Bartaman Patrika
আমরা মেয়েরা
 

বাচ্চার মোবাইল নির্ভরতা দূর করবেন কীভাবে?
 

আপনার শিশুর মোবাইল নির্ভরতা কি দিন দিন বেড়ে যাচ্ছে? বারণ করলেই কান্নাকাটি, রাগারাগি। এদিকে এই আসক্তির ফলে মনোযোগের দফারফা। কী করবেন?বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে লিখেছেন কমলিনী চক্রবর্তী।
 
মিতিনের বয়স বারো। ক্লাস সেভেনে পড়ে। ক্রমশ পড়ায় মনোযোগের অভাব ঘটছে তার। কারণটা মুঠোফোন। সারাদিন মোবাইল ফোনে গেম খেলতেই মত্ত সে। মা লক্ষ করে দেখেছেন, যে গেম যত বেশি সময়সাপেক্ষ তাতে ততই মন মিতিনের। বকেঝকে কোনও লাভ হচ্ছে না। মোবাইল অসক্তি দিন দিন বেড়েই যাচ্ছে। 
মোবাইলের প্রতি ভীষণ আসক্ত বুবুলও। তবে গেম নয়, তার ঝোঁক জীবজন্তুর প্রতি। অ্যানিমাল লাইফ সংক্রান্ত সব অনুষ্ঠান, ডকুমেন্টারি ইত্যাদি একেবারে কণ্ঠস্থ তার। এদিকে ইতিহাসের তারিখ মুখস্থ করতে খাবি খায়! বাবা মায়ের বারণ অমান্য করে লুকিয়ে ফোন দেখা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে তার। 
মোবাইল আসক্তি এখন ঘরে ঘরে বাচ্চাদের মধ্যে বাড়ছে। বিহেভিয়ারাল থেরাপিস্ট এবং মনোবিদদের মতে এই যুগে মোবাইল ‘নেসেসারি ইভিল’। অর্থাৎ প্রয়োজনীয় জিনিস অথচ তা মারাত্মক নেতিবাচক।  আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গেলে মোবাইল বা সেই ধরনের বৈদ্যুতিন যন্ত্রের শরণাপন্ন হওয়া ছাড়া আমাদের উপায় থাকে না। অথচ তার লাগামছাড়া ব্যবহারে বাচ্চাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে যায়। তাহলে বাচ্চার মোবাইল আসক্তি দূর করতে বাবা মা কী করবেন?
চাইল্ড সাইকোলজিস্ট রমেশ গোয়েল জানালেন, এই নিয়ে দেশে এবং বিদেশে বিভিন্ন গবেষণা হয়েছে ও হচ্ছে। সেইসব থেকে প্রমাণিত যে, শুধুমাত্র বাচ্চারাই নয়, অনেক বয়স্কও মোবাইলের প্রতি আসক্ত। কিন্তু বয়স্করা পরিণত ও সচেতন। তাই তাঁরা নিজেদের এই অভ্যাস থেকে চাইলে বিরত থাকতে পারেন। বাচ্চাদের সেই ক্ষমতা থাকে না বলেই বিভিন্ন ধরনের ক্ষতি হয়। তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি মনোযোগের অভাব। ব্রেন কোনও একটা জিনিসের উপর বেশিক্ষণ স্থিরভাবে আটকে থাকে না। মনোযোগের স্থায়িত্ব তিরিশ সেকেন্ড থেকে দেড় মিনিটের মধ্যে ঘোরাফেরা করে। এছাড়া চোখেরও প্রচণ্ড ক্ষতি হয়। দৃষ্টি দুর্বল হয়ে যায়, অনেকের অতিরিক্ত মোবাইল বা বৈদ্যুতিন যন্ত্র নির্ভরতার ফলে চোখ খারাপ হয়, চোখ দিয়ে অনবরত জল পড়ে, ড্রাই আই-এর সমস্যা দেখা দেয়। 
এখন প্রশ্ন হল বাচ্চার মোবাইলের প্রতি আসক্তি রোধ করবেন কী করে? এক্ষেত্রে বিহেভিয়ারাল থেরাপিস্ট ডাঃ অঞ্জন ভট্টাচার্য বলেন, এই বিষয়ে গবেষণার পর ইউরোপের মডেলে একটি ‘পেরেন্ট ট্রেনিং প্রোগ্রাম’ তাঁরা চালু করেছেন আমাদের দেশেও। বাবা-মায়েদের ট্রেনিং দিয়ে বাচ্চার মোবাইল নির্ভরতা দূর করা হয়। বাচ্চার বয়স ভেদে এই ট্রেনিংয়ের ধরন ভিন্ন। একেবারে শিশু বয়সে বাচ্চা যদি মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে, খাওয়া থেকে ঘুম সবসময়ই যদি তার মোবাইল ফোনের প্রয়োজন হয় তাহলে বাবা মাকে ফোন কেড়ে নিতে হবে। বাচ্চার কান্না, রাগ, দুঃখ ইত্যাদিতে ভুললে চলবে না। এই নিয়ে বাচ্চার সঙ্গে কোনও আলোচনাতেও তাঁরা যাবেন না। ফোনের সঙ্গে তার সব যোগাযোগ বন্ধ করে দিতে হবে। প্রথম কিছু সপ্তাহ কান্নাকাটি থেকে খাওয়া বন্ধ, জিনিস ভাঙচুর সবই হতে পারে। কিন্তু বাবা মা শক্ত হলে ক্রমশ বাচ্চা এই আসক্তির কথা ভুলে যাবে। 
কিন্তু বাচ্চার বয়স যদি বারো, পনেরো হয় তখন তার মোবাইল অসক্তি ছাড়াতে বাবা মাকে বিশেষভাবে সক্রিয় হতে হবে। এই সংক্রান্ত গবেষণা থেকে কয়েকটা উপায়ের কথা উঠে এসেছে। 

প্রথমত বাচ্চার সঙ্গে এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে হবে। বাবা মা বাচ্চার সঙ্গে বসবেন এবং তার মোবাইল নির্ভরতা ও সেই থেকে হওয়া ক্ষতি বিষয়ে তাকে বোঝাবেন। কাজটা একদিনের নয়। প্রতিদিন নিয়ম করে বাচ্চাকে বোঝাতে হবে। তার মোবাইল ব্যবহারের সময়সীমাও বেঁধে দিতে হবে। বাবা মা যখন বাড়িতে থাকবেন না, তখন বাড়ির অন্য কেউ বিষয়টা নিয়ন্ত্রণ করবেন।  
 ফ্যামিলি টাইম বের করা ভীষণ জরুরি। এমন একটা সময় যখন বাবা মা বাচ্চা এবং বাড়ির অন্যান্যরা একে অপরের সঙ্গে সময় কাটাবেন। দিনে অন্তত আধঘণ্টা এই ফ্যামিলি টাইমের জন্য বরাদ্দ রাখতে হবে। তখন কেউ টিভি দেখবে না, ফোন করবে না, কম্পিউটার দেখবে না, শুধুই একে অপরের সঙ্গে কথা বলবে, সারা দিনের ঘটনা শোনাবে এবং তা নিয়ে আলোচনা, গল্প ইত্যাদি করবে। 
 খাবার টেবিলে ফোনের ব্যবহার বন্ধ করে দিতে হবে। বাচ্চা এবং বড় কেউই খাবার সময় ফোন ব্যবহার করতে পারবে না।
 বাচ্চার ঝোঁক অনুযায়ী তার জন্য কিছু অ্যাক্টিভিটি তৈরি করে দিতে হবে। এবং সেগুলোরও সময় নির্ধারণ করে দিতে হবে। বাচ্চার যদি গান-বাজনার প্রতি ঝোঁক থাকে তাহলে তাকে সেই সংক্রান্ত কাজে নিবিষ্ট রাখতে হবে দিনের কিছুটা সময়। সে যদি 
আঁকতে ভালোবাসে তাহলে আঁকার দিকে তাকে ঠেলে দিতে হবে।  
 পড়ার সময় বাঁধা থাকবে। সারাদিন অল্প অল্প পড়লাম, বাকি একটু উঠলাম, একটু গল্প করলাম, টিভি দেখলাম, ফোন দেখলাম— এই রুটিন রাখা যাবে না। নির্দিষ্ট সময় বাচ্চার পড়ার জন্য নির্ধারিত থাকবে এবং সেই সময় সে পড়ার বই ছাড়া অন্য কিছুতেই মন দিতে পারবে না। এই মনিটরিং বাবা অথবা মা করলে সবচেয়ে ভালো। বাচ্চা টিউশন ক্লাসে পড়লেও রোজকার হোমওয়ার্ক, টিউশনের পড়া, স্কুলের কাজ ইত্যাদি বাবা মাকে নিয়ম করে দেখতে হবে। 
 রাতে বাচ্চার শোওয়ার সময় ফোন বা ট্যাবলেট বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র তার বিছানায় রাখা চলবে না। তার জন্য মান অভিমান, মন কষাকষি  হতে পারে। কিন্তু বাবা মা শক্ত হাতে ব্যাপারটার মোকাবিলা করবেন। 
 বাচ্চাকে যে অভ্যাস করাচ্ছেন, সেটা বাবা মাকেও মেনে চলতে হবে। অর্থাৎ বাচ্চাকে ফোন ব্যবহার করতে বারণ করে নিজে সারাক্ষণ ফোন দেখলে কিন্তু হিতে বিপরীত হবে। ফ্যামিলি টাইম, খাওয়ার সময় ফোন বন্ধ— এই নিয়মগুলো বাড়ির সবাই মেনে চললে তবেই শিশুর মোবাইল আসক্তি রোধ করা যেতে পারে।

 সাইকোলজিস্ট এবং বিহেভিয়ারাল থেরাপিস্টরা একটা বিষয়ে একমত, বাবা মাকে শক্ত হতে হবে। শিশু থেকে টিনএজ বাচ্চার মেজাজ, ক্ষোভ, জেদ ইত্যাদির জন্য তৈরি থাকতে হবে। তাহলেই বাচ্চার মোবাইল নির্ভরতা কমবে।    
04th  May, 2024
ঘরের কাজেও হাত লাগাক খুদে

ছেলে হোক বা মেয়ে, সংসারের টুকটাক দায়িত্ব সন্তানকেও দিন। বয়স চার পেরলেই কিছু কাজ হাতে হাতে করতে শিখুক। আখেরে লাভ হবে তারই। লিখছেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

18th  May, 2024
 বিচার চাইতে এলে তাড়িয়ে দিও না​​​​

ডাইনি প্রথা থেকে শুরু নানা কুসংস্কার— দু’দশকের বেশি সময় ধরে লড়াই করছেন ঝাড়খণ্ডের ছুটনি মাহাতো। শহরে এসে নিজের কথা শোনালেন অন্বেষা দত্ত-কে। বিশদ

18th  May, 2024
এআই-এর সাহায্যে সারল প্যানিক অ্যাটাক

প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের মলি পেনিংটন। প্যানিক অ্যাটাক উপশম করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর সাহায্য নিয়েছিলেন মলি। সম্প্রতি বিদেশি এক সংবাদমাধ্যমের কাছে তিনি নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। বিশদ

18th  May, 2024
ভয় কাটিয়ে পাহাড়ে

আনন্দ হোক বা বিষাদ— পাহাড়কে সঙ্গী করে নিজেকে ভালো রাখার উপায় খোঁজেন বহু মানুষ। কেউ বা পাহাড় ভয় পান। সেই ভয় কাটানোর কথাই প্রাথমিকভাবে ভাবতেন জয়নাব জগি। বিশদ

18th  May, 2024
এই প্রজন্মের কাছে প্রথমবার ভোটদানের গুরুত্ব নেই

এই প্রজন্মের ছেলেমেয়েরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরে বা পাশ করার পরে। ভোট দিয়ে কী লাভ, তা নিয়ে তখনও হয়তো তার মনে কোনও নির্দিষ্ট ধারণা থাকে না। সে হয়তো এমনও ভাবে যে, আমি একা ভোট না দিলে কী এমন হবে! বিশদ

11th  May, 2024
একটা দিন থাক না, ক্ষতি কী?
 

মাদার্স ডে গুরুত্বপূর্ণ? মতামত জানালেন নৃত্যশিল্পী তনুশ্রী শংকর ও তাঁর কন্যা অভিনেত্রী শ্রীনন্দা শংকর। লিখছেন কমলিনী চক্রবর্তী
  বিশদ

11th  May, 2024
র‌্যাগিং থেকে  বাঁচতে

শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং এড়িয়ে চলা ক্রমশ মুশকিল হয়ে যাচ্ছে। র‌্যাগিং-এর শিকার হলে কী করবেন? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লিখছেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

04th  May, 2024
ইউপিএসসি সফল বাংলার দুই কন্যে

সর্বভারতীয় এই পরীক্ষার চূড়ান্ত তালিকায় নাম তোলা চাট্টিখানি কথা নয়। সম্প্রতি প্রকাশিত সেই তালিকায় নাম তুলেছেন ব্রততী দত্ত ও অনুষ্কা সরকার। কীভাবে সফল হলেন? সেই কথাই শুনলেন মনীষা মুখোপাধ্যায়। বিশদ

04th  May, 2024
মহিলাদের গৃহশ্রমের কোনও কদর নেই

আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীরা বরাবরই অবহেলিত এবং বঞ্চিত। ঘরে ও বাইরে তাঁদের অবদান খুব কম লোকই স্বীকার করতে চান। একজন গৃহবধূ তাঁর সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে রান্না করেন, ঘর গোছান বিশদ

27th  April, 2024
ক্লাসরুমের একা ছাত্রীর নাম ইতিহাসে

পুরুষতান্ত্রিক কাঠামোয় এক উজ্জ্বল ব্যতিক্রম, বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার ইলা মজুমদার।  লিখছেন প্রীতম সরকার। বিশদ

27th  April, 2024
ভারতের হৃদয়ে বাঁচলেন পাক তরুণী

পড়শির পাশে তো দাঁড়ায় পড়শিই। তা না হলে সে আর কীসের পড়শি? পাকিস্তানের মেয়ে আয়েশা রাশান, মাত্র ১৯ বছর বয়স। তাঁর হার্ট ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। চেন্নাইয়ের হাসপাতালে প্রাণ ফিরে পেলেন তিনি। সেখানে দিল্লি অধিবাসী ৬৯ বছর বয়সি এক রোগীর ব্রেন ডেথ হয়ে গিয়েছিল। বিশদ

27th  April, 2024
লভ ব্রেন! পরিচিত কেউ আক্রান্ত নয় তো? 

রবি ঠাকুর বলে গিয়েছেন, প্রেম এসেছিল নিঃশব্দে! তবে কারও কারও জীবনে প্রেম বেশ সশব্দেই আসে। কিন্তু কে জানত যে সে শব্দ এত ঘন ঘন আসবে যে শেষ অবধি পুলিশের দ্বারস্থ হতে হবে! ধরাও পড়ল এক বিরল অসুখ! ঠিক যেমনটা ঘটেছে চীনে। বিশদ

27th  April, 2024
মা হওয়ার পর অবসাদ কাটাতে সাইকোথেরাপি

মা হওয়া আনন্দের। কিন্তু সুন্দর অভিজ্ঞতার সঙ্গেই অনেক মা শিকার হন প্রসবোত্তর বিষণ্ণতার। সমস্যা ও সমাধানের খোঁজে ডঃ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিশদ

20th  April, 2024
ক্রমশ বাড়িয়ে তুলতে হয় মনোযোগ

শিশুকে মনোযোগী করে তুলুন একদম ছোট বয়স থেকেই। কীভাবে? বিশেষজ্ঞের পরামর্শ শোনালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

20th  April, 2024
একনজরে
কলকাতা ও দুই ২৪ পরগনার ২১টি থানা, জিআরপি এবং হাসপাতালে অস্বাভাবিকভাবে মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য নতুন জায়গা নির্দিষ্ট করে দিল স্বাস্থ্যভবন। এর মধ্যে পাঁচটি হাসপাতাল, ১২টি জিআরপি থানা এবং কলকাতা পুলিস এলাকার চারটি থানা রয়েছে। ...

ব্যাঙ্কিং পরিষেবার বহর বাড়াতে বাড়ি বাড়ি পৌঁছে লেনদেনের সুযোগ করে দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এই ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য তারা ১২টি রাষ্ট্রায়ত্ত ...

মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া প্রাক্‌ বর্ষার মাঝারি বৃষ্টি স্বস্তি দিল মালদহবাসীকে। জুড়োলো দহন জ্বালা। বুধবার ভোরে ঝোড়ো হওয়ার সঙ্গে জেলার বেশ কিছু জায়গায় মুষলধারে বৃষ্টি নামে। ...

পশ্চিমবঙ্গে কাজ রয়েছে। রয়েছে সুষ্ঠু পরিবেশ। এখানে খুঁজলেই কাজ পাওয়া যায়। ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের বক্তব্য স্পষ্ট। যা এক কথায় নস্যাৎ করে দিচ্ছে বিরোধীদের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কাজকর্মে জটিলতা মুক্তি ও কর্মোন্নতি। অপচয়মূলক বা অপ্রত্যাশিত ব্যয় বাড়বে। পারিবারিক ক্ষেত্রে সুসম্পর্ক। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব কচ্ছপ দিবস
১৪৯৮ - পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন
১৬০৯ - শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে
১৮১৮ - প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ আজকের দিনে প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান
১৮২৯- বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার প্রতিষ্ঠাতা ও গণিতবিদ মাধবচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম
১৮৯৪ - ভারতে ফলিত গণিতের জনক বিজ্ঞানী নিখিলরঞ্জন সেনের জন্ম 
১৯০২ - কিউবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই দিনে সকল মার্কিন সেনা কিউবা ত্যাগ করে
১৯০৫ - বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার প্রতিষ্ঠাতা ও গণিতবিদ মাধবচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯০৬- নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু
১৯১৮- ইংরেজ ক্রিকেটার ডেনিস কম্পটনের জন্ম
১৯১৯- জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর জন্ম
১৯২৮- বিশিষ্ট তবলিয়া রাধাকান্ত নন্দীর জন্ম
১৯৩০ - বাঙালী প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু 
১৯৩২ - ইয়ারহার্ট প্রথম মহিলা যিনি একক উড্ডয়নে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন
১৯৫১- বিশিষ্ট দাবাড়ু আনাতোলি কারাপোভের জন্ম
১৯৮৩ - এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৯ টাকা ৮৪.২৩ টাকা
পাউন্ড ১০৪.২৪ টাকা ১০৭.৭২ টাকা
ইউরো ৮৮.৯২ টাকা ৯২.০৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৩,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৩,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪।  পূর্ণিমা ৩৬/৫ রাত্রি ৭/২৩। বিশাখা নক্ষত্র ১০/৪৫ দিবা ৯/১৫। সূর্যোদয় ৪/৫৭/৩৭, সূর্যাস্ত ৬/৯/৫। অমৃতযোগ দিবা ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫২ গতে ৯/২ মধ্যে পুনঃ ১১/১৫ গতে ২/৪ মধ্যে পুনঃ ৩/৩১ গতে উদয়াবধি। বারবেলা ২/৫১ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৩ গতে ১২/৫৪ মধ্যে। 
৯ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪। পূর্ণিমা সন্ধ্যা ৬/৪৮। বিশাখা নক্ষত্র দিবা ৮/৫৮। সূর্যোদয় ৪/৫৭, সূর্যাস্ত ৬/১২। অমৃতযোগ দিবা ৩/৪০ গতে ৬/১২ মধ্যে এবং রাত্রি ৭/২ গতে ৯/১০ মধ্যে ও ১১/৫৮ গতে ২/৬ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৭ মধ্যে। কালবেলা ২/৫৩ গতে ৬/১২ মধ্যে। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৫ মধ্যে। 
১৪ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ভূপতিনগরে তৃণমূল নেতার উপর হামলা, কাঠগড়ায় বিজেপি
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার এক্তারপুরে তৃণমূলের ব্লক সভাপতি অম্বিকেশ মান্নার ...বিশদ

06:30:00 PM

ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন, নাম না করে তাপস রায় প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

06:21:55 PM

একবছর আগে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল, নাম না করে তাপস রায় প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

06:19:19 PM

মোদি জিতলে এটাই ভারতবর্ষে শেষ নির্বাচন: মমতা বন্দ্যোপাধ্যায়

06:11:43 PM

সবার সার্টিফিকেট বহাল থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায়

06:09:11 PM

সারাদেশে বিজেপিকে মদত দিচ্ছে বামেরা: মমতা বন্দ্যোপাধ্যায়

06:07:47 PM