উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
বছর খানেক পরই এ রাজ্যের বিধানসভা নির্বাচন। ২০২৫ সালে কয়েকটি পুরসভার ভোট হওয়ার কথা। সেই পুরভোটের ফল যাই হোক না কেন, বিরোধীরা তাকে জনমতের প্রতিফলন বলে মানতে চাইবে না। কারণ পুরসভার নির্বাচন রাজ্যের পুলিস এবং রাজ্যের নির্বাচন কমিশন পরিচালনা করে। পুরভোটের ফল নিয়ে বিরোধীরা কী প্রতিক্রিয়া দেবে, তা এখনই বলে দেওয়া যায়।
জগৎ পরিবর্তনশীল হলেও এ রাজ্যের বিরোধীদের নির্বাচনী প্রতিক্রিয়ার কোনও পরিবর্তন হয় না। ভোটের আগে বিরোধীরা বলে, ‘মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি। ভোট দিতে পারলে আমাদের জয় নিশ্চিত।’ আর ভোট মিটলেই বলে, ‘নির্বাচনের নামে যা হয়েছে তা প্রহসন ছাড়া কিছুই নয়।’ কেউ কেউ একপা বাড়িয়ে বলেন, ‘জরুরি অবস্থা জারি না করলে এ রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট অসম্ভব।’ কারণ বিজেপি বুঝে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা তাদের নেই। তাই উপ নির্বাচনে ‘প্রহসন’ হয়েছে একথা বলে ২৩ নভেম্বরের ফলাফল নিয়ে আগাম সাফাই দিয়ে রাখছে বিরোধীরা।
তবে, এই উপ নির্বাচনে বিরোধীদের ফের একবার শক্তির পরীক্ষা হবে। উপ নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে। নির্বাচন শান্তিপূর্ণ করার দায়িত্ব ছিল কেন্দ্রীয় বাহিনীর উপর। কেন্দ্রীয় বাহিনীর হত্তাকর্তা অমিত শাহ। বাংলার ক্ষমতা দখল তাঁর পাখির চোখ। তাই নির্বাচনে রাজ্যের শাসক দলের উপর ছিল কড়া নজর। পাঠানো হয়েছিল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। তাঁর উদ্দেশ্য সফল। কারণ ভোট হয়েছে শান্তিপূর্ণ।
বুথে কেন্দ্রীয় বাহিনী রাখাটা বিজেপির বিশেষ পরিকল্পনার অঙ্গ। বঙ্গে তারা প্রধান বিরোধী দল। তবে সেটা সংগঠনের জোরে হয়নি, হয়েছে বামেদের কৃপায়। ২০১৯ সাল থেকে তারা এ রাজ্যে প্রধান বিরোধী শক্তি। কিন্তু এখনও রাজ্যের অধিকাংশ জায়গায় সংগঠন তৈরি করতে পারেনি। তৃণমূলের নেগেটিভ ভোট এবং হতাশাগ্রস্ত বামেরাই বিজেপির শক্তি। তাই বিজেপি বাংলার মানুষের ক্ষোভ এবং হতাশা প্রকাশের জায়গাটাকে সুরক্ষিত করতে চেয়েছে। সেই উদ্দেশ্যেই প্রতিটি বুথের দরজায় দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা। তাতে বাইরে অশান্তি হলেও চটের ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছে।
এবারের উপ নির্বাচনে যে দু’একটি জায়গায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল তা বুথের বাইরে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠলেও বুথ আগলেছে দক্ষতার সঙ্গে। ফলে কোথাও বুথ দখল বা ছাপ্পা ভোটের অভিযোগ ওঠেনি। কোনও দল কমিশনের কাছে পুনর্নির্বাচনের আবেদন জানায়নি। এমনকী, মেদিনীপুর আসনের বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়া, ‘দিনের শেষে আমি খুশি।...জনগণ ইস্যুর উপর ভোট দিয়েছে। আমরা জনগণের কাছে গিয়েছি। এরপর যে রায় হবে তা মাথা পেতে মেনে নিতে হবে।’
জনাদেশ মেনে নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করলে ভবিষ্যতের চলার পথ মসৃণ হয়। কিন্তু সেই রাস্তায় হাঁটতে চায় না বিজেপি। কারণ তারা একের পর এক নির্বাচনে পর্যুদস্ত হয়েছে। মুখোমুখি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে ওঠা সম্ভব নয়, এটা বুঝে কেন্দ্রীয় এজেন্সিকে মাঠে নামিয়েছে। তৃণমূলের নেতা-মন্ত্রীদের জেলে ভরেছে। তাতেও লাভ হয়নি। একুশের ভোটে বিজেপি মুখ থুবড়ে পড়েছে টার্গেটের অর্ধেক রাস্তা যাওয়ার আগেই। ভোটে হারার জ্বালা মেটাতে বাংলার গরিব মানুষকে ভাতে মারছে। তিন বছর ধরে বন্ধ ১০০ দিনের কাজ। আটকে দিয়েছে আবাস যোজনার টাকা। তাতে কেন্দ্রের তহবিল হয়তো ফুলেফেঁপে উঠছে, কিন্তু বাংলার মানুষ দিনদিন ক্ষিপ্ত হচ্ছে। তারই প্রতিফলন ঘটছে ইভিএমে।
চমকে ধমকে, নির্বাচনের আগে দলিতের বাড়িতে ভাত খেয়ে অন্য রাজ্যের ভোটে সাফল্য পাওয়া যায়, কিন্তু বাংলায় সেটা অসম্ভব। কেউ ভুল করলে বাংলা যেমন প্রতিবাদে গর্জে ওঠে, তেমনই আপদে বিপদে পাশে থাকলে তাকে ‘বন্ধু’ ভাবে। হাজার প্ররোচনাতেও সেই সম্পর্ক নষ্ট করা যায় না। আর জি কর কাণ্ড নিয়ে রাজ্য সরকার ও শাসক দলকে কালিমালিপ্ত করার চেষ্টায় কোনও খামতি ছিল না। সাধারণ মানুষের মধ্যে তার প্রভাব কতটা পড়েছে, সেটা ভোটের ফলে প্রমাণ হবে। তবে, বিরোধীরা আর জি করের জের ছাব্বিশের নির্বাচন পর্যন্ত টানতে চাইছে। তারজন্যই উপ নির্বাচনকে ‘প্রহসন’ বলছে। ভোটের ফলকে ‘মানুষের রায়’ হিসেবে মানলে ছাব্বিশের নির্বাচনে কর্মীদের মাঠে নামাতে পারবে না।
আসন সংখ্যার নিরিখে রাজ্যে বামেরা শূন্য। তা সত্ত্বেও উপ নির্বাচনে তাদের উপস্থিতি এবং নড়াচড়া ভালোই লক্ষ করা গিয়েছে। ছ’টি আসনের মধ্যে একমাত্র তালডাংরায় সিপিএমের প্রার্থী ছিল। এই কেন্দ্রে এজেন্ট বসানোর ক্ষেত্রে বিজেপির সঙ্গে সমানে পাল্লা দিয়েছে বামেরা। ২৬৪টি বুথের মধ্যে মাত্র ২২টিতে এজেন্ট দিতে পারেনি তারা। বিজেপি দিতে পারেনি পাঁচটি বুথে। অর্থাৎ অধিকাংশ বুথেই বিরোধীদের এজেন্ট ছিল। বুথের পাহারায় ছিল কেন্দ্রীয় বাহিনী। কোথাও বুথ দখলের অভিযোগ ওঠেনি। তারপরেও ভোট কেন ‘প্রহসন’ হবে?
এবারের উপ নির্বাচনে মাদারিহাট বাদ দিলে আর কোথাও বিজেপির উজ্জ্বল উপস্থিতি নজরে আসেনি। ভোটের দিন মনোজ টিগ্গা সেভাবে ঘুরতে না পারায় কার্যত প্রাণহীন ছিল বিজেপির বুথ। মাদারিহাট বাদে প্রায় সর্বত্র বামেদের অস্তিত্ব টের পাওয়া গিয়েছে। তবে, তারা নিজেদের শক্তি বৃদ্ধির কাজে খেটেছে, নাকি বিজেপির সহায়ক হিসেবে কাজ করেছে, সেটা বোঝা যাবে ইভিএম খোলার পর। যদিও এখানে প্রাসঙ্গিক প্রশ্নটি হল, শূন্যে পৌঁছে যাওয়া বামেরা যেখানে অনায়াসেই অধিকাংশ বুথে এজেন্ট দিতে পারল, সেখানে রাজ্যের প্রধান বিরোধী দলের কালঘাম ছুটল কেন?
বিজেপি এবং সিপিএম দু’টিই রেজিমেন্টেড পার্টি। তবে সদস্যপদ দেওয়ার পদ্ধতিতে ফারাক বিস্তর। মোবাইলের মিসড কল দিলেই বিজেপির সদস্য হওয়া যায়। কিন্তু সিপিএমের সদস্য হতে গেলে রীতিমতো পরীক্ষার মধ্যে দিয়ে এগতে হয়। প্রথমে শাখা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে অর্জন করতে হয় এজি মেম্বার। তারপর সিএম। সবশেষে হওয়া যায় পার্টির সদস্য(পিএম)। সব মিলিয়ে সময় লাগে পাঁচ থেকে সাত বছর। পার্টির প্রতিটি কর্মসূচি যথাযথভাবে পালন করলে জোটে সদস্যপদ। এর ফলে পার্টির সঙ্গে সদস্যর একটা আন্তরিক যোগ তৈরি হয়। সেইজন্যই বামেদের মিটিং, মিছিলে ভিড় হয় অনেক বেশি।
দক্ষিণপন্থী দলগুলি এসবের ধার ধারে না। বিশেষ করে বিজেপি একেবারেই একটি ভোটকেন্দ্রিক দলে পরিণত হয়েছে। তাদের যাবতীয় কর্মসূচি হয় ভোটের মুখে। সংগঠক তৈরি করতে পারে না। তাই বিরোধীদের দখলে থাকা প্রায় সব রাজ্যেই শাসক দলের নেতাকে ভাঙিয়ে কুর্সি দখলের চেষ্টা করে। মহারাষ্ট্র, বিহার প্রভৃতি রাজ্যে তাদের সেই গেমপ্ল্যান সফল হয়েছে। কিন্তু বাংলায় তা হয়নি। কারণ বাংলায় লড়াই, আন্দোলন, সংগ্রামের মধ্যে দিয়েই শক্ত করতে হয় রাজনৈতিক মাটি। কিন্তু বিজেপি সে রাস্তায় হাঁটতে চাইছে না।
বিজেপি মাছ ধরতে চাইছে। কিন্তু জাল টানার পরিশ্রমটুকুও করতে নারাজ। তাই তারা ঘুনিজাল পেতে রাখছে। সেই খাবারের লোভে বা তাড়া খেয়ে জালে যারা ঢুকছে, সেটাই বিজেপির প্রাপ্তি। তাই পুকুরে মাছ থাকলেও ঘুনিজালে কতটা পড়েছে, সেটা বুঝতে পারছে না। কিন্তু সামনে আছে অতীতের ট্র্যাক রেকর্ড। সেই স্ক্রিনে চোখ রেখে বিজেপি বুঝতে পারছে, কী পরিণতি অপেক্ষা করছে। তাই কি ‘প্রহসনে’র গাওনা!