Bartaman Patrika
গল্পের পাতা
 

অতীতের আয়না: সাহেবি বড়দিন ও নিউ ইয়ার
অমিতাভ পুরকায়স্থ

কাজকর্ম শিকেয় তুলে পাঁচ দিন ধরে বাঙালির দুর্গোৎসব পালন যাঁরা বাঁকা চোখে দেখেন, তাঁদের আঠারো শতকের কলকাতা থেকে ঘুরিয়ে আনতে পারলে বেশ হতো। সে সময় শহরের সাহেব-মেমদের বড়দিন উপলক্ষ্যে খানা-পিনা-নাচ-গান ও কেনাকাটার হুল্লোড়ের মরশুম চলত দিন দশেক। বা আরও বেশি দিন ধরে। যেমন ধরুন, ১৭৮৮ সালে ক্রিসমাস পড়েছিল এক বৃহস্পতিবার। ক্যালকাটা গেজেট পত্রিকা খবর দিচ্ছে যে, টাউন কলকাতার উৎসবের আরম্ভ হয়েছিল আগের সোমবার থেকেই। বড়লাটের দেওয়া বল ডান্স ও ভোজের মাধ্যমে অনুষ্ঠানের শুরু। লাটভবনের সেই অনুষ্ঠানে আপ্যায়িত শহরের বিশিষ্ট পুরুষ ও মহিলারা ছাড়াও শহরের বাকি শ্বেতাঙ্গ নাগরিকদের চেহারায় উৎসবের আনন্দ সহজেই ধরা পড়ছিল। সেই আনন্দ আরও খানিকটা উপভোগ করার জন্য দু’জন সম্ভ্রান্ত মহিলা নিজেদের বিলেতে ফিরে যাওয়ার তারিখও পিছিয়ে দিয়েছিলেন! 
তারও আগের দশকে শহরের শেরিফ ম্যাক্রাবি সাহেব তাঁর জার্নালে লিখেছেন যে, গভর্নরের বদান্যতায় ব্রেকফাস্ট, ডিনার ও সাপার— তিন বেলা ভোজের আয়োজন ছিল কলকাতার বড়দিনের বড় উদযাপনে। গভর্নিং কাউন্সিলের সদস্য থেকে শুরু করে বিচারপতি, বাণিজ্য পর্ষদের কর্তারা, ধর্মযাজক, বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্তা ব্যক্তি— সকলে সেই ভোজে উপস্থিত একে অপরকে ‘মেরি ক্রিসমাস’ জানাতেন। ম্যাক্রাবি খেয়াল করেছিলেন, এটি ছিল উৎসবের প্রথম পর্ব। কারণ দ্বিতীয় পর্বটি পালিত হতো পয়লা জানুয়ারি বা নিউ ইয়ার্স ডে-তে। রাত পার হয়ে পরের দিন পর্যন্ত চলতে থাকা সেই অনন্ত উদযাপনে গা ভাসাতেন সুপ্রিম কোর্টের বিচারপতির স্ত্রী লেডি চেম্বার্স থেকে কোম্পানির সেনাবাহিনীর কর্তা কর্নেল পিয়ার্স। উৎসবে একটি অবশ্য পালনীয় অঙ্গ ছিল মুহুর্মুহু তোপধ্বনি। খবরের কাগজে টিপ্পনি কেটেছিল যে, ভোজসভায় স্বাস্থ্যপানের ‘চিয়ার্স’ যেন প্রতিধ্বনিত হচ্ছিল কামানের শব্দে। 
তবে বড়দিনের আগে থেকেই নিউ ইয়ার পর্যন্ত উৎসবের এই লম্বা উদ্‌যাপনের উৎস আরও পুরনো। প্রাক-঩খ্রিস্ট যুগে ইউরোপে ‘ইয়ুল’ নামে একটি জনপ্রিয় উৎসব ছিল। এই শব্দের কাছাকাছি রূপ পুরনো নর্স বা গথ ভাষায় পাওয়া যায়। সূর্যের দক্ষিণায়নের সময় ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি— এই বারো দিন ধরে উদযাপিত উৎসবকে বলা হতো ‘ইয়ুল’ বা ইয়ুল টাইড। ক্রিসমাস বা বড়দিনের মরশুমকে এখনও ইয়ুল টাইড বলা হয়। 
এই দীর্ঘ উৎসবের মধ্যমণি ছিল ২৫ ডিসেম্বর তারিখটি। এই তারিখেই প্রাক-খ্রিস্ট যুগের রোমান ধর্ম মতে পালন করা হতো ‘সল ইনভিক্টাস’। মানে অপরাজেয় সূর্যদেবের জন্মদিন। এই সূর্য দেবতার জন্মদিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল দক্ষিণায়নকে। যখন পৃথিবীতে (উত্তর গোলার্ধে) বছরের মধ্যে দীর্ঘ রাত নেমে আসে। অনেক ভেবেচিন্তে তাই খ্রিস্ট ধর্মের প্রাচীন নেতারা এই পঁচিশে ডিসেম্বর তারিখটা যিশুর জন্মদিন হিসাবে স্থির করেছিলেন। ইউরোপীয় বণিকদের উপনিবেশ স্থাপনের যুগ শুরু হওয়ার পর ক্রিসমাস নানা প্রান্তে ছড়িয়ে পড়ল। সেই তালিকায় উঠে এল কলকাতার নাম।
বড়দিন উদ্‌যাপনের অন্যতম রীতি উপহার আদানপ্রদান। সদ্যোজাত ঩যিশুকে প্রাচ্য দেশীয় তিন জ্ঞানীর উপহার দেওয়া থেকে অনুপ্রাণিত এই রীতি। যা জাঁকিয়ে বসেছিল সেকালের কলকাতাতেও। এটা ব্যবসার একটা বড় সুযোগও বটে। তাই বিশেষ ক্রিসমাস উপহারের পসরা সাজিয়ে কাগজে বিজ্ঞাপন দিত টুলোহ্‌ সাহেবের দোকানের মতো ব্যবসায়ীরা। ১৮১১ সালের কাগজে একটি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে আমদানি করা ম্যাজিক ল্যান্টার্ন, বই, পুতুল, বাদ্যযন্ত্র ইত্যাদি লোভনীয় দ্রব্য। মহিলা ও বাচ্চাদের উপযোগী  জিনিসের তালিকাটা যেন একটু বেশি লম্বা। বোঝা যায়, সে কালেও ‘হার্ড সেলিং’-এর কায়দা ব্যবসায়িকদের ভালোই রপ্ত ছিল। উনিশ শতকের শেষ দিকে বড়দিনের বাজার করার সেরা ঠিকানা হয়ে ওঠে  নিউ মার্কেট। বন বা প্লাম কেকের মতো বড়দিনের বিশেষ পসরার পাশাপাশি ফুল আর রাংতার মালায় সজ্জিত বাজারের কথা উঠে এসেছিল খবরের কাগজের প্রতিবেদনে। সেখানেই লেখা হয়েছে যে, ক্রিসমাসের আগের দিনের ভোর থেকেই ক্রেতাদের ভিড় শুরু হয়ে যেত। অন্যদিন ক্রেতা দর-কষাকষির সুযোগ পেলেও এই দিন ভালো জিনিস কিনতে হলে বিক্রেতার বলা দামেই জিনিস কিনতে হতো।
বড়দিনের নানা উপহারের পাশাপাশি শুভেচ্ছা বার্তা সংবলিত ‘গ্রিটিংস কার্ড’ কলকাতার বাজারে পাওয়া যেতে শুরু করে উনিশ শতকের দ্বিতীয় ভাগের মাঝামাঝি সময় থেকে। ছাপাখানার প্রযুক্তি উন্নত হওয়ায় এই সময় থেকে সুলভ মূল্যে কার্ড বিক্রি করা সম্ভব হয়। ডালহৌসি স্কোয়ারের ডব্লু নিউম্যান অ্যান্ড কোম্পানি এক আনা থেকে পাঁচ টাকা দামের গ্রিটিংস কার্ড বিক্রির বিজ্ঞাপন ছিল ১৮৮৩ সালের ইংরেজি সংবাদপত্রে।   
উনিশ শতকের প্রথম দিকে কলকাতায় বেশ কিছুদিন কাটিয়ে যাওয়া ফ্যানি পার্কস তাঁর জার্নালে লিখেছেন যে, বড়দিনের উৎসবে এদেশীয় মানুষও অংশ নেওয়া শুরু করেছেন। তবে এই মানুষরা মূলত সাহেবদের বাড়িতে নিযুক্ত বেয়ারা, সহিস বা ধোপার মতো নানা বৃত্তিজীবী। বড়দিনের সকালে তারা নিজেদের উদ্যোগেই ফুলমালা আর কলাগাছ দিয়ে বাড়ির মূল ফটক সাজিয়ে তুলত। তারপর ফুল দিয়ে সুন্দর করে সাজানো পাত্রে আপেল, কমলালেবুর মতো ফল বা কিসমিস, আখরোটের মতো শুকোনো ফল, মিষ্টি ইত্যাদি উপহার হিসাবে মেমসাহেবের হাতে তুলে দিত। অবশ্য এর বদলে তারা কিছু বখশিস আশা করত।
তবে, বড়দিনে নেটিভদের এই উপহার দেওয়ার ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু হয়ে যায় উনিশ শতকের শেষ দিকে। ১৮৮৭ সালে শহরের ইংরেজি সংবাদপত্রের পাতায় জনৈক পত্রলেখক মত প্রকাশ করেন যে, বড়দিন উপলক্ষ্যে সাহেবদের হাতে তুলে দেওয়া ফল, মিষ্টি, মাছ ইত্যাদি দামি উপহারকে সরাসরি নেটিভদের দেওয়া ‘ঘুষ’ বলা না গেলেও অনেক সময় মনে করা হয় যে উপহার গ্রহণ করা মানেই সেই নির্দিষ্ট উপহার দাতার প্রতি বিশেষ পক্ষপাতমূলক আচরণ করা হবে। ফলে অনেক সময় ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হয়। তাই এদেশীয়দের জন্যে বড়দিনে অফিস বা অন্য কোনও ক্ষেত্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উপহার দেওয়া নিষিদ্ধ করা উচিত। এর পাশাপাশি, সাহেবরাও উপহার নিতে অস্বীকার করলে সেই পদক্ষেপ তাদের আত্মসম্মানের রক্ষায় সহায়ক হবে।
কলকাতার বড়দিন আজ আর শুধু খ্রিস্টানদের উৎসব নয়। সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এই উৎসব হয়ে উঠেছে যথার্থ সর্বজনীন। ইতিহাসের নানা চড়াই উতরাই পেরিয়ে তবেই সে এসে পৌঁছেছে আজকের জায়গায়। উৎসবের চাকচিক্যের মতো সেই ইতিহাসও কম চমকপ্রদ নয়। 
05th  January, 2025
হতভম্ব হেমন্ত

মন্তর ফোনটা পেয়ে সারা শরীর শিরশির করে ওঠে মলয়ের। প্রথমে বিস্ময়! তারপর লজ্জা, ভয়, সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায় সেই শিরশিরানিতে। ফোন ছেড়ে একটু ধাতস্থ হতেই একরাশ অস্বস্তি এসে গ্রাস করে মলয়কে। হেমন্ত কি ওকেই সন্দেহ করছে?
বিশদ

09th  February, 2025
মওলা বকশ  ও লাহোরি   দরওয়াজা

দ্বিতীয় আকবর শাহের একার নয়। মুঘল সম্রাটদের কমবেশি সকলের দুর্বলতা হল হাতি। শাহজাহানের আমল থেকেই আস্তাবলে কমপক্ষে ৬ হাজার হাতি থাকা যেন সর্বদাই স্বাভাবিক।
বিশদ

02nd  February, 2025
সেকালের ডুয়েল

১৭৮০ সালের ১৭ আগস্ট। কলকাতার আকাশে ভোরের আলো ফুটে উঠছে। আলিপুরের এক নির্জন অংশে দু’জন বিদেশি একে অপরের দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে।
বিশদ

02nd  February, 2025
ভালোবাসার উপহার

হঠাৎ অসময়ে ইন্দিরাকে দু’কাপ চা নিয়ে ওর ঘরে ঢুকতে দেখে সুচেতন একটু অসন্তুষ্টই হল। সুচেতনের এই একান্ত নিজস্ব ঘরে খুব বেশি লোকজন আসুক সেটা ও পছন্দ করে না। ঘরটা ওর একদম নিজস্ব মনের বিচরণ ক্ষেত্র। ঘরটিতে ওর পছন্দের সব জিনিসপত্র দিয়ে সাজানো।
বিশদ

02nd  February, 2025
কুলের  রেসিপি

মসুর ডাল ১ কাপ, কুল ১০০ গ্ৰাম, হলুদ গুঁড়ো  চা চামচ, নুন, চিনি স্বাদমতো, কাঁচালঙ্কা ২-৩টে, তেল পরিমাণ মতো, ফোড়নের জন্য: শুকনো লঙ্কা ২টো, কালো সর্ষে  চা চামচ, গোটা জিরে  চা চামচ, রাঁধুনি  চা চামচ। 
বিশদ

01st  February, 2025
টুকরো  খবর

চীনে নববর্ষ উপলক্ষ্যে ড্রাগন ডান্স সহ এক ভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয় চাওম্যান রেস্তরাঁয়। চীনে নৃত্য ও খাবার দুই-ই বিশেষ জনপ্রিয়। চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী এই বছরটি ইয়ার অব দ্য স্নেক। তা সমৃদ্ধির প্রতীক। চীনে নববর্ষ পালন হবে, অথচ খাওয়াদাওয়া হবে না তাও কি হয়?
বিশদ

01st  February, 2025
কপির কেরামতি

সেদ্ধ বাঁধাকপি ১ বাটি, ছোলা এবং মটর ডাল বাটা ১ বাটি, কাঁচালঙ্কা-আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ ১ চামচ, লঙ্কার গুঁড়ো ১  চামচ, গরমমশলা গুঁড়ো ১ চা চামচ, ভাজা মশলা ২ টেবিল চামচ (শুকনো গোটা গরমমশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে হালকা করে ভেজে গুঁড়ো করে নিতে হবে), ভাজার এবং রান্নার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল,  নুন ও চিনি স্বাদ মতো, ফোড়নের জন্য: গোটা শুকনো লঙ্কা, জিরে, হিং। (ধোকা মাখার সময় যদি খুব নরম থাকে তাহলে প্রয়োজনে একটু বেসন মেশানো যেতে পারে।)
বিশদ

01st  February, 2025
দুই বাংলার পোলাও

এপার ও ওপার বাংলার তিন ধরনের পোলাওয়ের রেসিপি জানালেন ইছামতী রেস্তরাঁর কর্ণধার মিতাশ্রী চৌধুরী।
বিশদ

01st  February, 2025
ভ্যালি অব ডলস

শটি আধুনিক প্রযুক্তির পীঠস্থান। সেই সঙ্গে রয়েছে শতাব্দী প্রাচীন হস্তশিল্প। ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। তাই নানা কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এশিয়ার এই দ্বীপরাষ্ট্র— জাপান। চারটি প্রধান এবং অসংখ্য ছোট দ্বীপ নিয়ে এই দেশ।
বিশদ

26th  January, 2025
গুপ্ত রাজধানী: সিরি ফোর্ট
সমৃদ্ধ দত্ত

সাবধানে পা ফেলতে হবে। দেখে তো মনে হচ্ছে মাটি। ঘাস। পাথর। অনায়াসে পা রেখে রেখে এগিয়ে চলা যায়। একটি ধ্বংসস্তূপ থেকে অন্য একটি ধ্বংস চিহ্নে যাওয়ার জন্য যে ব্যাসল্ট পাথরের অমসৃণ টুকরোয় সতর্কভাবে পা রাখতে হয়, সে সতর্কতা নিছক পিছলে পড়ে যাওয়ার জন্য? বিশদ

19th  January, 2025
ডক্টর মিশ্র
নন্দিনী নাগ

সল্টলেকে ঝাঁ-চকচকে চেম্বার, একতলা একটা ফ্ল্যাটের পুরোটা নিয়ে। সাদা পাথরের তিন ধাপ সিঁড়ি ডিঙিয়ে কাঠের জাঁকালো সদর দরজা। সেই দরজা পেরিয়ে ভেতরের হলঘরে সোফার মধ্যে শরীর ছেড়ে দেওয়ার পর মিসেস দত্তের মনে ডাক্তারবাবুর প্রতি বেশ সমীহ জন্মাল। বিশদ

12th  January, 2025
অস্তরাগ
সঞ্জয় রায়

অস্তগামী সূর্যের রক্তিম আভা নদীর জলে গলে গলে যাচ্ছে। বসন্ত বাতাসে চরাচর জুড়ে গোধূলির অদ্ভুত বর্ণচ্ছটায় প্রকৃতি যেন মায়াময়। চিত্রপটে স্যিলুট হয়ে বসে আছে দু’টি নরনারী। জীবনের প্রান্তদেশে পৌঁছে দু’টি মন পরস্পর খুঁজে পেয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের অদ্ভুত মিল। বিশদ

05th  January, 2025
গুপ্ত রাজধানী: ইন্ডিয়া গেট
সমৃদ্ধ দত্ত

গরিব ও মধ্যবিত্তদের কাছে সেই আর্থিক শক্তি কোথায়! রবিবার অথবা ছুটির দিন কিংবা ন্যাশনাল হলিডে হলেই কোনও বৃহৎ শপিং মল অথবা মাল্টিপ্লেক্সে যাবে! অনেকক্ষণ মেনুকার্ড দেখার পর শেষ পর্যন্ত বরাবরের মতোই ফ্রায়েড রাইস, চিলি চিকেন অর্ডার করার বিলাসিতাও যাদের থাকে না, তারা যাবে কোথায়? বিশদ

05th  January, 2025
কেউ দেখেনি
প্রদীপ আচার্য

নিরাপদর নিরাপদে থাকার সুখ উবে গেল। গ্রামের নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে থাকার একটা আলাদা সুখ আছে। সেই সুখের মুখে আজ ঝামা ঘষে দিল একটা জানোয়ার। সবাই সাপের ভয় দেখিয়েছে। বিশদ

29th  December, 2024
একনজরে
দেশের অভ্যন্তরের সমস্ত বর্ডার চেকপোস্ট তুলে দেওয়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে রাজ্য সরকারগুলিকে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। ...

শুক্রবার দুপুর থেকেই মোহন বাগান তাঁবুতে ভিড়। ওড়িশা ম্যাচের টিকিট যেন হটকেক। কয়েক মাইল দূরের যুবভারতীতে তখন অন্য ছবি। প্র্যাকটিসের পর বিশাল কাইথ, কামিংস আর ...

বাংলা আবাস যোজনায় এবার কাটমানি চাওয়ার অভিযোগ উঠল মালদহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ২০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ...

আর দিন ছয়েক সময়। তার মধ্যে স্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর পোর্টালে জমা না দিলে পড়ুয়া পিছু ১০০০ টাকা জরিমানা দিতে হবে স্কুলকে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৩২: গ্যালিলিও গ্যালিলির ডায়ালগ কনসার্নিং‌ দ্য টু চীফ ওয়ার্ল্ড সিস্টেমস প্রকাশিত
১৭৩২: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের জন্ম
১৮৫৩: এলিয়ট সেমিনারি হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেইন্ট লুইস প্রতিষ্ঠিত
১৮৮৭:  চারণকবি মুকুন্দ দাসের জন্ম
১৮৮৮: ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশের অন্যতম পথিকৃৎ বাঙালি শিল্পপতি সুধীরকুমার সেনের জন্ম
১৯০৬: অভিনেতা পাহাড়ি সান্যালের জন্ম
১৯২২: বিশিষ্ট বেহালাবদক ভি. জি. জোগ-এর জন্ম
১৯২২: রাগপ্রধান গানের প্রথম মহিলা বাঙালি শিল্পী দীপালি নাগের জন্ম
১৯৪৪: মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর মৃত্যু
১৯৫৮: স্বাধীনতা সংগ্রামী আবুল কালাম আজাদের মৃত্যু
১৯৭৪: বিশিষ্ট গিটারবাদক তথা কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধর মৃত্যু
২০১৫: বাংলাদেশে নৌকাডুবি, মৃত ৭০
 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,০০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৬,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১০ ফাল্গুন, ১৪৩১, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫। নবমী ১৮/০ দিবা ১/২০। জ্যেষ্ঠা নক্ষত্র ২৮/৫০ সন্ধ্যা ৫/৪০। সূর্যোদয় ৬/৭/৩৫, সূর্যাস্ত ৫/৩২/৫৭। অমৃতযোগ দিবা ৯/৫৬ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৮/৩ গতে ১০/৩৪ ম঩ধ্যে পুনঃ ১২/১৫ গতে ১/৫৬ মধ্যে পুনঃ ২/৪৬ গতে ৪/২৬ মধ্যে। বারবেলা ৭/৩৩ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪১ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৭ মধ্যে পুনঃ ৪/৩৩ গতে উদয়াবধি। 
৯ ফাল্গুন, ১৪৩১, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫। নবমী দিবা ৯/৪৩। জ্যেষ্ঠা নক্ষত্র দিবা ২/৪২। সূর্যোদয় ৬/১০, সূর্যাস্ত ৫/৩২। অমৃতযোগ দিবা ৯/৪৯ গতে ১২/৫৭ মধ্যে এবং রাত্রি ৮/৬ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/১১ গতে ১/৪৯ মধ্যে ও ২/৩৮ গতে ৪/১৭ মধ্যে। কালবেলা ৭/৩৬ মধ্যে ও ১/১৬ গতে ২/৪২ মধ্যে ও ৪/৭ গতে ৫/৩২ মধ্যে। কালরাত্রি ৭/৫২ মধ্যে ও ৪/৩৬ গতে ৬/১০ মধ্যে। 
২৩ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আমেরিকার পেনসেলভানিয়াতে একটি হাসপাতালে বন্দুকবাজের তাণ্ডব

11:49:00 PM

ফ্রান্সে ছুরি দিয়ে হামলা চালাল এক দুষ্কৃতী, মৃত ১, জখম ৩

11:41:00 PM

ডব্লুপিএল: দিল্লিকে ৩৩ রানে হারাল উত্তরপ্রদেশ

10:58:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন জশ ইংলিশ

10:47:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে জয়ী অস্ট্রেলিয়া

10:36:00 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: সেঞ্চুরি করলেন জশ ইংলিশ, অস্ট্রেলিয়া ৩১৬/৫ (৪৪.৩ ওভার), টার্গেট ৩৫২

10:11:00 PM