কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ। ... বিশদ
প্রথম ধাপ: তোমার বন্ধুকে নিজের বয়স লিখতে বল। ধরে নাও, ও লিখল ১৩।
দ্বিতীয় ধাপ: এবার বল বয়সকে ২০ দিয়ে গুণ করতে।
তাহলে হচ্ছে, ১৩×২০= ২৬০
তৃতীয় ধাপ: আজকের তারিখ যোগ করতে বল। মনে কর আজকে মাসের ১ তারিখ।
তাহলে হবে ২৬০+১= ২৬১
চতুর্থ ধাপ: এবার প্রাপ্ত যোগফলকে ৫ দিয়ে গুণ করতে বলতে হবে।
২৬১×৫=১৩০৫
পঞ্চম ধাপ: এবার বন্ধুকে বলো ওই গুণফলের সঙ্গে তার জুতোর মাপ যোগ করতে। ধরো ওর জুতোর মাপ ৫। তাহলে ও ১৩০৫-এর সঙ্গে ৫ যোগ করবে।
১৩০৫+৫= ১৩১০
ষষ্ঠ ধাপ: এবার আজকের তারিখকে ৫ দিয়ে গুণ করে প্রাপ্ত সংখ্যার থেকে বিয়োগ করতে হবে।
তাহলে হল- আজকের তারিখ ১। ১×৫=৫
আর ১৩১০-৫=১৩০৫
ব্যস। এটাই শেষ। এবার ফলাফলটা বন্ধুকে দেখাতে বল। আর তা দেখেই বলে দাও-ওর বয়স ও জুতোর মাপ। প্রথম দু’টি সংখ্যা অর্থাৎ ১৩ হল ওর বয়স। আর শেষ দুটি সংখ্যা জুতোর মাপ। এক্ষেত্রে ০৫ অর্থাৎ জুতোর মাপ ৫। কী, দারুণ ম্যাজিক না!
এবার আরও কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক।
ধর, তোমার বন্ধুর বয়স ১০। সূত্র অনুযায়ী প্রথম ধাপে ১০ কে ২০ দিয়ে গুণ করতে হবে।
১০×২০=২০০
এবার আজকের তারিখ গুণফলের সঙ্গে যোগ করতে হবে। ধরো আজকের তারিখও ১০।
২০০+১০=২১০
এবার এই যোগফলকে ৫ দিয়ে গুণ করতে হবে।
২১০×৫=১০৫০
এবার চলে এলাম পঞ্চম ধাপে। গুণফলের সঙ্গে জুতোর মাপ যোগ করতে হবে। ধর, জুতোর মাপ ৪।
১০৫০+৪=১০৫৪
ষষ্ঠ তথা শেষ ধাপে আজকে যে তারিখ ধরা হচ্ছে, সেই সংখ্যাকে ৫ দিয়ে গুণ করে উপরের যোগ ফল থেকে বাদ দিতে হবে।
এক্ষেত্রে তারিখ ধরেছি ১০। তাহলে ১০×৫=৫০
এবার ১০৫৪-৫০=১০০৪।
তাহলে প্রথম দুটি সংখ্যা হল বয়স। অর্থাৎ ১০ বছর। আজ শেষ দু’টি সংখ্যা ০৪ অর্থাৎ ৪ হল জুতোর মাপ।
এবার তৃতীয় উদাহরণ—
ধর কারও বয়স ১৪, জুতোর মাপ ৫।
তাহলে পদ্ধতি অনুযায়ী, ১৪×২০=২৮০
এবার গুণফলের সঙ্গে আজকের তারিখ যোগ করতে হবে। মনে কর, আজকের তারিখ ১৯।
২৮০+১৯=২৯৯।
এবার এই যোগফলের সঙ্গে ৫ গুণ করতে হবে।
২৯৯×৫=১৪৯৫
এবার এই গুণফলের সঙ্গে জুতোর মাপ যোগ করতে হবে। আগেই ধরেছি জুতোর মাপ ৫।
তাহলে ১৪৯৫+৫=১৫০০
এবার ধরে নেওয়া তারিখের সঙ্গে ৫ গুণ করে উপরের যোগফল থেকে বাদ দিতে হবে।
১৯×৫=৯৫
এবার ১৫০০-৯৫=১৪০৫
মিলল তো? প্রথম দু’টি সংখ্যা ১৪ হল বয়স, আর শেষ
দু’টি সংখ্যা ০৫ অর্থাৎ ৫ হল জুতোর মাপ।