Bartaman Patrika
গল্পের পাতা
 

ভ্যালি অব ডলস

সমুদ্র বসু: শটি আধুনিক প্রযুক্তির পীঠস্থান। সেই সঙ্গে রয়েছে শতাব্দী প্রাচীন হস্তশিল্প। ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। তাই নানা কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এশিয়ার এই দ্বীপরাষ্ট্র— জাপান। চারটি প্রধান এবং অসংখ্য ছোট দ্বীপ নিয়ে এই দেশ।
তেমনই একটি দ্বীপের নাম শিকোকু। এই দ্বীপের ল্যা উপত্যকার ছোট্ট একটি গ্রাম নাগোরো। কিন্তু গোটা পৃথিবীর এই গ্রাম নিয়ে এত আগ্রহ কেন? উত্তর হল পুতুল! অবাক লাগলেও এই গ্রামের বাসিন্দাদের সিংহভাগই পুতুল। বস্তুত এই প্রাণহীন পুতুলরাই এই জাপানি গ্রামের প্রাণ। পুতুলে ছয়লাপ গ্রাম নাগোরো তাই পরিচিত ‘ভ্যালি অব ডলস’ বা পুতুল উপত্যকা নামে।
এককালে নাগোরো গ্রামের ৩০০টির বেশি পরিবার বসবাস ছিল। কিন্তু বর্তমানে সেই সংখ্যা কুড়ির আশপাশে এসে দাঁড়িয়েছে। কেন গ্রামবাসীরা এলাকা ছাড়ছেন? পাঁচের দশকে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ নির্মাণ শুরু হয়। নদীতে বাঁধ দেওয়ার ফলে নাগোরো গ্রাম তীব্র জলসঙ্কটের মুখে পড়ে। বাধ্য হয়ে বেশিরভাগ মানুষ গ্রাম ছেড়ে চলে যান। কয়েকটি পরিবার এখন বসবাস করলেও পানীয় জল, দোকানপাট, হাসপাতাল, রেল স্টেশনের মতো সাধারণ পরিষেবার জন্যও তাঁদের শহরে যেতে হয়। এভাবেই জনসংখ্যা কমতে কমতে আজকের অবস্থায় এসে দাঁড়িয়েছে নাগোরা। পরিসংখ্যান অনুযায়ী, এই গ্রামে শেষ বিয়ের অনুষ্ঠান হয়েছিল ১৯৮৮ সালে। আর গ্রামটিতে শেষবার কোনও শিশুর জন্ম হয়েছিল 
২০০১ সালে। 
কিন্তু প্রশ্নটা হল, এই গ্রামে এত পুতুল এল কীভাবে? সৌজন্যে সুকিমি আইয়ানো। একদা নাগোরো গ্রামের বাসিন্দা সুকিমি আইয়ানো উচ্চশিক্ষা ও পারিবারিক সূত্রে ওসাকায় বাস করতে শুরু করেন। ২০০২ সালে নিজের অসুস্থ বাবার পরিচর্যার জন্য তাঁকে গ্রামে ফিরতে হয়। কিন্তু তাঁর ছোটবেলায় ফেলে যাওয়া গ্রাম আর এখনকার গ্রামের মধ্যে ছিল বিস্তর ফারাক। তাঁর চেনা গ্রাম কোথায় যেন হারিয়ে গিয়েছে। বাবাকে সেবা করার পাশাপাশি পারিবারিক জমিতে সামান্য চাষবাস করতে থাকেন সুকিমি। অন্যদিকে, প্রায় জনশূন্য গ্রামটি পাখিদের আনাগোনার বিরাম ছিল না। আর পাখির অত্যাচারে কোনও গাছই বেশিদিন বাঁচত না। তিতিবিরক্ত সুকিমি একদিন একটি কাকতাড়ুয়া তৈরি করে জমির মাঝে দাঁড় করিয়ে দিলেন। এভাবেই সূত্রপাত হয়েছিল আজকের পুতুল গ্রামের।
গ্রামের একাকিত্ব কাটাতে গ্রামেরই মৃত মানুষদের আদলে একের পর এক পুতুলগুলি বানাতে থাকলেন তিনি। প্রথম পুতুলটা তৈরি করেছিলেন নিজের ছোটবেলার খেলার সঙ্গীর অনুকরণে। তারপর যেখানে গ্রামের শেষ বিয়েটি হয়েছিল সেই পুতুল বর-বউ। ঠিক যেন পুতুলের বিয়ে।  তারপর গ্রামের খালি দোকানগুলোতে বসিয়ে দেওয়া হল পুতুলদের। যেন তারা ক্রেতার অন্তহীন অপেক্ষায়। এভাবেই ধীরে ধীরে পুতুলে ভরে যেতে লাগল গ্রামটি। গ্রামের পরিত্যক্ত বিদ্যালয় ভরে গেল সুকিমির তৈরি পুতুল শিক্ষক, শিক্ষার্থীতে। সেগুলি তৈরি হয়েছিল সুকিমির পরিচিত সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকার আদলে। যেন আদর্শ শান্ত বিদ্যালয়। এমনকী সুকিমির বাড়ির বারান্দাতে আছে তাঁর মায়ের আদলে তৈরি একটি পুতুল।
সুকিমির এই বিচিত্র শখ গ্রামবাসীদের কাছে একপ্রকার নিরীহ মনোরঞ্জন। ক্রমে পুতুল গ্রামের দৌলতে সংবাদমাধ্যম থেকে শুরু করে কৌতূহলীদের কাছে বিশ্বব্যাপী পরিচিত মুখ হয়ে উঠলেন সুকিমি। কোলাহলের পৃথিবীতে এই নীরব গ্রাম যেন এক অন্য গ্রহ, যেখানে নিস্তব্ধতাই এর প্রাণশক্তি। ২০১৩ সাল থেকে প্রতি বছর অক্টোবরে গ্রামের পুতুলদের নিয়ে আয়োজিত হওয়া বিশেষ প্রদর্শনী। যা দেখতে ভিড় জমান বহু পর্যটক। যেখানে খুব কাছ থেকে অনুভব করা যায় এই রোমাঞ্চকর ‘না-মানুষ’দের। ২০১৪ সালে জার্মান পরিচালক ফ্রিটজ স্কুম্যান এই গ্রামের উপর ‘ভ্যালি অব ডলস’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেন। এই তথ্যচিত্র গ্রামটিকে আরও পরিচিতি দেয়। পর্যটকরা ভিড় জমাতে থাকেন পুতুলদের জগতে। যেখানে মনে হয় সবটাই জীবন্ত। গ্রামের নিস্তব্ধতা আর যত্রতত্র পুতুলদের উপস্থিতি মিলে নাগোরো যেন এক অপার্থিব দুনিয়া।
পুতুল গ্রামের কয়েকটি বিশেষ দর্শনীয় স্থান হল— পুতুলদের বিদ্যালয়: পরিত্যক্ত বিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের আদলে বেশকিছু পুতুল রয়েছে। যেখানে আছে এক সামগ্রিক বিদ্যালয়ের পরিবেশ।
কমিউনিটি সেন্টার: যেখানে পালিত হয় পুতুলদের জন্মদিন, বিয়ের মতো নানা সামাজিক অনুষ্ঠান। পুতুল বলে কি তাঁদের শখ আহ্লাদ নেই!
তাছাড়া গ্রামের বিভিন্ন জায়গা যেমন খেত-খামার, মাঠ-ঘাট, পাড়ায়, বাড়ির উঠোনে নানারকম পুতুল দেখতে পাওয়া যায়। 
এই পুতুলগুলি তৈরি হয় তুলো, কাঠ, রোল পেপার, কাপড় বিবিধ উপকরণ দিয়ে। পাশাপাশি প্রতিবছর এপ্রিল থেকে নভেম্বর মাসের প্রতি বুধবার সুকিমি আগ্রহী পর্যটকদের পুতুল বানানো শিখিয়ে থাকেন।
স্বাভাবিকভাবেই এরকম পরিবেশ নিয়ে প্রচলিত রয়েছে বিস্তর অলৌকিক কিংবদন্তি। অনেকে মনে করেন, মৃতদের চেহারার আদলে পুতুল বানানোর ফলে তাঁদের মধ্যে বাস করে অশরীরীরা। এমনকী, ভূতের ভয়ে এই গ্রামের ভিতর দিয়ে খুব কমই বাস চলাচল করে। সন্ধ্যার পর আরও কমে আসে লোকচলাচল। হাওয়ায় ভাসে, রাতে পুতুলগুলি জীবন্ত হয়ে ওঠার মতো নানান লোকশ্রুতি। তাছাড়া বিদেশি পর্যটকদের হঠাৎ জ্ঞান হারানো, একা একা পুতুলদের অবস্থান বদলের মতো নানা ঘটনা শোনা যায়। তবে এসব সত্য-মিথ্যার তর্কবিতর্ক সরিয়ে রেখে পুতুল গ্রামের জনপ্রিয়তা নিয়ে সবাই একমত।
নিজের একাকিত্ব কাটানো হোক বা নিছক শখের খেয়ালে সুকিমির একা হাতে পুতুল তৈরির কাজ যে আজ এক অন্যধারার নিঃশব্দ বিপ্লবের নামান্তর, তা অনস্বীকার্য। 
26th  January, 2025
সিনেমায় নামলেন বিচিত্রবাবু

কত ভঙ্গ বঙ্গদেশ/তবু রঙ্গে ভরা।’ এমন যে দেশ, সেই দেশে যাঁর জন্ম, সেই বিচিত্রবাবুর জীবন নানান রঙ্গে ভরা হবে, এ যে একেবারে সেই বিধির করে দেওয়া অমোঘ বিধানের মতোই সত্য।
বিশদ

23rd  February, 2025
হতভম্ব হেমন্ত

মন্তর ফোনটা পেয়ে সারা শরীর শিরশির করে ওঠে মলয়ের। প্রথমে বিস্ময়! তারপর লজ্জা, ভয়, সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায় সেই শিরশিরানিতে। ফোন ছেড়ে একটু ধাতস্থ হতেই একরাশ অস্বস্তি এসে গ্রাস করে মলয়কে। হেমন্ত কি ওকেই সন্দেহ করছে?
বিশদ

09th  February, 2025
মওলা বকশ  ও লাহোরি   দরওয়াজা

দ্বিতীয় আকবর শাহের একার নয়। মুঘল সম্রাটদের কমবেশি সকলের দুর্বলতা হল হাতি। শাহজাহানের আমল থেকেই আস্তাবলে কমপক্ষে ৬ হাজার হাতি থাকা যেন সর্বদাই স্বাভাবিক।
বিশদ

02nd  February, 2025
সেকালের ডুয়েল

১৭৮০ সালের ১৭ আগস্ট। কলকাতার আকাশে ভোরের আলো ফুটে উঠছে। আলিপুরের এক নির্জন অংশে দু’জন বিদেশি একে অপরের দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে।
বিশদ

02nd  February, 2025
ভালোবাসার উপহার

হঠাৎ অসময়ে ইন্দিরাকে দু’কাপ চা নিয়ে ওর ঘরে ঢুকতে দেখে সুচেতন একটু অসন্তুষ্টই হল। সুচেতনের এই একান্ত নিজস্ব ঘরে খুব বেশি লোকজন আসুক সেটা ও পছন্দ করে না। ঘরটা ওর একদম নিজস্ব মনের বিচরণ ক্ষেত্র। ঘরটিতে ওর পছন্দের সব জিনিসপত্র দিয়ে সাজানো।
বিশদ

02nd  February, 2025
কুলের  রেসিপি

মসুর ডাল ১ কাপ, কুল ১০০ গ্ৰাম, হলুদ গুঁড়ো  চা চামচ, নুন, চিনি স্বাদমতো, কাঁচালঙ্কা ২-৩টে, তেল পরিমাণ মতো, ফোড়নের জন্য: শুকনো লঙ্কা ২টো, কালো সর্ষে  চা চামচ, গোটা জিরে  চা চামচ, রাঁধুনি  চা চামচ। 
বিশদ

01st  February, 2025
টুকরো  খবর

চীনে নববর্ষ উপলক্ষ্যে ড্রাগন ডান্স সহ এক ভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয় চাওম্যান রেস্তরাঁয়। চীনে নৃত্য ও খাবার দুই-ই বিশেষ জনপ্রিয়। চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী এই বছরটি ইয়ার অব দ্য স্নেক। তা সমৃদ্ধির প্রতীক। চীনে নববর্ষ পালন হবে, অথচ খাওয়াদাওয়া হবে না তাও কি হয়?
বিশদ

01st  February, 2025
কপির কেরামতি

সেদ্ধ বাঁধাকপি ১ বাটি, ছোলা এবং মটর ডাল বাটা ১ বাটি, কাঁচালঙ্কা-আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ ১ চামচ, লঙ্কার গুঁড়ো ১  চামচ, গরমমশলা গুঁড়ো ১ চা চামচ, ভাজা মশলা ২ টেবিল চামচ (শুকনো গোটা গরমমশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে হালকা করে ভেজে গুঁড়ো করে নিতে হবে), ভাজার এবং রান্নার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল,  নুন ও চিনি স্বাদ মতো, ফোড়নের জন্য: গোটা শুকনো লঙ্কা, জিরে, হিং। (ধোকা মাখার সময় যদি খুব নরম থাকে তাহলে প্রয়োজনে একটু বেসন মেশানো যেতে পারে।)
বিশদ

01st  February, 2025
দুই বাংলার পোলাও

এপার ও ওপার বাংলার তিন ধরনের পোলাওয়ের রেসিপি জানালেন ইছামতী রেস্তরাঁর কর্ণধার মিতাশ্রী চৌধুরী।
বিশদ

01st  February, 2025
গুপ্ত রাজধানী: সিরি ফোর্ট
সমৃদ্ধ দত্ত

সাবধানে পা ফেলতে হবে। দেখে তো মনে হচ্ছে মাটি। ঘাস। পাথর। অনায়াসে পা রেখে রেখে এগিয়ে চলা যায়। একটি ধ্বংসস্তূপ থেকে অন্য একটি ধ্বংস চিহ্নে যাওয়ার জন্য যে ব্যাসল্ট পাথরের অমসৃণ টুকরোয় সতর্কভাবে পা রাখতে হয়, সে সতর্কতা নিছক পিছলে পড়ে যাওয়ার জন্য? বিশদ

19th  January, 2025
ডক্টর মিশ্র
নন্দিনী নাগ

সল্টলেকে ঝাঁ-চকচকে চেম্বার, একতলা একটা ফ্ল্যাটের পুরোটা নিয়ে। সাদা পাথরের তিন ধাপ সিঁড়ি ডিঙিয়ে কাঠের জাঁকালো সদর দরজা। সেই দরজা পেরিয়ে ভেতরের হলঘরে সোফার মধ্যে শরীর ছেড়ে দেওয়ার পর মিসেস দত্তের মনে ডাক্তারবাবুর প্রতি বেশ সমীহ জন্মাল। বিশদ

12th  January, 2025
অস্তরাগ
সঞ্জয় রায়

অস্তগামী সূর্যের রক্তিম আভা নদীর জলে গলে গলে যাচ্ছে। বসন্ত বাতাসে চরাচর জুড়ে গোধূলির অদ্ভুত বর্ণচ্ছটায় প্রকৃতি যেন মায়াময়। চিত্রপটে স্যিলুট হয়ে বসে আছে দু’টি নরনারী। জীবনের প্রান্তদেশে পৌঁছে দু’টি মন পরস্পর খুঁজে পেয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের অদ্ভুত মিল। বিশদ

05th  January, 2025
অতীতের আয়না: সাহেবি বড়দিন ও নিউ ইয়ার
অমিতাভ পুরকায়স্থ

কাজকর্ম শিকেয় তুলে পাঁচ দিন ধরে বাঙালির দুর্গোৎসব পালন যাঁরা বাঁকা চোখে দেখেন, তাঁদের আঠারো শতকের কলকাতা থেকে ঘুরিয়ে আনতে পারলে বেশ হতো। সে সময় শহরের সাহেব-মেমদের বড়দিন উপলক্ষ্যে খানা-পিনা-নাচ-গান ও কেনাকাটার হুল্লোড়ের মরশুম চলত দিন দশেক। বিশদ

05th  January, 2025
গুপ্ত রাজধানী: ইন্ডিয়া গেট
সমৃদ্ধ দত্ত

গরিব ও মধ্যবিত্তদের কাছে সেই আর্থিক শক্তি কোথায়! রবিবার অথবা ছুটির দিন কিংবা ন্যাশনাল হলিডে হলেই কোনও বৃহৎ শপিং মল অথবা মাল্টিপ্লেক্সে যাবে! অনেকক্ষণ মেনুকার্ড দেখার পর শেষ পর্যন্ত বরাবরের মতোই ফ্রায়েড রাইস, চিলি চিকেন অর্ডার করার বিলাসিতাও যাদের থাকে না, তারা যাবে কোথায়? বিশদ

05th  January, 2025
একনজরে
শ্রীরামপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ...

আজ ২৮ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। তার আগে বৃহস্পতিবার লন্ডনের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সময় কাটালেন ব্রিটেনের রাজা চার্লস ও  রানি ক্যামিলা। ...

এবার মালদহের দর্শনীয় স্থান নিয়ে তৈরি হচ্ছে শর্ট ফিল্মস। বাংলার প্রাচীন রাজধানী গৌড় থেকে আদিনা, আম থেকে রসকদম্ব, গঙ্গা থেকে মহানন্দার প্রাকৃতিক বৈচিত্র নিয়ে তৈরি ...

টিউশন পড়তে গিয়ে শিক্ষকের লালসার শিকার কিশোরী। গত তিন বছর ধরে তাকে ধর্ষণ করে গিয়েছে অভিযুক্ত শিক্ষক। অবশেষে গুণধর গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিস। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মারাঠি ভাষা দিবস
বিশ্ব এনজিও দিবস
১৭১২- মুঘল সম্রাট বাহাদুর শাহ ১-এর মৃত্যু
১৯৩১- স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের মৃত্যু
২০১২- কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার মৃত্যু 
১৯৬৭- অভিনেতা ববি দেওলের জন্ম
১৯৬৯- পরিচালক বিক্রম ভাটের জন্ম
১৯৭৬- অভিনেতা শ্রেয়স তালপাড়ের জন্ম
১৯৯৩- অভিনেত্রী তথা যুব নেত্রী সায়নী ঘোষের জন্ম
১৯৭৭- মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার জন্ম

27th  February, 2025


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৬.৪৩ টাকা ৮৮.১৭ টাকা
পাউন্ড ১০৮.৬৮ টাকা ১১২.৪৬ টাকা
ইউরো ৮৯.৭৪ টাকা ৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৫,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৬,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮১,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৫,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৫,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫। অমাবস্যা ০/৩০ প্রাতঃ ৬/১৫ পরে ফাল্গুন শুক্ল প্রতিপদ ৫৩/৫ রাত্রি ৩/১৭। শতভিষা নক্ষত্র ১৯/৩ দিবা ১/৪০। সূর্যোদয় ৬/২/৫০, সূর্যাস্ত ৫/৩৫/৫০। অমৃতযোগ দিবা ৭/৩৫ মধ্যে পুনঃ ৮/২১ গতে ১০/৪০ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে পুনঃ ৪/৩ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৬ গতে ৮/৫৫ মধ্যে পুনঃ ৩/৩৩ গতে ৪/২২ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৪ মধ্যে পুনঃ ৪/২২ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫৬ গতে ১১/৪৯ মধ্যে। কালরাত্রি ৮/৪২ গতে ১০/১৫ মধ্যে। 
১৫ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫। অমাবস্যা প্রাতঃ ৬/৫৬ পরে প্রতিপদ শেষরাত্রি ৫/৪। শতভিষা নক্ষত্র দিবা ২/৫৮। সূর্যোদয় ৬/৫, সূযাস্ত ৫/৩৫। অমৃতযোগ দিবা ৭/২৬ মধ্যে ও ৮/১৩ গতে ১০/৩৫ মধ্যে ও ১২/৫৭ গতে ২/৩১ মধ্যে ও ৪/৬ গতে ৫/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/১৯ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/২৬ গতে ৪/১৬ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২২ মধ্যে ও ৪/১৬ গতে ৬/৫ মধ্যে। বারবেলা ৮/৫৮ গতে ১১/৫০ মধ্যে। কালরাত্রি ৮/৫৩ গতে ১০/১৬ মধ্যে।  
২৯ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে সমঝোতা করতে হবে ইউক্রেনকে, জেলেনস্কিকে বললেন ট্রাম্প

01:23:55 AM

জাতীয় নাগরিক পার্টি(ন্যাশনাল সিটিজেনস পার্টি) নামের নতুন রাজনৈতিক দল খুলল বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা, আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম

12:23:12 AM

ডব্লুপিএল: মুম্বইকে ৯ উইকেটে হারাল দিল্লি

10:27:00 PM

ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

10:10:00 PM

বিশ্বজুড়ে ব্যাহত হোয়াটসঅ্যাপের পরিষেবা, বার্তা আদানপ্রদানে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ব্যবহারকারীদের

10:07:00 PM

আইএসএল: ম্যাচ ড্র, ওড়িশা ০-মহামেডান ০

09:35:00 PM