Bartaman Patrika
বিকিকিনি
 

চন্দ্রপ্রভা অভয়ারণ্যে দিনরাত্রি

ঘন জঙ্গল, দু’টি জলপ্রপাত আর তারই মাঝে ছোট্ট কটেজে রাত্রিবাসের ব্যবস্থা। বেনারসের কাছেই এমন মনোরম পরিবেশে দুটো দিন কাটিয়ে আসুন।
বারাণসী থেকে একটা গাড়ি ভাড়া করেছি। ড্রাইভার রাম সিং বেজায় ভালো মানুষ। সব কথাতেই হাসেন। বাংলায় সুন্দর কথা বলেন। কিছুক্ষণ ঘিঞ্জি বাড়িঘর পেরিয়ে সুন্দর রাস্তায় গিয়ে উঠলাম। হেমন্তের বাতাস বেশ শীতল। গাড়ির জানলা দিয়ে ঠান্ডা হাওয়ার ঝাপটা মারে। গায়ে রোদ পড়লে আরাম লাগে। দু’পাশে বাজরা, ভুট্টার খেত, ছোট ছোট গ্রাম। এ গ্রাম পশ্চিমবঙ্গের গ্রামের মতো নয়। একটু অন্য ধরনের। প্রতি গ্রামে একটা-দুটো করে বড় কুয়ো। কপিকলে জল উঠছে। বেশ কিছু কিলোমিটার যাওয়ার পর সামনের প্রকৃতি বদলে যেতে লাগল। সবুজ খেতখামার কমে আসতে লাগল। দূরে মেঘের মতো পাহাড় দেখা দিতে লাগল। মাটি রুক্ষ হল। রাস্তার দু’ধারে বড় বড় পাথর পড়ে আছে। শাল, সেগুন, পলাশ, মহুয়া আকাশমণি গাছের জঙ্গল কোথাও বা কুসুম, কেন্দু নজরে আসে। অল্প অল্প পাতা ঝরা শুরু হয়েছে। দমকা হাওয়ায় শুকনো পাতা উড়িয়ে নিয়ে যায়।
সুন্দর নয়নাভিরাম এই দৃশ্য দেখতে দেখতেই চলেছি চন্দ্রপ্রভা জাতীয় অরণ্যের দিকে। বিন্ধ্য পর্বত এই শুরু হয়ে চলে গিয়েছে মধ্যপ্রদেশের পূর্বদিক বরাবর। চারদিক নির্জন নিঃস্তব্ধ। কোথাও পর্যটক তেমন চোখে পড়েনি। ডানদিকে ঘুরে বিরাট ফটকের সামনে দাঁড়াই। এইখানে এন্ট্রি টিকিট কাটতে হল। মাথাপিছু পঞ্চাশ টাকা। এছাড়া গাড়ি ভেতরে ঢুকলে আরও একশো টাকা অতিরিক্ত। আর ক্যামেরার ভাড়া পাঁচশো টাকা! ছবি তুলব বলেই এপথে বেড়াতে এসছি। অতএব নগদ পাঁচশো টাকা দিয়ে ক্যামেরা নিয়ে প্রবেশ করলাম। গভীর জঙ্গল তার আন্দাজ পাই। শব্দের উৎসকে নিশানা করে এগিয়ে যাই। সামনে একটা বিরাট জলপ্রপাত। অনেক ওপর থেকে জল তীব্র বেগে নীচে পড়ছে। এক জায়গায় এসে দেখি খানিকটা চাতালের মতো সব দিক স্টিলের রেলিং দিয়ে ঘেরা, গাছের ছায়ায় ছায়াময়। রেলিং এর ধারে দাঁড়ালে নীচে গভীর খাদ চোখে পড়ে। বাঁদিকে একশো ফুট উঁচু থেকে জলধারা পাথরের গা বেয়ে নীচে আছড়ে পড়ছে। নীচে পড়ে বয়ে চলে যাচ্ছে পাথরের উপর দিয়ে এঁকেবেঁকে। দু’পাশে গভীর জঙ্গল। জলের শব্দের তীব্রতা এতই বেশি একটানা শুনলে কানে তালা লেগে যায়। পিছনেই একটি ইরিগেশন বাংলো রয়েছে। একজন স্থানীয় লোক যাচ্ছিলেন। তাঁকে জিজ্ঞেস করতে জবাব দিলেন, সেটি পিডব্লুডি-র বাংলো। মিরজাপুর থেকে বুকিং হয়, বর্তমানে বন্ধ। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটু না বসলেই নয়। হেমন্তের বেলা ছোট হয়ে আসছে। গাছের ছায়া দীর্ঘতর হচ্ছে। একটু দূরে একটা ছোট ক্যান্টিন। জোরে বাতাস বইছে। ছোট রেস্তরাঁ থেকে চা আর ডাবল ডিমের ওমলেট খেয়ে গাড়ির দিকে এগই। রাম সিংকে জিজ্ঞেস করি এই জলপ্রপাতের কোনও নাম দেখছি না। ও উত্তর দেয় রাজধারি জলপ্রপাত। ভারতের মোটামুটি নামী জলপ্রপাতগুলির অন্যতম। শালের এই জঙ্গলে মহুয়া, পলাশ, কুসুমও রয়েছে। কোথাও বুনো জাম গাছ। খানিকটা যাওয়ার পর এক জায়গায় নামতে হয়। গাড়ির রাস্তা এই অবধি। এরপর হেঁটে যাই সামনের দিকে দূরে নজরে আসে সিঁড়ি। তা দিয়ে উপরে উঠতেই আবারও একটি জলপ্রপাত। তার নীচে জলাধার তৈরি হয়েছে। দূর থেকে দেখলে জলের রং পান্না সবুজ লাগে। চারদিক পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা নিঃস্তব্ধ পরিবেশ। এখানে একটা ফলক নজরে আসে। এই জলপ্রপাতের নাম দেবদারি জলপ্রপাত। এই জলপ্রপাতের তীব্রতা অবশ্য রাজধারি জলপ্রপাতের চেয়ে অনেক কম। 
এত সুন্দর জায়গায় এলাম অথচ থাকতে পারব না। এদিকে থাকার ইচ্ছাটা তীব্র হচ্ছে। রাম সিংকে সেকথা জানালে সে সুন্দর এক রিসর্টের সন্ধান দিল। কয়েকটা কটেজ আর টেন্ট মিলে থাকার বন্দোবস্ত। ওখানে একটা খাওয়ার ব্যবস্থাও আছে। এত দূর এসেছি যখন চেষ্টা করতে দোষ কী? কেয়ারটেকার এদিকেই আসছিল ওর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘রহনে কা কুছ ব্যবস্থা হোগা?’
কেয়ারটেকার উত্তর দেয়— ‘জি এক কটেজ খালি হ্যায়।’ সঙ্গে সঙ্গে বুকিংয়ের অনুরোধ করতেই সে আমাকে তার সঙ্গে যেতে বলে। রেজিস্টারে সই করে টাকা দিয়ে দিই। ডিনারের মেনু আগে থেকেই জানিয়ে দেয় কেয়ারটেকার ভাত, ডাল, গরম বেগুন ভাজা, আলু-ফুলকপির তরকারি আর মুরগির ঝোল। 
ছায়া দীর্ঘ হচ্ছে, ক্রমশ অন্ধকার নেমে আসছে। রিসর্টের সামনের বারান্দায় গিয়ে বসি। অজস্র পাখির ডাক, বিচিত্র সব শব্দ। এতক্ষণ বিদ্যুৎ ছিল না, জেনারেটারের সাহায্যে বিদ্যুৎ সংযোগ চালু হতে মোবাইল, ক্যামেরার ব্যাটারি চার্জে বসালাম। এর মধ্যে চলে এল চিকেন পকোড়া আর কফি। কেয়ারটেকারের সঙ্গে পরিচয় হয়ে যায়। গয়াতে বাড়ি, মাসে একবার বাড়ি যায়। রাত আটটার মধ্যে খাবার দিয়ে যায়। এত আগে তো খিদে পায় না। কিন্তু যস্মিন দেশে যদাচার। তাছাড়া এখানকার কর্মীদের বাড়ি আট দশ কিলোমিটার দূরে। এই নিঝুম সন্ধ্যায় জঙ্গলের পথে যেতে হবে। 
সন্ধ্যা নামলে চন্দ্রালোকিত অরণ্য এক অপরূপ রূপ ধারণ করল। আলো আকাশ থেকে চুঁইয়ে পড়ছে। আলোর তীব্রতা এতই বেশি কাছের গাছপালা পায়ের তলার রাস্তা সব কিছুই স্পষ্ট। গাছের তলায় আলো আঁধারির অদ্ভুত এক নকশা। বেশ কিছুটা দূরে উপজাতিদের গ্রাম। শবর, মাহাতো, হাঁসদা, সাঁওতাল গ্রাম। কাল পূর্ণিমা, আজ ওরা উৎসবের আনন্দে মাতোয়ারা। ভেসে আসে ধামসা মাদলের শব্দ। নির্জন প্রান্তরে সেই শব্দ কেমন অপার্থিব মনে হয়। তাড়াতাড়ি খেয়ে নিই, সারাদিনের ধকল গিয়েছে। 
ভোরবেলা ঘুম ভেঙে যায়। অন্ধকার তখনও মুছে যায়নি। আকাশে হালকা আলোর রেখা ফুটেছে। বেরিয়ে পড়ি জঙ্গলের পথে। বুনো সোঁদা গন্ধ আসে নাকে। ভোরবেলা অরণ্যের পথে শুকনো ঝরাপাতা মাড়িয়ে হেঁটে যাওয়ার আনন্দই আলাদা। হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। সবই একরকম রাস্তা, ভয় হয় যদি গুলিয়ে ফেলি। আকাশ ফর্সা হয়েছে। হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আকাশের দিকে তাকাই ধনুকের মতো মেঘ প্রথম আলোয় অদ্ভুত এক মাধুরী ফুটিয়েছে। ফিরে আসতে খুব একটা অসুবিধে হয় না। প্রথম রোদ এসে পড়েছে বারান্দায়। দারুণ লাগছে সেই ওম। 
রাম সিং আজ আমাদের নিয়ে যাবেন চন্দ্রপ্রভা ড্যাম দেখতে। উঁচু নিচু পাথুরে রাস্তা, লাফাতে লাফাতে চলেছে আমাদের গাড়ি। রাস্তায় দু’টি নেকড়ে বাঘ চোখে পড়ে। ক্যামেরা তাক করার মুহূর্তে রাস্তা পেরিয়ে জঙ্গলের পথে অদৃশ্য হয়ে যায়। চন্দ্রপ্রভা ড্যাম সত্যিই অসাধারণ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ছোট ছোট টিলা আর অরণ্য ঘেরা পরিবেশ এখানে। ফিরে এসে আবার বারান্দায় ইজি চেয়ারে বসি। ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই সঙ্গে বাতাসের মর্মরধ্বনি। আরও একটা দিন কেটে যায়। পরদিন সকালে লুচি আলুর তরকারি খেয়ে বেরিয়ে পড়ি বারাণসীর উদ্দেশ্যে।
কীভাবে যাবেন: ট্রেনে বা বিমানে বারাণসী এসে গাড়ি বুক করে আসতে হবে চন্দ্রপ্রভা। দূরত্ব মোটামুটি ৭০ কিলোমিটার। থাকার জন্য রাজধারি রিসর্ট বুক করা যায়। লগ ইন করুন www.rajdhariresort.com। ইমেল আইডি: rajdariresort@gmail.com
সোমনাথ মজুমদার
22nd  February, 2025
বাংলা ওয়ার্ল্ড ওয়াইড-এর সম্মেলন কলকাতায়

সম্প্রতি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড-এর উদ্যোগে কলকাতার সুরেশ নেওটিয়া সেন্টারে অনুষ্ঠিত হল চতুর্থ আন্তর্জাতিক বাঙালি সম্মেলন। উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান অরূপ রাহা।
বিশদ

22nd  February, 2025
একুশের সম্মান পালনে সাহা টেক্সটাইল

‘ভালোবাসা থাক ভালো ভাষাতেই’— এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর ভাষা দিবস অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করে সাহা টেক্সটাইল পরিবার। এবছরও তার ব্যত্যয় নয়। ১৯৫২-র ২১ ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত ও জব্বরদের আত্মবলিদানকে সম্মান জানাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে এই দিবস পালিত হয়।
বিশদ

22nd  February, 2025
ভাইবস-এর প্রদর্শনীতে সেজে উঠল আইসিসিআর

চিত্রশিল্পী, ভাস্কর, চিত্রগ্রাহক ও স্থপতিদের নিয়ে ‘ভাইবস’-এর পথ চলা শুরু ২০২৩ সাল থেকে। সম্প্রতি আইসিসিআর কলকাতার বেঙ্গল আর্ট গ্যালারিতে তাদের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হল। ২১ জন শিল্পী ও একজন ভাস্করের শিল্পকর্ম নিয়ে সেজেছিল এই প্রদর্শনী।
বিশদ

22nd  February, 2025
মার্লিন ও এফ টিভির যৌথ উদ্যোগে আবাসনের নয়া রূপ

মার্লিন গ্রুপ ও ফ্যাশন টিভির মিলিত উদ্যোগে কলকাতার রাজারহাটে তৈরি হতে চলেছে প্রথম বিলাসবহুল আবাসন এফ রেসিডেন্সেস। মার্লিন গ্রুপের সিইও সাকেত মোহতার কথায়, ‘এখন লোকের ধারণা বদলে গিয়েছে।
বিশদ

22nd  February, 2025
ভিনিগারের হরেক কাজ

রান্নাঘরের দায়িত্বে থাকেন যিনি, তিনি বোঝেন এ ঘর সামলানো কম ঝক্কির নয়। হেঁশেলে বহুল প্রচলিত ভিনিগার কিন্তু গৃহস্থের নানা ঝঞ্ঝাট নিমেষে মেটাতে পারে। রান্নার বাইরেও এর বিভিন্ন ব্যবহার জানেন কি?
বিশদ

22nd  February, 2025
জীবন্ত সেতুর দেশে

মেঘ-পাহাড় ও ঝর্ণার দেশ মেঘালয়। সহজ সরল মানুষের জীবনযাত্রার ধরন উপভোগ করতে ঘুরে আসুন সেখান থেকে।
বিশদ

15th  February, 2025
কৃতীদের সম্মান জানানোর মঞ্চ ‘বাংলার জাতীয় গর্ব’ 

সম্প্রতি কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে আয়োজিত হয়েছিল ‘বাংলার জাতীয় গর্ব’-র কার্টেন রেজার পর্ব। ‘এঞ্জেল ক্রিয়েশন’-এর প্রতিষ্ঠাতা সঙ্গীতা সিনহার ভাবনা থেকে এই উদ্যোগের সূত্রপাত। বাংলার উজ্জ্বল কৃতীদের বরণ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
বিশদ

15th  February, 2025
 টুকরো  খবর

প্রায় এক দশক পর শিশুদের জন্য কিডস কার্নিভাল আয়োজন করল ভাগীরথী নেওটিয়া হাসপাতাল। পি. সি চন্দ্র গার্ডেনের গোল্ড একরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল ৮ হাজার শিশু ও তাদের অভিভাবকরা। উপস্থিত ছিলেন অম্বুজা নেওটিয়া গ্রুপের এগজিকিউটিভ ডিরেক্টর পার্থিব নেওটিয়া।
বিশদ

15th  February, 2025
সুন্দর থাকুক   কাজের জায়গা

প্রতিদিনের ব্যস্ততায় আমাদের কর্মক্ষেত্রের পরিবেশ-পরিস্থিতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উৎসব, অনুষ্ঠান এইসব কিছুকে পিছনে ফেলে ওয়ার্কপ্লেসের যে চিরপরিচিত জায়গাটিতে আমাদের প্রতিদিনের রোজনামচা, সেইখানটিতেই জীবন-দৌড়ে ক্ষণিক প্রশান্তির সন্ধানে সাজসজ্জার আবশ্যিকতা রয়েছে।
বিশদ

15th  February, 2025
 টুকরো  খবর

রাজ্যে দ্বিতীয় স্টোরের উদ্বোধন করল কল্যাণ জুয়েলার্সের অধীনস্থ অলঙ্কার ব্র্যান্ড ক্যান্ডেরে। এই নিয়ে রাজ্যে দ্বিতীয় স্টোর খুলল সংস্থাটি। চিনার পার্কের এই নতুন শোরুমটি ভারতে ক্যান্ডেরের ৬৩তম আউটলেট।
বিশদ

08th  February, 2025
উত্তর পূর্বের আঙ্কোরভাট   ঊনকোটি

এখানে চোখ মেললেই দেখা যায় ঘন সবুজ এলাকা জুড়ে পাথরে খোদাই করা নানা দেব দেবীর মূর্তি। সপ্তম থেকে নবম শতকে তৈরি এই মূর্তিগুলো পুরাণের গল্প বলে।
বিশদ

08th  February, 2025
প্রেম দিবসের উপহার

সামনেই ভালোবাসার দিন। এমন দিনে প্রিয়জনকে কিছু উপহার দিতে ইচ্ছে করাই স্বাভাবিক। বাজেট বুঝে কী কী কিনতে পারেন? রইল কিছু অফবিট উপহারের হদিশ। 
বিশদ

08th  February, 2025
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এল গ্লিটারিয়া ব্র্যান্ড

হীরের গয়নার এক্সক্লুসিভ ব্র্যান্ড ‘গ্লিটারিয়া— এভরিডে ডায়মন্ডস ফর ইউ ’-এর সূচনা করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।’ এই উপলক্ষ্যে সম্প্রতি এক ফ্যাশন শো-র আয়োজন করে সংস্থা। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর এক্সক্লুসিভ নকশার হীরের গয়না পরে র‍্যাম্পে হাঁটেন সাতজন মডেল।
বিশদ

08th  February, 2025
 টুকরো খবর

মার্বেলের হরেক জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন অনেকেই। কিন্তু সেসব জিনিসের বেশিরভাগই বাজারচলতি ও প্রচলিত। গৃহসজ্জার নানা পাথুরে উপকরণে আধুনিক সৃজনশীলতার ছোঁয়া মিলবে এবার শহর কলকাতায়। সাদার্ন অ্যাভিনিউয়ের ১৯এ, রজনী সেন রোডের স্কাল্পটেড ট্রেজার্স-এ পাবেন ঘর সাজানোর এমন নানা উপাদান।
বিশদ

01st  February, 2025
একনজরে
টিউশন পড়তে গিয়ে শিক্ষকের লালসার শিকার কিশোরী। গত তিন বছর ধরে তাকে ধর্ষণ করে গিয়েছে অভিযুক্ত শিক্ষক। অবশেষে গুণধর গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিস। ...

এবার মালদহের দর্শনীয় স্থান নিয়ে তৈরি হচ্ছে শর্ট ফিল্মস। বাংলার প্রাচীন রাজধানী গৌড় থেকে আদিনা, আম থেকে রসকদম্ব, গঙ্গা থেকে মহানন্দার প্রাকৃতিক বৈচিত্র নিয়ে তৈরি ...

বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও সভাধিপতি কাজল শেখের মধ্যে দ্বৈরথ নতুন কিছু নয়। দু’জনের সম্পর্ক নিয়ে জেলার রাজনৈতিক অলিন্দে নানা কানাঘুষো শোনা যায়। বহুবার ...

শ্রীরামপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মারাঠি ভাষা দিবস
বিশ্ব এনজিও দিবস
১৭১২- মুঘল সম্রাট বাহাদুর শাহ ১-এর মৃত্যু
১৯৩১- স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের মৃত্যু
২০১২- কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার মৃত্যু 
১৯৬৭- অভিনেতা ববি দেওলের জন্ম
১৯৬৯- পরিচালক বিক্রম ভাটের জন্ম
১৯৭৬- অভিনেতা শ্রেয়স তালপাড়ের জন্ম
১৯৯৩- অভিনেত্রী তথা যুব নেত্রী সায়নী ঘোষের জন্ম
১৯৭৭- মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার জন্ম

27th  February, 2025


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৬.৪৩ টাকা ৮৮.১৭ টাকা
পাউন্ড ১০৮.৬৮ টাকা ১১২.৪৬ টাকা
ইউরো ৮৯.৭৪ টাকা ৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৫,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৬,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮১,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৫,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৫,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫। অমাবস্যা ০/৩০ প্রাতঃ ৬/১৫ পরে ফাল্গুন শুক্ল প্রতিপদ ৫৩/৫ রাত্রি ৩/১৭। শতভিষা নক্ষত্র ১৯/৩ দিবা ১/৪০। সূর্যোদয় ৬/২/৫০, সূর্যাস্ত ৫/৩৫/৫০। অমৃতযোগ দিবা ৭/৩৫ মধ্যে পুনঃ ৮/২১ গতে ১০/৪০ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/৩১ মধ্যে পুনঃ ৪/৩ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৬ গতে ৮/৫৫ মধ্যে পুনঃ ৩/৩৩ গতে ৪/২২ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৪ মধ্যে পুনঃ ৪/২২ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫৬ গতে ১১/৪৯ মধ্যে। কালরাত্রি ৮/৪২ গতে ১০/১৫ মধ্যে। 
১৫ ফাল্গুন, ১৪৩১, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫। অমাবস্যা প্রাতঃ ৬/৫৬ পরে প্রতিপদ শেষরাত্রি ৫/৪। শতভিষা নক্ষত্র দিবা ২/৫৮। সূর্যোদয় ৬/৫, সূযাস্ত ৫/৩৫। অমৃতযোগ দিবা ৭/২৬ মধ্যে ও ৮/১৩ গতে ১০/৩৫ মধ্যে ও ১২/৫৭ গতে ২/৩১ মধ্যে ও ৪/৬ গতে ৫/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/১৯ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/২৬ গতে ৪/১৬ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২২ মধ্যে ও ৪/১৬ গতে ৬/৫ মধ্যে। বারবেলা ৮/৫৮ গতে ১১/৫০ মধ্যে। কালরাত্রি ৮/৫৩ গতে ১০/১৬ মধ্যে।  
২৯ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে সমঝোতা করতে হবে ইউক্রেনকে, জেলেনস্কিকে বললেন ট্রাম্প

01:23:55 AM

জাতীয় নাগরিক পার্টি(ন্যাশনাল সিটিজেনস পার্টি) নামের নতুন রাজনৈতিক দল খুলল বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা, আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম

12:23:12 AM

ডব্লুপিএল: মুম্বইকে ৯ উইকেটে হারাল দিল্লি

10:27:00 PM

ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

10:10:00 PM

বিশ্বজুড়ে ব্যাহত হোয়াটসঅ্যাপের পরিষেবা, বার্তা আদানপ্রদানে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ব্যবহারকারীদের

10:07:00 PM

আইএসএল: ম্যাচ ড্র, ওড়িশা ০-মহামেডান ০

09:35:00 PM