Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মহিষের উপর উত্তরাধিকার কর
পি চিদম্বরম

লোকসভা নির্বাচন নিয়ে এই যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেখানে সবচেয়ে বিতর্কিত বিষয় কোনটি? যুদ্ধের এক পক্ষে নরেন্দ্র মোদি এবং তাঁর কয়েকজন মিত্র আর উল্টো দিক থেকে একটি বহুমুখী চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন রাহুল গান্ধী এবং বিভিন্ন রাজ্যভিত্তিক শক্তিশালী ও স্বাধীন সেনাপতিগণ।
এই চ্যালেঞ্জারদের প্রত্যেকেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তার মধ্যে সবচেয়েছ উল্লেখযোগ্য বেকারত্ব, মুদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক বিভাজন, বৈষম্য, আইনের কাটাছেঁড়া এবং তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার, মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ, ভারতীয় ভূখণ্ডে চীনা সেনাবাহিনীর দখলদারি, কেন্দ্রীয় অর্থ হস্তান্তরে একচোখামি এবং সংবাদ মাধ্যমের উপর খবরদারি। তবে মাননীয় মোদি এই বিষয়গুলিকে ‘অবান্তর অভিযোগ’ দাবিসহ খারিজ করে দিয়েছেন। তিনি মুনশিয়ানার সঙ্গেই সেগুলি পাশ কাটিয়েছেন, যশপ্রীত বুমরাহের মতো ক্লিন বোল্ড করেছেন সম্মিলিত বিরোধীদের এবং ‘মহিষের উপর উত্তরাধিকার কর’ আরোপের ধারণা ছড়িয়ে বাজার মাত করার উপযোগী একটি ‘ন্যারেটিভও’ বানিয়েছেন। আমি ভাবছি যে, এমন একটি আইডিয়া ‘তামাম রাষ্ট্রবিজ্ঞান’-এর উপর বহু বছরের গবেষণার ফল। ‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি মহিষের উপর উত্তরাধিকার কর আরোপ করবেন?’ এই প্রশ্নে দেশব্যাপী ‘অ্যানিমালেটেড’—সরি, একটি ‘অ্যানিমেটেড’ বিতর্ক চলছে। বিতর্কটিকে আমার তরফে আরও সমৃদ্ধ করার চেষ্টা করা যাক।

পশুদের উপর কর
এই বিষয়ে মৌলিক প্রশ্নটি উঠবে যে, কেন্দ্রীয় সরকার এই ধরনের কর চাপালে সেটি সংবিধানসম্মত হবে কি? সপ্তম তফসিলের তালিকা ২-এর ৫৮ নম্বর এন্ট্রিতে ‘প্রাণী ও নৌকার উপর কর’ বিষয়ে লেখা আছে। প্রাথমিকভাবে, পশুদের উপর কর ধার্য করার ক্ষমতাটি রাজ্য সরকারের উপর ন্যস্ত এবং তার জন্য সংরক্ষিত। বিপরীতে, কেন্দ্রীয় সরকার তালিকা ১-এর ৮৬, ৮৭ বা ৮৮ নম্বর এন্ট্রির অধীনে এমন করকে ন্যায্য দাবি করতে পারে। ওই তিনটি এন্ট্রি যথাক্রমে সম্পত্তির মূলধনী মূল্যের উপর কর, এস্টেট ডিউটি এবং সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে প্রযুক্ত ডিউটি সংশ্লিষ্ট। আইনি পরিভাষায়, মহিষ কি সর্বদাই একটি প্রাণী? যখন এটি ‘উত্তরাধিকার’ সূত্রে প্রাপ্ত  হয় কিংবা ‘উত্তরাধিকার’ বলে প্রাণীটির হাত বদল ঘটে তখন মহিষ কি একটি ‘সম্পদ’ হয়ে ওঠে? প্রশ্নটির মীমাংসার জন্য সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতির রেফারেন্স এবং একটি সাংবিধানিক বেঞ্চের সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে। অভিজ্ঞ পরামর্শদাতার ‘অ্যানিমাল স্পিরিটস’ এক্ষেত্রে পুরোদস্তুর কার্যকর।

কর ভিত্তি
এই আইডিয়া রচয়িতা বলেছেন, ‘আপনার দুটি মহিষ থাকলে তার থেকে একটি কেড়ে নেওয়া হবে।’ অর্থাৎ এর থেকে এটাই বোঝায় যে, উত্তরাধিকার কর কেবলমাত্র দুটি বা ততোধিক মহিষের উপর ধার্য করা হবে এবং ওই করের হার হতে পারে ৫০ শতাংশ।
কিন্তু সমস্যা আরও আছে—কর পরিচালনা করা যে সহজ কম্ম নয়! আপনার দুটি মহিষ থাকলে কর আদায়কারী তার থেকে কোনটি ছিনিয়ে নিয়ে যাবেন? যদি দুটিই একই লিঙ্গ এবং রঙের হয়, তবে কর আদায়কারীটি তার যেকোনও একটিকে নিয়ে চলে যেতে পারেন, যতক্ষণ না তিনি ‘বুরিদানের গাধা’ গল্পে বর্ণিত দ্বিধার মুখোমুখি হচ্ছেন এবং ক্লান্ত হয়ে মারা না যাচ্ছেন। তবে মহিষ দুটির মধ্যে একটি ‘মাদি’ এবং অন্যটি ‘মরদা’ হলে তিনি কোনটিকে বেছে নেবেন? এর উপর মহিষ অন্তত চারটি রঙেরও দেখা যায়—ছাইরঙা, কালো, সাদা এবং কালো-বাদামি মেশানো। ধরুন দুটি মহিষ কালো এবং সাদা, কর আদায়কারী কোনটি বেছে নেবেন? লিঙ্গ সংক্রান্ত পক্ষপাত বা জাতিগত কুসংস্কারের অভিযোগ এড়িয়ে কার্য সমাধা করতে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসকে (সিবিডিটি) উপযুক্ত নিয়ম তৈরি করতে হতে পারে। তদুপরি, যদি সংশ্লিষ্ট এস্টেটে বিজোড় সংখ্যার মহিষ থাকে তবে অন্য একটি অদ্ভুত সমস্যা দেখা দেবে যে, কর আদায়কারী কীভাবে ৫০ শতাংশের হার প্রয়োগ করবেন এবং মহিষ হত্যার দায় থেকে রক্ষা পাবেন?

কর হার
আইডিয়া রচয়িতা ৫০ শতাংশ করের হার প্রস্তাব করেছেন। আইনটি কি চ্যালেঞ্জে টিকতে পারবে? কেননা, এমন হার প্রাথমিকভাবে খারিজ হওয়ার যোগ্য? কর্পোরেট ট্যাক্সের বর্তমান হার (১৫, ২২ বা ৩০ শতাংশ) বা ব্যক্তিগত আয় করের হার (৪২.৮ শতাংশ পর্যন্ত) প্রয়োগ করা হলে আইডিয়া রচয়িতার কল্পিত ‘স্বচ্ছ ও সুন্দর’ করটি হয়ে উঠবে গব্বর সিং ট্যাক্স বা জিএসটি’র মতোই জটিল। তাতে মহিষ ট্যাক্স সর্বজনীনভাবে ঘৃণার বিষয় হয়ে উঠবে। সংসদে শুধু এই কর হার নিয়েই বিতর্ক করলে কয়েকটি দিন পেরিয়ে যেতে পারে।

চার্জিং সেকশন
কর আইনের আসল জায়গা হল চার্জিং সেকশন। উপযুক্ত শব্দ চয়ন করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়বেন স্বয়ং ড্রাফটসপার্সন। অবশেষে সিবিডিটি এক নির্বোধের মতো পদ্ধতি অবলম্বন করতে পারে। তাতে বহু আপত্তি খারিজ হয়ে যাবে। পরিণামে ভুগতে হতে পারে চার্জিং সেকশনকে। কারণ বিভিন্ন আপত্তির ক্ষেত্রে তারা এমন মীমাংসা করতে চাইবে যা মানুষ মানবে না এবং আদালতে চ্যালেঞ্জ জানাবে। 

অনন্য কর?
মহিষের উপর ৫০ শতাংশ অভিন্ন হারে উত্তরাধিকার কর আরোপকে আইডিয়া রচয়িতার বিবেচনায় একটি ‘অনন্য কর’ (ইউনিক ট্যাক্স) মনে হতে পারে। নিশ্চিতরূপে, মৃত ব্যক্তির ‘সমস্ত’ সম্পত্তির উপর তিনি একটি উত্তরাধিকার কর প্রস্তাব করেননি। সম্ভবত, তিনি ভেবেছিলেন যে মহিষ নামক সম্পদটি নিয়েই বিশেষ ব্যবস্থা করা উচিত। ভারতীয় পুরাণ অনুসারে, মৃত্যুর দেবতা যম আসেন একটি মহিষের পিঠে চড়ে। মরণশীল মানুষের উদ্ভাবিত গাড়ি, মোটরবাইক কিংবা সাইকেলের মতো যানবাহনের সঙ্গে যমের স্বর্গীয় বাহনটিকে এক করে ফেললে সেটি ‘অপবিত্র’ হয়ে যাবে। মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তির উপর উত্তরাধিকার কর আরোপে কর-ক্ষুধার্ত সিবিডিটি অর্থমন্ত্রীকে রাজি করাতে পারলেই মহিষকে অন্যান্য করযোগ্য সম্পদের সঙ্গে জুড়ে দেওয়া হবে (ক্লাবড উইথ আদার ট্যাক্সেবল অ্যাসেটস)। তখন মহিষের উপর আরোপিত উত্তরাধিকার করটি মৃত ব্যক্তির সম্পদসীমা অনুসারে ‘প্রগতিশীল’ কর বলে গণ্য হতে পারে।

মহিষই ভবিষ্যৎ
মাননীয় নরেন্দ্র মোদি—তাঁর পাবলিক ফিনান্স, বিশেষভাবে করনীতি সম্পর্কিত গভীর জ্ঞানের জন্য সুপরিচিত। তিনি একটি বৈপ্লবিক কর প্রস্তাব করেছেন। ভবিষ্যতে কর উদ্ভাবনে দেশকে সেটি প্রশস্ত রাস্তা দেখাবে। দুগ্ধ-প্রদায়ী মহিষ পালনের জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন কর্মসূচি চালু করতে পারে। তার জন্য প্রাথমিকভাবে খরচ করা হতে পারে মোট ৮ লক্ষ ৬ হাজার কোটি টাকা। দেশের প্রতিটি জেলার জন্য এক হাজার কোটি টাকা হারে ধরলে মোট ব্যয় বরাদ্দ এরকমই হতে হবে। মরদা মহিষগুলি যান্ত্রিক লাঙলের বিকল্প হয়ে উঠলে তাতে মিলবে ডিজেলের সাশ্রয়। ক্ষতিকারক রাসায়নিক সারের জায়গা নিতে পারে মহিষের গোবর থেকে উৎপন্ন জৈবসার। মহিষের দুধই হয়ে উঠতে পারে ভারতের পছন্দের দুধ।
আইডিয়া রচয়িতার ‘বিকশিত ভারত’-এর দৃষ্টিভঙ্গিকে আমি কুর্নিশ জানাই। অন্যান্য দেশকে পিছনে ফেলে ভারতে থাকবে দুটি জাতীয় প্রাণী—জঙ্গলে বাঘ মামা এবং মানুষের জীবন-জীবিকার নানামুখী ক্ষেত্রের জন্য বাড়িতে মহিষ। 
• লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
20th  May, 2024
বাঙালি বিদ্বেষের বিষাক্ত রেপ্লিকা!
মৃণালকান্তি দাস

বিজেপি বদলায়নি। কৈলাস বিজয়বর্গীয় চিঁড়ে খেতে দেখে বাংলাদেশি চিনে ফেলেছিলেন। তারপর ছাড়ানো হয়েছে পেঁয়াজের এক একটি খোসা। বেরিয়ে পড়েছে হিন্দুত্ববাদী নগ্নতার আরও কদর্যরূপ। ধর্মান্ধতার নিরিখে বিজেপি যে শুধু অহিন্দু বিদ্বেষী নয়, একইসঙ্গে অহিন্দি বিদ্বেষীও তা তারা প্রকাশ্যে হাজির করেছে। বিশদ

ভোটের দফার সঙ্গে বাড়ছে মমতার গুরুত্ব
হারাধন চৌধুরী

‘ইন্ডিয়া’ জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি। নামকরণও তাঁর। এহেন ‘মহাজোট’কে গেরুয়া শিবির কখনও ‘ইন্ডিয়া’ বলে ডাকেনি, পরিবর্তে ‘ইন্ডি’ নামেই কটাক্ষ করেছে, যার সঙ্গে সংস্কৃত ‘পিণ্ড’ শব্দের কথ্যরূপ ‘পিণ্ডি’র মিল রয়েছে। বিশদ

22nd  May, 2024
উত্তরপ্রদেশ নিয়ে বিজেপি শঙ্কায় কেন?
শান্তনু দত্তগুপ্ত

কথায় কথায় উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা ঘনিষ্ঠ মহলে বলেই ফেললেন, ‘৮০টার মধ্যে ৫০টা সিট তো পাব।’ তাতেও যে তিনি খুব আত্মবিশ্বাসী, তেমনটা নয়। সবচেয়ে বড় চমকের জায়গা হল সংখ্যাটা। ৫০। বিশদ

21st  May, 2024
মোদিজি, গন্ধটা কিন্তু বেশ সন্দেহজনক!
হিমাংশু সিংহ

কোনও দল, কোনও নেতা কিংবা সংগঠন কখন নির্বাচন চলাকালীন কেঁচে গণ্ডূষ করে ফেলে? বারবার কথা বদলায়? যাকে ছুড়ে ফেলে দিচ্ছিলেন, তাকেই আবার বুকে টেনে নেন? সহজ উত্তর, পায়ের তলার মাটি টালমাটাল হলে, কিংবা অনিশ্চয়তার আশঙ্কায় আচমকা বেড়ে গেলে বুকের ধড়ফড়ানি। বিশদ

19th  May, 2024
আরামবাগে বিজেপির ভরসা তৃণমূলের গদ্দাররাই
তন্ময় মল্লিক

আরামবাগ লোকসভা আসনটি দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম নির্বাচনী সভা করেছেন এখানে। শুধু তাই নয়, বেনজিরভাবে একই লোকসভা কেন্দ্রে দু’-দু’বার জনসভা করলেন নরেন্দ্র মোদি। বিশদ

18th  May, 2024
মহিলা-মুসলিম-গরিব: বঙ্গভোটে বড় ফ্যাক্টর
সমৃদ্ধ দত্ত

আমরা কেন ভোট দিই? কেউ ভোট দেয় নিজের পছন্দের দলকে সমর্থন করতে। নিজের পছন্দের দল ক্ষমতাসীন হোক অথবা প্রতিপক্ষকে হারিয়ে নিজেই সবথেকে বেশি আসন পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠুক, এটা দেখতে ভালো লাগে। ভাবতে ভালো লাগে। বিশদ

17th  May, 2024
একনায়কের পদধ্বনি!
মৃণালকান্তি দাস

জার্মানির রাজনীতিতে হিটলারের প্রবেশ ১৯১৯ সালে। ওয়াইমার রিপাবলিক-এর নতুন সংবিধানের জন্মও ওই বছরই। গণতান্ত্রিক অধিকারের মাপকাঠিতে এমন জোরদার সংবিধান দুনিয়ায় বিরল, মানবসভ্যতার শিখরে পৌঁছনোর অঙ্গীকার তার ছত্রে ছত্রে।  বিশদ

16th  May, 2024
দড়ি ধরে টান মারাটাও গণতন্ত্রের বড় শক্তি
সন্দীপন বিশ্বাস

নির্বাচন পর্ব গড়িয়ে গড়িয়ে প্রায় শেষের দিকে এগিয়ে চলেছে। চার পর্বের ভোট শেষে ফলাফলের দিশা অনেকটাই যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর দিন কুড়ি পরেই বাস্তব চিত্রটা বোঝা যাবে। কিন্তু এর মধ্যেই সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা দেখে ‘হীরক রাজার দেশে’র শেষাংশের কথা মনে পড়ে যাচ্ছে। বিশদ

15th  May, 2024
মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দেবেন না মোদি
গোপাল মিস্ত্রি

আপনি কি মতুয়া? আপনার জন্ম কি ভারতেই? এই বাংলার মটিতে? আপনি এই মাটির জল-হাওয়ায় বড় হয়েছেন? আপনি কি চাকরিজীবী অথবা ব্যবসায়ী, কিংবা কৃষক? ভোট দেন কি? আপনার ভোটেই তো নির্বাচিত দেশজুড়ে মন্ত্রী, এমএলএ, এমপিরা। বিশদ

15th  May, 2024
এক বছরের প্রধানমন্ত্রী?
শান্তনু দত্তগুপ্ত

পাওয়ার সেন্টার। হতে পারে বিশেষ কোনও ব্যক্তি, বা একটা কোর গ্রুপ। কোম্পানি চালাতে, পার্টি, রাজ্য কিংবা দেশ... পাওয়ার সেন্টারকে কিছুতেই অস্বীকার করা যায় না। গণতন্ত্রেও না। কারণ, গণতান্ত্রিক সিস্টেমকে ঠিকমতো প্রয়োগ করার জন্যও একজন ব্যান্ড মাস্টার প্রয়োজন। বিশদ

14th  May, 2024
একজন ‘শক্তিশালী’ নেতা মিথ্যা বলবেন কেন?
পি চিদম্বরম

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন স্বঘোষিত ‘শক্তিশালী’ নেতা। তিনি প্রায়ই তাঁর ৫৬ ইঞ্চির বুকের ছাতি নিয়ে অহঙ্কার করতেন। তাঁর অনুগামীরা—খান মার্কেট চক্রের নিয়ন্ত্রণ, শহুরে নকশালদের উপড়ে ফেলা, টুকরে-টুকরে গ্যাংকে ধ্বংস করা, পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া, সহযোগী সরকারি ভাষা হিসেবে ইংরেজির কার্যত বিলুপ্তি, মূলধারার মিডিয়াকে বশীভূত করা এবং ‘বিশ্বগুরু’ হিসেবে ভারতের কাল্পনিক মর্যাদার দিকে ইঙ্গিত করেন। বিশদ

13th  May, 2024
নিরপেক্ষ রেফারি ছাড়া খেলার মূল্য কী?
জি দেবরাজন

ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের অধীনে নির্বাচন কমিশনের ব্যাপক ক্ষমতা রয়েছে। এই ধারাটি কমিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষমতা দেয়। কমিশনের কর্মপদ্ধতি ‘আইনসম্মত’ এবং ‘নিরপেক্ষ’ বলেই বিশ্বাস করা হয়। বিশদ

13th  May, 2024
একনজরে
ছোট শিল্প সংস্থাগুলি যাতে শেয়ার বাজার থেকে পুঁজি সংগ্রহ করতে পারে, তার জন্য ‘এসএমই আইপিও’ চালু হয় ২০১২ সালে। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই সুবিধা করে দেয়। ছোট শিল্প সংস্থাগুলি যাতে প্রথমবারের জন্য বাজারে শেয়ার ছাড়তে পারে, ...

কলকাতা ও দুই ২৪ পরগনার ২১টি থানা, জিআরপি এবং হাসপাতালে অস্বাভাবিকভাবে মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য নতুন জায়গা নির্দিষ্ট করে দিল স্বাস্থ্যভবন। এর মধ্যে পাঁচটি হাসপাতাল, ১২টি জিআরপি থানা এবং কলকাতা পুলিস এলাকার চারটি থানা রয়েছে। ...

আগামী ১২ জুন শুরু হচ্ছে ট্রান্সফার উইন্ডো। দলবদলের মরশুমে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অসংখ্য লাল-হলুদ সমর্থক। সোশাল সাইটে তারকা ফুটবলারদের নাম নিয়ে জোরদার চর্চা। কোন পথে এগচ্ছে মশালবাহিনী? খোলামেলা নানা প্রশ্নের উত্তর দিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। ...

পশ্চিমবঙ্গে কাজ রয়েছে। রয়েছে সুষ্ঠু পরিবেশ। এখানে খুঁজলেই কাজ পাওয়া যায়। ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের বক্তব্য স্পষ্ট। যা এক কথায় নস্যাৎ করে দিচ্ছে বিরোধীদের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কাজকর্মে জটিলতা মুক্তি ও কর্মোন্নতি। অপচয়মূলক বা অপ্রত্যাশিত ব্যয় বাড়বে। পারিবারিক ক্ষেত্রে সুসম্পর্ক। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব কচ্ছপ দিবস
১৪৯৮ - পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন
১৬০৯ - শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে
১৮১৮ - প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ আজকের দিনে প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান
১৮২৯- বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার প্রতিষ্ঠাতা ও গণিতবিদ মাধবচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম
১৮৯৪ - ভারতে ফলিত গণিতের জনক বিজ্ঞানী নিখিলরঞ্জন সেনের জন্ম 
১৯০২ - কিউবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই দিনে সকল মার্কিন সেনা কিউবা ত্যাগ করে
১৯০৫ - বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার প্রতিষ্ঠাতা ও গণিতবিদ মাধবচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯০৬- নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু
১৯১৮- ইংরেজ ক্রিকেটার ডেনিস কম্পটনের জন্ম
১৯১৯- জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর জন্ম
১৯২৮- বিশিষ্ট তবলিয়া রাধাকান্ত নন্দীর জন্ম
১৯৩০ - বাঙালী প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু 
১৯৩২ - ইয়ারহার্ট প্রথম মহিলা যিনি একক উড্ডয়নে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন
১৯৫১- বিশিষ্ট দাবাড়ু আনাতোলি কারাপোভের জন্ম
১৯৮৩ - এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৯ টাকা ৮৪.২৩ টাকা
পাউন্ড ১০৪.২৪ টাকা ১০৭.৭২ টাকা
ইউরো ৮৮.৯২ টাকা ৯২.০৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,২৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৩,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৩,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪।  পূর্ণিমা ৩৬/৫ রাত্রি ৭/২৩। বিশাখা নক্ষত্র ১০/৪৫ দিবা ৯/১৫। সূর্যোদয় ৪/৫৭/৩৭, সূর্যাস্ত ৬/৯/৫। অমৃতযোগ দিবা ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫২ গতে ৯/২ মধ্যে পুনঃ ১১/১৫ গতে ২/৪ মধ্যে পুনঃ ৩/৩১ গতে উদয়াবধি। বারবেলা ২/৫১ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৩ গতে ১২/৫৪ মধ্যে। 
৯ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪। পূর্ণিমা সন্ধ্যা ৬/৪৮। বিশাখা নক্ষত্র দিবা ৮/৫৮। সূর্যোদয় ৪/৫৭, সূর্যাস্ত ৬/১২। অমৃতযোগ দিবা ৩/৪০ গতে ৬/১২ মধ্যে এবং রাত্রি ৭/২ গতে ৯/১০ মধ্যে ও ১১/৫৮ গতে ২/৬ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৭ মধ্যে। কালবেলা ২/৫৩ গতে ৬/১২ মধ্যে। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৫ মধ্যে। 
১৪ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ভূপতিনগরে তৃণমূল নেতার উপর হামলা, কাঠগড়ায় বিজেপি
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার এক্তারপুরে তৃণমূলের ব্লক সভাপতি অম্বিকেশ মান্নার ...বিশদ

06:30:00 PM

ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন, নাম না করে তাপস রায় প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

06:21:55 PM

একবছর আগে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল, নাম না করে তাপস রায় প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

06:19:19 PM

মোদি জিতলে এটাই ভারতবর্ষে শেষ নির্বাচন: মমতা বন্দ্যোপাধ্যায়

06:11:43 PM

সবার সার্টিফিকেট বহাল থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায়

06:09:11 PM

সারাদেশে বিজেপিকে মদত দিচ্ছে বামেরা: মমতা বন্দ্যোপাধ্যায়

06:07:47 PM