Bartaman Patrika
সম্পাদকীয়
 

বিপদ সঙ্কেত

গত আগস্টে বাংলাদেশে পালাবদলের পরেই আশঙ্কার মেঘ জমেছিল। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে ভারতে অনুপ্রবেশের বিষয়টি ফের মাথাচাড়া দিয়েছে। অনুপ্রবেশকারীদের বেশিরভাগই হয়তো নিরপরাধ সাধারণ মানুষ, যাঁরা পড়শি রাষ্ট্রে সংখ্যালঘু হিন্দু হওয়ার কারণে অত্যাচারিত হয়ে এদেশে ঢুকে পড়ছেন ‘নিরাপদ’ আশ্রয়ের খোঁজে। কিন্তু এই অনুপ্রবেশকারীদের একটা অংশ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-আশ্রিত বিভিন্ন গোষ্ঠীর জঙ্গি, ভারতের বিভিন্ন রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোই যাদের মূল লক্ষ্য। সমস্যাটা তাই শুধু বাংলাদেশ সীমান্তের তিন রাজ্যের নয়, গোটা দেশের। কড়া প্রহরা ও ভৌগোলিক কারণেই পাকিস্তান-ভারত সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করা অনেক কঠিন। তুলনায় দীর্ঘ নদী-পথ এবং একটা বড় অংশ কাঁটাতারহীন থাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত সাধারণ ও জঙ্গি অনুপ্রবেশকারীদের কাছে সহজতম পথ। ফলে যেসব মৌলবাদী সংগঠন ভারতে উগ্রপন্থী কার্যকলাপ চালাতে সদাসচেষ্ট, বাংলাদেশের ঘটনা যেন তাদের কাছে একটা সুযোগ তৈরি করে দিয়েছে। দেরিতে হলেও এই সম্ভাব্য বিপদের গন্ধ পেয়ে এখন নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। তারা পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরাসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠিয়েছে। কারণ বেশিরভাগ অনুপ্রবেশ ঘটছে এইসব রাজ্যেই। কিন্তু উদ্বেগ বাড়িয়েছে অন্যান্য রাজ্যেও। খবরে প্রকাশ, গত কয়েকদিনে মুম্বইতে ১৯ জন বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হয়েছে। দিল্লির গুরুগ্রামেও গ্রেপ্তারের সংখ্যা একাধিক। অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যেও। দিল্লিতে ধৃতরা সে রাজ্যের পুলিসকে জেরায় জানিয়েছে, তারা উত্তর-পূর্বের কয়েকটি সীমান্ত থেকে প্রথমে অসমে, সেখান থেকে দিল্লি মুম্বইয়ে ছড়িয়ে পড়েছে। জঙ্গিযোগে বাংলায় একাধিকজন গ্রেপ্তার হয়েছে, যা সব অর্থেই চিন্তার বিষয়।
এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সীমান্তে অনুপ্রবেশ আটকানোর দায় কার, সেই বহুল চর্চিত বিষয়টি নিয়ে আবার রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। গোটা দেশেই সীমান্ত প্রহরার দায়িত্ব যে বিএসএফ-এর, তা একটা দুধের শিশুও জানে। ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমারেখার মধ্যে ২ হাজার ২১৭ কিলোমিটার পশ্চিমবঙ্গ। এর একটা বড় অংশ নদী-পথ, যেখানে কাঁটাতারের প্রশ্ন নেই। বাকি স্থলভাগের একটা অংশও কাঁটাতারবিহীন, অ-সুরক্ষিত। এই বিস্তীর্ণ সীমান্তে বিএসএফ-ই একমাত্র ‘প্রাচীর’। অথচ অভিযোগ হল, তাদের উপস্থিতিতে মানুষ থেকে গোরু হেলায় ঢুকে পড়ছে এ রাজ্যে, এ দেশে! সুতরাং অনুপ্রবেশ আটকানোর প্রাথমিক দায়িত্ব মোদি সরকারের অধীন বিএসএফের-ই। এবং এই কেন্দ্রীয় সংস্থা বারবার প্রমাণ করেছে, অনুপ্রবেশ রুখতে তারা কার্যত ব্যর্থ। তবু এই সঙ্কটের সময় অনুপ্রবেশের দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বিজেপি! উল্টে আবার তাদের অভিযোগ, ২০২৬-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নাকি বেআইনি অনুপ্রবেশে মদত দিচ্ছে রাজ্যের শাসকদল। তাই সঙ্গত প্রশ্ন উঠেছে, তাহলে কাশ্মীরে পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশ, অসম ও ত্রিপুরায় দেদার বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে কী করে? এই দুই রাজ্যে তো তৃণমূল সরকার নেই। কেন দিল্লি, মুম্বই, রাজস্থান বা মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে অনুপ্রবেশ-বিরোধী পুলিসি অভিযান চালাতে হচ্ছে? সেখানেও তো নেই তৃণমূল। তাহলে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলায় জঙ্গি অনুপ্রবেশে মদত দিচ্ছে বিএসএফ। চলছে গেরুয়া শিবিরের ঘৃণ্য চক্রান্ত। রাজ্যে অশান্তি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে কেন্দ্র ‘ব্লু প্রিন্ট’ তৈরি করেছে। সেই অনুযায়ী কাজ হচ্ছে। এই গুরুতর অভিযোগের জবাবদিহি করতে হবে কেন্দ্রকে।
কিন্তু এটাও সত্য যে, অনুপ্রবেশ রোখার প্রাথমিক দায়িত্ব বিএসএফের হলেও রাজ্য হাত গুটিয়ে বসে থাকলে তা ভাবের ঘরে চুরি করা হবে। কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর মদতে বাংলায় জঙ্গি ঢুকছে জেনেও রাজ্য পুলিস কেন কিছু করেনি—সেই প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রীও! এই জঙ্গিরা কোথায়, কতদিন ধরে রয়েছে—সেই তথ্য না থাকায় পুলিসের বিরুদ্ধে সঙ্গত কারণেই ক্ষোভও উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ঘটনাও হল, কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় জাল নথি তৈরির একাধিক কারখানা গড়ে উঠেছে। সেখানে জাল রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্টও তৈরি হয়ে যাচ্ছে! অনুপ্রবেশকারীদের কেউ কেউ গত তিন-চার বছর ধরে রাজ্যে বসবাস করছে বলে জানতে পেরেছে পুলিস। এসব তথ্য বুঝিয়ে দিচ্ছে, বিপদটা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এবং এসব আটকানোর জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলিরও দায়িত্ব কিছু কম নয়। অনুপ্রবেশ নিয়ে বিতর্ক চললেও একে রুখতে হলে কেন্দ্র-রাজ্যগুলির মধ্যে সমন্বয়, গোয়েন্দা তথ্যের আগাম আদান-প্রদান ও যৌথ অভিযান জরুরি। সবচেয়ে বেশি প্রয়োজন সদিচ্ছা। রাজনৈতিক লাভালাভের অঙ্ককে সরিয়ে রেখে সেই সদিচ্ছা দেখা গেলেই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তাতে দেশ, রাজ্য উভয়েরই লাভ। 
04th  January, 2025
‘ফকিরের’ কেরামতি!

প্রধানমন্ত্রী হিসাবে দশ বছর নরেন্দ্র মোদিকে দেখে ও তাঁর কথাবার্তা শুনে দেশবাসী একটা বিষয়ে নিশ্চিত হয়েছে। তা হল, তিনি যা বলেন, আসল সত্যটি অনেক সময়েই ঠিক তার উল্টো। নিজের সম্পর্কে একবার তিনি বলেছিলেন, ‘আমি তো ফকির (গরিব) মানুষ। বিশদ

গণপরিবহণে গতিবৃদ্ধি

লাল সন্ত্রাসে অতিষ্ঠ বাংলার মানুষ ‘পরিবর্তন’ চেয়েছিল। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করেন ২০১১ সালে। তাঁর সেই আন্তরিক উদ্যোগে শুধু এক জগদ্দল প্রশাসনই সরেনি, বাস্তবিক পরিবর্তনও এসেছে নানা ক্ষেত্রে।
বিশদ

06th  January, 2025
দায় স্বীকার করুন

কোনও সরকার-বিরোধী দল নয়, তথ্য দিয়েছেন স্বয়ং সেখানকার মুখ্যমন্ত্রী। ২০২৪-এর বর্ষশেষের দিন অশান্ত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নতজানু ভঙ্গিতে জানান, ২০২৩-এর মে থেকে হিংসায় রাজ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ২০০ জন। মামলা নথিভুক্ত হয়েছে ১২,২৪৭টি। বিশদ

05th  January, 2025
লক্ষ্মীর ভাণ্ডারকে জয়ধ্বনি

বোধোদয় দেরিতে হলেও মন্দ নয়। দেশের প্রধান শাসক দল বিজেপি এবং একাধিক বিরোধী দলের বিলম্বিত বোধোদয় তাই প্রশংসার দাবি রাখে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে বাংলার মহিলাদের জন্য চালু করেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। বিশদ

03rd  January, 2025
‘মৃত্যু’ ব্যবসায়ী

কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর ‘ভেজাল’ শিরোনামের কবিতায় লিখেছিলেন, ‘ভেজাল, ভেজাল ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়/ ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে নাকো চেষ্টায়!’ কবিতাটির শেষদিকে কবি তাঁর এই উপলব্ধির কথাও জানিয়েছেন যে, ‘খাঁটি জিনিস’-এর প্রত্যাশা বৃথাই। বিশদ

02nd  January, 2025
এগিয়ে বাংলার মেয়ে

তাঁদের শারীরিক ও মানসিক সীমাবদ্ধতার দোহাই পেড়ে পৃথিবীর প্রায় সর্বত্র মেয়েদের কাজ-কর্তব্যের সামনে একটি গণ্ডি এঁকে দেওয়া হয়। তার মধ্যে অবশ্যই রয়েছে ভারত। অথচ এই ভারতেই দেবী দুর্গাকে দশপ্রহরণধারিণী ও মহিষাসুরমর্দিনী সাজিয়ে আরাধনা করা হয়, বঙ্গদেশের সর্ববৃহৎ উৎসব পালিত হয় তাঁকেই ঘিরে। বিশদ

01st  January, 2025
নিছকই ঢক্কানিনাদ!

ধাপ্পা এক: ‘ক’-বাবুর পরিবারে চারজন লোক। মাসিক আয় এক লক্ষ টাকা। অর্থাৎ মাথাপিছু আয় ২৫ হাজার টাকা। ‘খ’-বাবুর দু’জনের পরিবারের আয় মাসে ৭০ হাজার টাকা। অর্থাৎ মাথাপিছু আয় ৩৫ হাজার টাকা। মোট টাকার অঙ্কে ‘ক’-বাবুর পরিবারের আয় ‘খ’ বাবুর পরিবারের থেকে বেশি। বিশদ

31st  December, 2024
মমতার বিকল্প শিল্পভাবনা

মানুষ একটা মুখের সঙ্গে দুটো হাতও নিয়ে জন্মায়। হাত দুটো কাজ এবং উপার্জন করার জন্য। হাতে কাজ করলেই নিজের মুখের গ্রাস জোগাড় করতে পারে মানুষ। এরপর উদ্বৃত্ত অর্থ-সম্পদ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। উদ্বৃত্তের কিছুটা বণ্টনও করে দিতে পারে দুর্বল মানুষের মধ্যে।
বিশদ

30th  December, 2024
ইতিহাস সাক্ষী

‘জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল।’ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে বর্তমান প্রধানমন্ত্রীর আবেগমথিত শোকজ্ঞাপন দেখে যদি এই জনপ্রিয় বাংলা গানটির প্রথম দু’কলি মনে পড়ে যায় তা কি খুব দোষের হবে? বিশদ

29th  December, 2024
যোগসাজশ!

এ যেন টাট্টু ঘোড়া! নির্বাচনী বন্ড হল বিশ্বের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি, গত ফেব্রুয়ারি মাসে একথা বলেছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ পরকলা প্রভাকর (অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী)। পর্দা ফাঁসের সময় দেখা যায়, মোট অনুদানের প্রায় অর্ধেক অর্থ একাই পেয়ে বসে আছে নরেন্দ্র মোদির দল। বিশদ

28th  December, 2024
ক্ষুধার্তের সামনে খাদ্য নষ্ট!

শিশুদের মধ্যে সবচেয়ে বেশি অপুষ্টির হার যেসব দেশে তাদেরই অন্যতম ভারত। অপুষ্টির শিকার সর্বাধিক সংখ্যক শিশু রয়েছে ভারতেই। ৬ বছরের কম বয়সি শিশুদের মধ্যে ১৭ শতাংশের ওজন স্বাভাবিকের চেয়ে কম। ৫ বছরের কম বয়সি শিশুদের মধ্যে ৩৬ শতাংশের বৃদ্ধি ঠিকমতো হয়নি। বিশদ

27th  December, 2024
আতঙ্কের নাম জিএসটি

পেট্রলিয়াম পণ্য, অ্যালকোহলযুক্ত পানীয় এবং বিদ্যুতের উপর জিএসটি চাপানো হয়নি। এই পণ্যগুলিকে জিএসটির আওতাবহির্ভূত রাখা হয়েছে। এগুলির ক্ষেত্রে রাজস্ব আদায় করা হয় পৃথকভাবে এবং পূর্ববর্তী কর ব্যবস্থা অনুসারে। এই কর সংগ্রহ করে রাজ্য সরকারগুলি।
বিশদ

26th  December, 2024
দুর্বল ফন্দি

ভারতের সবচেয়ে বড় সমস্যার নাম নিঃসন্দেহে বেকারত্ব। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উত্তরণের জন্য এই সমস্যাকেই হাতিয়ার করেছিলেন নরেন্দ্র মোদি। মনমোহন সিংয়ের দ্বিতীয় ইউপিএ সরকারকে গদিচ্যুত করতে গেরুয়া শিবিরের মুখ হিসেবে তুলে ধরা হয়েছিল নরেন্দ্র মোদিকে। বিশদ

25th  December, 2024
আগুনে ঘি

গোপনে নজরদারি চালাতে ১,৪০০ হোয়াটস অ্যাপ নম্বরে আড়িপাতার জন্য ইজরায়েলের সংস্থা এনএসও-র পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে ভারতের ৩০০টি নম্বর রয়েছে। মার্কিন আদালতের এই রায় ঘোষণার পরেই ফের মোদি সরকারের বিরুদ্ধে পুরনো ঘা খুঁচিয়ে তুলেছে বিরোধীরা। বিশদ

24th  December, 2024
গ্রামোন্নয়নে প্রশংসনীয় পদক্ষেপ

মহাত্মা গান্ধীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, স্বাধীন ভারত ব্রিটেনের মতো জীবনযাত্রার মান অর্জন করবে বলে কি আপনি বিশ্বাস করেন? গান্ধীজি উত্তর দিয়েছিলেন, এই সমৃদ্ধি অর্জনের জন্য এই গ্রহের অর্ধেক সম্পদ লেগেছে একা ব্রিটেনের।
বিশদ

23rd  December, 2024
ভারসাম্যের খেলা

এই প্রথম নয়, লোকসভা ভোটে বিজেপি ২৪০ আসনে আটকে যাওয়ার পর প্রকাশ্যে সরব হয়েছিলেন তিনি। ভোটের প্রচারে নরেন্দ্র মোদিকে ‘ভগবান’ হিসেবে তুলে ধরা যে ভালোভাবে নেয়নি সঙ্ঘ পরিবার, সেই বার্তা শোনা গিয়েছিল তাঁর মুখে। এর পরেও দেখা গিয়েছে, সঙ্ঘের মুখপত্রে শাসকদল ও সরকারের কৌশল নিয়ে নানা প্রশ্ন তুলতে।
বিশদ

22nd  December, 2024
একনজরে
জমির মালিকানার সমস্যা মেটেনি। নাগরিকত্ব নিয়েও পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। এনিয়ে দিন কাটছে নলগ্রাম ছিটমহলবাসীর।  সাবেক ছিটমহলের সমস্যা সমাধানে এবার প্রশাসনের দ্বারস্থ হলেন বাসিন্দারা। সোমবার ...

‘বাংলার বাড়ি’র টাকা ঢুকছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। এই প্রক্রিয়া নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য হেল্পলাইন নম্বর চালু করেছিল পঞ্চায়েত দপ্তর। এক সপ্তাহের মধ্যেই  গোটা রাজ্য থেকে ১৩০০র বেশি অভিযোগ পেল তারা। ...

শেখ হাসিনার বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা। গুম করে খুন সংক্রান্ত একটি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী সহ ১২ জনকে গ্রেপ্তার করার নির্দেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ...

নভেম্বর মাসে ৮ টন সোনা কিনল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২০২৪ সালে মোট ৭৩ টন সোনা কিনেছে তারা। এই তথ্য দিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। প্রসঙ্গত, আর্থিক বুনিয়াদ মজবুত রাখতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কিনে থাকে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৬১০- গ্যালিলিও গ্যালিলি প্রথম তার আবিস্কৃত চারটি চাঁদকে পর্যবেক্ষণ করেন
১৭৮২ - আমেরিকার প্রথম কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব নর্থ আমেরিকা চালু
১৭৮৫- ফ্রান্সের জন ব্যাল্ন্চার্ড ও আমেরিকার জন জেফার ইংল্যান্ডের ডোভার থেকে ফ্যান্সের ক্যালাস পর্যন্ত গ্যাস বেলুনে উড়ে যান
১৭৮৯- মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়
১৭৯৭- বর্তমান ইতালির পতাকা প্রথম ব্যবহার করা হয়
১৮২৯ - ভারতীয়রা এশিয়াটিক সোসাইটির সভ্য হওয়ার অনুমতি লাভ করে
১৮৩৮ - স্যামুয়েল মোর্স প্রথমবারের মতো তার ইলেক্ট্রনিক টেলিগ্রাফের পরীক্ষা চালান
১৮৬৬- কলকাতায় প্রথম আদমশুমারি শুরু হয়
১৯২৪- আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রতিষ্ঠা হয়
১৯৩০- ডিজেল ইঞ্জিন চালিত প্রথম অটোমোবাইলের সফল যাত্রা সম্পন্ন হয়
১৯৩৫- ভারতীয় জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমী পশ্চিমবঙ্গের কলকাতায় প্রতিষ্ঠিত হয়
১৯৪২- বিশ্বজুড়ে চলাচলকারী প্রথম বাণিজ্যিক উড়োজাহাজ হিসেবে আত্মপ্রকাশ করে প্যান আমেরিকান এয়ারলাইন্স
১৯৪৮- লেখিকা শোভা দে’র জন্ম
১৯৫৭- অভিনেত্রী রীনা রায়ের জন্ম
১৯৬১- অভিনেত্রী সুপ্রিয়া পাঠকের জন্ম
১৯৬৭- অভিনেতা ইরফান খানের জন্ম
১৯৭৯- অভিনেত্রী বিপাশা বসুর জন্ম  
১৯৮৪- বিশিষ্ট সঙ্গীত শিল্পী আঙুরবালার মৃত্যু
২০২২ - বাংলার যাত্রাজগতের কিংবদন্তি সুরকার ও গায়ক প্রশান্ত ভট্টাচার্যের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৪.৯৬ টাকা ৮৬.৭০ টাকা
পাউন্ড ১০৪.৮৮ টাকা ১০৮.৫৯ টাকা
ইউরো ৮৬.৮৭ টাকা ৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৭,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৭,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৩,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ পৌষ, ১৪৩১, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫। অষ্টমী ২৫/১৩, দিবা ৪/২৭। রেবতী নক্ষত্র ২৮/৩০ সন্ধ্যা ৫/৫০। সূর্যোদয় ৬/২২/২২, সূর্যাস্ত ৫/৩/২৩। অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ৭/৪৭ গতে ১১/২১ মধ্যে। রাত্রি ৭/৪২ গতে ৮/৩৬ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১২/৮ মধ্যে পুনঃ ১/৫৫ গতে ৩/৪১ মধ্যে। পুনঃ ৫/২৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগরাত্রি ৭/৪২ মধ্যে। বারবেলা ৭/৪২ গতে ৯/২ মধ্যে পুনঃ ১/৩ গতে ২/২৩ মধ্যে। কালরাত্রি ৬/৪৪ গতে ৮/২৪ মধ্যে।
২২ পৌষ, ১৪৩১, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫। অষ্টমী অপরাহ্ন ৪/২৩। রেবতী নক্ষত্র রাত্রি ৬/১৬। সূর্যোদয় ৬/২৪, সূর্যাস্ত ৫/৩। অমৃতযোগ দিবা ৭/৬ মধ্যে ও ৭/৪৯ গতে ১১/২২ মধ্যে এবং রাত্রি ৭/৪৪ গতে ৮/৩৭ মধ্যে ও ৯/৩০ গতে ১২/১০ মধ্যে ও ১/৫৭ গতে ৩/৪৪ মধ্যে ও ৫/৩০ গতে ৬/২৫ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ৭/৪৪ মধ্যে। বারবেলা ৭/৪৪ গতে ৯/৪ মধ্যে ও ১/৪ গতে ২/২৪ মধ্যে। কালরাত্রি ৬/৪৪ গতে ৮/২৪ মধ্যে। 
৬ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে দিল্লিতে একটি স্মারক প্রতিষ্ঠার অনুমোদন কেন্দ্রের

10:27:00 PM

 মানুষ কংগ্রেসের প্রতি উৎসাহ দেখাচ্ছেন: কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত

10:00:00 PM

গুজরাতে একটি অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

09:23:00 PM

গুজরাতে একাধিক নতুন সেতু নির্মাণের জন্য ৭৭৯ কোটি টাকা অনুমোদন করলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

08:59:00 PM

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা

08:34:00 PM

পূর্ণকুম্ভ ২০২৫: প্রয়াগরাজে মাউন্টেড পুলিসের জন্য ৩৫ লক্ষ টাকা দিয়ে ৫টি ঘোড়া কিনল যোগী সরকার

08:24:00 PM