Bartaman Patrika
সম্পাদকীয়
 

হুঁশ নেই!

পূর্বাভাস ছিলই। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে খাদ্যপণ্যের বাজারে আগুন লেগেছে। দামের ছেঁকায় জেরবার সাধারণ মানুষ। তবু হুঁশ নেই নরেন্দ্র মোদির! সরকার গঠনের জন্য কোনওরকমে সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করে আপাতত সংসার সাজিয়ে বসেছেন। কিন্তু প্রথম থেকেই শরিকদের চাপ সামলাতে নাজেহাল হতে হচ্ছে তাঁকে। উপরন্তু ভোটের এই ফলাফল দেখে সরাসরি তাঁর দিকে আঙুল তুলে চাপ বাড়িয়েছে আরএসএস। অতএব গদি টিকিয়ে রাখতে ব্যস্ত প্রধানমন্ত্রীর নিম্নবিত্ত ও মধ্যবিত্তের হেঁশেলের খবর রাখার সময় নেই এখন। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি তাই গত পনেরো মাসে রেকর্ড ছুঁলেও হাত গুটিয়ে বসে আছে কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞরা বলছেন, গৃহস্থের হেঁশেলে এই মূল্যবৃদ্ধির আঁচ সরাসরি ধাক্কা দিচ্ছে। কেন্দ্র জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত খাদ্যপণ্য নিয়ে চিন্তা বহাল থাকবে। বস্তুত গত কয়েক মাস ধরে প্রায় প্রতিটি নীতি নির্ধারণ কমিটির বৈঠকের পর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে না আসার প্রধান কারণ খাদ্যপণ্যের চড়া দাম। আর তৎকালীন সরকার সমানে বলে গিয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আছে। গত সপ্তাহেও সংশ্লিষ্ট কমিটির শেষ বৈঠকে একই উদ্বেগের ছবি দেখা গিয়েছে। মূল্যবৃদ্ধির হার যেহেতু কাঙ্ক্ষিত ৪ শতাংশে নামিয়ে আনা যায়নি, তাই রেপো রেটও অপরিবর্তিত রাখা হয়েছে। আবার রেপো রেট না কমায় ব্যাঙ্ক ঋণের ইএমআইতে চড়া সুদ গুনে যেতে হচ্ছে মধ্যবিত্তকে। গোদের ওপর বিষফোঁড়ার মতো ব্যাঙ্কঋণে সুদের হার বাড়িয়ে দেওয়ায় ১৫ জুন থেকে ইএমআই-ও বেড়ে গিয়েছে। এই জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে দেশের নবনির্বাচিত সরকারের কোনও তাপ-উত্তাপ দেখা যাচ্ছে না।
এই প্রচণ্ড গরমে উৎপাদন ও সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় খুচরো বাজারে মূল্যবৃদ্ধি হতে পারে বলে বেশ কয়েকটি সমীক্ষায় আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও গত চার মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার কিছুটা কমে ৪.৭৫ শতাংশে চলে এসেছিল ঠিকই, কিন্তু খুচরো বাজারে আনাজ সহ খাদ্যপণ্যের দাম ৮ শতাংশের উপরেই থেকে গিয়েছে। মে মাসে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার সামান্য কমেও দাঁড়িয়েছে ৮.৬৯ শতাংশে। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, গত মাসে খুচরো বাজারে আনাজের দাম বেড়েছে ২৭.৩৩ শতাংশ, ডালের দাম ১৭.১৪ শতাংশ, মাছ-মাংস-ডিমের দাম বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশের বেশি, ফলের দাম বেড়েছে ৭ শতাংশ। একমাত্র ভোজ্যতেলের দাম কিছুটা কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে অশোধিত তেলের দাম ৮০ ডলারের কিছু বেশি রয়েছে। কিন্তু বিভিন্ন দেশের মধ্যে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে যেকোনও সময়ে অশোধিত তেলের দাম বেড়ে যেতে পারে। ফলে খুচরো বাজারে খাদ্যপণ্যের দামবৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সম্প্রতি একটি সংস্থার সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, টম্যাটো, আলু ও পেঁয়াজের দাম বাড়ায় মে মাসে গৃহস্থের নিরামিষ রান্নার খরচ বেড়েছে। ঘটনা হল, অত্যাবশ্যক পণ্য কেনার খরচ বেড়ে যাওয়ায় লোকের হাতে আর বাড়তি টাকা থাকছে না। অধিকাংশ পরিবারেই আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। এই পরিস্থিতিতে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি ৫.২০ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তাহলে সমস্যা আরও গভীর হবে সন্দেহ নেই। এর আগে ভোটের বাজারে মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধী শিবির বারবার সরব হলেও মোদি সরকার ছিল নির্বাক শ্রোতা। মূল্যবৃদ্ধি রোধের জন্য নেওয়া হয়নি কোনও ব্যবস্থা। বরং মূল্যবৃদ্ধি ইস্যুটিকে আড়াল করতে ধর্মীয় ভাবাবেগকে উস্কে দিতে চেয়েছিল গেরুয়া শিবির। এবারও শোনা যাচ্ছে না মূল্যবৃদ্ধি রোধের তেমন কোনও আশ্বাস। অর্থাৎ আম জনতার সুরাহার আশা নেই।
এই সঙ্কটের মধ্যেই পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির নতুন ছবি সামনে এনে আরও উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারই। শুক্রবার কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান বলছে, এপ্রিল মাসে পাইকারি বাজারে সার্বিক মূল্যবৃদ্ধির হার ছিল ১.২৬ শতাংশ। মে মাসে সেটাই বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে (২.৬১ শতাংশ)। এই বৃদ্ধির হার গত পনেরো মাসের মধ্যে সর্বোচ্চ। পাইকারি মূল্যবৃদ্ধির গতিকে বাড়িয়ে তুলেছে খাদ্যপণ্যের দাম। তথ্য বলছে, পাইকারি বা হোলসেল মার্কেটে খাদ্যপণ্যের দামের হার পৌঁছেছে প্রায় ১০ শতাংশে (৯.৮২ শতাংশ)। এপ্রিল মাসে এই হার ছিল ৭.৭৪ শতাংশ। পাইকারি বাজারে শুধু আনাজের দামই বেড়েছে ৩২.৪২ শতাংশ। অন্যান্য পণ্যের মধ্যে আলু ৬৪.০৫ শতাংশ, পেঁয়াজ ৫৮.০৫ শতাংশ, ডাল ২১.৯৫ শতাংশ, খাদ্যশস্য ৯.০১ শতাংশ, ধান ১১.৭৯ শতাংশ, গম ৬ শতাংশ, ফল ৫.৮১ শতাংশ এবং দুধের দাম বেড়েছে ৩.৬১ শতাংশ। খবরে প্রকাশ, গত ষোলো বছরের মধ্যে গমের মজুত সবচেয়ে কম হয়েছে। এ বছর গম আমদানিও কম হতে পারে। তা হলে আগামী দিনে সঙ্কট আরও বাড়বে। খাদ্যপণ্যের সঙ্গে সঙ্গে রান্না করা খাবারের দামও বেড়েছে। দেখা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে গত একবছরে একটি নিরামিষ খাবারের থালির খরচ ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে। এখন গরিব, মধ্যবিত্তের এই নিদারুণ সঙ্কটে একমাত্র ‘ত্রাতা’ হতে পারে বৃষ্টি। মোদিতে কোনও ভরসা নেই।
16th  June, 2024
পুলিসি রাষ্ট্রের পথে?

বাঘে ছুঁলে আঠারো ঘা। পুলিসে ছুঁলে কত? নরেন্দ্র মোদি তৃতীয় ইনিংসের শুরুতেই বুঝিয়ে দিলেন, এখন থেকে সরকারের সমালোচনা বা বিরোধিতা হলে শেষ কথা বলবে পুলিস। দমনমূলক পদক্ষেপের যে ছবি তাঁর জমানায় গত দশ বছরে বারবার দেখা গিয়েছে, এবার সেই অস্ত্রকে আরও ধারালো করা হয়েছে। সবটাই হবে ‘সাজার বদলে ন্যায়ের ধারণা’ প্রতিষ্ঠার নামে।
বিশদ

সময়োচিত বার্তা

সঙ্গটি মোদিযুগের বয়সি। এনিয়ে দেশজুড়ে চর্চা-সমালোচনা শুধু নয়, নিন্দারও ঝড় বয়ে গিয়েছে বার বার। উত্তাল হয়েছে সংসদ। এমনকী, একাধিক মিত্রদেশও সরাসরি মুখ খুলে বাড়িয়েছে আমাদের অস্বস্তি। বিশদ

01st  July, 2024
দায় নিন প্রধানমন্ত্রী

ক্ষুদ্র স্বার্থে যে কোনও নির্মাণ কাজের সঙ্গে আপস করলে পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে, সেদিন আরও একবার তার সাক্ষী থাকল দেশ। টানা দাবদাহের পর একদিনের আকাশভাঙা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে শুক্রবার কাকভোরে ভেঙে পড়ল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ। বিশদ

30th  June, 2024
বিড়ম্বনার প্রশংসা 

স্বাধীনতার পর ভারতের শিক্ষাক্ষেত্রে যতগুলি মারাত্মক দুর্নীতি হয়েছে, তার মধ্যে নিট জালিয়াতিকে সবার শীর্ষেই রাখছেন অনেক শিক্ষাবিদ। নব্বই দশকের কুখ্যাত ‘ব্যাপম’ কেলেঙ্কারির কথা মনে রেখেই এই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। বিশদ

29th  June, 2024
বিভাজনের রাজনীতির পরিণাম

সিঁদুরে মেঘের দিকেই একটা তিরচিহ্ন এঁকে দিয়েছে ন্যাসকম। তাদের সর্বশেষ সমীক্ষা রিপোর্টে প্রকাশ, গত অর্থবর্ষের তুলনায় এবার ধসই নামতে চলেছে আইটি এবং উচ্চ বেতনের নিয়োগ ক্ষেত্রে। শিক্ষিত যুব সমাজের সামনে এর চেয়ে বড় দুঃসংবাদ কিছু হতে পারে না। বিশদ

28th  June, 2024
তবে কি ‘অনাচারের’ মাশুল?

জলমগ্ন গর্ভগৃহে দণ্ডায়মান ‘বালক’ রাম! পাঁচ মাস আগে, গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, রামলালার মাথায় ছাদ দিলেন তিনি। এর মধ্য দিয়ে সূচনা হল এক নতুন যুগের। সূত্রপাত হল ‘রাম রাজত্বের’।
বিশদ

27th  June, 2024
রাজধর্মের অনুকরণীয় দৃষ্টান্ত

ভারতের সংসদীয় গণতন্ত্রের বুনিয়াদ নির্বাচিত পঞ্চায়েত এবং পুরসভা দিয়ে গঠিত। আর এই সবগুলির উপর রয়েছে সরকার। সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে জন পরিষেবা নিশ্চিত করাই এই নির্বাচিত প্রতিষ্ঠানগুলির দায়িত্ব।‌ সমস্ত ধরনের নাগরিক পরিষেবা প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা এবং অধিকার।
বিশদ

26th  June, 2024
দুর্নীতির অস্ত্রে নিজেরাই বিদ্ধ!

বিনোদন জগতের একটি শব্দবন্ধ সদ্য অনুষ্ঠিত লোকসভা ভোটে ব্যাপক ‘হিট’ করেছে। ‘ট্রেলার’। কোনও সিনেমা বা সিরিয়াল আসার আগে তার ঝলক বিজ্ঞাপনের মোড়কে তুলে ধরাকে ট্রেলার বলে। লোকসভা ভোটে এ রাজ্যে কমপক্ষে ৩০টি আসন জেতার খোয়াব দেখিয়ে এই ইংরেজি শব্দটি বারবার ব্যবহার করেছেন বঙ্গ বিজেপির নেতারা।
বিশদ

25th  June, 2024
গুজবের নেপথ্যে কারা

মাত্র চোদ্দো বছর আগের কথা। ভূমিকম্পের চেয়ে বেশি ঝাঁকুনিতে কেঁপে উঠেছিল গুয়াহাটি। অল্প কয়েকদিনের মধ্যে খুন হয়ে গিয়েছিল এগারোজন মানুষ! আর এই হত্যা সিরিজ বিশ্লেষণে দেখা গেল যে, প্রত্যেককের মৃত্যুর কারণ মাথায় ভারী বস্তুর আঘাত। বিশদ

24th  June, 2024
‘আই ওয়াশ!’

কেন্দ্র অথবা রাজ্য, যে সরকারই হোক তার শীর্ষ মহল থেকে কোনও প্রতিশ্রুতি, কোনও আশ্বাসবাণী শোনা গেলে মনটা আনন্দে ডগমগ হয়ে ওঠার কথা। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত দশ বছরে দু’দফায় দেশ শাসন করে এমন একটা ভাবমূর্তি তৈরি করেছেন যে এখন তিনি বা তাঁর সরকার কোনও প্রতিশ্রুতি দিলে আশার বদলে আশঙ্কা জাগে মনে। বিশদ

23rd  June, 2024
কেন্দ্রের সৌজন্যে ‘অভাগা’!

মানতেই হবে, নরেন্দ্র মোদি একজন ভাগ্যবান মানুষ। লোকসভা ভোটে সাধারণ মানুষ তাঁকে ‘উচিত’ শিক্ষা দিলেও তিনি কোনওক্রমে টিকে গিয়েছেন। নিজের দলের সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, শরিকদের কাঁধে ভর দিয়ে কুর্সিতে বসেছেন। বিশদ

22nd  June, 2024
পলকা সরকারের নষ্টামি

সংসদীয় গণতন্ত্রে মানুষের ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক দল অথবা জোট সরকার তৈরি করে। কিন্তু গঠিত সরকারটি আর সেই দল বা জোটের সম্পত্তি নয়।
বিশদ

21st  June, 2024
যথারীতি দায় এড়াবার খেলা

সবে বছর পেরিয়েছে। ২০২৩-এর ২ জুন বাহানাগায় ঘটেছিল ভারতীয় রেলের ইতিহাসে ভয়াবহতম দুর্ঘটনাগুলির একটি। রেল কর্তৃপক্ষ এবং ওড়িশা সরকারের তথ্য অনুসারে, ২৯৬ জন যাত্রী নিহত হন এবং জখম হন ৬৩৬ জন। আহতদের মধ্যে ১৭৭ জনের আঘাত ছিল গুরুতর।
বিশদ

19th  June, 2024
অযোধ্যা আছে, বাবরি নেই!

প্রায় পাঁচ বছর আগে সুপ্রিম কোর্টের রায়ে অস্তিত্ব হারিয়েছিল। এবার ইতিহাসের পাতা থেকে বাবরি মসজিদের নামটাই মুছে দেওয়া হল! দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পড়ুয়ারা এখন থেকে জানবে, অযোধ্যায় রামমন্দিরের জায়গায় আগে ছিল ‘তিনটি গম্বুজের এক স্থাপত্য’।
বিশদ

18th  June, 2024
ডাক্তারি ভর্তি ফিরুক রাজ্যেই

মে নয়া মোড় নিচ্ছে নিট দুর্নীতি। এবার সামনে এল ভয়াবহ তথ্য। বিহারের আর্থিক দুর্নীতিদমন শাখার (ইওইউ) প্রাথমিক তদন্তে প্রকাশ, প্রশ্নপত্র ফাঁসের জন্য সে-রাজ্যের অনেক পরীক্ষার্থীর কাছ থেকে দালালরা মাথাপিছু নিয়েছে ৩০ লক্ষাধিক টাকা। এই সূত্রে তদন্তকারী সংস্থা শনিবার ন’জন পরীক্ষার্থীকে তলব করেছে।
বিশদ

17th  June, 2024
পথে বসিয়েছে অযোধ্যা

২০২৪ সালের ২২ জানুয়ারি এখনও স্মৃতিতে টাটকা। সেদিন এক রাজসূয় যজ্ঞের সাক্ষী থেকেছে দেশ। বিপুল সমারোহে, অযোধ্যার বুকে রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল ‘বালক’ রামের। আদ্যন্ত ‘ধর্মীয়’ এই অনুষ্ঠানে অর্থ আর ক্ষমতার যৌথ শক্তিতে নিজের কর্তৃত্ব জাহির করতে সক্ষম হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশদ

15th  June, 2024
একনজরে
জেলবন্দি কাশ্মীরের সাংসদ রশিদ ইঞ্জিনিয়ারের শপথ গ্রহণের বাধা কাটল। সোমবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এব্যাপারে ছাড়পত্র দিয়েছে। আজ মঙ্গলবার এই নিয়ে রায় দেবেন অতিরিক্ত দায়রা আদালতের বিচারক চান্দের জিৎ সিং। ...

কল্যাণীর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বোটলিং প্লান্টে সোমবার বিক্ষোভ দেখালেন ভারতীয় মজদুর সঙ্ঘের প্রতিনিধিরা। আগেও তাঁরা বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েছেন। এদিনের বিক্ষোভে শামিল হন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। ...

হিলি সীমান্তে পাচার সহ অনুপ্রবেশ রুখতে অত্যাধুনিকমানের সেন্সর বসাল বিএসএফ। কাঁটাতারের আশপাশে পা রাখলে বা কাঁটাতার কাটার চেষ্টা করলে কন্ট্রোলরুমে বেজে উঠবে অ্যালার্ম। ইতিমধ্যে পাচারপ্রবণ এলাকায় বিএসএফের তরফে এমন সেন্সর বসানো হয়েছে ...

মাস্ক পরে খেলা একেবারেই পছন্দ নয় কিলিয়ান এমবাপের। কিন্তু নাকের চোটের কারণে তাঁর কাছে বিকল্প নেই। মাস্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফরাসি স্ট্রাইকারের মন্তব্য, ‘মনে হচ্ছে যেন ভার্চুয়াল রিয়ালিটি গেম খেলছি। প্রথম ম্যাচে নেমে মনে হচ্ছিল সবকিছু থ্রি’ডিতে দেখছি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস
১৭৫৬ - নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম দেন আলীনগর
১৭৫৭- বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার মৃত্যু
১৮৪৩- হোমিওপ্যাথিক ঔষধ আবিষ্কারক জার্মানীর স্যামুয়েল হ্যানিম্যানের মৃত্যু
১৯২৯- নাট্যকার ও অভিনেতা অমৃতলাল বসুর মৃত্যু
১৯৪৬- অভিনেতা রাজা মুরাদের জন্ম
১৯৫৪- সঙ্গীত শিল্পী মহম্মদ আজিজের (মুন্না) জন্ম
১৯৬১- মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের মৃত্যু
১৯৭৭- পশ্চিমবঙ্গের সীমানার মধ্যেই দার্জিলিং পার্বত্য অঞ্চলকে স্বশাসিত অঞ্চল ঘোষণার সিদ্ধান্ত হয় রাজ্য ক্যাবিনেটে
২০০৭- ক্রিকেটার দিলীপ সারদেশাইয়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৫৭ টাকা ৮৪.৩১ টাকা
পাউন্ড ১০৩.৯০ টাকা ১০৭.৩৫ টাকা
ইউরো ৮৮.১৭ টাকা ৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৭ আষাঢ়, ১৪৩১, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪। একাদশী ৯/১৮ দিবা ৮/৪৩। ভরণী নক্ষত্র ১/৮ প্রাতঃ ৫/২৭ পরে কৃত্তিকা নক্ষত্র ৫৯/১০ শেষরাত্রি ৪/৪০। সূর্যোদয় ৪/৫৯/৪৮, সূর্যাস্ত ৬/২১/১৮। অমৃতযোগ দিবা ৭/৪০ মধ্যে পুনঃ ৯/২৭ গতে ১২/৭ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৪/৩৪ মধ্যে। রাত্রি ৭/৪ মধ্যে পুনঃ ১২/২ গতে ২/১০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৭ গতে ৩/৪০ মধ্যে পুনঃ ৪/৩৪ গতে ৫/২৭ মধ্যে রাত্রি ৮/২৯ গতে ৯/৫৪ মধ্যে। বারবেলা ৬/৪০ গতে ৮/২০ মধ্যে পুনঃ ১/২১ গতে ৩/১ মধ্যে। কালরাত্রি ৭/৪১ গতে ৯/১ মধ্যে।   
১৭ আষাঢ়, ১৪৩১, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪। একাদশী দিবা ৮/৫০। ভরণী নক্ষত্র দিবা ৬/১৭। সূর্যোদয় ৪/৫৯, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৪ মধ্যে ও ১২/৪ গতে ২/৫৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৯ গতে ৩/৪২ মধ্যে ও ৪/৩৫ গতে ৫/২৮ মধ্যে এবং রাত্রি ৮/৩০ গতে ৯/৫৫ মধ্যে। বারবেলা ৬/৪০ গতে ৮/২০ মধ্যে ও ১/২২ গতে ৩/২ মধ্যে। কালরাত্রি ৭/৪৩ গতে ৯/২ মধ্যে। 
২৫ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইউরো কাপ: রোমানিয়াকে ৩-০ গোলে হারাল নেদারল্যান্ডস

11:30:47 PM

ইউরো কাপ: রোমানিয়া ০-নেদারল্যান্ডস ৩ (৯০+৪ মিনিট)

11:24:35 PM

ইউরো কাপ: রোমানিয়া ০-নেদারল্যান্ডস ২ (৮৩ মিনিট)

11:19:05 PM

ইউরো কাপ: রোমানিয়া ০-নেদারল্যান্ডস ১ (৫৭ মিনিট)

10:47:10 PM

হাতরাস কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১৬

10:35:16 PM

ইউরো কাপ: রোমানিয়া ০-নেদারল্যান্ডস ১ (হাফটাইম)

10:30:29 PM