Bartaman Patrika
আমরা মেয়েরা
 

ভরসা যখন হোমিওপ্যাথি

হোমিওপ্যাথিতে পারিবারিক ঐতিহ্য বহন করে চলেছেন প্রবাদপ্রতিম চিকিৎসক পি ব্যানার্জির পৌত্রী ডাঃ ইশা ব্যানার্জি।

হোমিওপ্যাথি ঘিরে অনেক মিথ। কারও বিশ্বাস সব সারিয়ে তোলা সম্ভব এই চিকিৎসায়। আবার কেউ ভাবেন, এর মধ্যে বিজ্ঞানসম্মত কিছু নেই। ডাঃ প্রশান্ত ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ  ক্লিনিক (পিবিএইচআরসি)-এর বর্তমান ডিরেক্টর হোমিওপ্যাথি চিকিৎসক ইশা ব্যানার্জি। তাঁর দাদু ছিলেন ডাঃ প্রশান্ত ব্যানার্জি। প্রথমে দাদু ও পরে বাবা, দু’জনের কাছ থেকেই তিনি পেয়েছেন হাতেকলমে শিক্ষা। তারপর ২৩ বছর বয়স থেকে ইশা প্র্যাকটিস শুরু করেন। হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে ঐতিহ্য হয়ে জড়িয়ে আছে তাঁর পরিবারের নামটি। সেই কথাটি মনে রেখে পথচলা শুরু করেন ইশা। প্রথমে ডাঃ প্রশান্ত ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ ফাউন্ডেশন (পিবিএইচআরএফ)-এর ট্রাস্টি হন ২০১৯ সালে। আর ২০২২-এ ম্যানেজিং ট্রাস্টি। এখন ইশার পরিচালনায় পিবিএইচআরসি-তে দৈনিক ৪০০-৫০০ রোগীর চিকিৎসা করা হয়। এই রোগীদের কাছ থেকে কনসাল্টেশন ফি নেওয়া হয় না। স্বাস্থ্য পরিষেবা যাতে সহজে মানুষের কাছে পৌঁছয়, সেই লক্ষ্যেই কাজ এগতে আগ্রহী ইশা। এই উদ্যোগের অংশ হিসেবে সুন্দরবনের সোনাখালিতে পিবিএইচআরসি-র শাখা খুলেছে গত বছর। আরও বেশি মানুষ যাতে হোমিও চিকিৎসার সুযোগ নিয়ে উপকৃত হন, তার জন্য সবসময় সক্রিয় তিনি। ইতিমধ্যে বর্ধমান, কার্মাটাঁর, দুর্গাপুর, এবং কলকাতাতেও ২০টি ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে প্রান্তিক মানুষদের জন্য। এছাড়াও দরিদ্র ও  বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বার্ষিক দিন পালন করা হয় সংস্থার তরফে। 
ইশা বলেন, ‘বিষয়টাকে আমরা বিজ্ঞানসম্মত ভাবেই দেখি। সব কিছু সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আমরা কখনও দিই না। কিন্তু হোমিওপ্যাথি ওষুধে রিলিফ হয় অনেকটাই। অ্যালোপ্যাথির সঙ্গে মিলেই আমরা কাজ করতে পারি। আমরা কোনও রোগীকে বলি না, যে শুধুই হোমিওপ্যাথি খান, প্রয়োজন পড়লেও অ্যালোপ্যাথি খাবেন না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরাও সেভাবে কাজ করি।’
হোমিওপ্যাথির প্রতি ভরসা কীভাবে অটুট রয়েছে মানুষের? ইশার বক্তব্য, ‘হোমিওপ্যাথির এমন অনেক গুণ আছে যা অ্যালোপ্যাথির নেই। যেমন আমাদের ওষুধে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। বলা ভালো এই ওষুধ আপনার কোনও ক্ষতি অন্তত করবে না। বরং রিলিফ-এর সন্ধান দেবে। অনেক রোগী জানতে চান, পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বা এতে কোনও ক্ষতি হবে কি না? সবচেয়ে বড় ক্ষতি যদি কিছু হয়, তাহলে বলার যে এটা হয়তো কোনও কাজই করবে না। তার বেশি কিছু হবে না। সেক্ষেত্রে আপনি রিলিফ পাবেন না। কিন্তু ক্ষতিও হবে না।’
তাঁদের ক্লিনিকে প্রচুর রোগী আসেন। কোনও বিজ্ঞাপন নয়, মানুষের মুখে মুখেই প্রচারের সুবাদে। অনেকরকম মেডিক্যাল কেস রয়েছে যেখানে পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার উদাহরণ রয়েছে। মহিলাদের পিসিওডি (পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ), অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডার ইত্যাদি নানা সমস্যায় অনেক ক্ষেত্রেই যেখানে জটিলতা অস্ত্রোপচার অবধি গড়ায় না, সেখানে হোমিও ওষুধে রোগ নিয়ন্ত্রণ অনেকটা সম্ভব। ইশা বলছেন, এই যুগের জনে জনে যে সমস্যা হচ্ছে, তা হল ফ্যাটি লিভার। হোমিওপ্যাথিতে এর জন্য খুব ভালো ওষুধ রয়েছে। বাঙালিদের চিরকালীন সমস্যা গ্যাস, বদহজম, গ্যাসট্রাইটিস। এতেও খুব কাজ দেয় হোমিওপ্যাথি।
এই চিকিৎসায় অনেক বেশি সময় লাগে, এই অভিযোগও তো করেন কেউ কেউ? ইশা বলেন, ‘আমার এটা মনে হয় না, কারণ রোগের পরিস্থিতির উপরে বিষয়টা নির্ভর করে। খুব সিরিয়াস কোনও রোগ, অনেক দিন ধরে ভুগছেন, এমন যদি কিছু হয় তাহলে সেটা যেতে সময় তো লাগবেই। মাথাব্যথা, সর্দি কাশি জ্বর ইত্যাদি বরং অনেক দ্রুত সেরে যায় হোমিওপ্যাথি করালে। কোথাও ব্যথা পেলে, অ্যালার্জি থাকলে বাচ্চাদের জন্য হোমিওপ্যাথি খুব ভালো। অনেক বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেও সাহায্য করে হোমিওপ্যাথি। অ্যালার্জির ক্ষেত্রে দু’তিন মাসে সর্দি কাশি লাগার ধাতটাই অনেক কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে সময় লাগে কারণ রোগের একেবারে মূল পর্যন্ত পৌঁছে সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়।’ 
টানা চিকিৎসার পর রোগ কমে গেল। কিন্তু আবার বছর কয়েক পরে ফিরে এল, এমন কী হয়? ‘রোগের উপরেই সেটা নির্ভর করে। যেমন পাইলস বা অর্শের সমস্যা। এতে অপারেশন করার কথাই বলেন ডাক্তারবাবুরা। কিন্তু তাঁরা এটাও বলেন যে পাইলস ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি।’ ইশার কথায়, ‘অর্শের ক্ষেত্রে আবার হোমিওপ্যাথি করালে এই রোগের প্রকোপ অনেকটা কমানো যায়। ওষুধ নিয়মিত খেলে ফিরে আসার সম্ভাবনাও কমে।’ 
এই চিকিৎসায় আগ্রহ কি পরিবারের কারণেই? ‘আমার দাদু এবং বাবা যখন চিকিৎসা করতেন, আমি সেখানে বসতাম। আট বছর বয়স থেকে দেখেছি তাঁদের চিকিৎসা পদ্ধতি। সেকেন্ডহ্যান্ড জ্ঞান তাই ভালোই পেয়েছি বলা চলে! অভিজ্ঞতালব্ধ চিকিৎসা পদ্ধতি অনেক কাজে দেয়। দাদু বলতেন, হোমিওপ্যাথি চিকিৎসায় রোগ ফিরে আসার সম্ভাবনা অনেকাংশে কম। সার্জারি করেও অনেক কিছু আবার ফিরে আসে।’
সুন্দরবনে এখন কাজ করছে পিবিএইচআরসি। ইশা জানালেন, সেখানে সেবাই লক্ষ্য। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার ফলে তাঁরও জ্ঞান বাড়ছে। ওখানকার মানুষের গা-হাত পা ব্যথা একটা বড় সমস্যা। আমাদের ওষুধ ভালো কাজ করছে ওই রোগীদের উপরে। আগে ওই এলাকার বাসিন্দারা অনেক বেশি পেনকিলার খেতেন। এখন কিন্তু তাঁদের আর পেনকিলার লাগছে না। আর পেনকিলার খেতে খেতে ওদের বয়সকালে কিডনির সমস্যা হতো। সেটাই কমানোর চেষ্টা করছি আমরা।’   
অন্বেষা দত্ত
23rd  November, 2024
কাশ্মীরের পথে বাঙালি কন্যের দোকান

দুধপথরির একমাত্র বাঙালি মহিলা দোকানদারের দিনযাপনের গল্প।
  বিশদ

30th  November, 2024
বাড়িতে আপনার শিশু নিরাপদ তো!

বাচ্চার উপর শারীরিক বা মানসিক নির্যাতন হলে বাবা মা কীভাবে আইনি সাহায্য পেতে পারেন? পরামর্শ দিলেন বিশেষজ্ঞ আইনজীবী সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। বিশদ

30th  November, 2024
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে মহিলা এসপিজি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাঁটছেন। পিছনে ছায়ার মতো এক মহিলা কমান্ডো। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ওই মহিলা। এমন একটি ছবি সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসলে কোনও পেশাতেই যে মেয়েরা আজ পিছিয়ে নেই, এই ছবি তারই প্রমাণ। বিশদ

30th  November, 2024
সুন্দরবনে অসহায় মহিলাদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা

২০২০ সাল। কোভিড রোগে আক্রন্ত গোটা পৃথিবী। মৃত্যুর সংখ্যা বাড়ছে দিনদিন। লোকজনকে গৃহবন্দি করতে না পারলে মৃত্যু রোধ করা অসম্ভব।  শুরু হল লকডাউন। গোদের উপর বিষফোঁড়ার মতো তার মধ্যেই আমাদের রাজ্যে আছড়ে পড়ল সাইক্লোন উমপুন। বিশদ

30th  November, 2024
আলাদা বেডরুম চাই হোয়াইট হাউসে

দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হয়ে বিশ্ব-রাজনীতিতে যতই হইচই ফেলে দিন ডোনাল্ড ট্রাম্প, ঘরের অন্দরে তাঁকে নিয়ে কিন্তু হেলদোল নেই ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। নির্বাচনে জয়ী হওয়ার পরে স্বামীর পাশে দাঁড়িয়ে হাসিমুখে মেলানিয়াকে দেখা গিয়েছিল ঠিকই। বিশদ

30th  November, 2024
শিশু মিথ্যে বলে? কীভাবে সামলাবেন
 

শৌর্যর স্কুলে আজ গার্জেন কল হয়ছিল। সেখান থেকে ফেরা ইস্তক মা-বাবার কাছে বকুনি খেয়েই যাচ্ছে বেচারা! স্কুলে ভুল বা দোষ করে ফেললে আন্টিদের কাছে মিথ্যে বলছে সে। বাড়িতেও কারণে অকারণে মিথ্যে বলে ফেলছে মাঝেমধ্যেই। এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ওর মা-বাবার।  বিশদ

23rd  November, 2024
‘বাড়িতে বিয়ের কথা চলছে নাকি?’  প্রশ্ন করে নিন্দার মুখে ভারতীয় সংস্থা

‘বয়স কত? বিয়ে করার পরিকল্পনা চলছে নাকি?’ নিছক আড্ডাছলে দুই বন্ধু বা সহকর্মীর করা প্রশ্ন নয়। বরং এই প্রশ্নের মুখোমুখি হতে হল চাকরির ইন্টারভিউয়ে। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ব্রিটেনে বসবাসকারী ভারতীয় তরুণী জাহ্নবী জৈন। বিশদ

23rd  November, 2024
হঠাৎ দেখা

তাঁরা দু’জনেই স্পেশাল। দু’জনেরই নাম রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। সকলকে ছাড়িয়ে একজনের মাথা আকাশে উঁকি মারে। তিনি রুমেসা গেলিগো। বিশ্বের সবথেকে লম্বা মহিলা। অন্যজন যেন মাটির সঙ্গে কথা বলেন। জ্যোতি আমগে, বিশ্বের সবথেকে বেঁটে মহিলা। বিশদ

23rd  November, 2024
নারীচালিত প্রকল্প প্লাস্টিক ব্যাঙ্ক

প্লাস্টিক বর্জন এখন সারা পৃথিবী জুড়েই এক বড় প্রকল্প। ক্রমশ তার বিভিন্ন উপায় তৈরি করা হচ্ছে। প্লাস্টিক বর্জন জোরদার করতে এক অভিনব প্রয়াস নিয়েছে হৃষীকেশ পুরসভা। ‘প্লাস্টিক ব্যাঙ্ক’ চালু হয়েছে এই তীর্থক্ষেত্রে। এই বিষয়ে উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, আজও ভারতবাসী তীর্থের টানে এক জায়গা থেকে অন্যত্র যান। বিশদ

23rd  November, 2024
পরিবেশ রক্ষা নিয়ে কারও মাথাব্যথা নেই

‘সবুজের বড়ই দৈন্য, ইট পাথরের জঙ্গলে হারিয়েছে সে হরিৎ তরুণ বর্ণ!’ বিশ্ব উষ্ণায়নের ইঙ্গিত আগেই পেয়েছি, কিন্তু তার গভীরে প্রবেশ করার মাথাব্যথা নেই কারও। শহর উইকেন্ডে বলে গ্ৰামে চলো। শহরকে ভালোবেসে বসবাসের উপযুক্ত করে তোলার ইচ্ছে বা তাগিদ  শহরবাসীর নেই। ‘
বিশদ

16th  November, 2024
শিকারি নূরজাহান

মোগল ইতিহাসের অনেকটা অংশ জুড়ে রয়েছে জাহাঙ্গির আর নূরজাহানের কাহিনি। বিলাসী সম্রাট জাহাঙ্গীর প্রথম জীবনে আকবরের হারেমের নর্তকী আনারকলিকে ভালোবেসে নির্বাসিত হয়েছিলেন লাহোরে। ইতিহাস বলছে, সেখানেই মির্জা গিয়াস বেগের কন্যা মেহেরুন্নিসার প্রেমে পড়েন যুবরাজ সেলিম। আকবর সেই প্রেমকে মান্যতা দেননি।
বিশদ

16th  November, 2024
আটলান্টিকে কঠিন রোয়িং চ্যালেঞ্জ

যা কিছু কঠিন, তার প্রতি কিছু মানুষের এক অদম্য আকর্ষণ থাকে। দাঁড় বেয়ে (রোয়িং) আটলান্টিক মহাসাগর পেরিয়ে যাওয়ার সেই কঠিন স্বপ্নই এখন দেখছেন চারজন মহিলা। ইংল্যান্ডের বাসিন্দা ডেবরা কোপে এবং তাঁর তিন বন্ধু কঠিন সেই রোয়িং চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত।
বিশদ

16th  November, 2024
হাসতে পারে যে রোবট!

বন্ধুদের আড্ডায় বা সহকর্মীদের ভিড়ে এমন একটা মজার কথা বললেন, যা শুনে আদৌ কেউ হাসল না! উল্টে ‘ধুর, কীসব বাজে জোক, হাসিই পেল না’ বলে উঠল লোকজন। একটু দুঃখ পেলেন। আপনার বন্ধু বা সহকর্মীরা এই দুঃখ দিলেও দেবে না রোবট! আপনার মজার কথায় বা সম্বোধনের উত্তরে হেসে উঠবে রোবট। 
বিশদ

16th  November, 2024
মহিলাদের জন্য উদ্যোগ

ত্রিপুরা এবং মিজোরামের মহিলা উদ্যোগপতিদের ক্ষমতায়নে যৌথভাবে এগিয়ে এসেছে কলকাতার আমেরিকান সেন্টার এবং স্বেচ্ছাসেবী সংগঠন কনট্যাক্ট বেস। এই সূত্রে গত ১৩-১৪ নভেম্বর আয়োজিত হয়েছিল ‘অ্যাকাডেমি ফর উওম্যান অন্ত্রোপ্রোনর্স’।
বিশদ

16th  November, 2024
একনজরে
বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা ম্যাচের আগে পইপই করে ছেলেদের বলেছিলেন, জিতেই মাঠ ছাড়তে হবে। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য কোনও অঙ্কের অপেক্ষা করা যাবে না। কোচের ...

পশ্চিম হিমালয় এলাকায় যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে তার পরোক্ষ প্রভাব পড়বে রাজ্যে। জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শীতকালে ঝঞ্ঝা সৃষ্টি হলে উত্তুরে হাওয়া সাময়িকভাবে দুর্বল হয়ে যায়। তাতে তাপমাত্রা বাড়ে। ...

গত বুধবার রাতে ডানকুনির রামকৃষ্ণপাড়া এলাকা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিস। মৃতের নাম শুকুর আলি (৪০)। তাঁর বাড়ি চণ্ডীতলার কুমিরমোড়ায়। ...

অণ্ডাল থানার মধুজোর কোলিয়ারিতে পরিত্যক্ত আবাসনে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের নোটিস দিল ইসিএল কর্তৃপক্ষ। ফলে প্রায় ৮০টি পরিবার বিপাকে পড়েছে। ওই পরিবারগুলি বৃহস্পতিবার দক্ষিণখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে পুনর্বাসনের দাবি করেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস
বিশ্ব মাটি দিবস
১৩৬০: ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়
১৭৬৬: লন্ডনে প্রথম নিলাম ডাক শুরু হয়
১৮৫৪: রিভলবিং থিয়েটার চেয়ারের পেটেন্ট করেন অ্যারোন অ্যালেন
১৮৭৯: স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্রথম পেটেন্ট হয়
১৯০১: মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক ও কাহিনীকার ওয়াল্ট ডিজনির জন্ম
১৯১১: প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায়ের জন্ম
১৯১৩: বাঙালি চিত্রশিল্পী গোপাল ঘোষের জন্ম
১৯২৪: গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার জন্ম
১৯৩২: অভিনেত্রী নাদিরার জন্ম
১৯৩৫: কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়
১৯৩৯: অভিনেত্রী বাসবী নন্দীর জন্ম
১৯৪০: সঙ্গীত শিল্পী গুলাম আলির জন্ম
১৯৪৩: জাপানী বোমারু বিমান কলকাতায় বোমা বর্ষণ করে
১৯৫০: বিপ্লবী, দার্শনিক ও আধ্যাত্মসাধক ঋষি অরবিন্দের প্রয়াণ
১৯৫১: শিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘‘বাংলাদেশ ”
১৯৮৫: ক্রিকেটার শিখর ধাওয়ানের জন্ম
১৯৮৬:  ভারতের ভৌত রসায়ন বিজ্ঞানের পথিকৃৎ ড. নীলরতন ধরের মৃত্যু
১৯৯৩: বিশিষ্ট বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার  সত্য চৌধুরীর মৃত্যু
১৯৯৯: যানজট এড়াতে ব্যাংককে আকাশ ট্রেন সার্ভিস চালু
১৯৯৯: মিস ওয়ার্ল্ড হলেন যুক্তামুখী
২০১৩: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যু

05th  December, 2024


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৮৮ টাকা ৮৫.৬২ টাকা
পাউন্ড ১০৫.৩৯ টাকা ১০৯.১২ টাকা
ইউরো ৮৭.২৫ টাকা ৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  December, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৪০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৮০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৩,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯০,৩৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯০,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  December, 2024

দিন পঞ্জিকা

২০ অগ্রহায়ণ, ১৪৩১, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪। পঞ্চমী ১৫/৩ দিবা ১২/৮। শ্রবণা নক্ষত্র ২৮/০ সন্ধ্যা ৫/১৯। সূর্যোদয় ৬/৭/২২, সূর্যাস্ত ৪/৪৭/৫৮। অমৃতযোগ প্রাতঃ ৬/৫১ মধ্যে পুনঃ ৭/৩৩ গতে ১/৪১ মধ্যে পুনঃ ১১/৪৯ গতে ২/৪০ মধ্যে পুনঃ ৩/২৩ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪১ গতে ৯/১৫ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ৩/২৯ মধ্যে পুনঃ ৪/২২ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪৭ গতে ১১/২৭ মধ্যে। কালরাত্রি ৮/৭ গতে ৯/৪৭ মধ্যে। 
২০ অগ্রহায়ণ, ১৪৩১, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪। পঞ্চমী দিবা ১০/৪৭। শ্রবণা নক্ষত্র সন্ধ্যা ৪/৪৫। সূর্যোদয় ৬/৯, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে ও ৭/৪৬ গতে ৯/৫৩ মধ্যে ও ১২/০ গতে ২/৪৯ মধ্যে ও ৩/৩২ গতে ৪/৪৮ মধ্যে এবং রাত্রি ৫/৫০ গতে ৯/২৫ মধ্যে ও ১২/৬ গতে ৩/৪০ মধ্যে ও ৪/৩৪ গতে ৬/৯ মধ্যে। বারবেলা ৮/৪৯ গতে ১১/২৯ মধ্যে। কালরাত্রি ৮/৯ গতে ৯/৪৯ মধ্যে। 
৩ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
হাওড়ায় বধূকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

11:15:00 PM

দিল্লি বিমান বন্দরে প্রচুর সোনা সহ আটক ১

10:29:00 PM

কর্ণাটকের তালিকোটি তালুকে সড়ক দুর্ঘটনা, মৃত ৫

10:23:00 PM

বারাণসীতে কালভৈরবের মন্দির পরিদর্শনে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

10:14:00 PM

পাঞ্জাবের কালিসান গ্রামে চাষের জমি থেকে ৫৯৯ গ্রাম হেরোইনের প্যাকেট উদ্ধার করল বিএসএফ

09:43:00 PM

পাটনার গান্ধী ময়দানে বইমেলার উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

09:33:00 PM