Bartaman Patrika
 

থিয়েটার পাড়ার গপ্পো
ঝামেলা ফেরত দিলাম, ইতি ছবিদা

পারিবারিক আভিজাত্য সত্ত্বেও যুবকটি থিয়েটার পাড়ার সঙ্গে যুক্ত হয়ে কালক্রমে হয়ে উঠলেন সিনেমা ও থিয়েটারের এক অপ্রতিদ্বন্দ্বী নট। ছবি বিশ্বাসের কথা শোনালেন ড. শঙ্কর ঘোষ।

শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন সকলের শ্রদ্ধেয় ছবি বিশ্বাস মঞ্চে অভিনয় করতে পারেননি। অথচ একসময়ে নিয়মিত তিনি মঞ্চ কাঁপাতেন। তাঁর অমন সুন্দর চেহারা, পরিশীলিত বাচনভঙ্গি দর্শকদের আকর্ষণ করত। সেই সময়ে প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক দেবনারায়ণ গুপ্ত মনোজ বসুর কাহিনি অবলম্বনে ‘ডাকবাংলো’ নাটক মঞ্চস্থ করতে প্রয়াসী হয়েছেন। ‘স্টার থিয়েটারে’ (৭৯/৩/৪ বিধান সরণী)। চরিত্রের নাম বিশ্বেশ্বর। ইতিহাস চর্চায় নিমগ্ন-প্রাণ। আত্মভোলা এক মানুষ। চরিত্রটির রূপসজ্জা কেমন হবে তাই নিয়ে আলোচনা করলেন দেবনায়ারণ ছবি বিশ্বাসের সঙ্গে। আলোচনায় ঠিক হয় কাঁচা-পাকা পরচুল, বাঁধা দাড়ি গোঁফ এটাই হবে বিশ্বেশ্বরের রূপসজ্জা। মেকআপ ম্যান ডেকে উইগ, দাড়ি, গোঁফ তৈরি হয়ে এল। এসে গেল ফুল রিহার্সালের দিন। ছবি বিশ্বাস দেবনারায়ণ গুপ্তকে ডেকে বললেন, ‘দাড়ি আমি রাখতে পারছি না ভাই, বড্ড কষ্ট হচ্ছে।’ অগত্যা দেবনারায়ণ সম্মত হলেন, ‘দাড়িটা তবে বাদ দিন।’ ছবি বিশ্বাস দাড়িটা খুলে দেবনারায়ণ বাবুর হাতে তুলে দিলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন ছবি বিশ্বাস। পরিপূর্ণ প্রেক্ষাগৃহে অভিনীত হতে থাকল ‘ডাকবাংলো’ নাটকটি। ১৯৫৯ সালের ১২ মার্চ ‘ডাকবাংলো’ নাটকের অভিনয় শুরু হয়েছিল।
কয়েকদিন অভিনয়ের পর ছবি বিশ্বাস আবার ডাকলেন দেবনারায়ণ গুপ্তকে। পরিচালক ছুটে এলেন, ‘কী ব্যাপার ছবিদা? ডাকছেন?’
ছবি বিশ্বাস বললেন, ‘দেখ, উইগটা তো মাথায় রাখতে পারছি না, একে দেখ ব্লাড প্রেসার, তার ওপর ন’বছরের মধ্যে স্টেজে এসব মাথায় চাপাইনি। উইগ চাপানোর ঘণ্টাখানেকের মধ্যে মাথার ভেতর দপ দপ করতে আরম্ভ করে। তুমি যদি পারমিশান দাও, তবে উইগটা বাদ দিই।’ সেদিন ছিল রবিবার। পেশাদারি মঞ্চগুলিতে রবিবার ডাবল শো থাকে। দেবনারায়ণ বললেন, ‘আজ তো রবিবার। ডাবল শো। আপনি প্রথম শো’তে উইগ পরেই করুন। দ্বিতীয় শোতে উইগ খুলে ফেলবেন। মাথায় বরং হোয়াইট ইংক দিয়ে সাদা করে নেবেন।’ উইগটা অবশেষে বাদ গেল। রইল পরে শুধু গোঁফটি। স্পিরিট গাম ছবি বিশ্বাসের স্কিনে সহ্য হতো না। স্পিরিট গাম লাগালেই ঘা হয়ে যেত। শুকোপটি দিয়ে ছবি বিশ্বাসের গোঁফ আঁটা হতো। ছবি বিশ্বাস সেই সময়ে সিনে যাওয়ার আগে গোঁফটি লাগাতেন, সিন থেকে বেরিয়ে এসেই গোঁফটি খুলে ফেলতেন। গোঁফটি হাতে আটকে রাখতেন। অনেকদিন দেবনারায়ণ গুপ্ত তাঁকে সতর্ক করেছেন, ‘দাদা গোঁফ সাবধান।’ ছবি বিশ্বাস হেসে বলতেন, ‘নিশ্চয়ই, ও কী ভুল হবার জো আছে ভাই?’ তারপরেই সুকুমার রায়ের কবিতার দু’লাইন আবৃত্তি করে বলতেন; ‘গোঁফের আমি, গোঁফের তুমি গোঁফ দিয়ে যায় চেনা।’
‘ডাকবাংলো’ নাটকের শততম অভিনয় রজনী অতিক্রান্ত হয়েছে। একদিন দেবনারায়ণবাবু উইংস-এর ধারে এসে দেখেন ছবি বিশ্বাস স্টেজে পার্ট করে চলেছেন কিন্তু গোঁফটি হাতে আটকানো আছে। সিনটি শেষ হলে দেবনারায়ণবাবু ছবি বিশ্বাসকে জিজ্ঞাসা করলেন, ‘দাদা আপনার গোঁফ?’ ছবি বিশ্বাস তৎক্ষণাৎ গোঁফে হাত দিলেন। তারপর নিজের হাতের দিকে চেয়ে দেখেলেন গোঁফটি হাতেই রয়েছে। আঁটা হয়নি। অবাক হয়ে বললেন, ‘এবার কী হবে?’ দেবনারায়ণবাবু বললেন, ‘কী আর হবে? পরের সিনে গোঁফটা এঁটে নেবেন।’ ছবি বিশ্বাস বললেন, ‘দর্শকেরা কী মনে করবে?’ দেবনারায়ণ আশ্বস্ত করে বললেন, ‘মনে করলে সিনেই মনে করত। এতক্ষণে দর্শকদের মধ্যে থেকে গুঞ্জন শোনা যেত। তা যখন হয়নি, তাতে এটাই প্রমাণিত যে দর্শকেরা ছবি বিশ্বাসের অভিনয়টাই দেখতে এসেছেন, মেকআপ দেখতে আসেননি।’
ছবি বিশ্বাস বললেন, ‘বলছিস? তা’হলে এক কাজ কর ভাই, পরের দিন থেকে গোঁফটাও বাদ দিয়ে দে।’
দেবনারায়ণ বললেন, ‘তাই হবে। দরকার নেই ঝামেলার।’
সেদিনের মতো অভিনয় শেষ হলে ছবি বিশ্বাসের ঘরের ড্রেসার কাগজের একটা মোড়ক দেবনারায়ণ গুপ্তের হাতে তুলে দিলেন আর বললেন, ‘ছবিবাবু এটা পাঠিয়েছেন।’ খুলে দেবনারায়ণবাবু দেখলেন, ‘বিশ্বেশ্বরের গোঁফ। আর তার সঙ্গে এক টুকরে কাগজে, ভুরু, পেনসিল দিয়ে ছবি বিশ্বাসের লেখা; ‘ঝামেলা ফেরত দিলাম, প্রাপ্তি সংবাদ দিস। ইতি—তোর ছবিদা।’ এই হলেন ছবি বিশ্বাস। এই ‘স্টার থিয়েটারের পর পর নাটকগুলিতে তিনি অভিনয় করলেন। সেই তালিকায় আছে পরমারাধ্য শ্রীশ্রী রামকৃষ্ণ, শ্রেয়সী নাটকগুলি। মারা যাওয়ার সময়েও তিনি স্টার থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। সেটি সুবোধ ঘোষের লেখা ‘শ্রেয়সী’ উপন্যাসের নাট্যরূপ। তারও নির্দেশক ছিলেন দেবনারায়ণ গুপ্ত। ১৯৬০ সালের ১১ আগস্ট ‘শ্রেয়সী’র প্রথম অভিনয়, নায়িকা যদিও সাবিত্রী চট্টোপাধ্যায়, তবে এই নাটকেই প্রথম অভিনয় করতে এলেন লিলি চক্রবর্তী। লিলি চক্রবর্তীর বাবার চরিত্রে ছিলেন ছবি বিশ্বাস। চরিত্রের নাম সাধন চৌধুরী।
শিশির কুমার ভাদুড়ির কাছে অভিনয় শিক্ষালাভের সুযোগ ছবি বিশ্বাসের কোনওদিন ঘটেনি। তবে নিজেকে তিনি শিশির কুমারের একলব্য শিষ্যরূপে উল্লেখ করতেন। শ্রীরঙ্গম মঞ্চে (পরে যেটির নাম হয় বিশ্বরূপা থিয়েটার, যার ঠিকানা ২বি, রাজা রাজকৃষ্ণ স্ট্রিট, কলিকাতা-৬) শিশির কুমারের দুর্দিনে প্রায় বিনা পারিশ্রমিকে সেখানে অভিনয় করবার জন্য এগিয়ে এসেছিলেন ছবি বিশ্বাস, অন্যত্র মোটা টাকার প্রস্তাব ছেড়ে দিয়ে। এই মঞ্চেই শিশিরকুমারের সঙ্গে ‘আলমগির’ নাটকে ‘রাজ সিংহ’ চরিত্রে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে আছে। ‘সঙ্গীত নাটক আকাদেমি’ তাঁকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান দেয়, ১৯৫৯ সালে। কলকাতার বিভিন্ন পেশাদারি মঞ্চেও একটানা ১৯৩৮ থেকে ১৯৫০ সাল পর্যন্ত অভিনয় করেন। স্বাস্থ্যের কারণে মঞ্চাভিনয় থেকে তিনি বিরত থাকেন। পরে আবার স্টার থিয়েটারে যোগ দেন ১৯৫৯ সালে ‘ডাকবাংলো’ নাটকের মধ্য দিয়ে। ‘দুই পুরুষ’ নাটকে নুটুবিহারী তাঁর এক স্মরণীয় নাট্যাভিনয়। সপরিবারে দেশের বাড়িতে যাবার পথে এক মোটর দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় (১৯৬২ সালের ১১ জুন)। পরে স্টার থিয়েটারে এক স্মরণ সন্ধ্যায় ‘দুই পুরুষ’-এর লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর শ্রদ্ধাঞ্জলিতে অকপটে স্বীকার করেছিলেন যে তিনি ছবি বিশ্বাসকে শ্রদ্ধা জানাতে আসেননি শুধু, এসেছেন নুটুবিহারীকে শ্রদ্ধা জানাতে। লেখকের দৃষ্টিতে তাঁর সৃষ্ট চরিত্র ও শিল্পী একাকার হয়ে গেছেন।
17th  August, 2019
রাজনীতি, মূল্যবোধ পেশ হল হাসির মোড়কে 

বৃক্ক, অর্থাৎ কিডনি। মানবশরীরের একজোড়া গুরুত্বপূর্ণ অঙ্গ। এই কিডনিকে কেন্দ্রে রেখে সামাজিক ক্ষয়িষ্ণুতা, মূল্যবোধ এবং সম্পর্কের প্রেক্ষাপটে এক মজার নাটক ‘বিষবৃক্ক’। ‘সমকালীন সংস্কৃতি’র নতুন প্রযোজনা।   বিশদ

07th  September, 2019
যাত্রায় নতুন প্রজন্ম তৈরি করেছিলেন মোহিত বিশ্বাস 

যাত্রা ছিল তাঁর কাছে ধর্মের মতো। লিখেছেন সন্দীপন বিশ্বাস  বিশদ

07th  September, 2019
রাষ্ট্রের স্বৈরাচার, ট্রাম্পের অভিবাসন নীতি,
নাগরিকপঞ্জি, সর্বোপরি নারীমুক্তি এককথায় মেদেয়া 

৪৩১ খ্রিষ্ট পূর্বাব্দে ইউরিপিডিস ‘মেদেয়া’র নাট্যরূপ দিয়েছিলেন। মেদেয়া এমন এক নারী, যে পুরুযাশিত সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য কখনও সমাজের বিরুদ্ধাচারণ করেছে, কখনও নিজের স্বার্থসিদ্ধির জন্য হত্যা করতে পিছপা হয়নি। তার বিরুদ্ধে কোনও অন্যায় সহজে মেনে নেয়নি।  
বিশদ

31st  August, 2019
শেক্সপিয়র থিয়েটার ফেস্টিভ্যাল 

আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলামন্দির প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে গুঞ্জন’স শেক্সপিয়র থিয়েটার ফেস্টিভ্যাল। প্রথমদিন সন্ধে সাতটার সময়ে মঞ্চস্থ হবে ‘ম্যাকবেথ’।
পরদিন সন্ধে ছ’টায় ‘অ্যাজ ইউ লাইট ইট’।  
বিশদ

31st  August, 2019
কুড়ি কুড়ি বছরের পার 

কুড়ি সংখ্যাটা কিছু কিছু ক্ষেত্রে অনেক কম শোনায়, আবার কিছু ক্ষেত্রে অনেক বেশি।একটা ছেলে বা মেয়ের বয়স যদি কুড়ি বলা হয় তো আমরা তাকে নেহাত কমবয়সীই বলি, কিন্তু যখন একটা নাট্যদলের বয়স কুড়ি বলি, কী অদ্ভুতভাবে একটা যাপন ভেসে ওঠে চোখের সামনে।  
বিশদ

31st  August, 2019
মঞ্চেই ভ্যানিশ অভিনেতা, কখনও শূন্যে ভাসমান 

এতদিন সিনেমার পর্দায় দর্শক দেখে এসেছে স্পেশাল এফেক্টস। অভিনেতা, অভিনেত্রীরা ভ্যানিশ হয়ে যাচ্ছে, শূন্যে উঠে ভেসে বেড়াচ্ছে এসব দৃশ্য সিনেমায় জলভাত। কিন্তু মঞ্চে, নাটকে এসব দৃশ্য দেখানো মোটেই সহজ নয়।  
বিশদ

31st  August, 2019
স্টার থিয়েটারই ছিল
তাঁর কাছে তীর্থক্ষেত্র 

বিখ্যাত নট তুলসী চক্রবর্তীকে নিয়ে কলম ধরলেন ডঃ শঙ্কর ঘোষ। 

জ্যাঠামশাইয়ের হাত ধরে যে বালকটি একদা ঢুকেছিল থিয়েটার পাড়ায়, পরবর্তীকালে সেই বালকই হয়ে উঠল এক স্বনামধন্য অভিনেতা। থিয়েটার পাড়ার সেই শিল্পী তুলসী চক্রবর্তীর কথা শোনাব আজ।
বিশদ

31st  August, 2019
বিল্বমঙ্গল কাব্য

এক বারবণিতার প্রেমে পড়ল এক এক যুবক। এ গল্প নিয়ে অসংখ্যবার অসংখ্য নাটক, সিনেমা তৈরি হয়েছে। কিন্তু তা সত্তেও এই বিষয়টি এখনও সময়োপযোগী। বিশেষত আজকের এই গভীরতাহীন সম্পর্কের যুগে দাঁড়িয়ে। যে যুগে সম্পর্ক ক্ষণস্থায়ী। সম্পর্ক দায়িত্বহীন। সম্পর্ক ভঙ্গুর।
বিশদ

24th  August, 2019
জলপাইগুড়ি দর্পণের নাট্যোৎসব

 আমাদের রাজ্যে নাট্যচর্চার ইতিহাসে কলকাতা বাদে যেসব জেলা শহরগুলি অগ্রগণ্য তার মধ্যে অন্যতম হচ্ছে জলপাইগুড়ি। এই অঞ্চলে শুধু মাত্র মহিলারাই ‘দর্পণ নাট্যগোষ্ঠী’ নামে একটি নাটকের দল তৈরি করে ফেলেছেন। এমনটা চট করে কোথাও দেখা যায় না আজকাল। সেই ২০০৭ সাল থেকে দলটি সিরিয়াস নাটকের চর্চা করে যাচ্ছে।
বিশদ

24th  August, 2019
পালা দৃশ্যকাব্যের
শিশু-কিশোর নাট্যমেলা

 ‘পালা দৃশ্যকাব্য’ উলুবেড়িয়া অঞ্চলের অত্যন্ত পরিচিত একটি নাটকের পত্রিকা। তবে শুধুমাত্র পত্রিকা প্রকাশেই এঁদের কর্মকাণ্ড থেমে নেই। নাট্য প্রযোজনা, নাট্য প্রতিযোগিতা, কর্মশালা থেকে শুরু করে নাটক বিষয়ক নানা কাজে এঁরা নিজেদের জড়িয়ে রেখেছেন।
বিশদ

24th  August, 2019
সমাজকে বার্তা দিতে দুই মজার নাটক

থ্যালাসেমিয়ার মতো দুরারোগ্য ব্যাধি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আবেদন জানাল বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমি। সম্প্রতি তাদের নাটক ‘কাগজের বিয়ে’র মধ্যে দিয়ে। নাটকটি মঞ্চস্থ হল গিরিশ মঞ্চে। কমেডির মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বার্তা সুন্দরভাবে পৌঁছে দেওয়া হয় নাটকে।
বিশদ

24th  August, 2019
 স্বপ্ন দেখতেন নিজেদের একটা মঞ্চ হবে

গত ২২ আগস্ট ছিল প্রবাদপ্রতীম অভিনেতা শম্ভু মিত্রর ১০৫তম জন্মদিন। সেই উপলক্ষে দীর্ঘদিন তাঁকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা পাঠকদের সঙ্গে ভাগ করে নিলেন প্রকাশ ভট্টাচার্য।
বিশদ

24th  August, 2019
নর্দার্ন অ্যাভেনিউ পুতুল গোষ্ঠীর পুতুল নাটক

 সম্প্রতি পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হল নর্দার্ন এভিনিউ পুতুল গোষ্ঠীর পুতুল নাটকের এক বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে রুদ্রাণী পালের সঙ্গীত পরিচালনায় পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত ‘আলোকের এই ঝর্ণা ধারায়’ গানটি। এদিনের অনুষ্ঠানে প্রথম নাটকটি ছিল নর্দার্ন এভিনিউ পুতুল গোষ্ঠীর পরিবেশনায় ডেঙ্গু নিয়ে পুতুল নাটক।
বিশদ

17th  August, 2019
কমেডির মোড়কে ভূতদর্শন

সুপারন্যাচারাল বিষয়টি কী? আদৌ কি এর কোনও অস্তিত্ব আছে? এই বিষয়টি নিয়ে একই কলেজের দুই অধ্যাপক মহেশ মিত্র ও হরিনাথ কুণ্ডু সবসময় তর্ক-বিতর্ক করে। তাঁরা দু’জনে দু’রকম দৃষ্টিভঙ্গিতে দেখে বিষয়টিকে। সেইমতো তার ব্যাখ্যাও দেন।
বিশদ

17th  August, 2019

Pages: 12345

একনজরে
 ওয়াশিংটন, ৮ নভেম্বর (পিটিআই): আগামী সপ্তাহেই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। এই সফরকে তাঁদের অগ্রাধিকারের জায়গা বলেই দাবি করেছে পেন্টাগন। ...

বিএনএ, বহরমপুর: মুর্শিদাবাদে বিজেপির মণ্ডল কমিটি গঠন নিয়ে নব্য ও আদিদের মধ্যে কোন্দল তুঙ্গে উঠেছে। দ্বন্দ্বের কারণে তারা বহরমপুর উত্তর এবং দক্ষিণ মণ্ডল কমিটির সভাপতির নাম চূড়ান্ত করতে পারেনি।  ...

সংবাদদাতা, বিষ্ণুপুর: ৬৫তম স্কুল গেমসে যোগাসনে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সোনা পেল কোতুলপুরের সাত্ত্বিক ভট্টাচার্য ও বিপ্রতীপ বন্দ্যোপাধ্যায়। সাত্ত্বিক অনূর্ধ্ব ১৭ এবং বিপ্রতীপ অনূর্ধ্ব ১৪ বিভাগে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।  ...

 নয়াদিল্লি, ৮ নভেম্বর (পিটিআই): আর্থিক বৃদ্ধির পূর্বাভাস নিয়ে আগেই অশনি সঙ্কেট শুনিয়েছিল আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্বব্যাঙ্ক। এবার আর্থিক মন্দা থাবা বসাল ভারতের আন্তর্জাতিক রেটিংয়ে। রেটিং প্রদানকারী সংস্থা মুডিজ দেশের রেটিং স্থিতিশীল (স্টেবল) থেকে কমিয়ে নেতিবাচক (নেগেটিভ) করে দিল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

নতুন কোনও কর্ম পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। লটারি বা ফাটকায় প্রাপ্তি যোগ। খেলাধূলায় কৃতিত্ব। বাক্যে ও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৫৮: স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের জন্ম
১৮৬২: মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের মৃত্যু
১৮৬৭: বিজ্ঞানী মেরি কুরির জন্ম
১৮৮৮: নোবেলজয়ী বিজ্ঞানী চন্দ্রশেখর বেঙ্কটরমনের জন্ম
১৯২৩: সাহিত্যিক ও সমাজসেবী অশ্বিনীকুমার দত্তের মৃত্যু
১৯৫৪: অভিনেতা কমল হাসানের জন্ম
১৯৭১: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জন্ম
১৯৭৯: অভিনেত্রী রাইমা সেনের জন্ম

07th  November, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৯ টাকা ৭২.০৯ টাকা
পাউন্ড ৮৯.৬৮ টাকা ৯২.৯২ টাকা
ইউরো ৭৭.২৫ টাকা ৮০.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৫৯০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৬১০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,১৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২২ কার্তিক ১৪২৬, ৯ নভেম্বর ২০১৯, শনিবার, দ্বাদশী ২২/৬ দিবা ২/৪০। উত্তরভাদ্রপদ ২২/৪৬ দিবা ২/৫৬। সূ উ ৫/৪৯/২, অ ৪/৫১/৫৪, অমৃতযোগ দিবা ৬/৩৩ মধ্যে পুনঃ ৭/১৭ গতে ৯/৩০ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ২/৩৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৮ গতে ২/২২ মধ্যে, বারবেলা ৭/১২ মধ্যে পুনঃ ১২/৪৩ গতে ২/৬ মধ্যে পুনঃ ৩/২৯ গতে অস্তাবধি, কালরাত্রি ৬/২৯ মধ্যে পুনঃ ৪/১২ গতে উদয়াবধি।
২২ কার্তিক ১৪২৬, ৯ নভেম্বর ২০১৯, শনিবার, দ্বাদশী ২১/১২/৩৯ দিবা ২/১৯/৫। উত্তরভাদ্রপদ ২৪/২৩/৮ দিবা ৩/৩৫/১৬, সূ উ ৫/৫০/১, অ ৪/৫২/৪৩, অমৃতযোগ দিবা ৬/৪৫ মধ্যে ও ৭/২৮ গতে ৯/৩৬ মধ্যে ও ১১/৪৫ গতে ২/৩৭ মধ্যে ও ৩/২০ গতে ৪/৫৩ মধ্যে এবং রাত্রি ১২/৪৩ গতে ২/২৯ মধ্যে, বারবেলা ১২/৪৪/১৩ গতে ২/৭/৩ মধ্যে, কালবেলা ৭/১২/৫১ মধ্যে ও ৩/২৯/৫৩ গতে ৪/৫২/৪৩ মধ্যে, কালরাত্রি ৬/২৯/৫৩ মধ্যে ও ৪/১২/৫১ গতে ৫/৫০/৪০ মধ্যে।
১১ রবিয়ল আউয়ল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: লটারি বা ফাটকায় প্রাপ্তি যোগ। বৃষ: কর্মে পদোন্নতির সম্ভাবনা। মিথুন: অর্থপ্রাপ্তির ...বিশদ

07:11:04 PM

আজ বিমানবন্দর থেকে বিশেষ বাস পরিষেবা

 বুলবুলের জেরে বন্ধ কলকাতা বিমানবন্দর। তাই বিমানবন্দরে থাকা যাত্রীদের ফেরাতে ...বিশদ

07:36:49 PM

সাগরে আছড়ে পড়ল বুলবুল 
সাগরদ্বীপে ঘণ্টায় ১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল। এর ...বিশদ

06:45:00 PM

আদালতের রায় খোলা মনে স্বীকার করেছে দেশ: মোদি 

06:12:01 PM

ভবিষ্যতের জন্য কাজ করতে হবে: মোদি 

06:12:00 PM

আসুন সবাই মিলে নতুন ভারত নির্মাণ করি: মোদি 

06:12:00 PM