Bartaman Patrika
বিদেশ
 

অর্থনীতির নোবেল
ও বব উইলসন 

মৃণালকান্তি দাস: পল ৭০ ছাড়িয়ে। আর ববের বয়েস ৮০ ছাড়িয়ে যাওয়া বুড়ো। ৪৫ বছর ধরে খুব কাছাকাছি রয়েছেন। এখন তো আরও কাছাকাছি। একই রাস্তার এপার আর ওপার। দূরত্ব ৪০ মিটার। ১২ অক্টোবর ২০২০। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল মিলগ্রম এত ভোরে দরজায় কড়া নাড়া শোনার জন্য প্রস্তুত ছিলেন না। কড়া নাড়ছেন তাঁরই এক প্রতিবেশী। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে মিলগ্রমের বাড়ির সামনের সিকিউরিটি ক্যামেরায় দেখা যাচ্ছে বব উইলসন ও তাঁর স্ত্রী ম্যারি প্রাক-প্রভাত অন্ধকারে (সিএনএন বলছে রাত ২টা ১৫ মিনিট) মিলগ্রমের ঘরের সামনের দরজায় উঠে কয়েক সেকেন্ড ধরে ডোরবেল বাজাচ্ছেন। দরজায় টোকা দিচ্ছেন তাঁকে জাগিয়ে খবরটা দেবেন। ‘পল আমি বব উইলসন। তুমি নোবেল পুরস্কার পেয়েছ।’ খবরটা হজম করতে একটু সময় নিয়ে মিলগ্রম বললেন, ‘ওহ তাই!’ সুইডেনে দিনের বেলা হলেও আমেরিকার ওয়েস্ট কোস্টে তখন মধ্যরাত পেরিয়ে ভোর হওয়ার অপেক্ষা। উইলসন বললেন, ‘তারা তোমাকে ফোনে পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। তাদের কাছে সম্ভবত তোমার নম্বর নেই।’ পাশ থেকে ম্যারি বললেন, ‘আমার নম্বরটা দিয়ে দিয়েছি।’ একটু নীরবতার পর দরজার অন্যপ্রান্ত থেকে মিলগ্রম বললেন, ‘আমি (নোবেল) পেয়েছি, ওয়াও।’ হেসে বব উইলসনের স্ত্রী জিজ্ঞাসা করলেন, তুমি ফোনের জবাব দেবে তো? মিলগ্রমের স্ত্রী তখন সুইডেনে।
স্ট্যানফোর্ডের বাড়ির ডোরবেলের সিকিউরিটি ক্যামেরায় নোটিফিকেশন পেয়ে ফালতু কল ভেবে একটু আগে বব উইলসনও নিজেই তাঁর বাড়ির ফোনটির প্লাগ খুলে রেখেছিলেন। তাঁকে না পেয়ে নোবেল কমিটি থেকে খবরটি তাইর স্ত্রী ম্যারিকে দেওয়া হয়। জানানো হয়, রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স আলফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশে সেভেরিজেস রিকসব্যাঙ্ক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স পুরস্কার ২০২০ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক পল মিলগ্রম ও রবার্ট উইলসনকে প্রদান করেছে। তাঁরা ‘নিলামতত্ত্ব সমৃদ্ধ করেছেন এবং নিলামের নতুন ফরম্যাট আবিষ্কার করেছেন’।
গত ৫২ বছরে নোবেল কমিটি ৮৬ জন অর্থনীতিবিদকে নোবেল সম্মানে ভূষিত করেছে। পল ও বব যথাক্রমে ৮৫ ও ৮৬তম নোবেল লরিয়েট। এই নিয়ে রবার্ট উইলসনের সরাসরি তিন ছাত্র অর্থনীতির নোবেল পেয়েছেন। আলভিন রথ ২০১২ সালে, বেঙ্গট হোমস্ট্রম ২০১৬ সালে এবং পল মিলগ্রম ২০২০ সালে শিক্ষক রবার্ট উইলসনের সঙ্গে। নোবেল পুরস্কার পেতে পারেন এমন আরও কজন ছাত্রের নাম আলোচনায় আসছে।
পল ও বব একই লক্ষ্যে অর্থনীতি বিজ্ঞানকে সমৃদ্ধ করেছেন। তাদের যৌথ উদ্যোগ নিয়ে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বলেছে: তাঁদের আবিষ্কার সমাজকে বিশেষভাবে উপকৃত করেছে। নব্য অর্থনীতির সফল ঘটক দু’জন, ঘটকালিটা মানুষের কল্যাণে এসেছে এবং বাজার পরিকল্পনায় ঝুঁকি ও ত্রুটি কমে এসেছে।
কে এই রবার্ট বাটলার উইলসন জুনিয়র?
জন্ম ১৬ মে ১৯৩৭ নেব্রাস্কায়। স্কুল ফাইনাল সেখানেই। মেধাবী বব উইলসন পূর্ণ বৃত্তি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এলেন। ১৯৫৯ সালে গ্র্যাজুয়েট এবং ১৯৬১-তে এমবিএ ডিগ্রি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকেই ডক্টর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ১৯৬৩ সালে। তারপর কিছুদিন তিনি লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৬৪ থেকেই স্ট্যানফোর্ড বিজনেস স্কুলের ফ্যাকাল্টি। ১৯৯৩ থেকে ২০০১ পর্যন্ত হার্ভার্ড ল স্কুলের এফিলিয়েটেড ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন।
রবার্ট উইলসন অর্থনীতির গেম থিওরি এবং তার প্রায়োগিক জ্ঞানে বিশ্বনন্দিত একজন বিশেষজ্ঞ। তাঁর গবেষণা ও শিক্ষকতাজীবন যেসব বিষয়কে ধারণ করে আছে তার মধ্যে রয়েছে বাজার পরিকল্পনা, মূল্য নির্ধারণ, দরকষাকষি, তথ্য অর্থনীতি, শিল্প সংগঠন, নিলাম পরিকল্পনা, জ্বালানি, প্রযুক্তিগত যোগাযোগ, বিদ্যুৎ প্রভৃতি খাতে প্রতিযোগিতামূলক ডাকের পদ্ধতি নির্ধারণ। ১৯৬৮ সালে প্রকাশিত তাঁর দ্য থিওরি অব সিন্ডিকেটস কয়েক প্রজন্ম ধরে ইকোনমিকস, ফাইন্যান্স ও অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থীদের প্রভাবিত করে যাচ্ছে। তাঁর গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা শতাধিক। বহুসংখ্যক জার্নালের তিনি সহযোগী সম্পাদক। এখনও তিনি তাঁর ছাত্র-গবেষকদের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং এগুলোর মানোন্নয়নের জন্য উদারভাবে পরামর্শ দিয়ে যান। তিনি উপদেষ্টা হিসেবে মার্কিন সরকারকে তেল কোম্পানির জন্য অফশোর লিজিংয়ে পরামর্শ দিয়েছেন। বিদ্যুতের মূল্য নির্ধারণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ভোক্তার ভার কমাতে চেষ্টা করেছেন। অগ্রাধিকারভিত্তিক পরিষেবা পদ্ধতি পরিকল্পনা, পাইকারি বাজার পরিকল্পনা, পরিবেশ ও আবহাওয়াজনিত দুর্যোগ ও ঝুঁকি বিশ্লেষণ, অতিপ্রযুক্তিনির্ভর উৎপাদনের মূল্য নির্ধারণসহ বিভিন্ন কাজে তিনি যুক্ত হয়েছেন। নোবেল কমিটি তাঁর অনেক কাজের মধ্যে নিলামে মূল্য নির্ধারণী গবেষণাকে সামনে নিয়ে এসেছে এবং অর্থনীতিতে তাঁর ও তাঁর সহকর্মী পল মিলগ্রমের উদ্যোগের অবদানের স্বীকৃতি জানাতে উভয়কে নোবেল পুরস্কারে সম্মানিত করেছে।
বব উইলসন দুনিয়ার সেরা শিক্ষক তো বটেই। আলভিন রথ নিজে ২০১২ সালে নোবেল পুরস্কার পাওয়ার পর তাঁর শিক্ষক বব উইলসন সম্পর্কে লিখেছেন: স্ট্যানফোর্ডে ভিজিটিং প্রফেসর হিসেবে আসা জেরুজালেম হিব্রু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মাইকেল মাশলারের একটি ক্লাস করার পরই আমি সিদ্ধান্ত নিই গেম থিওরি হবে আমার গবেষণার বিষয়। বব উইলসন আমার তত্ত্বাবধায়ক হতে রাজি হলেন। শুধু তা-ই নয় পিএইচডির জন্য যোগ্য হতে যেসব পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তাঁর একটিতে আমি পাস করতে না পারলেও তিনি তা সামলে নেন। সেই বছরটা ছিল তাঁর ছুটির বছর। তবুও তিনি প্রতি সপ্তাহে একদিন আমার জন্য ১ ঘণ্টা বরাদ্দ রেখেছিলেন। আমার স্মৃতিতে যা আছে, তা হচ্ছে আমাদের প্রতিটি সাক্ষাতের পর আমার জন্য অনিবার্য হয়ে উঠত একটা নতুন কিছু পড়া। আমি তাঁকে বোঝাতে চেষ্টা করতাম গত এক সপ্তাহে আমার কেন তেমন অগ্রগতি হয়নি। আর তিনি বলতেন এতে নিরুৎসাহিত হওয়ার কোনও কারণ নেই। আমি বলতাম, আমার কাজে কিছু দূর এগিয়ে আটকে গিয়েছি। আমাদের আলোচনার শেষদিকে তিনি আমাকে একটা বিশেষ কোনও পেপার পড়ার কথা বলে দিতেন। তিনি যা বলতেন তা বরাবরই ছিল লক্ষ্যভেদী। তার অফিস থেকে বেরিয়ে সোজা লাইব্রেরিতে। বেশ খানিকক্ষণ পড়ার পর বুঝতে পারলাম বব নিশ্চয়ই ভুল করেছেন। এই পেপারের সঙ্গে আমার অগ্রগতি আটকে যাওয়ার সম্পর্ক কোথায়? তারপর পেপারের মাঝামাঝি পর্যন্ত পৌঁছে হঠাৎ একটা ইঙ্গিত বা মন্তব্য পেয়ে গেলাম, যা আমার অগ্রগতির বাধাটিকে কাটিয়ে দিল। বব উইলসন এভাবেই আমাদের শিখিয়েছেন।
২০১৬ সালের নোবেল বিজয়ী ফিনল্যান্ডের বেঙ্গট হোমস্ট্রম তাঁর শিক্ষক রবার্ট উইলসন সম্পর্কে লিখেছেন:
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসে তখন পর্বতপ্রমাণ ব্যক্তিত্ব ছিলেন বব উইলসন। বয়স তখনও তাঁর ৪০ হয়নি। দেখতে আরও ১০ বছর কম মনে হয়। তাঁর প্রভাব স্কুলের ডিসিশন সায়েন্স গ্রুপ বাইরে বহুদূর ছড়িয়ে। আমি অর্থনীতিতে ববের প্রথম যে ক্লাসটিতে যোগ দিই, তা ছিল তার আইকনিক মাল্টিপারসন ডিসিশন থিওরি প্রতি বছরই কোর্সের ধরন পরিবর্তন হয়। আমি তিনবার তাঁর এই ক্লাস করেছি। ববের পড়ানোর ধরন আমার মনে স্থায়ী দাগ কেটেছে। তিনি কোনও পেপারের সমালোচনা করা বা পেপার সম্পর্কে বিস্তারিত আলোচনা করায় আগ্রহী ছিলেন না। বরং যে প্রশ্নটিকে ঘিরে পেপারটি রচিত হয়েছে তিনি তা নিয়ে আলোচনা করতে এবং প্রশ্নটি কেমন করে অর্থনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তা বিশ্লেষণ করতে পছন্দ করতেন এবং অঙ্ক ও সংখ্যা দিয়ে বিশ্লেষণ সম্ভব একটি গাণিতিক মডেল উপস্থাপন করতেন।
রবার্ট উইলসনের শিক্ষার্থীদের একটি আকর্ষণীয় গন্তব্য ছিল ববের পাঠচক্র। অর্থনীতির বিভিন্ন শাখা-উপশাখার গবেষকরা এতে যোগ দিতেন। এর কোনও ধরা-বাঁধা কাঠামো ছিল না। শিক্ষার্থীদের মধ্যে যার কিছু বলার আছে তিনি ব্ল্যাকবোর্ডে চলে যেতেন, একটি মডেলের খসড়া দাঁড় করাতেন। এখান থেকে চিন্তা করার মতো অনেক বিষয় বেরিয়ে আসত— এটা ছিল মজার ক্লাস। কিছুটা আতঙ্কেরও। কিন্তু সব সময়ই অনুপ্রেরণাদায়ক। পিএইচডি গবেষণায় উপদেষ্টা হিসেবে তিনি গবেষকদের উদারভাবে সময় মঞ্জুর করতেন, কিন্তু তাদের শৃঙ্খলা ভঙ্গের সুযোগ দিতেন না। ববের সঙ্গে সাক্ষাৎ করতে পারাটাতেই ছিল উদ্দীপনা ও অনুপ্রেরণা নিয়ে ফিরে আসার নিশ্চয়তা।
আমি কখনও তাঁর অফিসে খালি হাতে যাওয়ার ধৃষ্ঠতা দেখাইনি। শেষ মুহূর্তে হলেও একটি কিছু লিখে তাঁর কাছে জমা দিয়েছি। খারাপ হলেও এটা কিছুই হয়নি, এই ধরনের কঠোর মন্তব্য তিনি করতেন না। তাঁর তিন নোবেলজয়ী ছাত্রের নোবেলপ্রাপ্তি ঘটেছে বয়সের রিভার্স অর্ডারে। কম বয়স থেকে বেশি বয়সে। পল মিলগ্রম তাদের মধ্যে অন্যতম। তবে তাঁর অধীন পিএইচডির হিসেবে অর্ডার ঠিক আছে বলতে হবে। রথ করেছেন চুয়াত্তরে, হোমস্ট্রম আটাত্তরে, মিলগ্রম ঊনআশিতে। পল ও ববের মধ্যেই সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। নিজের নোবেল পাওয়ার কথা শুনে তাঁরই মনে হতে পারে, তাঁর শিক্ষক বব উইলসন কেন বাদ যাবেন। অর্থনীতির ঐতিহাসিকদের চোখে ‘বব উইলসন রাজবংশ’ প্রতিষ্ঠিত হয়েছে। বব উইলসনের পিএইচডি তত্ত্বাবধায়ক ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাওয়ার্ড রাইফা (১৯২৪-২০১৬) আর তাঁর তত্ত্বাবধায়ক মিশিগান বিশ্ববিদ্যালয়ের কোপল্যান্ড (১৮৯৮-১৯৭০) তারা প্রত্যেকেই অর্থনীতি ও ব্যবস্থাপনার দিকপাল। 
এবার চাঁদেও মিলবে
ফোর জি পরিষেবা 

চাঁদের মাটিতে ঘুরতে-ঘুরতে রোভারের সঙ্গে সেলফি তুলে সরাসরি পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছেন মহাকাশচারীরা। কেউ চাঁদেরই কোনও গভীর গিরিখাতের কাছে দাঁড়িয়ে লাইভ স্ট্রিমিং করছেন। দর্শকদের জানাচ্ছেন, সেই গিরিখাতের নাম, মাটির প্রকৃতি ইত্যাদি। কেউ আবার চাঁদের নৈসর্গিক দৃশ্য লেন্সবন্দি করে আপলোড করে দিচ্ছেন সোশ্যাল সাইটে। শুনতে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও অদূর ভবিষ্যতে এমনটাই... বিশদ

এইচ-১বি চাকরির ক্ষেত্রে ব্যবসায়িক
ভিসা না দেওয়ার প্রস্তাব  

স্বদেশীয়দের চাকরির বাজারকে সুরক্ষিত করতে ভিসা নীতি আরও স্পষ্ট করতে চলেছে ট্রাম্প প্রশাসন। এইচ-১বি জন্য দক্ষ বিদেশী কর্মীদের যাতে ব্যবসায়িক ভিসা না দেওয়া হয়, তার আর্জি জানাল মার্কিন বিদেশ দপ্তর। এই প্রস্তাব চালু হলে বিপাকে পড়বেন বহু ভারতীয়। কারণ এবার ভিসা নিয়ে সব ধরণের অস্পষ্টতা দূর হবে। আর আইনের ফাঁক গলে মার্কিন কর্মী নিয়োগকারীরা বিদেশিদের কম মজুরিতে কাজ করিয়ে নিতে পারবেন না।  বিশদ

ট্রাম্পের পাশ থেকে সরে
যাচ্ছেন অনেক রিপাবলিকান! 

আমেরিকার নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই রাজনীতির মাঠের অস্থিরতা স্পষ্ট হয়ে উঠছে। আরও বেকায়দায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর পাশ থেকে সরে গিয়েছেন অনেক রিপাবলিকান নেতাই। নির্বাচনের পর ট্রাম্পহীন ওয়াশিংটনের রাজনীতি মাথায় রেখে নিজেদের আগেই প্রস্তুত করতে শুরু করেছেন তাঁরা। এদিকে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বিডেন অনেক জনমত সমীক্ষাতেই বেশ এগিয়ে আছেন বলে দেখানো হচ্ছে।  বিশদ

নেটফ্লিক্সের ব্যবসা পাল্টে
দিয়েছে করোনা ভাইরাস 

অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ব্যাপক চাহিদা লক্ষ করা যায় মানুষের ঘরবন্দি সময়ে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বের অধিকাংশ মানুষকেই বেছে নিতে হয় ঘরবন্দি জীবন। একসময় ঘরে থেকেই অনলাইনে শুরু হয় অফিসের কাজকর্ম, স্কুলের পাঠ্যক্রম। প্রয়োজন পড়ে বিনোদনেরও। তাই ব্যাপক চাহিদা দেখা যায় নেটফ্লিক্সের। তবে নেটফ্লিক্স কি তাদের সেই চাহিদা ধরে রাখতে পেরেছে?  বিশদ

বিশ্বের সফল ‘করোনা-যোদ্ধা’
জেসিন্দা আর্দের্ন 

প্রত্যাশিতই ছিল। তবে বাস্তবে প্রত্যাশার কয়েকগুণ বেশি প্রতিফলন দেখা গেল। বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় নিউজিল্যান্ডের ক্ষমতাসীন সরকার লেবার পার্টি। ফলাফলের অঙ্ক বলছে, লেবার পার্টির ঝুলিতে এসেছে ৪৯ শতাংশ ভোট। বিরোধী ন্যাশনাল পার্টি পেয়েছে মাত্র ২৭ শতাংশ ভোট। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে জেসিন্দা আর্দের্ন। বিশদ

বিডেনকে চেয়ে প্রচার
ওবামার, তৈরি ট্রাম্পও 

সুদীপ্ত রায়চৌধুরী: ট্রাম্পের আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। প্রেসিডেন্ট হিসেবে যোগ্য বিডেনই। শেষ প্রেসিডেন্সিয়াল ডিবেটের আগে এ কথা বলে ডেমোক্র্যাট প্রার্থীর পাশে দাঁড়ালেন বারাক ওবামা। বুধবার ফিলাডেলফিয়ায় বিডেনের হয়ে প্রচারে নামেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। টেনে আনেন করোনা প্রসঙ্গ। বিদায়ী প্রেসিডেন্টকে তুলোধোনা করে বলেন, ‘করোনা সংক্রমণ বাড়ছে।   বিশদ

23rd  October, 2020
ব্রাজিলে মৃত্যু অ্যাস্ট্রাজেনেকার টিকা
নেওয়া স্বেচ্ছাসেবকের, পরীক্ষা চলবে 

নয়াদিল্লি ও সাও পাওলো: করোনার টিকা পরীক্ষায় বড়সড় ধাক্কা। এবার ব্রাজিলে মৃত্যু হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে তৈরি পরীক্ষাধীন টিকা নেওয়া এক স্বেচ্ছাসেবকের।   বিশদ

23rd  October, 2020
সিন্ধ প্রদেশের আইজিকে অপহরণ,
পাক রেঞ্জার্সের হয়ে সাফাই মন্ত্রীর 

ইসলামাবাদ: সিন্ধ প্রদেশের পুলিস ইন্সপেক্টর জেনারেলকে (আইজি) ‘অপহরণ’ ঘিরে উত্তপ্ত পাকিস্তানের বন্দর শহর করাচি। বৃহস্পতিবার পাক রেঞ্জার্সের হয়ে সাফাই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইজাজ আহমেদ শাহ।   বিশদ

23rd  October, 2020
গ্রহাণুর নমুনা সংগ্রহ নাসার মহাকাশযানের 

ওয়াশিংটন: মঙ্গলবার, ভারতীয় সময় তখন সন্ধ্যা ৬টা বেজে ১২ মিনিট। নাসার স্পেস সেন্টারে ক্রমেই উৎকণ্ঠা বাড়ছে বিজ্ঞানীদের। ঠিক কয়েক সেকেন্ডের অপেক্ষা। তারপরই যাবতীয় আশঙ্কাকে তুড়ি মেরে গ্রহাণু বেন্নুর বুকে পা রাখল ওসিরিস-রেক্স।   বিশদ

23rd  October, 2020
কোভিড আক্রান্ত যাত্রীর মৃত্যু বিমানে 

ওয়াশিংটন: করোনা আক্রান্ত হয়েই উঠেছিলেন বিমানে। মাঝআকাশেই মৃত্যু হয় তাঁর। অথচ তিনি যে কোভিড পজিটিভ ছিলেন তা জানতই না উড়ান সংস্থা কিংবা বিমানবন্দর কর্তৃপক্ষ।  বিশদ

23rd  October, 2020
প্রযুক্তিকে অস্ত্র করেই শারদোৎসব
আয়োজনের প্রস্তুতি চলছে ব্রিটেনে 

করোনা আবহে পুজোর আয়োজন নিয়ে চিন্তায় ব্রিটেনের বাঙালি মহল। সংক্রমণের জেরে চিরাচরিত রীতি মেনে এবছর উদযাপন সম্ভব নয়। এবিষয়ে প্রতিটি সংগঠন একমত। তাই বিকল্প উপায়ের খোঁজে প্রশাসনের সঙ্গে নিয়মিত আলোচনা চালানো হচ্ছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো কিংবা সিঁদুরখেলাকে কীভাবে প্রবাসী বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, তা নিয়েও হরেক প্রস্তাব উঠে আসছে।  বিশদ

22nd  October, 2020
মুখেই চীন বিরোধ, ব্যবসার জন্য বেজিংয়ে
ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 

মাত্র ৪৮ ঘণ্টা আগের কথা। বাবার সুরেই চীন ইস্যুতে জো বিডেনকে তুলোধোনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। হঠাৎ উল্টে গেল ছবিটা। এবার চীন নিয়েই বিপাকে বিদায়ী প্রেসিডেন্ট। নেপথ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ‘অঘোষিত’। সেই অ্যাকাউন্ট দিয়েই এক দশকেরও বেশি সময় ধরে চীনে বড় বড় ব্যবসায়িক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের মাত্র দেড় সপ্তাহ আগে এই চাঞ্চল্যকর... বিশদ

22nd  October, 2020
করাচিতে বহুতলে
বিস্ফোরণে হত ৫

করাচি: বুধবার বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বন্দর শহর করাচি। এদিন সকালে শহরের মাসকান চৌরঙ্গির গুলশন-ই-ইকবাল এলাকার একটি বহুতলে বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ওই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বিশদ

22nd  October, 2020
আগামী সপ্তাহে ভারতে আসছেন
মার্কিন বিদেশ সচিব পম্পেও 

ওয়াশিংটন: আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার এবং বিদেশ সচিব মাইক পম্পেও। প্রতিরক্ষা ক্ষেত্রে চীনের চ্যালেঞ্জের মোকাবিলায় দুই দেশের সম্পর্ককে আরও দৃ‌ঢ় করতেই মার্কিন প্রশাসনের দুই শীর্ষ নেতা ভারত সফরে আসছেন।  বিশদ

22nd  October, 2020

Pages: 12345



আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক, কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬০৫: মুঘল সম্রাট আকবরের মৃত্যু
১৯০১ – বিশিষ্ট বাংলা লোকসঙ্গীত গায়ক আব্বাসউদ্দিনের জন্ম
১৯০৪ – স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্র নাথ দাসের জন্ম
১৯২০ – ভারতীতের ১০ম রাষ্ট্রপতি কে. আর. নারায়ানানের জন্ম
১৯৭৭: শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সাঙ্গাকারার জন্ম
১৯৮৪: ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের জন্ম
১৯৮৬: অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৫.১২ টাকা ৯৮.৪৭ টাকা
ইউরো ৮৫.৭৬ টাকা ৮৮.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  October, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৫২,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,৪১০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫০,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৩,০৩০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৩,১৩০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  October, 2020

দিন পঞ্জিকা

৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, সপ্তমী ৩/১৩ দিবা ৬/৫৭। উত্তরাষাঢ়া নক্ষত্র ৪৯/২৯ রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/৪০/১৮, সূর্যাস্ত ৫/১/৪৪। অমৃতযোগ দিবা ৬/২৫ মধ্যে পুনঃ ৭/১১ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১২/৪৪ গতে ২/৪৬ মধ্যে পুনঃ ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫৪ গতে ৯/১৫ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৯ মধ্যে পুনঃ ৪/০ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩০ গতে ১১/২১ মধ্যে। পূর্বাহ্ন ৬/৫৭ মধ্যে শারদীয়া দুর্গাপুজোর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। 
৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, সপ্তমী দিবা ১১/৫৭। পূর্বষাঢ়া নক্ষত্র দিবা ৬/৫১। সূর্যোদয় ৫/৪১, সূর্যাস্ত ৫/৩। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৫/৩ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৩২ গতে ১১/২২ মধ্যে। দিবা ৮/৩২ মধ্যে শারদীয়া দুর্গাপুজোর নবপত্রিকা প্রবেশ, স্থাপন। রাত্রি ১০/৫৮ গতে ১১/৪৬ মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা। 
৫ রবিয়ল আউয়ল। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে?
মেষ: কর্মরতদের ক্ষেত্রে শুভ। বৃষ: কর্মে অধিক মনোনিবেশ করতে হবে। ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিন 
১৬০৫: মুঘল সম্রাট আকবরের মৃত্যু১৯০১ – বিশিষ্ট বাংলা লোকসঙ্গীত গায়ক ...বিশদ

04:28:18 PM

আইপিএল: ৮৮ রানে জিতল সানরাইজার্স হায়দরাবাদ 

11:00:00 PM

আইপিএল: দিল্লি ৯৬/৬ (১৫ ওভার) 

10:40:09 PM

আইপিএল: দিল্লি ৭৬/৪ (১১ ওভার) 

10:18:29 PM

আইপিএল: দিল্লি ৩৪/২ (৫ ওভার) 

09:48:54 PM