন মরচে ধরে নষ্ট হয়ে যায় তখন ফেলে দেন। কিন্তু তোমরা তা করবে না। ওই মরচে ধরা ঝাঁঝরি রং করে ঘর সাজানো বা বাগান সাজানোর কাজে লাগবে। কীভাবে? বলি তবে শোনো।
উপকরণ: মরচে ধরা ঝাঁঝরি ১টা, পোস্টার কালার ১ টিউব, মোটা তুলি ১টা, প্রাইমার কালার ১ টিউব।
পদ্ধতি: ঝাঁঝরিটা ধুয়ে পরিষ্কার করে নাও। তারপর তা শুকনো করে মুছে নাও। এবার তার ওপর এক কোট প্রাইমার রং লাগাও। সেটা পুরোপুরি শুকিয়ে যেতে দাও। তারপর তাতে পোস্টার কালার লাগাও। আবার তা শুকোতে দাও। এবার এই ঝাঁঝরি বাগানের কোনও কোনও গাছের ডাল থেকে বা ঘরে সাজিয়ে রাখ। চাইলে এতে ফুলও সাজাতে পার। উজ্জ্বল রঙের এই ঝাঁঝরি যেখানেই রাখবে সুন্দর লাগবে।