Bartaman Patrika
সম্পাদকীয়
 

নারীশক্তি বিকাশের বাজেট

দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক মহিলা। ভারতের মেয়েরা যথেষ্ট বুদ্ধিমতী। গৃহকর্ম থেকে সব ধরনের কাজ এবং পেশায় তাঁরা যে পুরুষের সমান দক্ষ, এমনকী কিছু ক্ষেত্রে তাঁরাই শ্রেষ্ঠতর, এই সত্য ইতিমধ্যেই প্রমাণিত। তবু ‘অধিকার’ প্রদানের প্রশ্নে এই ২০২৫ সালে দাঁড়িয়েও নারী বহুলাংশে ‘বঞ্চনা’র শিকার। বহু শিল্প-বাণিজ্য ক্ষেত্রে সমকাজে মহিলা শ্রমিকদের পুরুষের চেয়ে কম মজুরি দেওয়া হয়। করোনাকালে লক্ষ লক্ষ শ্রমিককে কাজ হারাতে হয়েছিল। ওই বিপদ বিদায় নেওয়ার পর কিছু শ্রমিক কাজ ফিরেও পেয়েছেন। তবে কাজ হারানো এবং কাজ ফিরে না-পাওয়ার দুর্ভাগ্য যাঁদের জীবনে নেমে এসেছিল, একাধিক সমীক্ষায় প্রকাশ, তাঁদের মধ্যে মহিলাই সবচেয়ে বেশি। কিছু পেশায় নিয়োগের ক্ষেত্রে ‘ঝুঁকি’র অজুহাতে মহিলাদের ব্রাত্য করে রাখা হয়েছে। সেনাসহ প্রতিরক্ষা, পুলিস ও গোয়েন্দা বিভাগ এবং মহাকাশ গবেষণা ক্ষেত্র এই ব্যাপারে তাদের পুরনো অবস্থান বদল করেছে ইতিমধ্যেই। যদিও তার পিছনে রয়েছে মেয়েদের কুর্নিশ করার মতোই নিরন্তর লড়াই সংগ্রাম। তবু সেই অসামান্য সাফল্যও দেশের সব ক্ষেত্রের চোখ খুলে দিতে পারেনি। 
মেয়েদের স্বীকৃতি প্রদানের প্রশ্নে রাজনীতি হাত গুটিয়ে রয়েছে অনেকাংশেই। বামপন্থীরা নিজেদের সবচেয়ে প্রগতিশীল বলে জাহির করেন। কিন্তু দলের সাধারণ সম্পাদক দূর, জেলা কমিটির সম্পাদক বাছাইতেও লড়াকু মহিলা কর্মীদের মুখটা তাঁদের মনে পড়ে না। ভোটদানের লাইনে মহিলাদের অংশগ্রহণ ক্রমবর্ধমান। সাম্প্রতিক কিছু সমীক্ষায় দেখা গিয়েছে যে, হিমাচল প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে ভোটদানে মহিলারাই এগিয়ে। এ তো তাঁদের রাজনৈতিক চেতনাবৃদ্ধিরই লক্ষণ। তবু বিধানসভা এবং লোকসভা ভোটের প্রার্থী মনোনয়নে বেশিরভাগ দলের কাছে মহিলা কর্মীরা দ্বিতীয়-তৃতীয় শ্রেণিভুক্ত গণ্য হন। মন্ত্রিসভা গঠনের বেলাতেও এই অবহেলা অবজ্ঞা প্রতিধ্বনিত হয়। সেখানে প্রকৃত ‘পরিবর্তন’ নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে বাংলায় শুধুমাত্র রাজনৈতিক পটপরিবর্তন হয়নি, বদল এসেছে সার্বিক চিত্রে। এখানে ত্রিস্তর পঞ্চায়েত থেকে পুরসভা, বিধানসভা, রাজ্যের মন্ত্রিসভা, লোকসভা, রাজ্যসভা, রাজ্য প্রশাসন প্রভৃতি সর্বত্র মেয়েদের জয় জয়কার! মমতার মা-মাটি-মানুষের সরকারের কাছে প্রথম দুটি অগ্রাধিকার হল গরিব বা পিছিয়ে পড়া শ্রেণি এবং নারী। বাংলায় নির্বাচনী ক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব ৫০ শতাংশ নিশ্চিত করেছেন তিনি আগেই। তবে তিনি সার উপলব্ধি করেছেন যে, শুধু সংখ্যায় বৃদ্ধি কোনও সাফল্য বা সাফল্যের চাবিকাঠি নয়, মানুষকে ‘মানবসম্পদ’-এ রূপান্তরিত করতে পারাই লক্ষ্য হওয়া উচিত আমাদের। সবচেয়ে বেশি মানুষ বসবাস করেন গ্রামাঞ্চলে। তাঁদের বেশিরভাগই গরিব এবং কৃষিজীবী। তাই কৃষি এবং গ্রামোন্নয়নে গুরুত্ব বৃদ্ধির বিকল্প নেই। 
২০১১ সাল থেকে এই নীতি ক্রমবিকশিত হয়ে চলেছে। তারই সঙ্গে সংগত করে চলেছে নারীকল্যাণ। মুখ্যমন্ত্রী জানেন, শিক্ষার চেতনা দিয়েই উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। সেখানে মেয়েদের ‘অব্যবহৃত’ হাত এবং মাথাকে কাজে লাগাতে হবে বেশি করে। তাই তিনি চালু করেছিলেন অভূতপূর্ব প্রকল্প ‘কন্যাশ্রী’ এবং স্বভাবতই সেটির বিশ্ববন্দিত হয়ে উঠতে বিলম্ব হয়নি। বাল্যবিবাহ, মানব পাচার এবং শিশুশ্রমের শিকারও মেয়েরা বেশি। তাই কন্যাশ্রীর পাশাপাশি এই সরকার ‘রূপশ্রী’ প্রকল্পও চালু করেছে। কিন্তু যে মহিলাদের শিক্ষাঙ্গনে প্রবেশের দিন গত হয়েছে, গরিব পরিবারের সেই বিপুল সংখ্যক মহিলার জীবন কেন অন্যের দয়া-দাক্ষিণ্যে চলবে? তাই তাঁদের আর্থিক ক্ষমতায়নের চিন্তাসূত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। বলা বাহুল্য, এই প্রকল্পের নিন্দায় সরব হয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাচ্ছিল্য করেছিলেন ‘রেউড়ি সংস্কৃতি’ বলে। কটাক্ষ করতে ছাড়েননি আগমার্কা মার্কসবাদীরাও। দেরিতে হলেও এমন ‘ঐতিহাসিক ভুল’ শুধরে নিয়েছেন রাম-বাম উভয়েই। মেয়েদের ভোট বাগাতে বিজেপি তো রাজ্যে রাজ্যে রেউড়ি বণ্টনে রীতিমতো প্রতিযোগিতায় অবতীর্ণ আজ! পরিবারের স্বাস্থ্যসুরক্ষায় মমতার সরকার চালু করেছে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প, ওই কার্ডেও ‘পরিবার প্রধান’ হিসেবে কোনও একজন মহিলাকেই স্বীকৃতি দিয়েছে নবান্ন। সব মিলিয়ে নানা ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের যে অনুকরণীয় সংস্কৃতি মমতা তুলে ধরেছেন বুধবার পেশ হওয়া রাজ্য বাজেট সংগত করেছে তারই সঙ্গে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সগর্ব ঘোষণা এই যে, ‘২০২৫-২৬ অর্থবর্ষের রাজ্য বাজেটের অর্ধেকই বরাদ্দ করা হয়েছ নারী ও কন্যাসন্তানদের উন্নয়নের জন্য।’ তাঁর যথার্থ দাবি, ‘নারী সশক্তিকরণে আমাদের রাজ্যই সর্বাধিক অগ্রণী।’ বাজেট পেশ পরবর্তী সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর দাবিও ন্যায্য, ‘মহিলাদের উন্নয়নে বাংলায় গৃহীত একাধিক প্রকল্প অন্যান্য রাজ্যের সামনে মডেল।’ আশা করা যায়, উন্নয়নের এই অভিনব ‘ইনক্লুসিভ’ ভাবনা বাংলায় আগামী দিনেও বজায় থাকবে। এই ব্যবস্থা অন্যান্য রাজ্য এবং মোদি সরকারেরও খোলা মনে অনুসরণ করা উচিত। তাতে বাংলার সঙ্গে সারা দেশই সমানভাবে উপকৃত এবং বিকশিত হবে।
14th  February, 2025
আপাতত মুখরক্ষা

শেষরক্ষা হল না! ৬০ আসনের মণিপুর বিধানসভায় বিজেপির বিধায়ক ৩৭ জন। তবু এন বীরেন সিংয়ের উত্তরসূরি হিসেবে গ্রহণযোগ্য একজনকেও খুঁজে পেল না কেন্দ্রের শাসকদল!
বিশদ

উৎপাদনে রাজ্যের গুরুত্ব

কেন্দ্রের আর্থিক সমীক্ষা রিপোর্টের দাবি, ২০২৩-২৪ সালে দেশে বেকারত্বের হার ৩.২ শতাংশে নেমে এসেছে। তত্ত্বগতভাবে এটা বস্তুত ‘পূর্ণ কর্মসংস্থান’ বিবেচনারই শামিল! তবে একইসঙ্গে সতর্ক করা হয়েছে যে, ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর কৃষি ক্ষেত্রের বাইরে সাড়ে ৭৮ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। 
বিশদ

13th  February, 2025
রাজ্যগুলির দাবি ন্যায্য

ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র কোনও ‘প্রভু’ নয় এবং রাজ্যগুলিও নয় তার ‘হুকুমবরদার’। কেন্দ্র ‘দাতা’ এবং রাজ্যগুলি ‘অনুগৃহীত’—এমনও নয় সম্পর্কটি। ভারত রাষ্ট্র গড়ে উঠেছে রাজ্যগুলির সমবায়ের নীতির ভিত্তিতে। সেখানে কেন্দ্র রয়েছে একটি সমন্বয়কারীর ভূমিকায়।
বিশদ

12th  February, 2025
ললাট লিখন

কপালের লিখন খণ্ডাবে কে? গত ২১ মাসে তাঁর মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ চেয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। নিজের দলের বিক্ষুব্ধ একটা বড় অংশের বিধায়করাও একই দাবিতে সরব ছিলেন। রাজ্যের হিংসা পরিস্থিতিতে যখন কোনও লাগাম টানা যাচ্ছে না, পুলিস-প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, রাজ্যের মানুষকে যে সরকার নিরাপত্তা দিতে পারেনি তারা কেন ক্ষমতায় থাকবে— সেই প্রশ্নও তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বিশদ

11th  February, 2025
দিবাস্বপ্নের কারবারি

জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০ রূপায়ণ নিয়ে মোদি সরকার অনেক ঢাক ঢোল পিছিয়েছিল। কিন্তু এনইপি রূপায়ণের জন্য যে পরিমাণ অর্থ জরুরি, তার সংস্থান কেন্দ্র এখনও করেনি। এনইপি সুপারিশ করেছিল যে, প্রতিবছর জিডিপির অন্তত ৬ শতাংশ অর্থ শিক্ষাখাতে বরাদ্দ করতে হবে।
বিশদ

10th  February, 2025
ইতিহাসের ‘লজ্জা’!

ঢাকার ৩২নং ধানমন্ডি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ঠিকানা। এই বাড়ি থেকেই বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন তিনি। সেটা ১৯৭১ সাল। তার চার বছর পর, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই বাড়িতেই সপরিবার মুজিবকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।
বিশদ

09th  February, 2025
সীমা লঙ্ঘন

দ্বিতীয়বার ক্ষমতায় এসেই অসংখ্য অভিবাসীকে দেশছাড়া করার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইমতো বুধবার মার্কিন দেশের একটি সামরিক বিমানে চাপিয়ে অমৃতসরে ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন ভারতীয়কে।
বিশদ

08th  February, 2025
অভূতপূর্ব, আশাপ্রদ

সিপিএম শাহির পতন যে সময়ের অপেক্ষামাত্র, তা আঁচ করতে পেরেছিল সকলেই। লাগাতার লালসন্ত্রাসে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ওইসঙ্গে রাজ্যকে গ্রাস করেছিল দুর্নীতি আর অনুন্নয়নের রকমারি। একদিকে আমরা পিছিয়ে যাচ্ছিলাম শিক্ষায়, অন্যদিকে বাংলাজুড়ে তীব্র হচ্ছিল বেকারত্বের জ্বালা।
বিশদ

07th  February, 2025
রশ্মি

ব্রহ্ম আর শক্তি অভেদ। এক কে মানলেই আর একটীকে মানতে হয়। যিনিই ব্রহ্ম তিনিই শক্তি। তাঁকেই মা বলে ডাকি। কালীই ব্রহ্ম, ব্রহ্মই কালী। যেমন অগ্নি আর তার দাহিকাশক্তি,—অগ্নি মানলেই দাহিকাশক্তি মানতে হয়, একটাকে ছেড়ে আর একটাকে ভাবা যায় না।
বিশদ

06th  February, 2025
বেকাররা সেই তিমিরেই

রাজনীতিকে আপনি ‘রাজার নীতি’ কিংবা ‘নীতির রাজা’ যেদিকে থেকেই ব্যাখ্যা করুন না কেন, তার কেন্দ্রে হল মানুষ। এখন ভারতই বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ। ভারতে সরকার তৈরি হয় প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। 
বিশদ

06th  February, 2025
গাঁয়ে মানে না আপনি মোড়ল 

নরেন্দ্র মোদির প্রথম দশ বছরের জমানা থেকে করোনাকালের দু’বছর আমরা ছাড় দিচ্ছি। বাকি আটটি বছর পেয়েছেন তিনি উপদ্রবহীন। প্রতিবারই সরকার গড়েছেন এনডিএ জোটের নেতা হিসেবে। প্রথম দুটি টার্মে তাঁর দল বিজেপি সংসদে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়েই ‘দাদাগিরি’ করেছে।
বিশদ

05th  February, 2025
লাভবান কত শতাংশ?

মধ্যবিত্তের স্বপ্ন পূরণের বাজেট, বক্তৃতা শেষ হওয়ার পর বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের কেন্দ্রীয় বাজেটের যে-দিকটি নিয়ে মধ্যবিত্ত উল্লসিত, তা হল— বেতনভোগী যাদের বার্ষিক আয় ১২ লাখ পর্যন্ত, তাদের আর কর দিতে হবে না।
বিশদ

04th  February, 2025
বৈষম্য বৃদ্ধির আশঙ্কা

বাজেট আসে বাজেট যায়, মানুষের প্রত্যাশা পূরণ হয় না। কেন্দ্রীয় সরকার মনে করছে, অন্তত এবার তারা দেশবাসীর এই খেদ দূর করতে পেরেছে। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে যে বাজেট পেশ করেছেন, তাতে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশদ

03rd  February, 2025
কুর্সি দখলের মরিয়া চেষ্টা

সম্পূর্ণ ফ্রিতে পরিষেবা। আম জনতার দুঃখ-কষ্ট ঘুচিয়ে, চোখের জল মোছাতে কে, কত পরিষেবা দেবে, ভোটের ময়দানে নেমে রীতিমতো ঢেঁড়া পিটিয়ে তা জানিয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলি। নিলাম ডাকার ভঙ্গিতে ‘দানের’ এই প্রতিযোগিতার তীব্র লড়াইয়ের আঁচ মেলে ভোটের আগেই।
বিশদ

02nd  February, 2025
কর্পোরেট ফাঁসে

একেবারেই ‘ভদ্রলোকের চুক্তি’! তবে অলিখিত। ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা ঋণ নিলেও তা শোধ করতে হবে না। একটা সময়ের পর ব্যাঙ্ক নিজেই তা মকুব করে দিতে পারে। এতে ঋণ-পরিশোধের কোনও দায় থাকল না। অন্যদিকে, ব্যাঙ্কের খাতায় অনাদায়ী ঋণের পরিমাণ (এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট) কম দেখানো গেলে তাদের ‘আর্থিক স্বাস্থ্য ভালো’ বলে তৃপ্তির ঢেকুর তোলা যাবে।
বিশদ

01st  February, 2025
মহাবিপর্যয় 

প্রয়াগের কুম্ভমেলা ২০২৫ শুরুর আগে থেকেই আরম্ভ হয়ে গিয়েছিল হাজারো গাওনা বাজনা। তার মধ্যে প্রথম হচ্ছে নামকরণ। লোকে যেটাকে ‘পূর্ণকুম্ভ’ বলে জানে, তার নাম দেওয়া হল ‘মহাকুম্ভ’। অন্যবার যে বিশেষ স্নানকে ‘শাহিস্নান’ বলা হয়েছে, তা এবার ‘অমৃতস্নান’।
বিশদ

31st  January, 2025
একনজরে
ভালোবাসার দিন। কিন্তু গোলাপ-পারফিউম- চকোলেট নয়, শুক্রবার ইস্ট বেঙ্গল ফুটবলারদের জন্য বরাদ্দ ছিল একরাশ ক্ষোভ এবং বিরক্তি। আসলে আইএসএলে বছরের পর বছর ব্যর্থতা মেনে নিতে ...

সোনামুখীর একাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে শুক্রবার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম চিরঞ্জিৎ মাঝি। তার বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায়। পুলিস জানিয়েছে, এদিন ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ...

ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের লক্ষ্যে আগামী ১৬ ফেব্রুয়ারি বৈঠকে বসবেন ঘাটালের সাংসদ দেব, সেচমন্ত্রী মানস ভুঁইয়া, দপ্তরের প্রধান সচিব মনীশ জৈন সহ ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি এবং ব্লক সাব কমিটির সদস্যরা। ...

ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের সবচেয়ে উল্লেখযোগ্য দিক প্রযুক্তি। এই দুই দেশের মধ্যে যে ব্যবসায়িক আদানপ্রদান হয়, তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং ও সাইবার সিকিউরিটি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৬৪: জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলির জন্ম
১৭৫৯: লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন করা হয়
১৮৬৯: মির্জা গালিবের মৃত্যু
১৯২১: ঐতিহাসিক রাধাকৃষ্ণ চৌধুরির জন্ম
১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন, জাপানের কাছে আত্মসমর্পণ করলেন ব্রিটিশ জেনারেল
১৯৪৭: রণধীর কাপুরের জন্ম
১৯৫৬: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডেসমন্ড হেইনসের জন্ম
১৯৬৪: আশুতোষ গোয়ারিকরের জন্ম
১৯৭১: ব্রিটিশ যুক্তরাজ্যের মুদ্রার দশমিকীকরণ হয়
২০২২: কিংবদন্তি সঙ্গীতশিল্পী গীতশ্রী  সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু
২০২২: কিংবদন্তি সুরকার তথা সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৬.০৩ টাকা ৮৭.৭৭ টাকা
পাউন্ড ১০৭.২৮ টাকা ১১১.০৪ টাকা
ইউরো ৮৯.২২ টাকা ৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৮৬,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮৬,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৮২,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,৯৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৮,০৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ ফাল্গুন, ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫। তৃতীয়া ৩৪/১৩ রাত্রি ১১/৫৩। উত্তরফাল্গুনী  নক্ষত্র ৪৮/৪০ রাত্রি ১/৪০। সূর্যোদয় ৬/১২/২৮, সূর্যাস্ত ৫/২৯/১৮। অমৃতযোগ  দিবা ৯/৫৮ গতে ১২/৫৮ মধ্যে রাত্রি ৮/১ গতে ১০/৩৪ মধ্যে পুনঃ ১২/১৬ গতে ১/৫৮ মধ্যে পুনঃ ২/৪৯ গতে ৪/৩০ মধ্যে। বারবেলা ৭/৩৬ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪০ মধ্যে পুনঃ ৪/৫ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৪ মধ্যে পুনঃ ৪/৩৬ গতে উদয়াবধি। 
২ ফাল্গুন, ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫। তৃতীয়া রাত্রি ১০/৪০। উত্তরফাল্গুনী নক্ষত্র রাত্রি ১২/৫৩। সূর্যোদয় ৬/১৫, সূর্যাস্ত ৫/২৮। অমৃতযোগ দিবা ৯/৪৯ গতে ১২/৫৭ মধ্যে এবং রাত্রি ৮/৬ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/১২ গতে ১/৪৯ মধ্যে ও ২/৩৮ গতে ৪/১৭ মধ্যে। কালবেলা ৭/৩৯ মধ্যে ও ১/১৬ গতে ২/৪০ মধ্যে ও ৪/৪ গতে ৫/২৮ মধ্যে। কালরাত্রি ৭/৪ মধ্যে ও ৪/৩৯ গতে ৬/১৫ মধ্যে।
১৬ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বাংলাদেশে স্টারলিঙ্কের পরিষেবা চালু করার বিষয়ে এলন মাস্কের সঙ্গে কথা বললেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস

03:12:53 AM

নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের পরিস্থিতি, আহত কমপক্ষে ১০

01:05:58 AM

৭৭ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল বাসুদেবপুর থানার পুলিস, গ্রেপ্তার ২

11:48:00 PM

১১৯ জন অবৈধ অভিবাসীকে নিয়ে অমৃতসরে নামল আমেরিকার দ্বিতীয় বিমান

11:46:00 PM

হকি প্রো লিগ: প্রথম ম্যাচেই ভারতকে ৩-১ গোলে হারাল স্পেন

11:33:14 PM

নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের পরিস্থিতির ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১৫

11:30:00 PM