Bartaman Patrika
সম্পাদকীয়
 

কোথায় দায়িত্বশীল কেন্দ্র?

৩ সেপ্টেম্বর নৃশংস মারধরে ফেটে গিয়েছিল পেট, বেরিয়ে এসেছিল নাড়িভুঁড়ি! অপারেশন করেও বাঁচাতে পারেননি ডাক্তাররা। সহকর্মীদের বেদম প্রহারে ৬ সেপ্টেম্বর প্রাণ হারান বাংলার এক পরিযায়ী শ্রমিক। তিনি মালদহে হরিশ্চন্দ্রপুরের মোতি আলি (৪২)। ঘট‍নাস্থল রাজস্থানের জয়পুর। এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে শিরোনাম দখল করে হরিয়ানা। ‘গোমাংস ভক্ষণ’ সন্দেহে বাংলারই এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। ২৭ আগস্টের ওই ঘটনায় মৃত যুবকের নাম সাবির মল্লিক। তিনি ছিলেন দক্ষিণ ২৪ পরগনায় বাসন্তীর বাসিন্দা। অভিযুক্তরা যথারীতি ‘গোরক্ষক’ বাহিনী। ফেরিওয়ালা সাবির সেখানে পুরনো লোহালক্কড় সংগ্রহ করে বেচতেন। স্ত্রী ও এক ছোট সন্তান নিয়ে তাঁর পরিবার। মাস ছয়েক ওখানে ছিলেন তাঁরা। ঘটনার দিন দুপুরে কয়েকজন যুবক সাবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিনি দীর্ঘক্ষণ না ফেরায় চিন্তায় পড়ে যান তাঁর স্ত্রী। এরপর সেদিনই বিকেলে অন্য এক জায়গায় সাবিরের নিথর দেহটি পড়ে থাকতে দেখা যায়। পরিবারের দাবি, তাঁর সারা শরীরে ছিল গুরুতর আঘাতের চিহ্ন। মৃতের দাদার অভিযোগ, লোহালক্কড় কেনার প্রলোভন দেখিয়ে তাঁর ভাইকে কিছু লোক ডেকে নিয়ে যায়। সেসব আনতে সাবির যে ভ্যানরিকশটি নিয়ে যান, সেটি পড়ে ছিল রাস্তার ধারে। সেখান থেকে একটি গাড়িতে করে সাবিরকে তুলে নিয়ে যাওয়া হয়। সাবিরের মৃতদেহের কিছুটা দূরেই নাকি পড়ে ছিল আরও দু’জনের দেহ! তাঁরা ছিলেন অসমের বাসিন্দা। পুলিস তদন্ত করে মৃতের পরিবারকে জানিয়েছে, ওই গ্রামে গোরুর হাড়গোড় উদ্ধার হয়। তার থেকেই সন্দেহ হয় যে, সেখানে কেউ গোমাংস খেয়েছে। অমনি সন্দেহের বশে সাবিরকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়। এই ঘটনায় ঘনিষ্ঠ মহলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। বাংলার পরিযায়ী শ্রমিক-নির্যাতনে সম্প‍্রতি খাতা খুলেছে পড়শি রাজ্য ওড়িশা। নিপীড়নের শিকার গরিব মানুষগুলি মুর্শিদাবাদ ও মালদহ জেলার বিভিন্ন এলাকা থেকে সেখানে গিয়েছেন। অভিযোগ, পশ্চিমবঙ্গের শ্রমিকদের ‘বাংলাদেশি’ দেগে দিয়ে হেনস্তা করা হচ্ছে এবং দেওয়া হচ্ছে নানারকম হুমকি। বাংলাদেশে অস্থিরতা বৃদ্ধির পর দেশেই বহির্বঙ্গে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করার প্রবণতাটি বেড়েছে, মত রাজনৈতিক মহলের।
লক্ষণীয় যে, আলোচ্যমান তিন ক্ষেত্রেই অকুস্থল নরেন্দ্র মোদি, অমিত শাহদের সাধের ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য। গত ডিসেম্বরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজস্থানের ক্ষমতা কংগ্রেসের কাছ থেকে ফের ছিনিয়ে নিয়েছে বিজেপি। এখন রাজ্যপাটে তরুণ তুর্কি ভজনলাল শর্মা। হরিয়ানা দীর্ঘদিন যাবৎ শাসন করছে বিজেপি। লোকসভা নির্বাচনের আগে মনোহরলাল খট্টরকে সরিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে দলেরই তরুণ নেতা নায়েব সিং সাইনিকে। অন্যদিকে, এবার সাধারণ নির্বাচনেই পালাবদল ঘটে গিয়েছে ভুবনেশ্বরে। নবীন পট্টনায়ককে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে এখন বিজেপি নেতা মোহন মাঝি। ওড়িশায় বিজেপির এটাই প্রথম ইনিংস। খেয়াল করার মতো ব্যাপার এই যে, বাঙালি পরিযায়ী শ্রমিক নির্যাতনে বিতর্কের কেন্দ্রে সব ধরনের বিজেপি-শাসিত রাজ্য—পুরনো রাজ্য, বদলি মুখ্যমন্ত্রী কিংবা ফার্স্ট ইনিংসে কোনও ফারাক নেই। সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি কিংবা তাদের শাসক দল একটি ঘটনাকেও নিন্দা করেছে বলে শোনা যায়নি। কঠোর পদক্ষেপের খবর তো নেইই। অভিযুক্ত ধর্মোন্মাদদের সতর্ক করার কোনও বার্তা দেননি—না নরেন্দ্র মোদি, না অমিত শাহ কিংবা জে  পি নাড্ডা। 
তাই ব্যাপারটিকে কোনোভাবেই ‘কাকতালীয়’ বলে মেনে নেওয়া যাচ্ছে না। তাহলে কি এটাই ধরে নিতে হবে, এই ভয়াবহ সংস্কৃতির বিস্তারে গেরুয়া শিবিরের গুরুঠাকুরদের মৌনসম্মতি রয়েছে? এই মর্মান্তিক ঘটনাগুলিতে ‘বিচার’ দাবি করে নাগরিক সমাজও কিন্তু টুঁ শব্দটি করছে না। কিন্তু কেন? উঠে গিয়েছে সেই সংগত প্রশ্নও। রাজস্থানের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবরকমে আছে বলে জানিয়েছে। অন্যদিকে, হরিয়ানার ঘটনায় আইনি পদক্ষেপ বলতে, সম্ভবত, বাংলার প্রশাসনের চাপেই পুলিস আটজনকে গ্রেপ্তার করেছে। এরপর তদন্ত এবং বিচার প্রক্রিয়া কতদূর এগবে, সংশয় রয়েই যায়। ওড়িশার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে তাঁর সঙ্গে কথা বলার পর ওড়িশার মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে কিছু বার্তা দিয়েছেন। তবে তাতে পরিযায়ী শ্রমিক-নির্যাতন প্রসঙ্গের উল্লেখ নেই। বাংলার পরিষায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরে আসতে চাইলে নবান্ন প্রয়োজনীয় সাহায্য করবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে। তবে, যে দেশের ভিত্তি ও সৌন্দর্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেখানে এ কোনও সমাধান নয়। কেন্দ্রীয় সরকার এবং শাসক দলের দায়িত্বশীল ভূমিকাই প্রত্যাশিত। না-হলে রাজ্যে রাজ্যে এই ধরনের অশান্তি নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে।
09th  September, 2024
এখন লক্ষ্য শুধুই শাস্তি

আর জি কর ইস্যুতে চিকিৎসা ক্ষেত্রে অংশত অচলাবস্থা জারি রয়েছে। বিনা নোটিসে, প্রায়ই অশান্ত হয়ে উঠছে শহর এবং রাজ্যের নানা স্থান। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজোর বাকি আর মাত্র তিনসপ্তাহ। এটা নিছক কোনও আনন্দ-প্রহর নয়, অর্থনীতিরও একটি বড় চালিকাশক্তি।
বিশদ

কবে কাটবে ‘বন্দিদশা’?

সঞ্জয় সিং, মণীশ সিশোদিয়া, কে কবিতা, হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল—গত লোকসভা নির্বাচনের আগে এই নামগুলি সংবাদের শিরোনামে উঠে এসেছিল। সৌজন্য, মোদি সরকার। বিশদ

15th  September, 2024
খাজনার চেয়ে বাজনা বেশি

সল্টলেকে  স্বাস্থ্যভবনের সামনে পাঁচ দফা দাবিতে ধর্নায় বসেছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। অথচ সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার সরাসরি সম্প্রচারের শর্ত দিয়ে বৈঠক ভেস্তে দিলেন আন্দোলনকারীরাই! এমন নজির এই বাংলায় তো বটেই ভূ-ভারতেও আছে কি না সন্দেহ। বিশদ

14th  September, 2024
সিবিআই কি লক্ষ্যচ্যুত?

আর জি কর-এ তরুণী ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনার একমাস ইতিমধ্যেই অতিক্রান্ত। অপরাধ সংঘটনের ২৪ ঘণ্টার মধ্যেই, ১০ আগস্ট প্রধান সন্দেহভাজন সঞ্জয় রায়কে কলকাতা পুলিস গ্রেপ্তার করে। বিশদ

13th  September, 2024
রেল দুর্ঘটনার নয়া তত্ত্ব

মানবজীবন হল এক আনন্দ সফর। কেননা মানুষ অন্তত মনে করে, এই গ্রহে যত ধরনের প্রাণী জন্ম নেয়, তাদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দে বাঁচার সুযোগ পায় তারাই। মানুষের আনন্দ—খেয়ে, পরে, বসবাস করে, জ্ঞান আহরণে, বিনোদনে, এবং সর্বোপরি সুস্থভাবে বেঁচে। বিশদ

12th  September, 2024
চিকিৎসাকেই সর্বোচ্চ মান্যতা

আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে রাজ্যের বড় হাসপাতালগুলিতে টানা যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তাতে বহু মানুষ প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন। বিনামূল্যে ভালো চিকিৎসার জন্য গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলি কলকাতার মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির উপর চোখ বুজে ভরসা করে। বিশদ

11th  September, 2024
শূন্য কলসি বাজে বেশি

ভারতীয় সংবিধানে প্রত্যেক নাগরিকের বাকস্বাধীনতার অধিকার স্বীকৃত। মুশকিল হল, সেই অধিকার বলে কোনও নাগরিক শাসকের বিরুদ্ধে মুখ খুললে অনেকসময় শাস্তিস্বরূপ তাকে জেলের ভাত খাওয়ার ব্যবস্থা করে সরকার। নিদেনপক্ষে হেনস্তা নিশ্চিত। বিশদ

10th  September, 2024
রোগীরাও ‘জাস্টিস’ পাক

আশঙ্কাই সত্যি হল। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তারদের প্রায় এক মাস ধরে চলা কর্মবিরতির জেরে প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা না পেয়ে ফিরে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিশদ

08th  September, 2024
‘অরাজনৈতিক’ থাকছে?

আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তিন সদস্যের বেঞ্চে আর জি কর মামলার শুনানি হওয়ার কথা। সেই দিনই রাজ্যের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও নাগরিক আন্দোলনের এক মাস পূর্ণ হবে। বিশদ

07th  September, 2024
চিকিৎসা-বঞ্চনা চলছেই

২৮ আগস্ট প্রকাশিত খবরে দুটি মর্মান্তিক চিত্র ছিল এইরকম—(এক): পিজিতে স্ত্রীর গলব্লাডার অপারেশন হয়েছে। ওয়ার্ডে ওষুধ দিতে গিয়ে তাঁর স্বামী দেখছেন, ডাক্তার নেই। সবটাই করছেন নার্স। ওটিতেও একই অবস্থা। স্ত্রীর কাছে শুনেছেন, অপারেশনের সময় সিনিয়র ডাক্তারকে সাহায্য করছিলেন শুধু নার্সরাই। বিশদ

06th  September, 2024
সময়োচিত রক্ষাকবচ

মানুষ মেহনত করে বহু কিছুরই পরিমাণ এবং পরিধি বাড়াতে সক্ষম, কিন্তু থমকে যায় জমির প্রসঙ্গ এলে। কেননা, এই গ্রহের আকার অপরিবর্তনীয়। তার উপর পৃথিবীর তিনভাগ জল এবং স্থল মাত্র একভাগ। কিন্তু স্থলভাগের অতিসামান্য অংশই মানুষের পক্ষে বসবাসের যোগ্য। বিশদ

05th  September, 2024
দ্রুত ছন্দে ফিরুক বাংলা

আর জি করে তরুণী ডাক্তার (পরিবর্তিত নাম অভয়া) ধর্ষণ-হত্যার তদন্তভার সিবিআই নিয়েছে তিন সপ্তাহ পার। ওই প্রাচীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিপুল অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তের দায়িত্বও আদালত মারফত সিবিআইয়ের উপর ন্যস্ত হয়েছে। বিশদ

04th  September, 2024
কুম্ভীরাশ্রু নয় তো?

ব্যবধান দু’বছরের বেশি। কিন্তু ছবিটা হুবহু এক! গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত ১১ জনের যাবজ্জীবন সাজার মেয়াদ ফুরনোর আগেই মুক্তি। তারপর সেই অপরাধীদের ‘বীরের’ সম্মান দিয়ে ফুল-মালা-মিষ্টিতে সংবর্ধনা জানানো। ঘটনাস্থল গুজরাত, দিনটি ছিল ২০২২-এর স্বাধীনতা দিবস। বিশদ

03rd  September, 2024
হরিয়ানায় সিঁদুরে মেঘ

হরিয়ানায় লোকসভার আসন ১০টি। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি তার সবক’টিতেই জয়ী হয়। ওই রাজ্যে বিজেপির চমকপ্রদ উত্থান তার আগের বিধানসভা নির্বাচনে।
বিশদ

02nd  September, 2024
আইনি সুরক্ষা ও বেআব্রু বাস্তব

২৭ বছর! এই দীর্ঘ সময়েও যে ছবিটা বদলায়নি, আর জি করের ওই তরুণী পড়ুয়া চিকিৎসক বেঘোরে প্রাণ দিয়ে যেন সেই কঠিন সত্যটাকে ফের সামনে এনে দিলেন। স্বাধীনতার ৭৭ বছর পরেও কর্মক্ষেত্রে নারীর সুরক্ষার দাবিতে তেতে উঠেছে গোটা দেশ। বিশদ

01st  September, 2024
এও কম লজ্জার নয়

আর জি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর তিন সপ্তাহ অতিক্রান্ত। এর মধ্যে সতেরো দিন ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই। কিন্তু শুক্রবার পর্যন্ত এই ঘটনার পরতে পরতে জমতে থাকা রহস্যের কোনও কিনারা হয়নি। সিবিআই কী করছে, সেই প্রশ্ন এখন জোরালো হয়ে উঠেছে। বিশদ

31st  August, 2024
একনজরে
টানা বৃষ্টির জেরে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। পুজোর মাত্র কয়েক সপ্তাহ বাকি। রবিবারও ছুটির দিনে বৃষ্টিতে পুজোর বাজার দফারফা করে দিয়েছে। খুব প্রয়োজন ছাড়া এদিন মানুষজন বাড়ি থেকে বের হননি। ঝড়-বৃষ্টির জেরে জিটি রোডের উপর একের পর এক গাছ ...

আরজি কর কাণ্ডে রাজনৈতিক ফায়দা তুলতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে বাম, অতিবাম, কংগ্রেস, বিজেপি সহ তামাম বিরোধী দল। ...

শেষবার তিনি মাঠে নেমেছিলেন কোপা আমেরিকা ফাইনালে। খেতাবি লড়াইয়ে গোড়ালিতে চোট পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন লায়োনেল মেসি। তারপর কেটে গিয়েছে দু’মাস। চোট সারিয়ে মাঠে ...

ডোনাল্ড ট্রাম্পের প্রচারস্থলের কাছেই চলল গুলি। রবিবার ফ্লোরিডা গল্ফ ক্লাবের বাইরে দুই ব্যক্তির মধ্যে গুলির লড়াই বাধে। জানা যাচ্ছে, ওই ঘটনার কিছুক্ষণ আগেই ট্রাম্প ক্লাব ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস
১৭৩৬ - পোলিশ ডাচ পদার্থবিদ তথা প্রকৌশলী ও থার্মোমিটার উদ্ভাবক ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইটের মৃত্যু
১৮১২ - মস্কো শহরে এক অগ্নিকাণ্ডে এক দিনে প্রায় তিন-চতুর্থাংশ শহর পুড়ে গিয়েছিল
১৯০৮- জেনারেল মোটরস কর্পোরেশনের প্রতিষ্ঠা
১৯১৬- ধ্রুপদী সংগীতশিল্পী এম এস শুভলক্ষ্মীর জন্ম
১৯৩১- হিজলি ক্যাম্পে বন্দিদের উপর গুলিতে হত দুই বিপ্লবী সন্তোষকুমার মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্ত
১৯৩২- নোবেলজয়ী স্কটিশ চিকিৎসক রোনাল্ড রসের মৃত্যু
১৯৪৫- রাজনীতিবিদ পি চিদাম্বরমের জন্ম
১৯৫৩- যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘দ্য রোব’ প্রদর্শিত
১৯৫৫- আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু
১৯৮৭- বিশ্বের ২৭টি দেশ ভূ-পৃষ্ঠের বায়ু মন্ডলকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয়



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১০ টাকা ৮৪.৮৪ টাকা
পাউন্ড ১০৮.৬৪ টাকা ১১২.১৯ টাকা
ইউরো ৯১.৫৩ টাকা ৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
14th  September, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,৫৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৬,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৬,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
14th  September, 2024

দিন পঞ্জিকা

৩১ ভাদ্র, ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪। ত্রয়োদশী ২৪/২০ দিবা ৩/১১। ধনিষ্ঠা নক্ষত্র ২৭/৪৫ দিবা ৪/৩৩। সূর্যোদয় ৫/২৭/৮, সূর্যাস্ত ৫/৩৫/৫৪। অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ১০/১৮ গতে ১২/৪৪ মধ্যে। রাত্রি ৬/২২ গতে ৮/৪৫ মধ্যে পুনঃ ১১/৭ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৯ গতে ৪/৪৬ মধ্যে। বারবেলা ৬/৫৮ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/৩৪ গতে ৪/৫ মধ্যে। কালরাত্রি ১০/৪ গতে ১১/৩২ মধ্যে। 
৩০ ভাদ্র, ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪। ত্রয়োদশী দিবা ১/১১। ধনিষ্ঠা নক্ষত্র দিবা ৩/৫১। সূর্যোদয় ৫/১৬, সূর্যাস্ত ৫/৩৮। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১১/৪৭ মধ্যে এবং রাত্রি ৬/২৯ গতে ৮/৪৯ মধ্যে ও ১১/১০ গতে ২/১৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/১৪ গতে ৪/৫৩ মধ্যে। কালবেলা ৬/৫৮ গতে ৮/২৯ মধ্যে ও ২/৩৫ গতে ৪/৭ মধ্যে। কালরাত্রি ১০/৪ গতে ১১/৩২ মধ্যে। 
১২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কলকাতার সিপিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি: মমতা বন্দ্যোপাধ্যায়

11:59:00 PM

আগামী কাল, মঙ্গলবার কলকাতা পুলিসে রদবদল করা হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

11:58:00 PM

স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

11:57:00 PM

অভয়ার উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে বৈঠক শুরু করি: মমতা বন্দ্যোপাধ্যায়

11:55:00 PM

আমরা উভয়পক্ষই খুশি, বিস্তারিত আলোচনা হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

11:55:00 PM

কিছু বিষয়ে সহমত কিন্তু কয়েকটি বিষয়ে মতানৈক্য হয়েছে, জানালেন জুনিয়র ডাক্তাররা

11:53:00 PM