Bartaman Patrika
হ য ব র ল
 

টাকার মিউজিয়ামে ঢুঁ

কিছু কিনতে গেলেই লাগে টাকা। ভারতের টাকার ইতিহাস আর বিভিন্ন দেশের মুদ্রা সম্বন্ধে জানতে হলে যাওয়াই যায় কলকাতার আরবিআই মিউজিয়ামে। অভিনব এই সংগ্রহশালা ঘুরে এসে লিখলেন চকিতা চট্টোপাধ্যায়।

বন্ বন্ বন্ বন্ টাকায় ঘুরছে এই দুনিয়াটা!’— সেকথা তো আমরা সবাই জানি। কিন্তু যদি এমনটা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা তোমাদের চারপাশে ঘুরতে শুরু করল! কেমন লাগবে তখন? যদি চোখের সামনে খোলা পাও গোল্ড ভল্টের দরজা। আর সেখানে থরে থরে সোনার বাট সাজানো! ইচ্ছে করলেই হাতে তুলে দেখতে পার সেই সোনার বাট! তাহলে কেমন হবে? না না! আলিবাবা ও চল্লিশ চোরের গুহার কথা বলছি না! তেমন জায়গা আছে হাতের একদম নাগালের মধ্যেই! যেতে চাইলে সটান চলে যেতে পার কলকাতার ৮ নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটের পুরনো রিজার্ভ ব‍্যাঙ্কের হেরিটেজ বিল্ডিংয়ে। এখন যেটি ‘আরবিআই মিউজিয়াম’। সোমবার ছাড়া সপ্তাহের যেকোনও দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিউজিয়াম খোলা। আরও মজার খবর এই মিউজিয়ামে কোনও প্রবেশমূল্য নেই। এটি দেশের দ্বিতীয় আরবিআই মিউজিয়াম। এটির উদ্বোধন হয়েছে ২০১৯ সালের ১১ মার্চ। 
ঢুকতেই  রিসেপশন কাউন্টারে রাখা রয়েছে বাতিল, ছেঁড়া নোটের মন্ড দিয়ে তৈরি বুদ্ধের মুখ। রয়েছে একটি বিশাল থাম। যার গায়ে বাতিল দশ পয়সা দিয়ে মানুষের ডিএনএ-র নকশা করা আছে। বিশাল বড় একটি এক টাকার কয়েনের আদলে তৈরি মূল দরজা দিয়ে এবার প্রবেশ করতে হবে সংগ্রহশালার ভেতর।
ঢুকেই ডানদিকে রয়েছে ডকুমেন্টারি প্রদর্শনীর জায়গা। স্কুল কিংবা কলেজ থেকে ছাত্রছাত্রীরা দল বেঁধে এলে এই প্রদর্শনী দেখানো হয়। বিশাল হল ঘরটির ঠিক মাঝখানে রয়েছে তেরো ফুট উঁচু উচ্চতার টাকার রেপ্লিকার খুব সুন্দর একটি স্থাপত্য। যার নীচে আছে বাতিল কয়েনের তৈরি ম‍্যাপ।
টাকা আবিষ্কারের আগে, প্রাগৈতিহাসিক যুগে মানুষ কীভাবে কেনাবেচা করত, তা ছবি-মডেল-তথ‍্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এখানে। প্রথমে শস‍্যদানাকেই টাকার মূল্য হিসেবে ধরা হতো। বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমের কথা তো তোমরা ইতিহাসে পড়েছ। এখানে আছে একটি চমৎকার মডেল, যেখানে সে যুগের বাজারে কীভাবে মানুষ বেচাকেনা করত, তা তুলে ধরা হয়েছে।
‘ফানি মানি’ বিভাগ দেখলে মজা লাগবেই! কারণ, এখানে প্রদর্শিত রয়েছে সেই সব জিনিস, যেগুলিকে একসময় বিনিময়ের মাধ্যম হিসেবে ধরা হতো। কী ছিল না সেই তালিকায়! জন্তু-জানোয়ারের লোম, বাঘের জিভ, নুন, পার্মেসান চিজ, কড়ি, ঝিনুক, ঝিনুকের গয়না, গোরু, নৌকা এমনকী বিরাট বড় পাথরও!
আটের দশকের টাকার বিবর্তনের ইতিহাস দেখতে পাবে কয়েকটি ঘোরানো গোল টেবিলের আকৃতির মেশিনের বাটন টিপলেই!
পায়ে পায়ে চলে এসো কয়েকটি পুরনো যন্ত্রের সামনে। আছে বন্ড তৈরির মেশিন, নোট ছিঁড়ে গেলে যে মেশিনের সাহায্যে জোড়া হতো সেই মেশিন, যে ইউভি ল‍্যাম্প জ্বেলে জাল নোট পরীক্ষা করা হতো সেটি। এছাড়াও রয়েছে ধাতব মুদ‍্রা তৈরির সময় যে হাতুড়ি দিয়ে পেটানো হতো সেইসব হাতুড়ি, ছুরি, গালার বিভিন্ন রকমের সিল। সেই সিলে ব‍্যবহার করার কালি, দাঁড়িপাল্লা, বিদ্যুৎ চলে গেলে যে হ‍্যাজাক জ্বালানো হতো সেগুলোও রাখা আছে।
নিজেদের জ্ঞান পরীক্ষা করতে চাইলে দাঁড়িয়ে পড়তে পার কুইজ মেশিনের সামনে। এ, বি, সি এই তিন রকমের গ্রুপে ভাগ হয়ে সামনে থাকা বোতাম টিপে খেলতে পারবে। 
এবার চল সোনার ইতিহাসের খোঁজে। পৃথিবীতে বতর্মানে কোন কোন দেশে কতটা সোনা আছে, তা দেখানো হয়েছে গ্রাফের মাধ‍্যমে। পাবে এমন একটি ওজনযন্ত্র, যেখানে তোমার ওজনের সমপরিমাণ হতে গেলে কতগুলো সোনার বাট লাগতে পারে, তার হিসেব কষা যাবে! একটা শো-কেস ভর্তি শুধু স্বর্ণমুদ্রা! না শুধু জাহাঙ্গিরের স্বর্ণমুদ্রা নয়, এখানে আছে গজনির সুলতান মামুদ, মুঘল সম্রাট হুমায়ুন, আকবর, আওরঙ্গজেব, টিপু সুলতান, লোদি শাসনকালের স্বর্ণমুদ্রা!
এবার সোজা ঢুকে পড়া যাক— এক্কেবারে গোল্ড ভল্টের ভেতর! প্রথমেই দেখতে পাবে রেলিংয়ের ওপাশে তিনজন প্রমাণ সাইজের মডেল কেমন করে সোনার বাট থরে থরে সাজিয়ে রাখছে! হাতের নাগালের মধ্যেই পাবে একটা ১২.৫ কেজি ওজনের সোনার বাট! নিজের হাতে একবার সেটা তুলে ধরার চেষ্টা করে দেখতে পার! ভল্টে লাগানোর বিভিন্ন রকম তালার বিবর্তনও দেখানো রয়েছে এখানে। এই সেকশনেই দেখতে পাবে খনি থেকে কীভাবে সোনা তোলা হয় এবং প্রসেস করার পর তা কীভাবে চকচকে চেহারা পাচ্ছে!
এবার রিজার্ভ ব্যাঙ্কের ইতিহাস জানতে পাতা ওল্টাও একটি অভিনব ‘ফ্লিপ-বুক’-এর! তবে পাতা ওল্টাবার জন্য স্পর্শ করার বদলে শূন্যে মশা তাড়ানোর ভঙ্গিতে শুধু হাত নাড়তে হবে, তবেই উল্টে যাবে সেই বইয়ের পাতাগুলি! ফুটে উঠবে সামনের  স্ক্রিনে আরবিআইয়ের ইতিহাস!
এ এমনই এক মিউজিয়াম যেখানে থাকে বাতিল পয়সারও এপিটাফ! আরবিআই-এর প্রথম ভারতীয় গভর্নর সি ডি দেশমুখ সর্ব ন্যূনতম পয়সা ‘পাই’ বাতিল হয়ে যাওয়ার পর, ইংরেজিতে লিখেছিলেন সেই পাইয়ের এপিটাফ! যেটি এখানে পাইয়ের ছবির সঙ্গে টাঙানো রয়েছে। আছে লেখাটির বাংলা অনুবাদ— ‘মুক্ত করে মানুষের প্রয়োজনী চাপ...সময়ে বিলীন হবে আমাদের ছাপ, বেঁচে রবে পাই-এর ইতিহাস কথা!’ আরে! ওরা কারা বসে আছে? আগেকার দিনের ‘নায়েবমশাই’। হিন্দিতে যাদের বলে ‘মুনিমজি’। প্রমাণ সাইজের মডেলের সাহায্যে ‘মুনিম কি পেটি’ যেন একদম জীবন্ত হয়ে উঠেছে! ডেস্কের ওপর লাল খেরোর খাতা খুলে লোহার সিন্দুকের সামনে বসে বসে তারা টাকার হিসেব করছে!
এবার গন্তব্য দোতলায়। দোতলায় রয়েছে একের পর এক চমক! স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ইচ্ছে অনুসারে বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজ নয়াদিল্লির আরবিআই-এর মূল তোরণের জন্য তৈরি করেছিলেন দু’টি যক্ষ-যক্ষীর মূর্তি। কারণ, পুরাণ অনুসারে ধনসম্পদের দেবতা কুবেরের সমস্ত ধনরাশি রক্ষা করে থাকেন এঁরা দু’জন। সেই যক্ষ-যক্ষীর মূর্তি দু’টির রেপ্লিকা রাখা আছে এই দোতলায়। আছে আলো দিয়ে সাজানো এই মিউজিয়ামের সামনের  গেটের মিনিয়েচার মডেল। দেখতে দেখতে যাতে শিখতে পার, সেজন্য আছে নানারকম গেম। সাইকেলের প‍্যাডেল করে কখনও মুদ‍্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পার, কখনও অর্থনৈতিক উন্নয়নের টিউবকে ব‍্যালান্স করতে পার বোতাম টিপে। 
আচ্ছা, ধর যদি এমন হতো— গান্ধীজি নয়, তোমার নিজের মুখের ছাপ দেওয়া টাকা পাওয়া যেত? এখানে এলে পূরণ হয়ে যাবে সেই অসম্ভব ইচ্ছেটাও! আড়াইশো, দেড়শো কিংবা এক লক্ষ টাকার নোট ছাপিয়ে নিতে পারবে নিজের নাম, জন্মতারিখ সহ! অবশ্য, এই টাকার প্রিন্ট পাবে না। তবে স্ক্রিনশট দেখিয়ে বন্ধুদের তাক লাগিয়ে দিতে পার।
আরও একটা মজার গেমে তোমার ‘অবতার’কে একটা নির্দিষ্ট টাকায় বাজার করতে হবে সব্জি-মাছ-মাংস-ডিম ইত্যাদি। বেঁচে যাওয়া টাকা জমা দিতে হবে ব‍্যাঙ্কে। তবে সাবধান হিসেবে গোলমাল করলেই কিন্তু পুলিস এসে তোমার ‘অবতার’-এর হাতে হাতকড়া পরিয়ে দেবে! অনেক সময় টাকা ছিঁড়ে যায়। গ্রাফের সাহায্যে শেখানো হয়েছে ঠিক কোন কোন অংশ অক্ষত থাকলে ছেঁড়া নোটের বিনিময়ে ঠিক কত টাকা পাওয়া যেতে পারে।
আগেকার দিনে ইউরোপ, আমেরিকায় কফিশপগুলোয় বিভিন্ন কোম্পানির চেক ক্লিয়ারিং হতো। প্রমাণ সাইজের মডেল দিয়ে সেসবই দেখানো হয়েছে। বিশাল বিশাল অঙ্কের ডলার দেখতে কেমন হয়, দেখতে চাও? এখানে তাও দেখে যাও। দেখবে বিভিন্ন দেশের নোটও।
এখানেই শেষ নয়। চলে এসো মেজানাইন ফ্লোরের ‘কিডস জোন’-এ। এখানে ক‍্যালাইডাস্কোপ ঘোরালে পয়সা দিয়ে তৈরি হবে নানান ডিজাইন। ‘ওপেন-টি-বায়োস্কোপ’-এর গর্তে চোখ লাগিয়ে দেখতে পাবে টাকা তৈরি থেকে শুরু করে বাতিল নোট কীভাবে নষ্ট করা হয় সেই  পুরো পদ্ধতিটাই। বিভিন্ন নোটকে খণ্ড খণ্ড করা আছে, তুমি সেগুলো সঠিকভাবে জুড়ে দেবার ‘জিগ-স-পাজল’ গেম খেলতে পার।
ফেরার সময় স‍্যুভেনির শপ থেকে বাতিল নোটের মন্ড দিয়ে বানানো চাবির রিং, নোটপ‍্যাড, নানারকম মূর্তি, আরবিআই-এর লোগো দেওয়া টিশার্ট কিংবা কফিমাগ নিতে ভুলো না যেন!
তাহলে? কবে আসছ এই অভিনব টাকার মিউজিয়াম নিজের চোখে দেখতে?
09th  February, 2025
রঙিন ঝাঁঝরি

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

09th  February, 2025
বাগধারার রহস্য

বাংলা ভাষায় রয়েছে অসংখ্য বাগধারা বা প্রবাদ প্রবচন। আভিধানিক অর্থ নয়, বিশেষ অর্থে এগুলি ব্যবহার করা হয়। কীভাবে এল এই বাগধারাগুলি? তারই কারণ খোঁজা হল।
বিশদ

09th  February, 2025
ঠাকুরবাড়ির সরস্বতী পুজো

আমাদের বাড়ির বাগানে একটা লটকানো গাছ ছিল। আমরা তার ফল কুড়িয়ে এনে শুকিয়ে রাখতুম। সরস্বতীপুজোর সময় কাপড় রং-করা হতো। শিউলি ফুলের বোঁটা শুকিয়েও সুন্দর বাসন্তী রং হতো।
বিশদ

02nd  February, 2025
বনের রাজা

মধু ওঁরাওয়ের একটা হাতি আছে। যেমন তেমন হাতি নয়। কালাপাহাড়ের মতো বিশাল তার চেহারা, লম্বা দুটো দাঁত। কানদুটো ধামার মতো। মধু তার নাম দিয়েছে মুংলি।    
বিশদ

02nd  February, 2025
প্রাণীজগতের কুম্ভকর্ণ

কী কুম্ভকর্ণ রে বাবা! ঘুমকাতুরেদের এমন ঠাট্টা মাঝেমধ্যেই সহ্য করতে হয়। রামায়ণের চরিত্র কুম্ভকর্ণ নাকি টানা ছ’মাস ঘুমোতেন। আর তারপর এক মাস জেগে থেকে ফের নিদ্রা। লঙ্কাধিপতি রাবণের ভাইয়ের এই কাহিনি তো সবারই জানা। প্রাণীকুলেও এমন অনেকেই রয়েছে, যারা কুম্ভকর্ণকে কিছুটা লড়াইয়ে ফেলে দিতে পারে।
বিশদ

02nd  February, 2025
মুক্তির মন্দির সোপানতলে...

আজ সাধারণতন্ত্র দিবস। ১৯৫০ সালে আজকের দিনেই কার্যকর করা হয়েছিল স্বাধীন ভারতের সংবিধান। দেশ স্বাধীন করতে আত্মবলিদান দিয়েছিলেন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী। তাঁদের স্মরণ করল যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা।
বিশদ

26th  January, 2025
আমাজন নদীতে    কোনও সেতু নেই কেন? 

ইংল্যান্ডের টেমস নদীর উপর রয়েছে একটি বিখ্যাত সেতু। ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঘুমন্ত লন্ডন শহরকে দেখতেন সেই ব্রিজের উপর থেকে।
বিশদ

26th  January, 2025
বার্ষিক অনুষ্ঠান

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই শিশুর মধ্যে নিজের সংস্কৃতি সম্বন্ধে ধারণা জন্মায়। দিল্লি পাবলিক স্কুল (জোকা) সাউথ কলকাতাও ঠিক এই লক্ষ্য নিয়েই সারা বছর নানারকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
বিশদ

26th  January, 2025
ওয়াল প্লেট

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

26th  January, 2025
প্রতিকণা উল্টো পথের পথিক
স্বরূপ কুলভী

আমাদের মহাবিশ্বে নানা ধরনের পদার্থ রয়েছে। এর বাইরেও এমন কিছু রয়েছে, যা চোখে দেখা যায় না। অথচ তার শক্তি এতটাই বেশি যে, সবকিছু পাল্টে দিতে পারে। ছোট্ট বন্ধুরা, ওই প্রবল শক্তি হল অ্যান্টি ম্যাটার বা প্রতি পদার্থ। একে প্রতি কণাও বলা যেতে পারে। বিশদ

19th  January, 2025
শীতের আনন্দ: কোচবিহার রামভোলা হাই স্কুল

ভারত স্বাধীন হতে তখনও কয়েক বছর বাকি। দেশীয় রাজ্য অর্থাৎ প্রিন্সলি স্টেট কোচবিহার। জ্ঞানচর্চা, খেলাধুলোয় তখন কোচবিহারের নাম চারদিকে ছড়িয়ে পড়েছে। সেই রকম একটা সময়ে ১৯৪১ সালে গুঞ্জবাড়িতে স্থাপিত হয় কোচবিহার রামভোলা হাই স্কুল। বিশদ

19th  January, 2025
চিড়িয়াখানা ১৫০

সার্ধশতবর্ষ উদ্‌যাপন শুরু হয়েছে কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। শীতের মরশুমে পশু-পাখির খাঁচার সামনে কচিকাঁচাদের ভিড় উপচে পড়ছে। তার মধ্যেই চিড়িয়াখানা ঘুরে এসে লিখলেন চকিতা চট্টোপাধ্যায়। বিশদ

19th  January, 2025
তোমাদের বিবেকানন্দ

আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। অসম্ভব মানসিক দৃঢ়তায় তিনি জয় করেছেন যেকোনও প্রতিকূলতাকে। তাঁর জীবন ছাত্রছাত্রীদের কাছে শিক্ষণীয়। স্বামীজির জীবনের কিছু ঘটনা ছোট্ট বন্ধুদের জন্য তুলে ধরলেন সায়ন্তন মজুমদার।
বিশদ

12th  January, 2025
কাচের মোমদানি

ছোট্ট বন্ধুরা, চল আজ কাচের বোতল দিয়ে অন্য ধরনের একটা হাতের কাজ শিখি। ডিজাইনার বিদিশা বসু বললেন বাচ্চাদের ছোটখাট কাজের মধ্যে দিয়েই নানারকম জিনিস শেখানো যায়। তাই হাতের কাজ শেখার মাধ্যমে তারা অন্য অনেক কিছুই শিখতে পারে। বিশদ

12th  January, 2025
একনজরে
মাঘী পূর্ণিমায় পূর্ণকুম্ভে স্নান করতে গিয়ে সঙ্গমে  মৃত্যু হল উত্তর ২৪ পরগনার এক মহিলার। ডুব দিয়ে তিনি উঠে আসতে পারেননি।   ...

রাজ্যে কৃষিকাজে সেচের জন্য যে পাম্প চলে, সেখানে যাতে সৌরবিদ্যুৎ ব্যবহার করা যায়, তার উদ্যোগ শুরু হয়েছে। পাশাপাশি স্কুলগুলিতে মিড ডে মিলের ক্ষেত্রে রান্নার কাজে এলপিজির বদলে যাতে সৌরবিদ্যুতের ব্যবহার হয়, চেষ্টা চলছে তারও। ...

কালিয়াচকের রাস্তা থেকে এক গৃহবধূকে অপহরণ! এই অভিযোগে পুলিসের হাতে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ঘটনায় তুমুল আলোড়ন ছড়িয়েছে এলাকায়। শ্বশুরবাড়ির তরফে বধূকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। ...

কোন সিন্ডিকেটের জন্য চালের দাম ঊর্ধ্বমুখী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল জেলা প্রশাসন। খাদ্যদপ্তর বিভিন্ন রাইসমিলের পাশাপাশি গোডাউনেও অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। খুচরো বিক্রেতাদের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব রেডিও দিবস
১৬০১: ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন
১৮৩২: লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব
১৮৭৯: স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডুর জন্ম
১৮৮২: কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়
১৯৩১: ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর হয়
১৯৪৫: অভিনেতা বিনোদ মেহরার জন্ম
১৯৬০: ফ্রান্সের সফল পরমাণু পরীক্ষা
১৯৬৯: পরেশচন্দ্র ভট্টাচার্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান
১৯৭৪ – উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁর মৃত্যু
১৯৮৫: টেনিস খেলোয়াড় সোমদেব দেববর্মনের জন্ম 
২০১৫: কেশব রেড্ডি, ভারতীয় চিকিৎসক ও লেখক



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৬.০৭ টাকা ১০৯.৮১ টাকা
ইউরো ৮৮.১৬ টাকা ৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৫,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৫,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮১,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৪,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৪,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১ ফাল্গুন, ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫। প্রতিপদ ৩৫/২০ রাত্রি ৮/২২। মঘা নক্ষত্র ৩৭/১৩ রাত্রি ৯/৭। সূর্যোদয় ৬/১৩/৪৫, সূর্যাস্ত ৫/২৮/১১। অমৃতযোগ রাত্রি ১/৭ গতে ৩/৪১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ১০/৪৩ গতে ১২/৫৮ মধ্যে। বারবেলা ২/৩৯ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৫১ গতে ১/২৬ মধ্যে। 
৩০ মাঘ, ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫। প্রতিপদ রাত্রি ৭/৫২। মঘা নক্ষত্র রাত্রি ৯/০। সূর্যোদয় ৬/১৬, সূর্যাস্ত ৫/২৭। অমৃতযোগ রাত্রি ১/০ গতে ৩/২৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ১০/৩৬ গতে ১২/৫৭ মধ্যে। কালবেলা ২/৪০ গতে ৫/২৭ মধ্যে। কালরাত্রি ১১/৫২ গতে ১/২৮ মধ্যে। 
১৪ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শিয়ালদহের ফুল বাজারে আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

11:06:00 PM

ওয়াশিংটনে শুরু হয়েছে মোদি এবং মাস্কের বৈঠক

10:43:00 PM

বীরভূমের হেতমপুরে একটি বাড়িতে আগুন
বীরভূমের দুবরাজপুরের হেতমপুর পঞ্চায়েতের চিৎগ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, ...বিশদ

10:22:00 PM

এসআই অমিতাভ মালিক হত্যা মামলা: দার্জিলিং আদালতে আত্মসমর্পণ বিমল গুরুংয়ের
রাজ্য পুলিসের এসআই অমিতাভ মালিক হত্যা মামলায় আজ, বৃহস্পতিবার দার্জিলিং ...বিশদ

10:17:00 PM

উত্তরপ্রদেশের আরালি ঘাটে চলছে আরতি

10:04:00 PM

ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের মধ্যে শুরু হয়েছে বৈঠক

09:47:00 PM