Bartaman Patrika
বিকিকিনি
 

গঙ্গার ঘাট আর মন্দিরময় বারাণসী

বেনারসে বহমান গঙ্গা আর তার ঘাটের ইতিহাস এই ভ্রমণের অনবদ্য অঙ্গ। পুরাণের গল্প যেন উঠে আসে বর্ণনায়।

বিভূতি এক্সপ্রেস বেনারস জংশনে পৌঁছল ঠিক সকাল দশটায়। প্রতিবারের মতো এবারও বন্ধু নাসির তার রংচটা অটো নিয়ে স্টেশনে হাজির। সরকারি ট্যুরিস্ট লজে থাকব না আগেই জানিয়ে দেওয়ায় নাসিরের অটো এবার ছুটছে শহরের মধ্যে দিয়ে লাক্সা রোডের দিকে। রামকৃষ্ণ মিশনের দৌলতে লাক্সা রোড নামটা সবার কাছেই পরিচিত। বেনারস রামকৃষ্ণ মিশনের অপর প্রান্তেই আমদের হোটেল।
বারাণসীর বিখ্যাত ঘাটগুলি পরিক্রমা করার পরিকল্পনা নিয়েই এবার এসেছি। দুপুরের রোদের তীব্রতা কমতেই তাই এসে দাঁড়ালাম দশাশ্বমেধ ঘাটের বাঁধানো চত্বরে। পড়ন্ত বিকেলের অস্তগামী সূর্যের আলো লুকোচুরি খেলছে গঙ্গার ছোট ছোট ঢেউগুলোর সঙ্গে। দূরে অজস্র নৌকা পর্যটকদের নিয়ে বেড়িয়েছে নৌবিহারে। বাকি পর্যটকরা ভিড় জমাচ্ছে গঙ্গা আরতি দেখার জন্য। তারই মধ্যে কেউ কেউ গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে পাতার ঠোঙায় জ্বলন্ত প্রদীপ। 
দশাশ্বমেধ ঘাট বললেই চোখের সামনে ভেসে উঠবে বিশাল বাঁধানো চত্বর, হেলানো বাঁশের মাথায় তালপাতার ছাতা আর সন্ধেবেলার গঙ্গা আরতি। তীর্থযাত্রী বা ভ্রমণার্থীদের প্রধান আকর্ষণ এই  ঘাট। পঞ্চতীর্থের অন্যতম এই ঘাটের জল অতি পবিত্র পুণ্যার্থীদের কাছে। পুরাণ অনুযায়ী, একবার ভগবান ব্রহ্মা কাশীর রাজা দিবোদাসের সহায়তায় দশটি অশ্ব বলি দিয়ে এই স্থানে যজ্ঞ করেছিলেন। সেই জন্য ঘাটটির এইরূপ নামকরণ। অন্য মতে, দ্বিতীয় শতাব্দীতে ভারসির রাজারা কুষাণদের পরাস্ত করে এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। দশাশ্বমেধ ঘাট দিনের এক এক সময় এক একরকম চেহারা নেয়। লোকের মনে সেই ছবিই গেঁথে থাকে চিরকাল। ঘাটের গঙ্গারতির খ্যাতি জগদ্ব্যাপী।
পরদিন কাকভোরে নৌকায় চেপে বসেছি। নৌবিহার করতে করতেই দেখে নেওয়া যাবে অন্য সব ঘাট। আসলে বারাণসীর ইতিহাস আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হল, শহর স্পর্শ করে বয়ে যাওয়া গঙ্গা নদীর তীরে অজস্র ঘাট। গঙ্গার গতিপথে এত ঘাটের সমাহার বারাণসী ছাড়া আর কোথাও নেই। সংখ্যায় প্রায় একশোর কাছাকাছি ঘাট একে অপরের সঙ্গে যুক্ত। তবে নাম সব আলাদা। এইসব ঘাটে যুগ যুগ ধরে পড়েছে অগণিত মানুষের পদচিহ্ন। নদীর এক তীরে বিশাল বালির তট। অপর প্রান্তে অর্ধচন্দ্রাকৃতি তীরটি। যেখানে শোভা পাচ্ছে বর্ণাঢ্য মন্দিররাজি, সুদৃশ্য প্রাসাদ বা সুউচ্চ অট্টালিকার সারি।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতি মুহূর্তে পাল্টে যায় এইসব ঘাটের জীবনধারার ছবি। ভোরের আলো ফোটার আগেই অন্ধকারে ঢাকা ঘাটে সাধু-সন্তদের সুমিষ্ট মন্ত্রধ্বনি, পুরোহিতের আনাগোনা, ঘোষণা করে নতুন দিনের আগমনবার্তা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার স্নানার্থীর উপস্থিতিতে কোলাহলমুখর হয়ে ওঠে ঘাটগুলি। নৌকায় চেপে শহরের একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিভিন্ন ঘাট পরিদর্শনে বেরিয়ে পড়েন ভ্রমণার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মব্যস্ততা ও কলরবের তীব্রতাও বাড়তে থাকে। বিকেল থেকে বদলে যেতে থাকে চিত্রটা। 
বারাণসীর এই সমস্ত ঘাটের ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় শহরের বেশ কয়েকটি ঘাট আছে যেগুলি ৩৫০ বছরেরও পুরনো। প্রায় ৫০টার মতো ঘাটের বয়স ১৫০ বছরের বেশি। ঘাটগুলির নামকরণেও বেশ বৈচিত্র্য আছে। রাজা, মহারাজা, দেব-দেবীর নাম, পৌরাণিক চরিত্রের নাম, শ্মশানের নাম, মঠ বা সন্ন্যাসীর নাম বা ধনী ব্যক্তিদের নামে ঘাটগুলির নামকরণ হয়েছে। নদীর কিনারা বরাবর ঘাটগুলির বিন্যাসের পরিকল্পনা এমনভাবে করা হয়েছে, যাতে গঙ্গার পলিমাটি শুধুমাত্র দক্ষিণপাড়ে জমা হয়, ফলে শহর থাকে পলিমুক্ত।
ঘাট পরিক্রমা শুরু হয় শহরের দক্ষিণতম প্রান্ত থেকে। সেখানে অসি ঘাট। অসি ও গঙ্গা নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই ঘাটটির নামকরণ অসি নদীর নামানুসারে। পঞ্চতীর্থের অন্যতম এই ঘাটের জল অতি পবিত্র। ঘাটের উপর অবস্থিত পঞ্চরত্ন মন্দির ঘাটটির শোভাবর্ধন করেছে।
এরপর চৌষট্টি যোগিনী ঘাট। নিকটবর্তী চৌষট্টি যোগিনী মন্দিরের নামাঙ্কিত এই ঘাটটির সঙ্গে বঙ্গদেশের মহারাজ প্রতাপাদিত্যের নাম জড়িত। ঘাটের উপর তাঁর তৈরি দুর্গামন্দির। দেবী দুর্গাকে ঘিরে চৌষট্টি যোগিনীর মূর্তি। সেগুলো আজ আর নেই। তবু ঘাটের নাম চৌষট্টি যোগিনী রয়ে গিয়েছে। একসময় এই ঘাটটি ছিল উদয়পুরের মহারাজার মালিকানাধীন। আশ্বিন মাসে নবরাত্রির সময় এই মন্দিরে মহাসমারোহে চৌষট্টি যোগিনীর পুজো কিন্তু আজও হয়।
পরপর দেখা যায় নারদ ঘাট, মানসরোবর ঘাট, রাণা ঘাট। দেওয়ালে বড় বড় করে লেখা ঘাটের নাম। তাই চিনতে অসুবিধা হয় না।
এরপর পৌঁছলাম মুনশি ঘাট। স্থানীয় ধনী ব্যক্তি মুন্সি শ্রীধর প্রথমে এই ঘাটটি তৈরি করেছিলেন। পরবর্তীকালে গঙ্গাতীর সহ ঘাটটি কিনে নেন দ্বারভাঙার মহারাজা। ঘাটের উপর তৈরি করেন রাজকীয় প্রাসাদ। ইদানীং কালে প্রাসাদটি একটুআধটু ভোল পাল্টে বিলাসবহুল হোটেল হিসাবে আত্মপ্রকাশ করেছে।
ইন্দোরের রানি অহল্যাবাই-এর নামাঙ্কিত অহল্যা ঘাট। এই ঘাটটির মালিক ছিলেন নাগপুরের রাজা। পরবর্তীকালে মহারানি অহল্যাবাই এই ঘাটটির মালিক হন। এর পাশেই শীতলা ঘাট।
মানমন্দির ঘাটের নাম শুনলেই একটা রাজস্থানি গল্প যেন ভেসে ওঠে চোখের সামনে। অম্বরের রাজা মান সিং এই ঘাটটির উপর একটি সৌধ নির্মাণ করেন। পরবর্তীকালে জয়পুরের মহারাজা দ্বিতীয় জয়সিং এই ঘাটের উপর জ্যোতির্বিদ্যা বিষয়ক একটি মান মন্দির নির্মাণ করেন। সেই থেকে ঘাটের নাম মানমন্দির ঘাট।
এর পর পৌঁছলাম বেনারসের অতি বিখ্যাত মণিকর্ণিকা ঘাটে। তীর্থঘাট আর শ্মশানঘাট নিয়েই মণিকর্ণিকা। পুরাণ মতে বারাণসীতে বিশ্বেশ্বরের প্রিয়তম এই মণিকর্ণিকা তীর্থ। দশাশ্বমেধ ঘাটের মতো এটিও পঞ্চতীর্থের অন্যতম। পুরাণে কথিত আছে ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের সাহায্যে এখানে একটি কুণ্ড খনন করেন এবং নাম দেন চক্র-পুষ্করিণী। এই পুষ্করিণীর ধারে বিষ্ণু এবং মহাদেবের কথোপকথনের সময় মহাদেবের একটি কানের দুল (মণিকর্ণিকা) পুষ্করিণীতে পড়ে যায়। সেই থেকে এই স্থানের নাম হয় মণিকর্ণিকা। ঘাটের উপর একখণ্ড মার্বেলে রয়েছে বিষ্ণুর চরণ পাদুকা। এই ঘাটটি গণ্যমান্য ব্যক্তিদের মৃতদেহ সৎকারের জন্য সংরক্ষিত। কাশীর বহু ঘাট, মন্দির, শ্মশান ইত্যাদি সরকার অধিগ্রহণ করলেও মনিকর্ণিকা ঘাট এখনও চণ্ডালদের হাতেই আছে।
কেদারনাথ শিবের নামাঙ্কিত কেদার ঘাট বহু প্রাচীন। ঘাটটির উপরেই কেদারনাথ মন্দির। এই ঘাটের বিশেষত্ব হল কাশীর উত্তরবাহিনী গঙ্গার অর্ধচন্দ্রাকৃতি রূপটি এখান থেকে সুন্দর দেখা যায়।
অনুমান করা হয়, পৌরাণিক রাজা হরিশ্চন্দ্রের সঙ্গে এই হরিশ্চন্দ্র ঘাটের যোগাযোগ ছিল। বারাণসীর এটি একটি বিখ্যাত শ্মশানঘাট।
পঞ্চগঙ্গা ঘাট। গঙ্গা, যমুনা, ধূতপাপা, কিরণ ও সরস্বতী— এই পাঁচটি পবিত্র নদীর নামাঙ্কিত এই ঘাটের জল অতি পবিত্র বলে মানা হয়। ঘাটের উপর মোগল স্থাপত্যের অপূর্ব কারুকাজ সংবলিত আলমগির মসজিদ। পাশেই বিন্দুমাধব মন্দির। মসজিদের পাশের গলির মধ্যে মহাযোগী ত্রৈলঙ্গস্বামীর মন্দির ও প্রস্তরমূর্তি।
আদি কেশব ঘাট  বা বরুণা সঙ্গম ঘাটটি বরুণা ও গঙ্গা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এই ঘাটটিও পঞ্চতীর্থের অন্যতম বলে এখানে প্রচুর তীর্থযাত্রীর সমাগম হয়। ঘাটের উপর আদি কেশব মন্দির।
সেকালের পণ্ডিতগণ কাশীধামকে একটি মানবদেহ কল্পনা করে বলেছিলেন, ‘অসি সঙ্গম দেহের মস্তক, দশাশ্বমেধ তার বক্ষদেশ, মণিকর্ণিকা নাভি, পঞ্চগঙ্গা ঊরুদেশ আর আদি-কেশব তাঁর চরণদ্বয়’।
রমেন ভট্ট
09th  November, 2024
সফর শেষে বাড়ির যত্ন

বেশ কয়েকদিন পর বন্ধ থাকা বাড়িতে ফিরে কীভাবে তরতাজা করবেন গৃহকোণ? রইল সাধারণ পরামর্শ। বিশদ

23rd  November, 2024
ঘরের কাছেই ঘাটশিলা

বাঙালি পর্যটকদের মনে ঘাটশিলা এক ভিন্ন নস্টালজিয়া তৈরি করে। পাহাড় আর হ্রদের মাঝে মেঠো প্রকৃতি তো মনোরম বটেই। বাড়তি আকর্ষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতভিটে। বিশদ

23rd  November, 2024
 টুকরো  খবর

রান্নাঘরের ভোল বদল করতে প্রেস্টিজ নিয়ে এল নতুন চার মডেলের কিচেন চিমনি। প্রোভো ৯০০, এজ ৯০০, জারা ৯০০, জেন ৬০০ এই চারটি মডেলের আধুনিক নকশা ও প্রযুক্তির অটোক্লিন চিমনি বাজারজাত করল কিচেন অ্যাপ্লায়েন্সের জগতে বিগত ৭৫ বছর ধরে জনপ্রিয় এই ব্র্যান্ড। বিশদ

23rd  November, 2024
মিনি গার্ডেন পরিচর্যা

একমুঠো সবুজ তরতাজা আভাসের খোঁজে এখন অনেকেই নিজেদের ব্যালকনিতে যত্ন সহকারে তৈরি করছেন ছোট্ট একফালি ‘মিনি  গার্ডেন’। প্রতিদিন ব্যস্ততার ভিড়ে নেমে পড়ার আগে চায়ের কাপে আলগোছে চুমুকের মৌতাত। 
বিশদ

16th  November, 2024
ওড়িশার সোনালি সৈকত

প্রকৃতিবান্ধব সমুদ্র সৈকত, গোল্ডেন বিচ। ওড়িশার নবতম সংযোজন এটি। সাগরের উচ্ছ্বাস ও স্নিগ্ধ রূপ দুই-ই ধরা পড়েছে বর্ণনায়।  
বিশদ

16th  November, 2024
ঘরে বসে রোজগার: বাটিক

বাটিকের কাজ করে শাড়ি, কুর্তা, বেডকভার বা টেবিল ক্লথ বানাচ্ছেন অনেকে। সেসব বিক্রি করে হয়ে উঠছেন রোজগেরে। কীভাবে?
বিশদ

16th  November, 2024
 টুকরো খবর

ইমামি আর্ট গ্যালারিতে শুরু হল ইন্দো-সুইস শিল্পীদের চিত্রপ্রদর্শনী। মোট ১১জন শিল্পীর ছবিতে সেজে উঠেছে এই গ্যালারির দ্বিতীয় ও তৃতীয় তল। ‘দেয়ার আর টাইডস ইন দ্য বডি’ এই শিরোনামে প্রদর্শনীটি পরিবেশন করছেন চিত্র তত্ত্বাবধায়ক ডামিয়ান ক্রিস্টিঙ্গার।
বিশদ

16th  November, 2024
বেড়ানোর ব্যাগে জরুরি জিনিস

কোন কোন জিনিস থাকবে ট্রলিতে? কী কী খেয়াল করতে হবে গোছগাছের আগে? বিশদ

09th  November, 2024
 টুকরো  খবর

বেড়াতে যাওয়ার প্রথম আকর্ষণ যদি হয় দেশ দেখা, তাহলে ভালো হোটেল বা রিসর্টের থাকা অবশ্যই দ্বিতীয় আকর্ষণ। আর সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই ভেকেশনের পাশাপাশি স্টেকেশনও এখন বেড়ানোর এক উল্লেখযোগ্য অংশ হয়ে উঠেছে। বিশদ

09th  November, 2024
ভাই বোনের অফবিট উপহার

ভাই বা বোনের জন্য শ্রেষ্ঠ উপহার ভালোবাসা আর আশীর্বাদ। তবু গিফটের কথাও তো ভাবতে হবে! রইল তারই হদিশ। বিশদ

02nd  November, 2024
মনোরম মুন্নার

নীলগিরি পাহাড়ের কোলে গড়ে ওঠা তামিলনাড়ুর চিরকালের পরিচিত শৈলশহর উটি-র খুব কাছেই রয়েছে প্রকৃতির আর এক অপরূপ স্বর্গরাজ্য। মুন্নার! সত্যি বলতে কী, প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য উজাড় করে তিলে তিলে গড়ে তুলেছে কেরলের এই চিরসবুজ পাহাড়ি শহরটিকে। বিশদ

02nd  November, 2024
 টুকরো  খবর

আয়ুর্বেদিক টুথপেস্ট ব্র্যান্ড ডাবর ইন্ডিয়া লিমিটেডের ওরাল কেয়ার ব্র্যান্ড ডাবর মেসওয়াকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি। সংস্থার দাবি, ডাবর মেসওয়াকে রয়েছে ভেষজ মেসওয়াকের বিশুদ্ধ নির্যাস যা ৭০টিরও বেশি মুখের সমস্যা ও বিশদ

02nd  November, 2024
টুকরো খবর 

প্রাক দীপাবলিতে ধনতেরস উপলক্ষ্যে সেজে উঠেছে চন্দ্র অ্যান্ড সন্সও। সোনার দাম বেড়েছে গত কয়েক বছরে অনেকটাই। তবু মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখে হাল্কা গয়না থেকে ভারী গয়নার নানা সম্ভার মিলবে এখানে। বিশদ

26th  October, 2024
ছন্দে ফিরুক শরীর ও মন

অর্ধেক মাস উৎসবে কেটে গেল। অনেক উৎসবের আয়োজন এখনও বাকি। তবু তারই মাঝে কাজে ফিরছি আমরা ক্রমশ। আর কাজে ফেরা মানেই নিজের অনিয়মিত জীবনকে নিয়মের রুটিনে বেঁধে ফেলা। পুজোর দেদার মজার পর কাজে ফিরতে মোটে চায় না মন। তখন কী করবেন? মনোবিদ রোহিত মেহতা জানালেন উৎসব শেষ হলেই মনকে একটু একটু করে ট্রেন করতে হবে। তার কয়েকটা উপায় আছে।  বিশদ

19th  October, 2024
একনজরে
ধোঁকা দিল গুগল ম্যাপ! মৃত্যুর পথে ঠেলে দিল একটি গাড়ির তিন আরোহীকে! শনিবার রাতের এমন ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বেরিলিতে। নির্মীয়মাণ সেতু থেকে রামগঙ্গা নদীতে পড়ে গেল গাড়ি। ফলে মৃত্যু হয়েছে গাড়ির তিন যাত্রীরই। ...

ঋষভ পন্থ বা শ্রেয়স আয়ার নন। লোকেশ রাহুল, জস বাটলার বা মহম্মদ সামিও নন। বরং বেঙ্কটেশ আয়ারের জন্য নিলামে ঝাঁপিয়ে পড়ল কেকেআর। শেষ পর্যন্ত ২৩.৭৫ কোটি টাকায় ঘরের ছেলেকে ফেরানো হল ঘরে! অনেকেই চমকে উঠতে পারেন। ...

জেঠতুতো দাদার সঙ্গে বাড়ির সামনে বল নিয়ে খেলছিল শিশুকন্যা। বল কুড়াতে গিয়ে পুকুরের জলে ডুবে দু’ছরের ওই শিশুকন্যার মৃত্যু হল। শনিবার বিকেলে মর্মান্তিক এই ঘটনায় কেতুগ্রামের রসুইয়ে শোকের ছায়া নেমেছে। ...

নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করতে তৎপরতার অভাব নিয়ে দায় ঠেলাঠেলি ইংলিশবাজার পুরসভা এবং মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের। এই চাপানউতোরের মধ্যেই মালদহ জেলায় পরিবেশ দূষণ ও নিকাশি সমস্যা আরও বাড়িয়ে দেদার চলছে পাতলা প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৩: জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন
১৮৮০: ফরাসী বিজ্ঞানী লাভরান কর্তৃক ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার
১৮৯৮: পরিচালক দেবকী কুমার বসুর জন্ম
১৯২৫: বিশিষ্ট মৃৎশিল্পী যদুনাথ পালের মৃত্যু
১৯২৫: বিশিষ্ট কার্টুনিস্ট ও চিত্রশিল্পী নারায়ণ দেবনাথের জন্ম
১৯৩৩: কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৩৪: বিশিষ্ট যাত্রা পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের জন্ম
১৯৫২: পাকিস্তানের রাজনীতিবিদ তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের জন্ম
১৯৬৬: অভিনেত্রী তথা রাজনীতিবিদ রূপা গাঙ্গুলির জন্ম
১৯৭৮: অভিনেত্রী রাখী সাওয়ান্তের জন্ম
১৯৮১: সুরকার রাইচাঁদ বড়ালের মৃত্যু
১৯৮৩: মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জন্ম
২০০৪: রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়
২০১৬: কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী  ফিদেল কাস্ত্রোর মৃত্যু
২০২০: ফুটবলের রাজপুত্র ডিয়েগো মারাদোনার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬৭ টাকা ৮৫.৪১ টাকা
পাউন্ড ১০৪.৫৫ টাকা ১০৮.২৭ টাকা
ইউরো ৮৬.৮৯ টাকা ৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  November, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,২৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,৬৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
24th  November, 2024

দিন পঞ্জিকা

৯ অগ্রহায়ণ,১৪৩১, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪। দশমী ৪৭/৩৫ রাত্রি ১/২। উত্তর ফাল্গুনী নক্ষত্র ৪৮/৩০ রাত্রি ১/২৪। সূর্যোদয় ৫/৫৯/৫৫, সূর্যাস্ত ৪/৪৭/২২। অমৃতযোগ দিবা ৭/২৬ ম঩ধ্যে পুনঃ ৮/৫৩ গতে ১১/৩ মধ্যে। রাত্রি ৭/২৬ গতে ১০/৫৭ মধ্যে পুনঃ ২/২৯ গতে ৩/২২ মধ্যে। বারবেলা ৭/২১ গতে ৮/৪২ মধ্যে পুনঃ ২/৫ গতে ৩/২৭ মধ্যে। কালরাত্রি ৯/৪৫ গতে ১১/২৪ মধ্যে। 
৯ অগ্রহায়ণ,১৪৩১, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪। দশমী রাত্রি ১/৫০। উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত্রি ৩/২। সূর্যোদয় ৬/২, সূর্যাস্ত ৪/৪৭। অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে ও ৯/৬ গতে ১১/১২ মধ্যে এবং রাত্রি ৭/৩৫ গতে ১১/৭ মধ্যে ও ২/৪২ গতে ৩/৩৫ মধ্যে। কালবেলা ৭/২৩ গতে ৮/৪৩ মধ্যে ও ২/৬ গতে ৩/২৬ মধ্যে। কালরাত্রি ৯/৪৫ গতে ১১/২৫ মধ্যে। 
২২ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল ২০২৫: শেষ হল মেগা নিলাম, বিক্রি হলেন ১৮২ জন ক্রিকেটার, মোট খরচ হল ৬৩৯ কোটি ১৫ লক্ষ টাকা

01:10:54 AM

নদীয়ার কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে পথদুর্ঘটনায় এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি, পুলিসের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ

10:53:00 PM

আইপিএল ২০২৫-র মেগা নিলাম পর্ব শেষ হল

10:40:00 PM

মোহিত রাথিকে ৩০ লক্ষ টাকায় কিনল আরসিবি

10:39:00 PM

ভিগনেশ পুথুরকে ৩০ লক্ষ টাকায় কিনল মুম্বই

10:38:00 PM

অশোক শর্মাকে ৩০ লক্ষ টাকায় কিনল রাজস্থান

10:38:00 PM