বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
তাই অর্থনীতিবিদদের পরামর্শ, দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এমএসএমই সেক্টরের প্রতি সরকারের বিশেষ কৃপাদৃষ্টি জরুরি। সাম্প্রতিক অতীতের মধ্যে, করোনার দু-তিন বছরে এমএসএমই সেক্টরের ক্ষতি হয়েছে মারাত্মক। এমন ইউনিট বন্ধ হয়ে গিয়েছে কয়েক লক্ষ। তার প্রত্যক্ষ প্রভাব পড়েছিল কর্মসংস্থানের উপর। একটি অতিসাধারণ চাকরির জন্যও যে-দেশে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক-যুবতী টানা লড়াই করেন, সেই দেশেই ওইসময়ে কয়েক লক্ষ মানুষকে কাজ হারাতে হয়েছিল। অর্থনীতিবিদদের পরামর্শ ছিল, রুগ্ন বা বন্ধ এমএসএমই ইউনিটগুলিকে বাঁচাতে সরকার কিছু অনুদান দিক কিংবা ব্যবস্থা করুক সহজ শর্তে ঋণের। তাদের জন্য সময়োপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তি ও টেলি যোগাযোগের সহায়তা প্রদান এবং করছাড়েরও প্রস্তাব ছিল। আর ছিল জিএসটি আইনকে এমএসএমই সহায়ক করে তোলার পরামর্শ। মোদি সরকার গালভরা প্রকল্প একটি নিয়েছিল বটে কিন্তু তাতে ওই শিল্প-বাণিজ্য ক্ষেত্রের আদৌ কোনও সুরাহা হয়েছিল কি না সেই সদুত্তর মেলেনি। এমএসএমই’র পাশে দাঁড়াতে পরবর্তীকালেও একাধিক প্রকল্প ঘোষিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বন্ধকহীন ঋণ। অর্থাৎ কোনও সম্পত্তি গচ্ছিত না রেখেই এমএসএমই শিল্পক্ষেত্র যাতে ঋণ পেতে পারে তার কথাই জোর গলায় বলেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই ঋণও যে পর্যাপ্ত পরিমাণে মিলছে না, তা সম্প্রতি সামনে এনেছে একাধিক বণিক সভা।
এবার আলোচনায় জায়গা নিয়েছে ২০২৩ সালে ঘোষিত ‘বিশ্বকর্মা প্রকল্প’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের এই প্রকল্পের উদ্দেশ্য, কারিগর ও খুব ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা এবং দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা। কিন্তু গালভরা প্রকল্পটির কী হাল? এমএসএমই মন্ত্রকের এই স্কিমে ২ কোটি ৬৬ লক্ষ আবেদনের মধ্যে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন মঞ্জুর হয়েছে মাত্র সাড়ে ২৭ লক্ষের। অর্থাৎ আবেদন ও প্রকল্পের সুবিধালাভের মধ্যে ফারাক বহু যোজনের! মোদি সরকারের গাওনা-বাজনার পাশে বাস্তবে কিছু করে ওঠার রেকর্ড মোটেই ভালো নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার পশ্চিমবঙ্গের গরিব উদ্যোগীদের জন্য চালু করেছে পাল্টা প্রকল্প। বাংলার ‘ফিনান্সিয়াল বেনিফিট স্কিম’ মারফত যে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে তা মোদির প্রকল্পকে বলে বলে দশ গোল দেওয়ার মতোই শ্রেষ্ঠতর। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সৌন্দর্য মেনে মোদি সরকারের উচিত, রাজ্যের প্রকল্পের পাশে দাঁড়ানো। উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টির বিচারে সেটি সুসফল হলে দিনের শেষে জাতীয় অর্থনীতিরই গরিমা বৃদ্ধি পাবে। উৎপাদন ক্ষেত্রে চীনসহ বিগ ব্রাদারদের সঙ্গে প্রতিযোগিতায় সম্মানে অবতীর্ণ হতে রাজ্যগুলির শক্তিবৃদ্ধির নীতি গ্রহণের বিকল্প নেই।