Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

নতুন স্ট্রেইনে ভ্যাকসিন কতটা কার্যকরী?

আমরা যেমন বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করি, প্রয়োজন মতো নিজেদের বদলাই, ভাইরাসও ঠিক তাই। সেও বেঁচে থাকতে চায়। বংশবৃদ্ধি করতে চায়। এদিকে আমরা তাকে মারার জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছি। তাই দু’জনের মধ্যে শুরু হয়েছে লড়াই। গোড়াতেই বলে রাখি, রোগটার নাম করোনা ভাইরাস বা কোভিড-নাইন্টিন। আর ভাইরাসটার নাম ‘সার্স কোভ-টু।’ শুনি, অনেকেই বলেন ভাইরাসটার নাম করোনা। তা কিন্তু নয়। গবেষণায় দেখা গিয়েছে, ভাইরাসটা অত্যন্ত চালাক প্রজাতির। বিজ্ঞানীদের ধাঁধা লাগাতে নিরন্তর নিজেকে বদলে চলেছে। পরিবর্তন ঘটাচ্ছে জিনের। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেটা ও করবেই। আরএনএ ভাইরাসের চরিত্রই তাই। 
তবে আমাদের দেখতে হবে এটি ঘাতক কি না। অর্থাৎ হয়তো মিউটেশন হওয়া ভাইরাস দ্রুত সংক্রমণে সক্ষম, কিন্তু সেই হারে মানুষকে মেরে ফেলছে কি? সে ইউকে (ব্রিটেন) ভেরিয়েন্টসই হোক বা ব্রাজিল কিংবা দক্ষিণ আফ্রিকার। এখানে একটি বিষয় বলে রাখতে চাই, তা হল, এই যে ‘দেশের নাম’ করে বিভিন্ন ভেরিয়েন্টকে চিহ্নিত করা হচ্ছে, এটা ঠিক নয়। এতে ওই দেশ তথা সেই দেশের নাগরিকদের সম্পর্কে একটা ছুঁৎমার্গের সমস্যা তৈরি হয়। প্রধানমন্ত্রীর দপ্তরকেও বিষয়টি বলা হয়েছে। কিন্তু মুশকিল হল, বৈজ্ঞানিক নাম দিয়ে বললে সহজে বোধগম্য হয় না। তাই যে দেশে ওই নতুন চরিত্রের ভাইরাসের সন্ধান মিলল, তার নামেই ডাকা হচ্ছে। আর যাইহোক, ভাইরাস কোনও দেশ, জাতি, ধর্ম, বর্ণ দেখে বেছে বেছে আক্রমণ করে না। যেখানেই ও নিজেকে বাঁচিয়ে রাখার সুযোগ পাবে, সেখানেই হামলা করবে। তবে যে ভেরিয়েন্টসই হোক, তা দ্রুত ছড়ালেই যে ভয়ঙ্কর হবে, তার কোনও মানে নেই। কারণ, ভাইরাস নিজে বাঁচতে পারে না। তার দরকার মানব কোষ। তাই যাকে ধরে ভাইরাসটা ছড়াবে, সেই হোস্টকেই যদি মেরে ফেলে তাহলে বাঁচবে কীভাবে? মৃতদেহ তো হাঁচবে, কাশবে না। আর তা না হলেই ভাইরাসেরও নিজেকে ছড়ানোর ক্ষমতা থাকবে না। তবে বয়স্কদের যদি হামলা করে, যাঁদের কোমর্বিডিটি আছে, তাঁদের তো সমস্যা হবেই। সেটা নতুন ভেরিয়েন্টের সার্স কোভ-টু হোক বা অন্য যে কোনও ভাইরাস। এখনও পর্যন্ত দেখা গিয়েছে, নতুন স্ট্রেইনের ভাইরাস সংক্রমণ ছড়াতে পারে। কিন্তু নট টু কিল। সেই হারে মানুষকে মেরে ফেলছে না। এবার লক্ষণীয় ভ্যাকসিনে কাজ হচ্ছে কি না। কারণ, জিনের একাধিকবার পরিবর্তন ঘটছে। নিজেকে কপি করছে। আর তা করতে গিয়েই অনেক সময় ভুল বা এরর হয়। এই ভুলটাই হল মিউটেশন। সেটা যখন কারও শরীরে গেল, সেখানে সে মিউটেট করল। 
ঠিক যেমনটা করোনার ভ্যাকসিন আবিষ্কারের লক্ষ্যে গোড়ার দিকে লক্ষ করা গিয়েছিল। ২০২০ সালে যখন ভারতে প্রথম সংক্রমণের খবর এল, তখন প্রথম চ্যালেঞ্জ ছিল ভাইরাসকে কব্জা করা বা ধরা। সেই পর্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ভাইরাসটাকে না কব্জা করতে পারলে ভ্যাকসিন তৈরিও সম্ভব নয়। জানুয়ারি মাসের শেষে চীনের উহান থেকে কেরলে আসা ভারতীয় নাগরিকের মধ্যে প্রথম করোনা রোগে আক্রান্ত হওয়ার খবর এল বটে, কিন্তু করোনার ভাইরাস ‘সার্স কোভ-টু’কে ধরা গেল না। 
প্রথম ধরা সম্ভব হল ইতালি থেকে আসা ইতালিয়ান এবং ভারতে সংক্রামিত তাঁদের আত্মীয় পরিজনের থেকে। সঙ্গে আগ্রায় খবর এল সংক্রমণের। সেখান থেকেও ভাইরাসটা পাওয়া গেল। সেই হিসেবে প্রথম করোনার ভাইরাস সার্স কোভ-টু পরীক্ষার জন্য মিলল মার্চ মাসে। পাঠানো হল মহারাষ্ট্রের পুনেয়। আইসিএমআরের প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। সার্স কোভ-টুর ১২টা পজিটিভ স্পেসিমেন নিয়ে পরীক্ষা হল। এর মধ্যে আটটা ইতালিয়ান এবং তাঁদের আত্মীয়দের। বাকি চারটে আগ্রা এবং ইতালি থেকে আসা তাঁদের পরিচিত দিল্লির বাসিন্দাদের। এক মাসের কিছু সময়ে চলল পরীক্ষা। জীবন্ত ভাইরাসকে নিয়ে চলল কালচার। তারই একটি অংশ ভ্যাকসিন তৈরির জন্য ‘ভারত বায়োটেক’কে দিল আইসিএমআর। ভা‌ইরাল ট্রান্সপোর্ট মিডিয়ায় জীবন্ত ভাইরাস ওদের দেওয়া হয়েছে। ভারত বায়োটেক সেটাকে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ করেছে। তারপর সেটার থেকে তৈরি হয়েছে ভ্যাকসিন। এখন ভারতে তিনটি ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র মিলেছে। অন্য বিদেশি টিকা প্রস্তুতকারকদেরও এদেশে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। এখন প্রশ্ন হল, ভারতে এখন যে কোভ্যাকসিন ও কোভিশিল্ড নামে যে দু’টি ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গিয়েছে, তা নতুন প্রজাতির ভাইরাসটাকে আটকাতে পারছে কি না। রাশিয়ার স্পুটনিক-ভি টিকাও যে আসছে, তারই বা কী শক্তি? এখনও পর্যন্ত দেখা গিয়েছে, ভ্যাকসিন কাজ করছে। ভাইরাসটার চরিত্র বুঝতে বা নতুন প্রজাতির ভাইরাসের উৎস কী, তা জানতে জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। পশ্চিমবঙ্গের কল্যাণীতে থাকা কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্স সহ দেশের অত্যাধুনিক ১০টি গবেষণাগারে এই পরীক্ষা হচ্ছে। তাতে  দেখা গিয়েছে, ভাইরাসের যে চরিত্র বদল হয়েছে, তা সামান্য চিন্তার বিষয়। যাকে বলে ভেরিয়েন্টস অব কনসার্ন। 
এখনও পর্যন্ত পরীক্ষাগারে ১৩ হাজার ৬১৪টি সম্পূর্ণ জিন বিন্যাসের  তথ্য প্রক্রিয়াজাত করা হয়েছে। এর মধ্যে থেকে পরীক্ষার সময় ১ হাজার ১৮৯টি নমুনায় ভারতে সার্স কোভিড-টুর বিপজ্জনক ভেরিয়েন্টস পাওয়া গিয়েছে। এর মধ্যে ইউকে ভেরিয়েন্টের ১ হাজার ১০৯ নমুনা, দক্ষিণ আফ্রিকা ভেরিয়েন্টের ৭৯টি নমুনা এবং ব্রাজিল ভেরিয়েন্টের ১টি নমুনা পাওয়া গিয়েছে। ভারত ছাড়াও বেশ কয়েকটি দেশে ভাইরাসের বেশ কয়েকবার মিউটেশন হয়েছে।  
এর মধ্যে ইউকে (১৭টি মিউটেশন), ব্রাজিল (১৭টি মিউটেশন) এবং দক্ষিণ আফ্রিকায় (১২টি মিউটেশন) ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। এই ভাইরাস প্রজাতিগুলির সংক্রমণের ক্ষমতা অনেক বেশি। ব্রিটেনের ভেরিয়েন্ট বেশিরভাগই ইংল্যান্ড সহ গোটা ইউরোপে পাওয়া গিয়েছে। এশিয়া ও আমেরিকাতেও ছড়িয়েছে। দু’বার  মিউটেশন  হওয়া একটি অন্য ভেরিয়েন্ট  অস্ট্রেলিয়া, বেলজিয়াম, জার্মানি, আয়ারল্যান্ড, নামিবিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুরেও পাওয়া গিয়েছে। আমাদের এখানে করোনার যে আরটি-পিসিআর টেস্ট হচ্ছে, সেখানে এই মিউটেন্ট ধরা পড়ছে। কারণ, ভারতে যে পরীক্ষা হচ্ছে, তা দু’টিরও বেশি জিন চিহ্নিত করতে সক্ষম। আর এই সক্ষমতা থাকলে ভাইরাসকেও কাবু করার রাস্তা খুঁজে বের করা যায়। তবে ভাইরাসের জিনের যত পরিবর্তনই হোক, যে চেহারাই নিক না কেন, তা মাস্কে আটকানো সম্ভব। একইসঙ্গে ভ্যাকসিনেও। জাপানে যে ভাইরাস পাওয়া গিয়েছে, তার ফাইলোজেনেটিক অ্যানালিসিস করে দেখা হয়েছে। যে ব্যক্তি টিকা নিয়েছেন, তাঁর মধ্যে ইমিউনিটি কতটা তৈরি হয়েছে, তার নমুনা সংগ্রহ করেই ভাইরাসের ওপর পরীক্ষা করা হচ্ছে। দেখা যাচ্ছে, ভ্যাকসিন কাজ করছে। এদেশেও দেখা যাচ্ছে, ডবল মিউট্যান্ট স্ট্রেইনের বিরুদ্ধে ভারতীয় ভ্যাকসিন কার্যকরী। তাই অহেতুক প্যানিক না ছড়িয়ে আর ঘাবড়ে না গিয়ে ভাইরাস মোকাবিলার যে উপায়, তা কার্যকর করুন। সুস্থ থাকবেন। জানেন তো, করোনার ল্যাতিন শব্দের মানে হল ‘মুকুট’। ভাইরাসের ছবির আকৃতি থেকেই এই নাম। তাই করোনার ভাইরাস যতই মুকুট পরে আপনার চারপাশে ঘুরে বেড়াক, আপনি সতর্ক থাকলে সে কিছুতেই আপনাকে কাবু করতে পারবে না।
25th  April, 2021
জীবনের হার না
মানা জয়গান

মানসিক কাঠিন্য। হার-না-মানা স্পিরিট। নিজের উপর অটুট আস্থা। প্রবল টেনশনকে উড়িয়ে জয় ছিনিয়ে আনা। লর্ডসের বাইশ গজে ডান হাতে ব্যাট উঁচিয়ে ধরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি সতীর্থদের কাছে এটাই। বিশদ

20th  June, 2021
লর্ডসে ইতিহাস ‘সব কিছু
তো এখান থেকেই শুরু’

১৯৯৬ সালের ঠিক আজকের দিনে লর্ডস স্টেডিয়ামে শুরু হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচেই শতরান করে ঐতিহাসিক অভিষেক হয়েছিল এক বাঙালি তরুণের। যাঁর হাত ধরে পরবর্তীকালে বদলে যায় ভারতীয় ক্রিকেটের গতিধারা— তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৫ বছর পর ফের একবার সেই ঐতিহাসিকক্ষণটি ফিরে দেখা। বিশদ

20th  June, 2021
অধিকারের শতবর্ষ

গ্রামের পথ। এক মহিলা দুপুর রোদে ছাতা নিয়ে চলেছেন। হঠাৎ সামনে চলে আসে এক ষণ্ডামার্কা লোক। সে মহিলাকে এগতে বাধা দেয়। মহিলা তাও এগতে চান। 
বিশদ

13th  June, 2021
বাঙালির গোয়েন্দাগিরি
সুখেন বিশ্বাস

বাঙালিদের কাছে ‘গোয়েন্দা’ শব্দটি অতি পরিচিত। সেই ছোটবেলা থেকেই মা-বাবার কাছ থেকে আমরা শুনে আসছি শব্দটি। হারানো জিনিস ফিরে পাওয়া, খুন-ডাকাতি বা যে কোনও রহস্য উন্মোচনের সঙ্গে যুক্ত হয়ে আছে ‘গোয়েন্দা’ শব্দটি। ছোটবেলায় চোর-পুলিস খেলেনি এইরকম শিশু-কিশোর খুব কমই আছে বাঙালি সমাজে। বিশদ

06th  June, 2021
আবার নতুন দিল্লি
সমৃদ্ধ দত্ত

লর্ড কার্জনকে কংগ্রেস নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একের পর এক চিঠি পাঠালেন। লিখলেন, বিহার আর ওড়িশাকে বাংলা থেকে পৃথক করে দেওয়া হোক। কিন্তু পূর্ববঙ্গকে যেন বিচ্ছিন্ন করা না হয়। বাংলার মানুষ ভাগ হয়ে যাবে, এটা আমরা মেনে নিতে পারছি না। লর্ড কার্জন প্রতিটি চিঠি পড়লেন। মতামত শুনলেন। বিশদ

30th  May, 2021
লাল গ্রহের মাটিতে পা
চীনের নীল প্রজাপতির

২৭০ কোটি টাকার ‘রোবোটিক জিওলজিস্ট’ পারসিভিয়ারেন্সের ‘শার্লক’ আর ‘ওয়াটসন’ পাথরের খাঁজে লেপটে থাকা প্রাণের অনুসন্ধান চালাবে মঙ্গলে। যখন ৯ কোটি ৭০ লক্ষ অপুষ্টি জর্জরিত অভুক্ত শিশু মরছে পৃথিবীতে, তখন বিপুল অর্থব্যয়ে, সৌরশক্তি ব্যবহারে আলো জ্বলবে মঙ্গলে। 
বিশদ

23rd  May, 2021
নতুন ভারতের  অগ্রদূত
মীনাক্ষী সিংহ

আগামী শনিবার অর্থাৎ ২২ মে রাজা রামমোহন রায়ের জন্মদিন। সেদিন থেকেই সূচনা হবে ভারতের নবজাগরণের অগ্রদূতের জন্ম সার্ধ দ্বিশতবর্ষের। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও মুক্ত চিন্তার বড্ড অভাব। কেউ কেউ চালাচ্ছেন জাতের নামে বজ্জাতি। এমন যুগসঙ্কট মুহূর্তে আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে প্রায় আড়াইশো বছর আগে ভারতের বুকে জন্ম নেওয়া এই মানুষটির চিন্তা ও চেতনা। বিশদ

16th  May, 2021
একুশের জয়
চব্বিশের স্বপ্ন
সমৃদ্ধ দত্ত

মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই সুবিধা। বিরোধীরা কখনওই তাঁকে সিরিয়াসলি নেয় না। তিনি অত্যন্ত সুকৌশলে নিজের রাজনীতির ঘুঁটি সাজিয়ে যেতে পারেন... মসৃণভাবে। কারণ, আগাগোড়া বিরোধী দল ও তাদের কর্মী-সমর্থকরা তাঁকে নিয়ে হাসিঠাট্টা, ব্যঙ্গ-বিদ্রুপ করে যান। বিশদ

09th  May, 2021
দেশজুড়ে কেন করোনার দ্বিতীয় ঢেউ?

মাসখানেক খানিকটা স্বস্তির শ্বাস নিলেও ফের করোনা আতঙ্ক গ্রাস করেছে দেশবাসীকে। ব্যতিক্রম নয় এ রাজ্যও। সকলের একটাই প্রশ্ন, এটাই কি সেকেন্ড ওয়েভ? এই মারণভাইরাস থেকে নিস্তার পেতে প্রার্থনা করছে গোটা ভারত। এই কঠিন পরিস্থিতিতে পুনের আইসিএমআর-ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর তথা নয়াদিল্লির আইসিএমআর (হেড কোয়ার্টার)-এর এপিডেমিনোলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিসেস ডিভিশনের প্রধান ডাঃ সমীরণ পাণ্ডার মতামত শুনলেন সন্দীপ স্বর্ণকার।
  বিশদ

25th  April, 2021
তোমারে সেলাম

 

আগামী শুক্রবার তাঁর প্রয়াণ দিবস। আর ২ মে পূর্ণ হচ্ছে তাঁর জন্ম শতবার্ষিকী। তিনি বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। তাঁর বহুমুখী প্রতিভার হীরকোজ্জ্বল দ্যুতি বাঙালি মননে চির ভাস্বর। প্রিয় ‘মানিকদা’র জন্মদিনের আগে স্মৃতিচারণা করলেন তাঁর অধিকাংশ ছবির সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়।  বিশদ

18th  April, 2021
সাহিত্যের  সত্যজিৎ

সত্যজিৎ রায় শুধু সিনেমার নন, তিনি সাহিত্যেরও। সিনেমার জন্যই তিনি ভুবনজয়ী, চিনেছে গোটা পৃথিবীর মানুষ। সিনেমার নতুন ভাষা আবিষ্কার  করেছেন তিনি। বিশদ

18th  April, 2021
বাঙালি ব্যক্তিত্ব
সমৃদ্ধ দত্ত

সাধারণত ডাঃ বিধানচন্দ্র রায় দিল্লি গেলে প্রথমদিকে উঠতেন মৌলানা আবুল কালাম আজাদের বাসভবনে।  পরবর্তীকালে ডাঃ জে পি গাঙ্গুলির বাড়িতে। ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হঠাৎ জরুরি তলব করলেন। সেবার দেখা গেল প্রয়োজনটা এতটাই গুরুত্বপূর্ণ যে, বিধানচন্দ্র রায় উঠলেন সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে। একদিন দু’দিন নয়। একটানা তিনদিন। বিশদ

11th  April, 2021
একশোয় ভিক্টোরিয়া
রজত চক্রবর্তী

কলকাতার ভোর হল আজ সমবেত কীর্তন আর খোল-করতালের শব্দে। উঠোন ঝাঁট দিতে দিতে ঘোমটার ফাঁক দিয়ে দেখে নিল বউ-ঝিয়েরা। কে মারা গেল! দু’হাত কপালে ঠেকিয়ে পেন্নাম ঠোকে। ছেলেরা নিমদাঁতন দাঁতে চিবতে চিবতে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। বিশদ

04th  April, 2021
সত্যধর্মের দোলোৎসব
সুখেন বিশ্বাস

ফাগুনের দোলপূর্ণিমা। গাছে গাছে নতুন পাতা। শাখায় শাখায় শিমুল-পলাশের রোশনাই। ফুলে-ফলে ফাগুন যেন এক নতুন পৃথিবী। দোলের আবিরে একদিকে রঙিন বাংলার আকাশ-বাতাস, অন্যদিকে ডালিমতলা, হিমসাগর আর বাউল-ফকিরদের আখড়া। বিশদ

28th  March, 2021
একনজরে
করোনা আবহে ফের বাতিল করা হল অমরনাথ যাত্রা। এই নিয়ে পরপর দু’বছর যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল। করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এর আগেই অমরাথ যাত্রার রেজিস্ট্রেশন সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। ...

সোমবার সকালে মালদহের গাজোল ব্লকের দেউতলা ৫১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক প্রাথমিক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ...

কোপা আমেরিকার নক-আউটে খেলার আশা জিইয়ে রাখল পেরু। সোমবার ওলিম্পিকো স্টেডিয়ামে তারা কলম্বিয়াকে ২-১ গোলে হারায়। ...

বৃদ্ধকে দেখভাল করতে গিয়ে বাড়ি থেকে সোনার গয়না ও টাকা চুরির অভিযোগে আয়াকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃত মহিলার নাম অনিমা মণ্ডল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চতর বিদ্যায় সফলতা আসবে। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে মানসিক অস্থিরতা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৫৫ - সিরহিন্দ যুদ্ধে জয়লাভের পর হুমায়ুনকে সম্রাট আকবরের উত্তরাধিকার ঘোষণা
১৬৩৩ - পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে- এই অভিমতের জন্য গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়
১৯৪০ - সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ত্যাগ করে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।
১৮৮৯- কবি কালীদাস রায়ের জন্ম
১৮৯৮- লেখক এরিখ মরিয়া রেমার্কের জন্ম
১৯০০- বিপ্লবী গণেশ ঘোষের জন্ম
১৯০৪ - আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) জন্ম
১৯২২ - সঙ্গীত পরিচালক, আবহসঙ্গীত পরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারার জন্ম
১৯২৩ - প্রথিতযশা বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক  গৌরকিশোর ঘোষের জন্ম
১৯৩২- অভিনেতা অমরীশ পুরীর জন্ম
১৯৫৯ - অভিনেতা তুলসী লাহিড়ীর মৃত্যু
১৯৬৪- মার্কিন লেখক ড্যান ব্রাউনের জন্ম  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৪৪ টাকা ৭৫.১৫ টাকা
পাউন্ড ১০০.৭৬ টাকা ১০৪.২৭ টাকা
ইউরো ৮৬.৫১ টাকা ৮৯.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৭,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৩৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ আষাঢ় ১৪২৮, মঙ্গলবার, ২২ জুন ২০২১। দ্বাদশী ১৩/৩৪ দিবা ১০/২২। বিশাখা নক্ষত্র ২৩/৩৪ দিবা ২/২২। সূর্যোদয় ৪/৫৬/৫৩, সূর্যাস্ত ৬/১৯/৫৯। অমৃতযোগ দিবা ৭/৩৭ মধ্যে পুনঃ ৯/২৫ গতে ১২/৫ মধ্যে পুনঃ ৩/৩৯ গতে ৪/৩২ মধ্যে। রাত্রি ৭/৩ মধ্যে পুনঃ ১২/০ গতে ২/৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৫ গতে ৩/৩৯ মধ্যে পুনঃ ৪/৩২ গতে ৫/২৬ মধ্যে। রাত্রি ৮/২৮ গতে ৯/৫৩ মধ্যে। বারবেলা ৬/৩৭ গতে ৮/১৭ মধ্যে পুনঃ ১/১৯ গতে ২/৫৯ মধ্যে। কালরাত্রি ৭/৩৯ গতে ৮/৫৯ মধ্যে। 
৭ আষাঢ় ১৪২৮, মঙ্গলবার, ২২ জুন ২০২১।  দ্বাদশী দিবা ৭/৩৯। বিশাখা নক্ষত্র দিবা ১২/৩০। সূর্যোদয় ৪/৫৫, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৭/৪২ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৪৩ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ও ১২/৩ গতে ২/১১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৯ গতে ৩/৪২ মধ্যে ও ৪/৩৪ গতে ৫/২৯ মধ্যে এবং রাত্রি ৮/৩০ গতে ৯/৫৫ মধ্যে। বারবেলা ৬/৩৬ গতে ৮/১৭ মধ্যে ও ১/২০ গতে ৩/১ মধ্যে। কালরাত্রি ৭/৪২ গতে ৯/১ মধ্যে। 
১১ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: নিউজিল্যান্ড ২৪৯ রানে অলআউট, লিড ৩২ রানের (চা বিরতি) 

09:04:04 PM

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ১ হাজার ৮৫২
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ক্রমশ নিম্নমুখী। ফলে গতকালের চেয়ে আজ ...বিশদ

07:38:25 PM

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: নিউজিল্যান্ড : ১৬২/৬

07:25:32 PM

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত ১৩৪, মৃত ৮

07:04:22 PM

গ্যালারিতে একসঙ্গে বসে খেলা দেখছে ফাইজার,মর্ডানা এবং অ্যাস্ট্রাজেনেকা
ইংল্যান্ডের আছে রহিম স্টার্লিং, হ্যারি কেন, ফিল ফডেন।  ফ্রান্সের আছে গ্রিজম্যান, ...বিশদ

06:51:17 PM

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: নিউজিল্যান্ড : ১৩৫/৫ (মধ্যাহ্ন ভোজনের বিরতি)

06:15:00 PM