Bartaman Patrika
সম্পাদকীয়
 

হম্বিতম্বিই সার!

ভ্রাতৃভাব ভাবি মনে, দেখ দেশবাসিগণে,/ প্রেমপূর্ণ নয়ন মেলিয়া।/ কতরূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি,/ বিদেশের ঠাকুর ফেলিয়া।।’ লিখেছিলেন উনিশ শতকের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাঁর এই সাহসী স্বদেশ চেতনার প্রশংসা প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘মাতৃসম মাতৃভাষা’র কথাও উত্থাপন করেন। তাঁর আক্ষেপ, ঈশ্বর গুপ্তের পরের প্রজন্মও এই জরুরি সত্য উপলব্ধি করেনি, বরং উল্টো দিকেই মুখ করে ছিল। তাঁর এই আক্ষেপের কথা এখন বারবার মনে আসে অনেকের। তা ফের এল আর জি কর কাণ্ডের তদন্তে কলকাতা পুলিসের নীরব ভূমিকার পাশে ভারিক্কি নামের সিবিআইয়ের লম্ফঝম্প দেখে। আর জি করে তরুণী ডাক্তারকে নির্যাতনের ঘটনা নিয়ে গোটা রাজ্য তো বটেই, সারা দেশ, এমনকী বিশ্বজুড়ে বঙ্গসন্তানদের মধ্যে তোলপাড় চলে। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে কলকাতা পুলিস। মূল সন্দেহভাজনকে অতিদ্রুত গ্রেপ্তার করে এবং পুরো অপরাধের কিনারাও তাড়াতাড়ি করে ফেলার আশায় ছিল তারা। কিন্তু নাগরিক সমাজকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর অনাস্থা দেখায়। মমতা বাংলার মুখ্যমন্ত্রী। পুলিস ও স্বাস্থ্যের গুরুত্ব বুঝে ওই দপ্তর দুটিও তিনি নিজের হাতে রেখেছেন। এই তদন্তে দপ্তর দুটির ভূমিকাই সবচেয়ে বড়। তাই বিরোধীরা সরাসরি এই অভিযোগই তুলল যে, মুখ্যমন্ত্রী প্রকৃত দোষীদের বাঁচাবার চেষ্টা করছেন। কলকাতা পুলিসকে দিয়ে এই ঘটনার তদন্ত কোনোভাবেই নিরপেক্ষ হবে না। চিহ্নিত হবে না আসল দোষীরা এবং তারা শাস্তি পাওয়া তো দূর। দাবি উঠল—অতএব, তদন্তের দায়িত্ব দিতে হবে কেন্দ্রীয় সংস্থা সিবিআই’কে। এই দাবিতে তীব্র ‘গণআন্দোলন’ গড়ে উঠল—‘রাতদখল’, ‘জাস্টিস ফর আর জি কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘উই ডিমান্ড জাস্টিস’ প্রভৃতি নানা নামে। উত্তাল হয়ে উঠল বাংলার নানা প্রান্ত। মৃতের পরিবারও প্রভাবিত হল তাতে। সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট এবং কলকাতা পুলিসকে বলল, কেন্দ্রীয় সংস্থাকে সবরকমে সহযোগিতা সহায়তা করতে। স্পর্শকাতর বিষয়টিতে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করল শীর্ষ আদালতও।
আদালতের নির্দেশ মতোই যাবতীয় তদন্ত চলা সত্ত্বেও আর জি কর ইস্যুতে আন্দোলনে ভাটা পড়েনি। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে এবং রাজ্যের মুখ্যসচিবও বার বার সুবিচারের আশ্বাস দিয়েছেন। এমনকী দোষীর সর্বোচ্চ সাজা দিতে বিচার প্রক্রিয়া দ্রুততম করার জন্য মমতার সরকার কিছুদিন আগে রাজ্য বিধানসভায় ‘অপরাজিতা’ নামে নতুন একটি বিলও পাস করিয়েছে। কিন্তু ভবি ভুলবার নয়। জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতি চলেছে দীর্ঘদিন। সঙ্গে ছিল সিনিয়র ডাক্তারদেরও সমর্থন। সম্প্রতি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠে গেলেও তাঁদের একাংশ ধর্মতলায় রাস্তার উপরেই শুরু করেছেন নতুন করে ‘অনশন’ আন্দোলন। দাবি একাধিক হলেও, বলা হচ্ছে মূল দাবি—অভয়া বা তিলোত্তমার ‘বিচার চাই’। তাঁদের মুহুর্মুহু স্লোগান চলছে, ‘অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ... ইত্যাদি।
অবশেষে সোমবার কী দেখলাম আমরা—আর জি কর ধর্ষণ-খুন মামলায় মাত্র ২৪ ঘণ্টায় লালবাজার যা করেছিল, ৫৫ দিন পর তদন্তের সেই অঙ্কেই চার্জশিট পেশ করল সিবিআই। শিয়ালদহ আদালতে মস্ত চার্জশিটে কেন্দ্রীয় এজেন্সি জানিয়ে দিল, খুন-ধর্ষণ করেছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়। ধর্ষণ-খুনের তদন্তে নতুন কোনও নাম উঠে আসেনি। আর তারই প্রাথমিক সিলমোহর পড়েছে চার্জশিটে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৬ নম্বর ধারায় চার্জশিট দেওয়ায় এটা স্পষ্ট যে, তরুণী গণধর্ষণের শিকার হননি। কেন এই ঘটনা ঘটাল সে? ব্যাখ্যায় বলা হয়েছে, মত্ত থাকাতেই এই নৃশংস অপরাধ ঘটিয়ে ফেলেছিল সঞ্জয়। একই তথ্য প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল কলকাতা পুলিসও। ‘আজিও নাকি কলিকাতায় এমন অনেক কৃতবিদ্য নরাধম আছে, যাহারা মাতৃভাষাকে ঘৃণা করে, যে তাহার অনুশীলন করে, তাহাকেও ঘৃণা করে, এবং আপনাকে মাতৃভাষা অনুশীলনে পরাঙ্মুখ ইংরেজিনবীশ বলিয়া পরিচয় দিয়া, আপনার গৌরব বৃদ্ধির চেষ্টা পায়। যখন এই মহাত্মারা সমাজে আদৃত, তখন এ সমাজ ঈশ্বর গুপ্তের সমকক্ষ হইবার অনেক বিলম্ব আছে।’ বঙ্কিমচন্দ্রের মৃত্যুর ১৩০ বছর পরেও বঙ্গসন্তান দাঁড়িয়ে আছে যেন একই জায়গায়। বাংলার কোনোকিছুই তার কাছে উঁচু দরের বা খাঁটি বলে মনে হয় না। আমাদের জন্য যা-কিছু ভালো সবই বহির্বঙ্গে, বিদেশি হলে তো কথাই নেই। যেখানে নিদেন পক্ষে বিদেশ ছুঁয়ে দেখার সুযোগ নেই, সেখানে অন্তত দিল্লি, বম্বের জিনিসই বাঙালির কাছে ‘বেটার’। হবে নাই-বা কেন? ১৯১১ সাল অব্দি কলকাতাই যে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। কেবল বিলিতি জিনিসেই স্বর্গসুখ অনুভবের সেই হ্যাংওভার আজও নিশ্চয় কাটিয়ে উঠতে পারিনি আমরা। সুন্দরভাবে উল্টে নিয়েছি ঈশ্বরবাক্য—‘বিদেশের কুকুর ধরি/ দেশের ঠাকুর ফেলিয়া’।
09th  October, 2024
হায় রে ‘স্বচ্ছ ভারত’!

স্বচ্ছতার আন্তর্জাতিক মাপকাঠিতে ভারত বরাবরই তলানিতে পড়ে আছে। কিন্তু কেন? এই প্রশ্ন করার দরকার হয় না আমাদের। কেননা, দেশজুড়ে রকমারি প্রতারণার বহর সম্পর্কে একটি বালকও অবগত। তবে বিস্ময়ের বাঁধ ভাঙছে প্রায় প্রতিদিনই। বিশদ

স্বাস্থ্যকর স্বাস্থ্যব্যবস্থা

অবশেষে উঠল অনশন। রাজ্যের জুনিয়র ডাক্তাররা সোমবার রাতে তাঁদের টানা সতেরো দিনের এই অন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে তুলে নেওয়া হয়েছে মঙ্গলবারের সর্বাত্মক চিকিৎসা ধর্মঘটের ডাক। বিশদ

23rd  October, 2024
সেরা ‘পরিষেবা’

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও নৃশংসভাবে খুন হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে গত প্রায় তিন মাস ধরে উত্তাল রাজ্য। সিবিআইয়ের পেশ করা প্রথম চার্জশিটে একজন অভিযুক্তের নাম রয়েছে। বিশদ

22nd  October, 2024
সবার আত্মরক্ষার দাবি

২০২৪-২৫ সালের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ ৯০,৯৮৮ কোটি টাকা। এক দশকে বাজেট বরাদ্দের অঙ্ক ১৬৪ শতাংশ বেড়েছে জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশবাসীর হাততালি কুড়োবার কৌশল নিলেও সচেতন মানুষ তাঁর ডাকে সাড়া দিতে পারেননি।
বিশদ

21st  October, 2024
‘হে মোর দুর্ভাগা দেশ’

একটা করে সকাল হচ্ছে, আর লজ্জার মেঘে ঢাকা পড়ছে ভারতের আকাশ! কিন্তু লজ্জা নেই একমাত্র দেশের শাসকের! টানা তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ১৪২ কোটি মানুষের সামনে ৭ লক্ষ কোটি ডলার অর্থনীতির গাজর ঝুলিয়ে রেখেছেন। ২০৪৭ সালের মধ্যে এ দেশ নাকি ‘উন্নত’ দেশের তকমা পাবে বলে খোয়াব দেখাচ্ছেন। বিশদ

20th  October, 2024
সীমাহীন ব্যর্থতা

প্রায় দশ দিন আগেই পূর্বাভাস দিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। আম আদমির আরও একদফা সর্বনাশের পূর্বাভাস। তাঁর কথা মিলিয়ে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছে, খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার সেপ্টেম্বর মাসে পৌঁছেছে ৫.৪৯ শতাংশে। বিশদ

19th  October, 2024
বেচারা নকলনবিশরা

২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকার বাংলার মেয়েদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছিল। মূলত গরিব মহিলাদের আর্থিকভাবে অধিক সনির্ভর করে তোলাই ছিল মুখ্যমন্ত্রীর এই অনবদ্য ভাবনার নেপথ্যে। প্রকল্পটি গৃহীত হওয়ার পর থেকে বেনিফিসিয়ারি বা সুবিধাপ্রাপকের সংখ্যা বেড়েছে ধাপে ধাপে। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যাটি এখন ২ কোটি ১৬ লক্ষের কাছাকাছি।
বিশদ

18th  October, 2024
বেনিয়ার সরকার

বহু জরুরি ওষুধের দাম একধাক্কায় ৫০ শতাংশ বাড়তে চলেছে। এই দুঃসংবাদ পাওয়া গিয়েছে সোমবার। আটটি ওষুধের ১১টি ফর্মুলেশনের সর্বোচ্চ দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির দাবিতে সিলমোহর দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)। বিশদ

17th  October, 2024
বিষদংশনের মোদিযুগ

ট্রেডিং ইকনমিক্স অনুসারে, ভারতে বেকারের সংখ্যা ৪৪.৮৫ মিলিয়ন। বেকারত্ব সম্পর্কিত অন্যান্য পরিসংখ্যানে তারা জানাচ্ছে, ভারতের বেকারত্বের হার গত জুন মাসে ছিল এইরকম—মহিলাদের মধ্যে ১৮.৫ শতাংশ। সংখ্যাটি জাতীয় গড়ের চেয়ে বেশি। বিশদ

16th  October, 2024
উৎসব

কোনও কোনও পঞ্জিকা মতে, এবারের পুজো ছিল তিনদিনের। কিন্তু উৎসব কি এই পুজোর সময়টুকু দিয়ে বেঁধে রাখা যায়! যায়ওনি। তাই মাসের শুরুতে দেবীপক্ষের সূচনা থেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ঢাকে কাঠি পড়েছিল। বিশদ

15th  October, 2024
সবার ভালোথাকার উৎসব

‘ভারতবর্ষে হিন্দুদিগের দুর্গাপূজা সকল পূজা অপেক্ষা শ্রেষ্ঠ। এই পূজাকে হিন্দুমাত্রেই অতিশয় শ্রদ্ধার চোখে দেখেন। ইহাকে হিন্দুদের জাতীয় উৎসব বলা যাইতে পারে।’ মনে করতেন স্বামী অভেদানন্দ। ভারতের বিভিন্ন রাজ্যে এবং পূর্ববঙ্গ বা আজকের বাংলাদেশে জগন্মাতা শ্রীশ্রীদুর্গাদেবী নানা নামে পুজো পান। বিশদ

10th  October, 2024
প্রতিশ্রুতি ও কঠিন বাস্তব

এই আগুন নেভার নয়! কাঁচা আনাজ থেকে রান্না করা খাবার— আগুনে দামের হাত থেকে রেহাই নেই আম জনতার। কখনও প্রাকৃতিক দুর্যোগ, কখনও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি, কখনও প্রশাসনের অপদার্থতায় আকাশ ছুঁয়ে ফেলা পণ্যসামগ্রীর দাম যেন বারো মাসে তেরো পার্বণের মতো অনিবার্য, অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। বিশদ

08th  October, 2024
কীসের ‘সাফল্য’?

মাওবাদী খতম অভিযানে একের পর এক ‘সাফল্য’ পাচ্ছে যৌথ বাহিনী। তার মধ্যে উল্লেখযোগ্য সাম্প্রতিক তিনটি ‘অপারেশন’। খতমের ‘উজ্জ্বল’ তালিকার কোনোটিতে সংখ্যা ৩, কোনোটিতে ২৯, তো কোনোটিতে ৩১!
বিশদ

07th  October, 2024
পাক সফরে ভারতের অবস্থান স্পষ্ট

ভারত-পাকিস্তানের মধ্যে অচলায়তন কি কাটতে চলেছে? সেই প্রশ্ন তুলেই আগামী ১৫-১৬ অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুই প্রতিবেশী দেশের কয়েক যুগের পাথরচাপা সম্পর্ক কি টলবে জয়শঙ্করের এই সফরে? বিশদ

06th  October, 2024
এবার নাম হোক ‘বাংলা’

আরও একটা লড়াই জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দাবি ‘ছিনিয়ে নেওয়া’ গেল। ‘মোদের গরব মোদের আশা’ বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র। দেবীপক্ষের সূচনালগ্নে বঙ্গবাসী ও বঙ্গভাষীর জন্য এই প্রাপ্তি আহ্লাদিত হওয়ার মতোই। বিশদ

05th  October, 2024
মোদি অর্থনীতির বদল চাই

ডিজেল, পেট্রলসহ কোনও পেট্রপণ্যের আন্তর্জাতিক বাজার দরের সুবিধা জনগণকে দেয় না কেন্দ্র। এই পণ্যগুলি বস্তুত একতরফা এবং দীর্ঘদিন যাবৎ অগ্নিমূল্য করে রেখেছে মোদি সরকার। এই নীতিতে অন্যায় হারে রাজস্ব লুটে যাচ্ছে তারা। পাশাপাশি কৃষক এবং গরিব ও মধ্যবিত্তের প্রাপ্য সরকারি ভর্তুকিতে কোপ বেড়ে চলেছে। বিশদ

04th  October, 2024
একনজরে
শারদীয়া উৎসবে সর্বত্র বসেছিল অস্থায়ী দোকান। সকলে ভেবেছিলেন, পুজোর সময় সিঁথি সার্কাস ময়দান লাগোয়া বি টি রোডের ধারে যেমন বসে তেমনই হয়তো বসেছে দোকানগুলি। কিন্তু ...

প্রকৃতির সঙ্গে অসম লড়াইয়ে বারবার হার মেনেছে মানুষ! গঙ্গার ভাঙন মালদহের বিস্তীর্ণ এলাকার মানুষকে যাযাবর করছে বছরের পর বছর। মাথার ছাদ খুইয়ে কার্যত নিঃস্ব হয়ে ...

মাসে মোট রোজগার দেখিয়েছিলেন, সাত হাজার টাকা। আবেদনপত্রে তা উল্লেখও করেছিলেন। তারপর তরুণীর বাড়িতে সরেজমিনে তদন্তে গিয়েছিলেন রূপশ্রীর কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে চোখ কপালে প্রশাসনের কর্মীদের। ...

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এবার খালি করে দেওয়া হল বকখালি এবং সুন্দরবনের বিভিন্ন হোটেল। বুধবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত কোনও বুকিং নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শেয়ার/ ফাটকা প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থকড়ি উপার্জন বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় দিনটি মোটামুটি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক পোলিও দিবস
১২৬০ - ফ্রান্সের রাজা নবম লুইসের উপস্থিতিতে চারট্রেসের গির্জা উৎসর্গ করা হয়। যেটি বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত
১৬০১: জ্যোতির্বিদ টাইকো ব্রাহের মৃত্যু হল প্রাগ শহরে
১৬০৫: মুঘল সম্রাট জাহাঙ্গির আগ্রার সিংহাসনে বসেন
১৭৭৫: মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের জন্ম
১৮৫১:  কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু
১৮৯৪: লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের জন্ম
১৯০৩:  অভিনেতা, পরিচালক তথা নাট্যকার প্রমথেশ বড়ুয়ার জন্ম
১৯১৪: ভারতের স্বাধীনতা সংগ্রামী তথা ভারতীয় জাতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ও আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠনের ভারপ্রাপ্ত মন্ত্রী লক্ষ্মী সেহগলের জন্ম
১৯২৯: নিউ ইয়র্ক শেয়ার বাজারে শুরু হল মহামন্দা। দিনটি ‘ব্ল্যাক থার্সডে’ নামে বিখ্যাত
১৯৩৬: সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৩৮: কারখানায় শিশুশ্রমিক নিষিদ্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র
১৯৫৪: স্বাধীনতা সংগ্রামী রফি আহমেদ কিদোয়াইয়ের মৃত্যু
১৯৮০: ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী  কৌশিকী চক্রবর্তীর জন্ম
১৯৮১: ভারতীয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের জন্ম
১৯৮৪: ভারতে চালু হল মেট্রোরেল, কলকাতার এসপ্ল্যানেড থেকে ভবানীপুর (নেতাজী ভবন)
১৯৮৫: ইংরেজ ফুটবলার ওয়েন রুনির জন্ম
২০০৮: "ব্লাডি ফ্রাইডে", এদিন বিশ্ব অর্থনীতিতে ইতিহাসের সবচেয়ে বড় ধ্স নামে, শেয়ারবাজারের সূচক প্রায় ১০% পর্যন্ত নেমে যায়
২০১৩: সংগীত শিল্পী মান্না দে-র মৃত্যু
২০১৭: ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী  গিরিজা দেবীর মৃত্যু
২০২২: ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.২৫ টাকা ৮৪.৯৯ টাকা
পাউন্ড ১০৭.৩৩ টাকা ১১১.১১ টাকা
ইউরো ৮৯.১৫ টাকা ৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৯,৩৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৫,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৯,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৯,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ কার্তিক, ১৪৩১, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪। অষ্টমী ৪৫/৪৫ রাত্রি ১/৫৯। পুনর্বসু নক্ষত্র ১/২৮ দিবা ৬/১৬। সূর্যোদয় ৫/৪০/৪৬, সূর্যাস্ত ৫/১/০। অমৃতযোগ দিবা ৭/১১ মধ্যে পুনঃ ১/১৫ গতে ২/৪৬ মধ্যে। রাত্রি ৫/৫৪ গতে ৯/১৫ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৯ মধ্যে পুনঃ ৪/০ গতে উদয়াবধি। বারবেলা ২/১১ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে।  
৭ কার্তিক, ১৪৩১, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪। সপ্তমী প্রাতঃ ৬/৬। পুনর্বসু নক্ষত্র দিবা ১১/৪০। সূর্যোদয় ৫/৪২, সূর্যাস্ত ৫/২। অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪২ মধ্যে। কালবেলা ২/১২ গতে ৫/২ মধ্যে। কালরাত্রি ১১/২২ গতে ১২/৫৭ মধ্যে। 
২০ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
পুলিস গাড়ি ও অটোর সংঘর্ষ, জখম ২
গৌরান্ডি থেকে আসানসোল আসার পথে লালগঞ্জ মোড়ে পথ দুর্ঘটনাকে কেন্দ্র ...বিশদ

10:45:00 PM

জম্মু ও কাশ্মীরের বারামুলায় জঙ্গি হামলায় জখম কমপক্ষে ৫ জওয়ান

10:16:21 PM

ঘূর্ণিঝড় ডানা: পরিদর্শন সারছেন পুর প্রশাসক ও এসডিপিও
  হলদিয়া পুর এলাকায় নদী তীরবর্তী ওয়ার্ডে সন্ধে থেকে রাত পর্যন্ত ...বিশদ

09:52:00 PM

ঘূর্ণিঝড় ডানা: ত্রাণ শিবিরে শিশুদের নিয়ে আশ্রয় নিয়েছেন মহিলারা
ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়ার আশঙ্কায় বৃহস্পতিবার রাতে হলদিয়ার বিভিন্ন ওয়ার্ড ...বিশদ

09:35:00 PM

নবান্নর কন্ট্রোল রুমে বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান
নবান্নর কন্ট্রোল রুমে রয়েছেন বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান। কন্ট্রোল ...বিশদ

08:55:00 PM

প্রথম ওডিআই (মহিলা): নিউজিল্যান্ডকে ৫৯ রানে হারাল ভারত

08:54:00 PM