Bartaman Patrika
খেলা
 

লড়াইয়ের দামামা বাজিয়ে
আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

মুম্বই, ১৩ জানুয়ারি: মধুর প্রতিশোধের লক্ষ্য সামনে রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্বের অন্যতম সেরা দুই ক্রিকেট শক্তি। গত বছর ঘরের মাঠে প্রথম দুটি ম্যাচে জিতেও অজিদের কাছে অপ্রত্যাশিতভাবে সিরিজ খোয়াতে হয়েছিল ভারতকে। দলের দুই তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়াই পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। শেষ তিন ম্যাচে টানা হারের পর যথেষ্ট সমালোচিত হতে হয়েছিল কোহলি- ব্রিগেডকে। তারপর বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারালেও ভারতীয় সমর্থকদের যন্ত্রণা পুরোপুরি ঘোচেনি। এবার তিন ম্যাচের সিরিজ জিতে অনুরাগীদের সেই হতাশা থেকে মুক্ত করার সুবর্ণ সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলিদের আত্মবিশ্বাসও বেড়ে যাবে অনেকটাই। তবে অজি বাহিনীও তৈরি হয়েই ভারত সফরে এসেছে। অধিনায়ক অ্যারন ফিনচ তো সাফ হুঁশিয়ারি দিয়েছেন, উপমহাদেশের বাইশ গজ তাঁদের কাছে আর বদ্ধভূমি নয়। ঘরের মাঠে ভারতীয় দলকে টেক্কা দেওয়ার যাবতীয় রণকৌশল নাকি তাঁর ভাঁড়ারে রয়েছে। অতএব সিরিজে জোর লড়াইয়ের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে।
বিশ্বকাপের সেমি-ফাইনালে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে গত কয়েক মাসে ক্রিকেটের তিন ফরম্যাটেই আধিপত্য দেখিয়েছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে নিয়েছে একের পর এক সিরিজ। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজেই প্রকৃত কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে কোহলিদের। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত ‘মেন ইন ব্লু’। প্রথম সারির ব্যাটসম্যানরা ভালো ছন্দে রয়েছেন। যার মধ্যে রোহিত শর্মার কথা আলাদা ভাবে উল্লেখ করতেই হবে। এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন তারকা ওপেনারটি। তার উপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর রেকর্ড যেন একটু বেশিই ভালো। অজিদের বিরুদ্ধে মোট ৩৭টি ম্যাচ খেলে ২ হাজার ৩৭ রান করেছেন রোহিত। গড় ৬১.৭২। যার মধ্যে রয়েছে সাতটি সেঞ্চুরি এবং আটটি হাফ-সেঞ্চুরি। কম যান না ক্যাপ্টেন কোহলিও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটটি ওয়ান ডে সেঞ্চুরি রয়েছে তাঁর। আর একটি করলেই তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলবেন। যা আপাতত রয়েছে শচীন তেন্ডুলকরের (৯টি) দখলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭টি ম্যাচ খেলে কোহলি করেছেন ১ হাজার ৭২৭ রান। গড় ৫৩.৯৬। ফলে বিরাট এবং রোহিতকে দ্রুত ফেরাতে না পারলে সফরকারী দলের বোলারদের কপালে দুঃখ রয়েছে।
এই সিরিজে রেকর্ডের হাতছানির সামনে দাঁড়িয়ে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। একদিনের ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ২২ বার ওপেন করেছেন রোহিত-শিখর। তার মধ্যে ছ’বার একশো রানের জুটি গড়েছেন তাঁরা। এই সিরিজে যদি আর একটা সেঞ্চুরি পার্টনারশিপ গড়তে পারেন, তাহলে কোনও একটা দেশের বিরুদ্ধে জুটিতে শতরানের মাপকাঠিতে সফলতম ওপেনিং জুটি হয়ে যাবেন রোহিত-ধাওয়ান। ভেঙে দেবেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্সের রেকর্ড। ভারতের বিরুদ্ধে মোট ২২ বার ওপেন করে ছ’বার একশো রানের জুটি গড়েছিলেন তাঁরা। এবার তাঁদের সামনে রয়েছে ক্যারিবিয়ান দুই কিংবদন্তিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ। আর সেটা মাথায় রেখেই হয়তো মঙ্গলবারও রোহিতের সঙ্গে ধাওয়ানকেই ওপেন করতে পাঠাবে টিম ম্যানেজমেন্ট। আর ওপেনার হিসেবে সম্প্রতি দারুণ ফর্ম দেখানো লোকেশ রাহুলকে তিন নম্বর পজিশন ছেড়ে দিয়ে নিজে চারে ব্যাট করার ইঙ্গিত দিয়েছেন কোহলি।
ভারতীয় বোলিং আক্রমণের হাল ধরতে প্রস্তুত যশপ্রীত বুমরাহ। পিঠের চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেই দলে ফিরেছিলেন তারকা পেসারটি। এবার ওয়ান ডে’তেও আগুন ঝরানোর আভাস দিয়েছেন বুমরাহ। মহম্মহ সামির সঙ্গে তাঁর পেস জুটি যে কোনও প্রতিপক্ষকে নাজেহাল করে দিতে পারে। তবে ভারতের দুই নির্ভরযোগ্য স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের ফর্ম নিয়ে কিছুটা হলেও চিন্তা রয়েছে। মিডল ওভারে তাঁদের সাদামাটা বোলিংয়ের ফায়দা নিতে মুখিয়ে থাকবেন অজি ব্যাটসম্যানরা।
এমনিতে এই মুহূর্তে যথেষ্ট ভালো ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি টেস্ট সিরিজে দুরন্ত দাপট দেখিয়েছে তারা। এবার ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যয়ী অজি ব্রিগেড। তাদের গত ভারত সফরের সময় নির্বাসনে ছিলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ময়দানে ফিরে আসার পর থেকে ১৫টি ম্যাচে গড়ে ৫২.১৫ রান করে ৬৭৮ রান নিজের ঝুলিতে পুরেছেন স্মিথ। আর ১৬টি ম্যাচে ৬৯২ রান করেছেন ওয়ার্নার। গড় ৪৬.১৩। তার সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপে বাড়তি মাত্রা যোগ করার প্রতীক্ষায় রয়েছেন মার্নাস লাবুশানে। টেস্ট ক্রিকেটে ভেল্কি দেখানোর পর এবার একদিনের ম্যাচে অভিষেক হতে চলেছে এই নতুন মহাতারকার। সম্ভবত চার নম্বরে ব্যাট করবেন তিনি। ওপেন করবেন অধিনায়ক অ্যারন ফিনচ ও ওয়ার্নার। তিন নম্বরে স্টিভ স্মিথ।
অস্ট্রেলিয়ার বোলিং গভীরতাও দারুণ প্রশংসনীয়। তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউডের সঙ্গে তাল মেলাতে তৈরি অভিজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা। তবে কামিন্সই হয়ে উঠতে পারেন সিরিজের এক্স-ফ্যাক্টর। গত ভারত সফরের সময় রীতিমতো সংহার মূর্তি ধরেছিলেন তিনি। পাঁচ ম্যাচে তুলে নিয়েছিলেন ১৪টি উইকেট। এখন তো আরও বেশি ধারালো হয়ে উঠেছেন আইপিএলের ইতিহাসে আর্থিক রেকর্ড গড়ে কলকাতা নাইট রাইডার্সে নাম লেখানো কামিন্স। কোহলি-ব্রিগেডের কাছে নিশ্চিতভাবেই চ্যালেঞ্জ হয়ে উঠবেন তারকা পেস বোলারটি।
 খেলা শুরু দুপুর দেড়টায়।

14th  January, 2020
প্রয়াত বাপু নাদকার্নি

 মুম্বই, ১৭ জানুয়ারি: শুক্রবার প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বাপু নাদকার্নি (৮৬)। বার্ধক্যজনিত রোগভোগের কারণে তাঁর মৃত্যু বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ভারতের হয়ে মোট ৪১টি টেস্ট খেলেছিলেন তিনি। তাঁর রানসংখ্যা ১৪১৪। বিশদ

টিম গেমেই দুরন্ত প্রত্যাবর্তন ভারতের 

রাজকোট, ১৭ জানুয়ারি: টিম গেমের জোরেই সিরিজে দারুণ প্রত্যাবর্তন ‘টিম ইন্ডিয়া’র। প্রথম ম্যাচে ১০ উইকেটে পর্যুদস্ত হওয়ার পর কড়া সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন বিরাট কোহলিরা। তিল তিল করে গড়ে তোলা সাফল্যের সাম্রাজ্য আচমকাই টলে গিয়েছিল অজি হানায়। কিন্তু হাল ছাড়েননি তাঁরা। 
বিশদ

টিকিটের লাইনে মাউন্টেড পুলিসের লাঠির ঘা’ও খেয়েছি 

রাজীব বন্দ্যোপাধ্যায়: ময়দানে আমার খেলা দেখা শুরু ডার্বি ম্যাচ দিয়েই। আটের দশকের প্রথম দিক। তখন স্কুলে পড়ি। কয়েকজন দাদার সঙ্গেই ময়দানে প্রথম পা দেওয়া। তখন ক’পয়সার টিকিট ছিল, এখন আর মনে পড়ছে না। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেদিন। তারমধ্যেই সকালে লাইন দিয়েছিলাম টিকিটের জন্য। 
বিশদ

বয়সও দমাতে পারেনি দু’প্রধানের দুই হুজুরকে 

প্রীতম সিনহা  কলকাতা: ময়দানের জরাজীর্ণ এক টেন্ট। চৌহদ্দির ভাঙাচোরা বেড়ার ওপারে পাশাপাশি দুটি চেয়ারে দুই হুজুর। দেখে সায়ক গোষ্ঠী পরিচালিত ‘দুই হুজুরের গপ্পো’ নাটকের কথা আপনার স্মৃতিকে উসকে দিতে পারে। ওঁরা দুই প্রধানের সত্তরোর্ধ্ব দুই কট্টর সমর্থক। 
বিশদ

হ্যাটট্রিক না পাওয়ার
আক্ষেপ ভুলিনি: শিশির 

ডার্বির ইতিহাসে প্রথম পাঁচ গোলদাতার মধ্যে একমাত্র বাঙালি তিনি। আট ও নয়ের দশকে তাঁকে ঘিরে আবর্তিত হত সমর্থকদের স্বপ্ন। দুই প্রান্ত থেকে ভেসে আসা বল বিপক্ষ বক্সে পৌঁছলেই গ্যালারি থেকে অনুরাগীদের চোখ খুঁজে নিতে চাইত সুদর্শন স্ট্রাইকারটিকে। তিনি শিশির ঘোষ। 
বিশদ

নেতৃত্বগুণ বাড়াতে বই পড়ছেন মুনোজ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার বিকেল সোয়া পাঁচটা। সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে বের হতেই সমর্থকরা ছেঁকে ধরলেন পাপা দিওয়ারা আর ফ্রান গঞ্জালেজ মুনোজকে। এক সমর্থক পাপাকে জড়িয়ে ছবি তুলতে চাইলে রেগে গেলেন সেনেগালের তারকা। 
বিশদ

ফাইনালে সানিয়া জুটি 

হোবার্ট, ১৭ জানুয়ারি: হোবার্ট ইন্টারন্যাশনাল টেনিসের ডাবলসে ফাইনালে উঠলেন সানিয়া মির্জা ও ইউক্রেনের নাদিয়া কিচেনক জুটি। শুক্রবার সেমি-ফাইনালে সানিয়া জুটি ৭-৬ (৩), ৬-২ সেটে হারালেন স্লোভেনিয়া ও চেক জুটি তামারা জিদানসেক ও মেরি বৌজকোভাকে।  
বিশদ

ডার্বির আগেই ইস্ট বেঙ্গল ছাড়লেন সহকারী কোচ কোকো
রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় আলেজান্দ্রো 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল ডার্বি। তার ৪৮ ঘন্টা আগে অর্থাৎ শুক্রবার প্র্যাকটিসই করল না ইস্ট বেঙ্গল। বদলে নিউটাউনের রোজবেল অ্যাপার্টমেন্টের জিমে প্রায় ৪০ মিনিট ঘাম ঝরান কোলাডো-রালতেরা। মার্কোস-ক্রেসপিরা সাঁতারে অংশ নেন। 
বিশদ

ডাগ আউটে থাকছেন না হাবাস
জয়ে ফিরতে চায় এটিকে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শতাব্দীপ্রাচীন ক্লাব মোহন বাগানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি হওয়ার পর এটিকে শনিবার আইএসএলের ম্যাচে খেলতে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে। আগামী জুন থেকে এটিকে-মোহন বাগান ক্লাবের পথ চলা শুরু হচ্ছে। তার আগে শেষবার আইএসএলে চ্যাম্পিয়ন হতে মরিয়া এটিকে। 
বিশদ

মোহন বাগান-এটিকে ঠিক পথেই এগিয়েছে: সৌরভ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এটিকে’র সঙ্গে মোহন বাগানের সংযুক্তিকরণে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শুক্রবার বলেন, ‘এইভাবেই একটা ক্লাবকে উন্নতির লক্ষ্যে এগিয়ে যেতে হয়। ফুটবল এখন অনেক পেশাদার হয়েছে। মোহন বাগান-এটিকে যে পথে এগিয়েছে তাকেই বলে পেশাদারিত্ব।  
বিশদ

কড়া ব্যবস্থা কিরেন রিজিজুর 

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি: স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) যৌন নির্যাতন এখন বহু আলোচিত। ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘সাই ক্যাম্পাসে এমন কোনও ঘৃণ্য কাজ আর বরদাস্ত করা হবে না। সাই ইনস্টিটিউটে ৪৫টি যৌন নির্যাতনের কেসের নিষ্পত্তি করা হবে আগামী চার সপ্তাহের মধ্যে।  
বিশদ

বেঙ্গালুরুকে হারাল মুম্বই 

মুম্বই, ১৭ জানুয়ারি: শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসি ২-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসি’কে। ঘরের মাঠে আয়োজিত ম্যাচে প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়েছে মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজিটি। ১৩ মিনিটে সউগউয়ের গোলে লিড নেয় তারা।  
বিশদ

শেষ চারে সানিয়া জুটি 

হোবার্ট, ১৬ জানুয়ারি: হোবার্ট ইন্টারন্যাশনালের ডাবলসে সেমি-ফাইনালে উঠলেন সানিয়া মির্জা ও ইউক্রেনের নাদিয়া কিচেনক জুটি। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে সানিয়া জুটি ৬-২,৪-৬, ১০-৪ সেটে হারালেন আমেরিকার ভানিয়া কিং ও ক্রিস্টিয়ান ম্যাকহাল জুটিকে। 
বিশদ

17th  January, 2020
আশাবাদী শ্রেয়াস আয়ার 

রাজকোট, ১৬ জানুয়ারি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে অনেক পরিবর্তন দেখা গিয়েছিল। কোহলি বাহিনীর ১০ উইকেটে হারের জন্য সেই সিদ্ধান্তকেই অনেকে দায়ী করেছিলেন। তবে শ্রেয়াস আয়ার বলছেন, ‘দলে এখন সুস্থ লড়াই রয়েছে। 
বিশদ

17th  January, 2020

Pages: 12345

একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এখন সরগরম গোটা রাজ্য। ডান-বাম উভয়েই আন্দোলনে শামিল হয়েছে। আর এই আবহে কলেজে কলেজে ছাত্রভোটের সম্ভাবনা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আগামী চার-পাঁচ মাসের মধ্যেও এই ভোট না হওয়ার সম্ভাবনাই বেশি। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্যান্য পুরসভাগুলির সঙ্গে আগামী পুরভোটে উত্তর দমদম, দক্ষিম দমদম এবং দমদম পুরসভার আসন সংরক্ষণের খসড়া তালিকা শুক্রবার প্রকাশিত হল। সেই তালিকা অনুযায়ী কোথাও চেয়ারম্যান, কোথাও চেয়ারম্যান-ইন-কাউন্সিল এবার নিজের জেতা ওয়ার্ডে ভোটে দাঁড়াতে পারছেন না। ...

 আমেদাবাদ, ১৭ জানুয়ারি (পিটিআই): সমস্ত বিদেশি কোম্পানিকে আইন মেনে ভারতে বিনিয়োগ করতে হবে। আমাজনের লগ্নি নিয়ে মন্তব্যের পর শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। ...

 ওয়াশিংটন, ১৭ জানুয়ারি: কথায় বলে, চোরা না শোনে ধর্মের কাহিনী’। পাকিস্তানের ক্ষেত্রে এই প্রবাদ যে কতটা লাগসই, ফের তার প্রমাণ মিলল। মার্কিন পারমাণবিক অস্ত্র এবং তা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি চোরাচালানে আরও একবার নাম জড়াল পাকিস্তানের। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যায় ভালো ফল হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে সুযোগ আসবে। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। ব্যবসায় যুক্ত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪৭: সঙ্গীতশিল্পী কে এল সায়গলের মৃত্যু
১৯৭২: ক্রিকেটার বিনোদ কাম্বলির জন্ম
১৯৯৬: রাজনীতিক ও অভিনেতা এন টি রামারাওয়ের মৃত্যু
২০০৩: কবি হরিবংশ রাই বচ্চনের মৃত্যু
২০১৮ – বিশিষ্ট বাঙালি সাংবাদিক ও কার্টুনিস্ট চন্ডী লাহিড়ীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.১৭ টাকা ৭১.৮৭ টাকা
পাউন্ড ৯১.২২ টাকা ৯৪.৫১ টাকা
ইউরো ৭৭.৬১ টাকা ৮০.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৪৪৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৩৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৮,৯৪৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ মাঘ ১৪২৬, ১৮ জানুয়ারি ২০২০, শনিবার, নবমী ৫৪/৫ দিবা ৪/১। স্বাতী ৪৪/৪১ রাত্রি ১২/১৬। সূ উ ৬/২৩/৪, অ ৫/১০/৩৪, অমৃতযোগ দিবা ৯/৫৮ গতে ১২/৫০ মধ্যে। রাত্রি ৭/৪৮ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১২/১২ গতে ১/৫৮ মধ্যে পুনঃ ২/৫১ গতে ৪/৩৬ মধ্যে। বারবেলা ৭/৪৩ মধ্যে পুনঃ ১/৭ গতে ২/২৭ মধ্যে পুনঃ ৩/৪৮ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৪৯ মধ্যে পুনঃ ৪/৪৪ গতে উদয়াবধি। 
৩ মাঘ ১৪২৬, ১৮ জানুয়ারি ২০২০, শনিবার, অষ্টমী ৬/৩২/৩৮ দিবা ৯/২/৫৩। স্বাতী ৫২/৪১/৩১ রাত্রি ৩/৩০/২৬। সূ উ ৬/২৫/৫০, অ ৫/৯/৩২, অমৃতযোগ দিবা ১০/০ গতে ১২/৫৭ মধ্যে এবং রাত্রি ৭/৫৭ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/১৬ গতে ২/০ মধ্যে ও ২/৫২ গতে ৪/৩৬ মধ্যে। কালবেলা ৭/৪৬/১৯ মধ্যে ও ৩/৪৯/৪ গতে ৫/৯/৩২ মধ্যে, কালরাত্রি ৬/৪৯/৪ মধ্যে ও ৪/৪৬/১৮ গতে ৬/২৫/৫৫ মধ্যে। 
২২ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে সুযোগ আসবে। বৃষ: বুঝেশুনে পদক্ষেপ করলে ভালো হবে। মিথুন: উপার্জন ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯৪৭: সঙ্গীতশিল্পী কে এল সায়গলের মৃত্যু১৯৭২: ক্রিকেটার বিনোদ কাম্বলির জন্ম১৯৯৬: ...বিশদ

07:03:20 PM

ট্যাংরায় গাড়ি পার্কিং এলাকায় ভেঙে পড়ল গেট, কিশোরীর মৃত্যু
ট্যাংরার ডি সি দে রোডের একটি গাড়ি পার্কিং এলাকায় গেট ...বিশদ

06:16:44 PM

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনা, গুরুতর জখম অভিনেত্রী শাবানা আজমি
মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হলেন অভিনেত্রী শাবানা আজমি। ...বিশদ

05:25:00 PM

  কৃষি দপ্তরের কর্মীকে মারধরের অভিযোগ পঞ্চায়েত সহ সভাপতির বিরুদ্ধে
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কৃষি দপ্তরে কর্তব্যরত এক কর্মীকে মারধর করার ...বিশদ

03:39:00 PM

আলিপুরদুয়ারে গুপ্তধনের সন্ধান
গুপ্তধনের সন্ধান মিলল আলিপুরদুয়ারের ফালাকাটার আলিনগরে। আজ শনিবার ১০০ দিনের ...বিশদ

03:28:46 PM