Bartaman Patrika
 

কতই রঙ্গ আছে প্রেমের দুনিয়ায় 
কাঁটা গাছে ফুটলো ফুল

 সারা বিশ্বেই ফরাসি কমেডির এক অমোঘ আকর্ষণ রয়েছে। বিশেষ করে সে নাটক যদি হয় ‘ফ্লেউর দ্য ক্যাকটাস’। যার রচয়িতাদ্বয় হলেন প্যারি ব্যারিলেট এবং জাঁ পিয়ের গ্রেডি। এই নাটক সেই দেশের মঞ্চে অভিনীত হতে শুরু করেছিল ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর। টানা দু’বছর ১২৫০ রজনী অভিনীত হয়েছিল এ নাটক রয়্যাল থিয়েটারে। সেই কাহিনী নিয়ে আমেরিকায় নির্মিত হল ‘ক্যাকটাস ফ্লাওয়ার’ ছবিটি। মুক্তি পায় ১৯৬৯ সালের ১৬ ডিসেম্বর। অভিনয়ে ছিলেন ইনগ্রিড বার্গম্যান, গোল্ডি হন এবং ওয়াল্টার ম্যাথাউ। সুপারহিট কমেডি ছবি। সেই গল্প নিয়ে হিন্দিতে নির্মিত হল ছবি ‘ম্যায়নে প্যার কিউ কিয়া’ (২০০৫)। এতে অভিনয় করলেন সলমন খান, সুস্মিতা সেন ও ক্যাটারিনা কাইফ। সে ছবিও সুপারহিট। তারপর হলিউডে ২০১১ সালে ফের এই গল্প নিয়েই হয় আরও একটি সিনেমা। যার নাম ‘জাস্ট গো ফর ইট’। এই ঘটনা প্রমাণ করছে এমন অনাবিল হাস্যরসের ছবি দেশে বিদেশে সমাদৃত।
সেই গল্পের নাট্যরূপ বাংলায় পাওয়া গেল। নাম ‘কাঁটা গাছে ফুটলো ফুল।’ কুশীলব প্রযোজিত এ নাটকের পরিচালক রুণু চৌধুরী। নাট্যরূপ দিয়েছেন উৎপল ঝা। কী আছে এই মজার গল্পে সেটা একটু দেখে নেয়া যাক। দাঁতের নামকরা ডাক্তার জয়দীপ সামন্ত দায়হীন প্রেম চালিয়ে যাওয়ার জন্য তাঁর চেয়ে বয়সে অনেক ছোট রিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ছলনার আশ্রয় নেন। তিনি জানান যে তিনি বিবাহিত। তাঁর দুটি সন্তানও আছে। কিন্তু এই বিবাহে তিনি তৃপ্ত নন। তাই তিনি রিয়াকে ভালোবেসে নতুন করে সংসার পাততে চান। দু’জনের মধ্যে ডেটিং চলতে থাকে। সর্বদা কথা দিয়ে কথা রাখতে পারেন না বলে জয়দীপের উপর অভিমান করে আত্মহত্যা করতে উদ্যত হয়েছিলেন রিয়া। কিন্তু এ যাত্রায় তাঁকে বাঁচালেন পাশের ফ্ল্যাটের অবিবাহিত সঙ্গীতপিপাসু এক সুদর্শন যুবক, যার নাম অর্ক। প্রথমে দু’জনের মধ্যে বেশ কিছু কথা কাটাকাটি হয়। তবে পরে দু’জনের বন্ধুত্ব হতেও সময় লাগে না। পাশাপাশি ডাক্তার সামন্তের চেম্বার দক্ষ হাতে সামলান মিস জয়তী সেন। রোগীদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, হিসাবপত্র রাখা, ফোন ধরা, ডাক্তারবাবুকে নানান কাজে সাহায্য করা, এ সব ব্যাপারে মিস সেনের কোনও তুলনা নেই। সময়মতো বিয়ে করতে পারেননি, কারণ যাঁকে ভালোবেসেছিলেন তিনি বিবাহিত। কারও ঘর ভাঙতে তিনি চান না। এদিকে ডাক্তারবাবুর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রিয়া শর্ত দেন, তিনি একবার মিসেস সামন্তের সঙ্গে কথা বলবেন। জয়দীপ যেখানে বিয়েই করেননি সেখানে মিসেস সামন্ত আসবে কোথা থেকে! অগত্যা জয়ন্তী সেনকে মিসেস সামন্ত হয়ে আসতে হল। বিধাতা পুরুষ অলক্ষ্যে হাসছেন নিশ্চয়ই! এখানেও শেষ নয়, মিসেস সামন্তরূপী জয়তী সেন তাঁর জীবনে নতুন এক পুরুষ পেয়ে গিয়েছেন এ কথা শুনে রিয়া সেই পুরুষটিকেও একবার দেখতে চাইলেন। সে মানুষ কোথায় পাওয়া যাবে? অগত্যা জয়দীপের ন্যাংটো বয়সের বন্ধু এবং বর্তমানে তাঁর রোগীও বটে সেই চঞ্চলকে মিসেস সামন্তের নতুন প্রেমিক রূপে আনা হল। মিথ্যে দিয়েই যেখানে ফাঁদ পাতার চেষ্টা, সেখানে একটার পর একটা মিথ্যে ছলনার আশ্রয় নেওয়া ছাড়া জয়দীপের করারও কিছু ছিল না। শ্যাম রাখি না কুল রাখি বোধ হয় একেই বলে। বাকিটা মঞ্চে দেখার জন্য আর বিস্তারে গেলাম না।
সমগ্র নাটকে চারটে সেট সাজানো হয়েছে। রিয়ার বেডরুম, ডাক্তার সামন্তের চেম্বার, রিয়ার সিডি বিক্রির শো-রুম, রঙিন এক রেস্টুরেন্ট। মঞ্চ ভাবনার ক্ষেত্রে দেবাঞ্জন সুর এবং মঞ্চ নির্মাণের ক্ষেত্রে মদন হালদারের প্রশংসা করতেই হয়। আলো-আঁধারির কাজে সৌমেন চক্রবর্তীরও প্রশংসাই প্রাপ্য। এমন নাটকে গানের তেমন সুযোগ থাকে না। তবে সঙ্গীত পরিচালক পিলু ভট্টাচার্যের সুরে প্রথম গানটি ‘কচি কচি দাঁতে লাগে শিরশিরানি’ শুনতে ভালোই লাগে।
এই নাটকের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল দলগত অভিনয় নৈপুণ্য। কমেডি নাটকে অভিনয় সহজ নয়। কিন্তু শিল্পীরা তাঁদের চরিত্র রূপায়ণে যথেষ্ট যত্নশীল ছিলেন। প্রথমেই উল্লেখ করতে হয় ডাক্তার জয়দীপ সামন্ত চরিত্রের রূপকার শৌভিক মজুমদারের কথা। একটা মিথ্যে ঢাকতে আরেকটা মিথ্যের মধ্যে জড়িয়ে পড়ে যে অসহায় অবস্থা, তাকে বাস্তবায়িত করেছেন শৌভিক। মিস জয়তী সেনের চরিত্রে পাপিয়া বন্দ্যোপাধ্যায় অপূর্ব। নিজের ব্যক্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল, অন্যদিকে ডাক্তার সামন্তের প্রতিও দুর্বল, এই দুটি দিকই তিনি মূর্ত করে তুলেছেন তাঁর অভিনয়ে। রিয়ার চরিত্রে শ্রেয়া মুখোপাধ্যায় আগাগোড়া প্রাণোচ্ছল। একই কথা প্রযোজ্য অর্ক চরিত্রের অভিনেতা মিঠুন রায় সম্পর্কেও। এই দু’জনের ছোট ছোট খুনসুটি দর্শকেরা উপভোগ করেছেন। চঞ্চলের চরিত্রাভিনেতা দেবাঞ্জন সুর দর্শকদের হাসাবার সুযোগ পেয়েছেন, সে কাজটি তিনি করেছেনও আন্তরিকভাবে। ডাক্তারের দুই পেশেন্ট মিসেস মজুমদার এবং সর্দারজি। এই দুই চরিত্রে শিখা চট্টোপাধ্যায় এবং প্রতীপ মুখোপাধ্যায়ও হাস্যরস জমিয়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছেন। অন্যদের অভিনয়ও মানানসই। এই উপভোগ্য প্রযোজনার প্রধান কৃতিত্ব অবশ্যই পরিচালক রুণু চৌধুরীর। এক-একটি দৃশ্যকে অযথা দীর্ঘ না করে আয়তন ঠিক রেখে যে সামঞ্জস্য তিনি বজায় রেখেছেন তার প্রশংসা করতেই হয়। হাসির নাটকে হাসিটা ধরে রাখা এক দুরূহ কাজ। সেই কাজে তিনি সফল। প্রথমার্ধেই রস নিষ্পত্তি ঘটে গিয়েছে, তাই দ্বিতীয়ার্ধের প্রতি তেমন টান না থাকারই কথা। কিন্তু অভিনয় দিয়ে সেই জায়গা ভরাট করেছেন পরিচালক। এ জন্য তিনি অবশ্যই ধন্যবাদার্হ।
ড. শঙ্কর ঘোষ
30th  November, 2019
বিষের রং নীল

একফোঁটা গরল যেমন মানুষের শরীরে প্রবেশ করলে শেষ করে দিতে পারে প্রাণ, তেমনিই অপরাধ ও অপরাধী মানসিকতা সমাজের ভীতে ধরিয়ে দিতে পারে ঘুণ। সেই ঘুণ ধীরে ধীরে ফোঁপড়া করে দেয় সমাজকে। ভেঙে পড়ে সমাজ ব্যবস্থা। শুরু হয় অরাজকতা। কিন্তু কীভাবে এর প্রতিরোধ করা যায়?  
বিশদ

14th  December, 2019
নান্দীকারের গঙ্গাজলে গঙ্গাপুজো 

এ যেন গঙ্গাজলে গঙ্গাপুজো। যে প্রতিষ্ঠানটিকে বুকে আগলে সন্তানসম মমতায় লালন পালন করেছেন, সেই প্রতিষ্ঠানটিই যখন পালককে মহাসমারোহে সম্মান জানাতে চায় তখন কেমন লাগে? রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অর্থাৎ যাঁর সম্বন্ধে এই ভণিতা তিনি বললেন, আমার খুব বিচ্ছিরি লাগছে। কেন? ফোনে পাল্টা প্রশ্ন, লাগবে না? 
বিশদ

14th  December, 2019
অন্য থিয়েটারের নাট্যস্বপ্নকল্প ২০১৯ 

এবার একটু অন্যরকম, অন্য তরঙ্গ নিয়ে হাজির হচ্ছে অন্য থিয়েটারের বার্ষিক অনুষ্ঠান ‘নাট্যস্বপ্নকল্প’। বর্ষশেষ আর বর্ষশুরুর সন্ধিক্ষণে নাটক নিয়ে সরারাতব্যাপী অন্যরকম কিছু করার অভিপ্রায় নিয়ে বিভাস চক্রবর্তী শুরু করেছিলেন নাট্যস্বপ্নকল্প। রবীন্দ্রসদনে ৩১ ডিসেম্বর সন্ধে থেকে শুরু হতো এই উৎসব, চলত পরদিন ভোর পর্যন্ত।  
বিশদ

14th  December, 2019
সালকিয়া আগন্তুকের নাট্যোৎসব 

সালকিয়া আগন্তুক নাট্য সংস্থার পরিচালনায় উজ্জ্বল ঘোষ স্মরণে দুদিনব্যাপী একটি নাট্যোৎসবের আয়োজন করা হয়েছিল হাওড়ার রামগোপাল মঞ্চে।   বিশদ

07th  December, 2019
অশনি নাট্যমের নাট্যোৎসব 

অবরুদ্ধ কাশ্মীর, এনআরসি, ডিটেনশন ক্যাম্প, নয়া ইউএপিএ আইন, অর্থনৈতিক মন্থরতা এসব নিয়ে দেশের মানুষের যখন উদ্বিগ্ন হওয়ার কথা তখনই ধর্ম ও মেকী জাতীয়তাবাদের মোড়ক দিয়ে দেশের নাগরিকদের ভুলিয়ে রাখার প্রচেষ্টা চোখে পড়ছে।  বিশদ

07th  December, 2019
উদীয়মান নারীর মঞ্চ 

গত বছরের মতো এবছরও মানিকতলা দলছুট নাট্য সংস্থা আয়োজন করেছে তাদের ‘উদীয়মান নারীর মঞ্চ’। আগামী ১৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত গোবরডাঙা সাংস্কৃতিক কেন্দ্রে চলবে এই উৎসব।  বিশদ

07th  December, 2019
নান্দীকারের জাতীয় নাট্য উৎসব 

প্রতিবছরের মতো এবছরও নান্দীকার আয়োজিত জাতীয় নাট্যমেলা শুরু হতে চলেছে আগামী ১৬ ডিসেম্বর থেকে অ্যাকাডেমি অব ফাইন আর্টসের মঞ্চে। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এবছর এই নাট্য উৎসব ৩৬ বছরে পা দিল।  বিশদ

07th  December, 2019
গঙ্গা যমুনা নাট্য উৎসব 

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘অনীকের গঙ্গ যমুনা নাট্য উৎসব’। এই উৎসব এবার ২২ বছরে পড়ল। এবছর তপন থিয়েটারে এই নাট্য উৎসবের সূচনা ডলস থিয়েটারের পুতুল নাটক দিয়ে।  বিশদ

07th  December, 2019
নটসেনার সরোজ নাট্যমেলা 

নটসেনা তাদের প্রয়াত পরিচালক সরোজ রায়কে স্মরণ করে আয়োজন করেছে একটি নাট্যমেলার, যার শিরোনাম ‘সরোজ নাট্যমেলা’। আজ থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে অনুষ্ঠিত হবে এই নাট্যমেলা।  বিশদ

07th  December, 2019
মাঙ্গলিকের পরিবর্তন 

আমাদের চারধারে চলছে নানা বুজরুকির ব্যবসা। প্রচুর মানুষ নিয়মিত ঠকছেন। ঠকে শিখছেন। এক শ্রেণীর কর্মবিমুখ অলস মানুষ যারা অল্প আয়াসেই ধনী হওয়ার স্বপ্ন দেখে তারাই মূলত এই ধরনের ব্যবসার সফল উদ্যোগপতি।  বিশদ

07th  December, 2019
দেশের বর্তমান পরিস্থিতিতে প্রাসঙ্গিক এক নাট্য 

নবম বর্ষে তিলজলা ঋতুর নবতম প্রযোজনা ‘তরবারি সুমঙ্গল’ নাটকটি মঞ্চস্থ হল মধুসূদন মঞ্চে। গত ২৯শে অক্টোবর এই নাটকটির প্রথম উপস্থাপনা ছিল। নাটকটি লিখেছেন অশোক মুখোপাধ্যায়, নির্দেশনায় জয়ন্ত দীপ চক্রবর্তী।  বিশদ

07th  December, 2019
মুকুন্দদাস ও তাঁর স্বদেশি যাত্রা 

চারণকবি মুকুন্দদাসের ব্রত ছিল পালাগানের মধ্যে দিয়ে দেশবাসীকে পরাধীনতার বিরুদ্ধে জাগিয়ে তোলা। মুকুন্দদাস ও তাঁর স্বদেশি যাত্রা নিয়ে লিখেছেন সন্দীপন বিশ্বাস। 
বিশদ

07th  December, 2019
দীনবন্ধু, গিরিশ ও শম্ভু মিত্র পুরস্কার প্রদান
পুরস্কার মূল্য দান করলেন ব্রাত্য

  পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির যৌথ উদ্যোগে, প্রতি বছরের মত এবারেও জমে উঠেছে ‘ঊনবিংশ নাট্যমেলা’। ১১ দিন ব্যাপী এই নাট্যোৎসবে কলকাতাসহ বিভিন্ন জেলার ২৩০টির মতো নাট্যদল তাদের প্রযোজনাকে মঞ্চস্থ করার সুযোগ পেয়েছে।
বিশদ

30th  November, 2019
 ছাতার নীচে বাঁচা

ভারি বর্ষার এক রাত। তুমুল ঝড়ে ভেঙ্গে গেল এক ব্যাঙের ছাতা। তাহলে উপায়? মাথাটাকে যে বাঁচাতে হবে! অতএব দুর্যোগের মধ্যেই সে বেরিয়ে পড়ল অন্য ছাতার খোঁজে। সে আসলে ব্যাঙ নয়। ব্যাঙরূপী কূপমন্ডক এক মানুষ। কিন্তু সে তো এই সমাজের জীব। কাজেই ছাতা যে তার চাই-ই। সমাজের কোন মানুষটি তাকে দেবে ছাতার আশ্রয়?
বিশদ

30th  November, 2019

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্যান্য পুরসভাগুলির সঙ্গে আগামী পুরভোটে উত্তর দমদম, দক্ষিম দমদম এবং দমদম পুরসভার আসন সংরক্ষণের খসড়া তালিকা শুক্রবার প্রকাশিত হল। সেই তালিকা অনুযায়ী কোথাও চেয়ারম্যান, কোথাও চেয়ারম্যান-ইন-কাউন্সিল এবার নিজের জেতা ওয়ার্ডে ভোটে দাঁড়াতে পারছেন না। ...

বাংলা নিউজ এজেন্সি: পুরসভার আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ হতেই উত্তরবঙ্গে বামপন্থী ও ডানপন্থী নেতাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। প্রশাসন সূত্রের খবর, আসন সংরক্ষণের খসড়া তালিকা অনুসারে উত্তরবঙ্গে ১৩টি পুরসভার প্রায় দু’ডজন নেতার ভাগ্য পুড়তে চলেছে।  ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এখন সরগরম গোটা রাজ্য। ডান-বাম উভয়েই আন্দোলনে শামিল হয়েছে। আর এই আবহে কলেজে কলেজে ছাত্রভোটের সম্ভাবনা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আগামী চার-পাঁচ মাসের মধ্যেও এই ভোট না হওয়ার সম্ভাবনাই বেশি। ...

 সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ১৭ জানুয়ারি: মেগা ডেটা ব্যাঙ্ক তৈরি করছে কেন্দ্র। কৃষক থেকে শ্রমিক। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী থেকে ক্ষুদ্র ঋণগ্রাহকের সংখ্যা। মোদি সরকার বিভিন্ন ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যায় ভালো ফল হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে সুযোগ আসবে। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। ব্যবসায় যুক্ত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪৭: সঙ্গীতশিল্পী কে এল সায়গলের মৃত্যু
১৯৭২: ক্রিকেটার বিনোদ কাম্বলির জন্ম
১৯৯৬: রাজনীতিক ও অভিনেতা এন টি রামারাওয়ের মৃত্যু
২০০৩: কবি হরিবংশ রাই বচ্চনের মৃত্যু
২০১৮ – বিশিষ্ট বাঙালি সাংবাদিক ও কার্টুনিস্ট চন্ডী লাহিড়ীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.১৭ টাকা ৭১.৮৭ টাকা
পাউন্ড ৯১.২২ টাকা ৯৪.৫১ টাকা
ইউরো ৭৭.৬১ টাকা ৮০.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৪৪৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৩৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৮,৯৪৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ মাঘ ১৪২৬, ১৮ জানুয়ারি ২০২০, শনিবার, নবমী ৫৪/৫ দিবা ৪/১। স্বাতী ৪৪/৪১ রাত্রি ১২/১৬। সূ উ ৬/২৩/৪, অ ৫/১০/৩৪, অমৃতযোগ দিবা ৯/৫৮ গতে ১২/৫০ মধ্যে। রাত্রি ৭/৪৮ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১২/১২ গতে ১/৫৮ মধ্যে পুনঃ ২/৫১ গতে ৪/৩৬ মধ্যে। বারবেলা ৭/৪৩ মধ্যে পুনঃ ১/৭ গতে ২/২৭ মধ্যে পুনঃ ৩/৪৮ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৪৯ মধ্যে পুনঃ ৪/৪৪ গতে উদয়াবধি। 
৩ মাঘ ১৪২৬, ১৮ জানুয়ারি ২০২০, শনিবার, অষ্টমী ৬/৩২/৩৮ দিবা ৯/২/৫৩। স্বাতী ৫২/৪১/৩১ রাত্রি ৩/৩০/২৬। সূ উ ৬/২৫/৫০, অ ৫/৯/৩২, অমৃতযোগ দিবা ১০/০ গতে ১২/৫৭ মধ্যে এবং রাত্রি ৭/৫৭ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/১৬ গতে ২/০ মধ্যে ও ২/৫২ গতে ৪/৩৬ মধ্যে। কালবেলা ৭/৪৬/১৯ মধ্যে ও ৩/৪৯/৪ গতে ৫/৯/৩২ মধ্যে, কালরাত্রি ৬/৪৯/৪ মধ্যে ও ৪/৪৬/১৮ গতে ৬/২৫/৫৫ মধ্যে। 
২২ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে সুযোগ আসবে। বৃষ: বুঝেশুনে পদক্ষেপ করলে ভালো হবে। মিথুন: উপার্জন ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯৪৭: সঙ্গীতশিল্পী কে এল সায়গলের মৃত্যু১৯৭২: ক্রিকেটার বিনোদ কাম্বলির জন্ম১৯৯৬: ...বিশদ

07:03:20 PM

ট্যাংরায় গাড়ি পার্কিং এলাকায় ভেঙে পড়ল গেট, কিশোরীর মৃত্যু
ট্যাংরার ডি সি দে রোডের একটি গাড়ি পার্কিং এলাকায় গেট ...বিশদ

06:16:44 PM

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনা, গুরুতর জখম অভিনেত্রী শাবানা আজমি
মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন অভিনেত্রী শাবানা আজমি। ...বিশদ

05:25:00 PM

  কৃষি দপ্তরের কর্মীকে মারধরের অভিযোগ পঞ্চায়েত সহ সভাপতির বিরুদ্ধে
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কৃষি দপ্তরে কর্তব্যরত এক কর্মীকে মারধর করার ...বিশদ

03:39:00 PM

আলিপুরদুয়ারে গুপ্তধনের সন্ধান
গুপ্তধনের সন্ধান মিলল আলিপুরদুয়ারের ফালাকাটার আলিনগরে। আজ শনিবার ১০০ দিনের ...বিশদ

03:28:46 PM