Bartaman Patrika
উত্তরবঙ্গ
 
 

 জলনিকাশির দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। সোমবার হেমতাবাদ-বাঙালবাড়ি রাস্তায় তোলা নিজস্ব চিত্র।

শিলিগুড়িতে করোনায় আক্রান্ত আরও সাতজন 

সুব্রত ধর  শিলিগুড়ি: দার্জিলিং জেলায় লাগামহীনভাবে বাড়ছে করোনার সংক্রমণ। সোমবার জেলায় নতুন করে আরও পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে শিলিগুড়ি শহরে আক্রান্তের সংখ্যা সাতজন। এরবাইরে শিলিগুড়ির সারি হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ইসলামপুরের, দু’জন শিলিগুড়ি শহরের বাসিন্দা। অন্যদিকে, শিলিগুড়ি মহকুমায় নতুন করে দু’টি এলাকাকে কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে মহকুমায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল চারটি।
প্রশাসন সূত্রের খবর, এদিন করোনা আক্রান্তদের মধ্যে দু’জন নকশালবাড়ি অটল চা বাগান এবং একজন ফাঁসিদেওয়ার বাসিন্দা। বাকি দু’জন বাতাসি কোয়ারেন্টাইন সেন্টারের কর্মী। জেলাশাসক এস পুন্নমবালম বলেন, করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসেই এ দিনের পাঁচজন সংক্রামিত হয়েছেন। সমগ্র পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, এ নিয়ে দু’মাসে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জন।
এদিকে, মহকুমার সারি হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগীর সোয়াব টেস্টে করোনা পজেটিভ মিলেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, ওই তিন রোগীর মধ্যে একজন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা। গত ৩০ মে তিনি সারি হাসপাতালে ভর্তি হন। বাকি দু’জনের মধ্যে একজন শিলিগুড়ি শহরের ভক্তিনগর, আরএকজন পরেশনগরের বাসিন্দা। ২৯ মে তাঁরা সারিতে ভর্তি হন। তাঁদের মধ্যে একজন মহিলা। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, ওই তিনজনের মধ্যে দু’জন দিল্লি এবং একজন মহারাষ্ট্রে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তাঁরা করোনার উপসর্গ নিয়ে সারিতে ভর্তি হন। সোয়াব টেস্টে করোনা পজিটিভ হওয়ায় তাঁদের শিলিগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, শিলিগুড়ি শহরের ভক্তিনগর ও পরেশনগর এলাকা জলপাইগুড়ি জেলার অধীনে। ভৌগোলিক এই জটিলতার জেরে ওই দুই রোগী আসলে জলপাইগুড়ির জেলার বাসিন্দা। তাই চিকিৎসা পরিষেবা প্রদান করলেও তাঁদেরকে দার্জিলিং জেলার রোগী হিসেবে মান্যতা দিচ্ছে না জেলা স্বাস্থ্য দপ্তর। জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন, সারিতে আক্রান্ত ওই রোগীদের একজন উত্তর দিনাজপুর এবং দু’জন জলপাইগুড়ি জেলার বাসিন্দা। সংশ্লিষ্ট জেলাগুলিতে এ ব্যাপারে জানানো হয়েছে। সেই জেলাগুলি ওই রোগীদের সংস্পর্শে আসা অন্যদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। কাজেই এ বিষয়ে যা বলার সংশ্লিষ্ট জেলাগুলি বলতে পারবে। এদিকে, শিলিগুড়ি মহকুমায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ছে। প্রশাসন সূত্রের খবর, রবিবার নকশালবাড়ি ব্লকের স্টেশনপাড়ায় এক নাবালক এবং আপার বাগডোগরায় এক গর্ভবতী মহিলা করোনা আক্রান্ত হন। এঁদের কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। সংশ্লিষ্ট দু’টি এলাকায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছে বিভিন্ন মহল। মহকুমা প্রশাসনের আধিকারিকরা এলাকাগুলি পরিদর্শন করেন। তাঁদের রিপোর্টের উপর ভিত্তি করেই এলাকাগুলিকে কন্টেইনমেন্ট জোনের আওতায় আনার সিদ্ধান্ত নেয় প্রশাসন। দু’টি এলাকার করোনা উপসর্গ ও উপসর্গহীন বাসিন্দাদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হবে। শিলিগুড়ির মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, জেলা প্রশাসনের নির্দেশে এলাকাগুলিকে কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে মহকুমায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়াল চারটি। কিছুদিন আগে শহরের ৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়। মহকুমা শাসক সুমন্ত সহায় বলেন, করোনা মোকাবিলা করতে স্বাস্থ্যবিধি মেনে সমস্তরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কন্যাসন্তান প্রসব করছেন করোনা আক্রান্ত মহিলা। কয়েকদিন আগে ওই মহিলা হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্রের খবর, রবিবার রাতে ওই মহিলা সন্তান প্রসব করেন। সদ্যোজাতের ওজন প্রায় তিনকেজি। শিশুটির সোয়াব টেস্ট করা হতে পারে। চিকিৎসকরা বলেন, মা ও মেয়ে দু’জনেই ভালো আছে।
অপরদিকে, পরিযায়ী শ্রমিকদের উপর নজরদারি চালাতে গঠিত শিলিগুড়ি মহকুমা টাস্ক ফোর্সের সদস্যরা এদিন বৈঠক করেন। বৈঠকের পর টাস্ক ফোর্সের চেয়ারম্যান মহকুমা শাসক বলেন, চা বাগান এলাকা বাদ দিয়ে এই মহকুমায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ১৫০০। তাঁদের উপর নজরদারি চালানোর বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। 
মালদহে বেসরকারি বাস চলাচল নিয়ে জটিলতা 

নিজস্ব প্রতিনিধি, মালদহ, সংবাদদাতা, রায়গঞ্জ ও বালুরঘাট: নানা জটিলতায় গৌড়বঙ্গের তিন জেলায় বেসরকারি বাস চলাচল নিয়ে অনিশ্চিয়তা বাড়ছে। আজ, সোমবার থেকে মালদহ এবং দুই দিনাজপুরে বেসরকারি বাস পরিষেবা আদৌ মিলবে কি না, তা নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।  বিশদ

মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে মুর্শিদাবাদের সীমান্ত দিয়ে ছড়িয়ে পড়ছে প্রচুর মাদকদ্রব্য
ধৃত পাচার চক্রের পান্ডাদের জেরায় তথ্য পেল রায়গঞ্জের পুলিস 

সংবাদদাতা, রায়গঞ্জ: মায়ানমার থেকে বাংলাদেশে হয়ে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে যাচ্ছে ব্রাউন সুগার। সেখান থেকে রায়গঞ্জকে করিডর বানিয়ে উত্তরবঙ্গ তথা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার।  বিশদ

সাতদিনে বকেয়া ৬০০০ নমুনার পরীক্ষা হয়েছে
উত্তরবঙ্গের ভিআরডিএলে আরএনএ এক্সট্রাকশন মেশিন চালু হল, এবার দ্বিগুণ হবে সোয়াব টেস্ট 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিআরডিএলে সদ্য বসানো অটোমেটেড আরএনএ এক্সট্রাকশন মেশিনে পরীক্ষামূলকভাবে শুরু হল সোয়াব টেস্ট। সোমবার নতুন ওই মেশিনে টেস্ট শুরু হয়েছে। এখানে আরও একটি আরটিপিসিআর মেশিন বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।   বিশদ

স্টেশনে নেমেই শহরে ঘুরছেন পরিযায়ী শ্রমিকরা, আতঙ্ক বাড়ছে ইংলিশবাজারে
শহরের বাইরের স্টেশনে ট্রেন থামানোর দাবি স্থানীয়দের

সংবাদদাতা, মালদহ: মালদহে ঢুকছে একের পর এক শ্রমিক স্পেশাল ট্রেন। মালদহ টাউন স্টেশনে নামছেন পেটের তাগিদে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। কিন্তু করোনা আবহে মালদহ টাউন স্টেশনে এই শ্রমিকদের ট্রেন থেকে নামানো নিয়ে সরব হলেন স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা।   বিশদ

কোয়ারেন্টাইনে থাকার ভয়
ওষুধপত্র খেয়েই শরীরের তাপমাত্রা কমানোর কৌশল নিচ্ছেন পরিযায়ী শ্রমিকদের একাংশ 

সংবাদদাতা, বালুরঘাট: কোয়ারেন্টাইনে থাকার ভয়ে ভিনরাজ্য ফেরত দক্ষিণ দিনাজপুর জেলার শ্রমিকদের একাংশ নানা প্রকার ওষুধ খেয়ে শরীরের তাপমাত্রা কমানোর কৌশল নিচ্ছেন। অনেকে জ্বর, সর্দি-কাশি নিয়ে জেলায় আসছেন। তাঁদের মধ্যে কোয়ারেন্টাইন নিয়ে কোনও ধারণা না থাকায় ভয়ে আগেই অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খাচ্ছেন।  বিশদ

কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে যেতে ভয় পাচ্ছেন আশা কর্মীরা
মাথাভাঙায় পিপিই দাবি স্বাস্থ্যকর্মীদের 

সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহার জেলায় করোনা আক্রান্তের খোঁজ মেলায় মাথাভাঙা মহকুমায়ও আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি ভিনরাজ্য ফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ নিতে সাহস পাচ্ছেন না আশা কর্মী সহ স্বাস্থ্যকর্মীরা। তাঁদের অভিযোগ চিকিৎসক, নার্সদের পিপিই কিট দেওয়া হলেও তাঁদের সেসব এখনও পর্যন্ত দেওয়া হয়নি।   বিশদ

রোগী বাড়ল মালদহ ও উত্তর দিনাজপুরেও
করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে দক্ষিণ দিনাজপুরে 

সংবাদদাতা, বালুরঘাট ও রায়গঞ্জ: জমে থাকা সোয়াব পরীক্ষার রিপোর্ট আসা শুরু হতেই দক্ষিণ দিনাজপুর জেলায় হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার রাতে জেলায় ১০ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলল। তার আগে শনিবারই জেলায় নয় জনের রিপোর্ট পজিটিভ এসেছিল।   বিশদ

ঝড়ের সাতদিন বাদেও ত্রিপল না পেয়ে পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্তরা
ময়নাগুড়ি

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির আমগুড়িতে সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তিন শতাধিক বাড়িঘর। কিন্তু অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য মাত্র ৭৫টি ত্রিপল পাঠিয়ে দায় সেরেছেন। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা প্রচণ্ড ক্ষুব্ধ। তাঁরা সোমবার বিজেপি পঞ্চায়েত সদস্য আলপনা সরকারের বাড়িতে তুমুল বিক্ষোভ দেখান।  বিশদ

তুফানগঞ্জ পুরসভার বাসিন্দারা ক্ষুব্ধ
জলের পাইপ লাইন বসাতে রাস্তা খোঁড়ায় বৃষ্টিতে প্রতিপদে দুর্ঘটনা 

সংবাদদাতা, কুমারগ্রাম: তুফানগঞ্জ শহরের বাসিন্দারা পুরসভার ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করছেন। তাঁদের দাবি, প্রায় চারমাস আগে কয়েকটি ওয়ার্ডের ভিতরের পাকা রাস্তা খুঁড়ে জলের পাইপ লাইন বসানো হয়েছিল। কিন্তু এতদিন হয়ে গেলেও ওসব ভাঙা, খোঁড়া রাস্তা মেরামত করা হয়নি। এদিকে সামনেই বর্ষা চলে আসবে।   বিশদ

মালদহে লকডাউনের জেরে রুটি-রুজিতে টান পড়েছে পর্যটন কেন্দ্রের আশপাশের ব্যবসায়ীদের 

সংবাদদাতা, গাজোল: করোনার কোপে লকডাউনের জেরে মালদহের অন্যতম পর্যটন কেন্দ্র আদিনা ফরেস্ট, মসজিদ, নতুন ইকো পার্কগুলি এখন বন্ধ রয়েছে। নিয়ম অনুযায়ী প্রশাসনের নির্দেশিকাও প্রবেশ গেটে টাঙানো রয়েছে। সেইমতো দুই মাসেরও বেশি সময় ধরে জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি কার্যত শুনশান। 
বিশদ

নকশালবাড়ির ডিআই ফান্ড মার্কেট থাকবে সাতদিন বন্ধ
ঘোষণা দার্জিলিং জেলা প্রশাসনের

সংবাদদাতা, নকশালবাড়ি: শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির উত্তর স্টেশনপাড়াকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল দার্জিলিং জেলা প্রশাসন। পাশাপাশি এদিনই নকশালবাড়ি ডিআই ফান্ডের মার্কেটের মাছহাটি আগামী সাতদিনের জন্য সিল করার সিদ্ধান্ত প্রশাসন নেয়।  বিশদ

রেড জোনের বাইরে থেকে চা বাগানে ফেরা শ্রমিকদের জন্য কমিউনিটি কোয়ারেন্টাইন 

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রেড জোনের বাইরে থাকা রাজ্যগুলি থেকে আসা চা শ্রমিকদের কমিউনিটি কোয়ারেন্টাইনে রাখার বিষয়ে সোমবার জলপাইগুড়িতে বৈঠক হয়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং এই তিন জেলার চা বাগানগুলির শ্রমিকদের ক্ষেত্রে আগামী দিনে এ নিয়ম পালন করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।  বিশদ

বাসিন্দাদের কোয়ারেন্টাইনে রাখার জন্য গ্রামে সেন্টার বানাল পুরসভা
পুরাতন মালদহ 

সংবাদদাতা, পুরাতন মালদহ: বাইরে থেকে শহরে ফিরবেন যাঁরা, তাঁদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার বানাল পুরাতন মালদহ পুরসভা। পুর এলাকার বাসিন্দাদের জন্য ওই সেন্টার হলেও সেটি কিন্তু বানানো হয়েছে পঞ্চায়েত এলাকায়।   বিশদ

শিলিগুড়িতে প্রশাসকমণ্ডলীর বিরুদ্ধে দলীয় কর্মী নিয়োগের অভিযোগ রঞ্জনের 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর সঙ্গে বিরোধ বাড়ছে বিরোধী তৃণমূল কংগ্রেসের। প্রশাসকমণ্ডলীর বিরুদ্ধে এবার অস্বচ্ছতার অভিযোগ তুললেন বিদায়ী পুরবোর্ডের বিরোধী দলনেতা তথা দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার।  বিশদ

Pages: 12345

একনজরে
 মাদ্রিদ, ১ জুন: করোনার ধাক্কা সামলে স্প্যানিশ লিগের পরিবর্তিত সূচি ঘোষণা করল লিগ কমিটি। ১১ জুন সেভিয়া ডার্বি দিয়ে বন্ধ হওয়া লিগ শুরু হবে। ঘরের মাঠে সেভিয়া মুখোমুখি হবে রিয়াল বেতিসের। ১৩ জুন মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ...

  কাঠমাণ্ডু, ১ জুন (পিটিআই): নেপালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১১ জন যাত্রী। আহতের সংখ্যা ২২। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভারতে আটকে পড়া প্রায় ৩০ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি বাস নেপালের উদ্দেশে রওনা হয়। ...

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১ জুন: এবার চলবে শতাব্দী এক্সপ্রেসও। শীঘ্রই শুরু হবে টিকিট বুকিং। পাশাপাশি অত্যধিক চাহিদা থাকায় বাছাই করা কিছু রুটে শুরু হতে চলেছে ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা খাতে কেন্দ্রের কাছে ৩০০ কোটি টাকা চাইল শিক্ষা দপ্তর। চিঠি দিয়ে তা জানানো হয়েছে। সুস্বাস্থ্য ও পরিবেশ বজায় রাখার জন্য স্কুলগুলিকে জীবাণুমুক্ত করা থেকে শুরু করে অন্যান্য নানা কাজের জন্যই এই বিপুল অর্থের প্রয়োজন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা কোনও বৃত্তিমূলক পরীক্ষার ভালো ফল করবে। বিবাহার্থীদের এখন ভালো সময়। ভাই ও বোনদের কারও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪৭: লর্ড মাউন্টব্যাটেনের ভারতকে দ্বিখণ্ড করার পরিকল্পনা মেনে নিল কংগ্রেস ও মুসলিম লিগ
১৯৬৫ - অস্ট্রেলীয় প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়ার জন্ম।
১৯৭৫ - বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসুর মৃত্যু
১৯৮৭: বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহার জন্ম
১৯৮৮: অভিনেতা ও নির্দেশক রাজ কাপুরের মৃত্যু
২০১১: গায়ক অমৃক সিং আরোরার মৃত্যু
২০১১: বিশিষ্ট সংবাদ পাঠক তথা আবৃত্তিকার তথা বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৫২ টাকা ৭৬.২৩ টাকা
পাউন্ড ৯১.৭৩ টাকা ৯৫.০২ টাকা
ইউরো ৮২.৩৮ টাকা ৮৫.৪৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ২ জুন ২০২০, মঙ্গলবার, একাদশী ১৭/৫৪ দিবা ১২/৫। চিত্রা নক্ষত্র ৪৪/৫৮ রাত্রি ১০/৫৫। সূর্যোদয় ৪/৫৫/২৮, সূর্যাস্ত ৬/১৩/৪৪। অমৃতযোগ দিবা ৭/৩৪ মধ্যে পুনঃ ৯/২১ গতে ১২/০ মধ্যে পুনঃ ৩/৩৩ গতে ৪/২৬ মধ্যে। রাত্রি ৬/৫৬ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ২/৪ মধ্যে। বারবেলা ৬/৩৬ গতে ৮/১৫ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৫৪ মধ্যে। কালরাত্রি ৭/৩৪ গতে ৮/৫৪ মধ্যে।
 ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ২ জুন ২০২০, মঙ্গলবার, একাদশী দিবা ৯/৪৬। চিত্রা নক্ষত্র রাত্রি ৯/২১। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ৭/৩৬ মধ্যে ও ৯/২৪ গতে ১২/৪ মধ্যে ও ৩/৩৮ গতে ৪/৩২ মধ্যে এবং রাত্রি ৭/২ মধ্যে ও ১১/৫৮ গতে ২/৬ মধ্যে। বারবেলা ৬/৩৬ গতে ৮/১৬ মধ্যে ও ১/১৫ গতে ২/৫৫ মধ্যে। কালরাত্রি ৭/৩৫ গতে ৮/৫৫ মধ্যে।
৯ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: বিদ্যার্থীরা কোনও বৃত্তিমূলক পরীক্ষার ভালো ফল করবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯৪৭: লর্ড মাউন্টব্যাটেনের ভারতকে দ্বিখণ্ড করার পরিকল্পনা মেনে নিল কংগ্রেস ...বিশদ

07:03:20 PM

জি-৭:মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প
 জি-৭:মোদিকে আমন্ত্রণ জানালেন ট্রাম্পআমেরিকায় অনুষ্ঠিত আসন্ন জি-৭ সামিটে যোগ দেওয়ার ...বিশদ

09:40:06 PM

গুজরাতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪১৫, মৃত ২৯ 
গুজরাতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪১৫ ...বিশদ

09:03:40 PM

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২৮৭, মৃত ১০৩ 
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২২৮৭জন। ...বিশদ

08:57:33 PM

রাজ্যে করোনায় আক্রান্ত আরও ৩৯৬
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯৬ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:49:50 PM