Bartaman Patrika
বিদেশ
 

  ভোটের মুখে পাক সন্ত্রাসে তপ্ত ব্রিটেন

রূপাঞ্জনা দত্ত, ২ ডিসেম্বর: সাধারণ নির্বাচনের প্রাক্কালে লন্ডন ব্রিজ হামলা নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ল শাসক-বিরোধী দুই শিবির। পাক বংশোদ্ভূত জঙ্গি উসমান খানের ছুরি হামলায় এক মহিলা সহ দুই ব্যক্তির মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উসমানকে গুলি করে মারার পর তার ঘনিষ্ঠ সঙ্গী তথা আর এক পাক বংশোদ্ভূত জঙ্গি নাজাম হুসেনকে নাশকতার ছক কষার অভিযোগ ব্রিটিশ পুলিস। সবমিলিয়ে ভোটের মুখে দুই পাক জঙ্গিকে ঘিরে উত্তপ্ত ব্রিটেন।
প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে লন্ডন ব্রিজ হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপূরণে ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সাধারণ নির্বাচনে ফায়দা তোলার খেলায় মেতেছেন তিনি বলে অভিযোগ করেছে জঙ্গিহানায় হত জ্যাক মেরিটের পরিবার। পাশাপাশি, উসমানের মতো জঙ্গিদের মুক্তি দেওয়ার জন্য পূর্ববর্তী ‘বামমনস্ক সরকারকে’ দায়ী করেছে তাঁর পরিবার। একইসঙ্গে ‘লেবার পার্টিকে কালিমালিপ্ত করার নোংরা খেলায়’ মেতেছেন জনসন বলে অভিযোগ করেছেন দেশের অন্তর্বর্তী আইনমন্ত্রী রিচার্ড বার্গন। অন্যদিকে, নিরাপত্তার সঙ্গে কনজারভেটিভ পার্টি আপস করছে বলে পাল্টা অভিযোগ করেছেন লেবার পার্টি নেতা জেরেমি করবিন।
সন্ত্রাসবাদ নিয়ে বিবিএক্স ওয়ানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জনসন। সেখানে লন্ডন ব্রিজ হামলা নিয়ে লেবার পার্টিকে দায়ী করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, সাজার মেয়াদ ফুরনোর আগে জঙ্গিদের মুক্তি প্রকল্প চালু করেছিল লেবার পার্টি। যে আইনে ভর করে ছাড়া পেয়েছিল উসমান। অথচ, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জনসন আরও বলেছেন, সংশ্লিষ্ট আইন বলে প্রায় ৭৪ জন জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে জনসনের বিষোদ্গারের সেই খবর প্রকাশ করেছে ডেইলি মেল ও এক্সপ্রেস পত্রিকা। তা পত্রিকা দু’টির প্রথম পাতায় স্থান পেয়েছে। সেই খবর রিট্যুইট করে জনসনের উদ্দেশে মেরিটের বাবা লিখেছেন, ‘আপনারা যেখানে ঘৃণা, বৈষম্য ও অবহেলা মতো বিষয়ের পক্ষে দাঁড়িয়ে থাকেন, সেখানে আমার ছেলে এ সবের ঘোর বিরোধী ছিল।’
এদিকে, বিচারাধীন বন্দি কী করে হামলা চালাতে পারে, সে বিষয়ে তদন্তে নেমেছে গোয়েন্দা সংস্থা এমআই৫। লন্ডন ব্রিজ হামলার পর অন্য একটি নাশকতার ছক কষার অভিযোগে উসমান ঘনিষ্ঠ তথা পাক বংশোদ্ভূত জঙ্গি নাজাম হুসেনকে গ্রেপ্তার করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিস। মুক্তি পাওয়া ৭৪ জন জঙ্গির মধ্যে অন্যতম নাজাম। ব্রিটিশ পত্রিকা ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, আগামী দিনে আরও কয়েকজনকে জেলে ফেরৎ পাঠানো হতে পারে। পুলিস জানিয়েছে, উসমানের থেকে পাঁচ বছরের বড় হলেও ব্রিটেনের স্ট্রোক-অন-ট্রেন্ট শহরে তারা বেড়ে ওঠে।
আরও জানা গিয়েছে, উসমান ও নাজাম দু’জনেই বিদ্বেষ প্রচারক আনজেম চৌধুরী ও তার সংগঠন আল-মুহাজিরৌনের সংক্রিয় সদস্য। ২০১১ সালের জানুয়ারিতে মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে কাশ্মীরে যাওয়ার কথা ছিল তাদের। ২০১০ সালে মাত্র কয়েকজন সঙ্গীকে নিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জ ওড়ানোর ষড়যন্ত্র করেছিল উসমান। কিন্তু, তার আগেই পুলিসের হাতে ধরা পড়ে যায় উসমান। সেই মামলায় ২০১২ সালে তাকে দোষী সাব্যস্ত করে লন্ডনের এক আদালত। উসমানকে ১৬ বছরের সাজা শোনায় আদালত। কিন্তু, মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছরের ডিসেম্বরে প্যারোলে মুক্তি পায় উসমান। তারপর উসমান স্ট্যাফোর্ড চলে গেলেও, স্ট্রোকে নিজের বাড়ি চলে যায় নাজাম। রবিবার রাতে তাকে ফের জেলে পাঠানো হয়েছে।
অন্যদিকে, লন্ডন ব্রিজ হামলায় নিহতদের স্মরণ করতে আজ লন্ডনের গিল্ডহলে একটি শোকসভার আয়োজন করা হয়েছিল। এছাড়াও কেমব্রিজেও একটি শোকসভার আয়োজন করা হয়। লন্ডনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী জনসন, লেবার পার্টি নেতা জেরেমি করবিন, লন্ডনের মেয়র সাদিক খান প্রমুখ। কেমব্রিজশায়ারের বাসিন্দা মেরিটের প্রতি শোক জানায় তার পরিবার। তারা জানিয়েছে, ‘ও আমাদের এবং তার বহু বন্ধু ও সহকর্মীদের মুখে হাসি ফুটিয়েছে। আমরা ওকে খুব মিস করব। জ্যাক তার নৈতিকতায় অটুট ছিল। প্রতিশোধ নয়, ও মুক্তি, পুনর্বাসনে বিশ্বাস করত। সবসময় বঞ্চিতদের পাশে দাঁড়াত।’ মেরিটের পরিবরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘এই ধরনের বিচ্ছিন্ন ঘটনার পর সরকার বন্দিদের জন্য বা তাদের প্রয়োজনের থেকে বেশি সময় গারদে আটকে রাখার জন্য আরও কঠোর আইন তৈরি করবে। কিন্তু, আমরা জানি জ্যাক তা চাইতো না।’

03rd  December, 2019
দত্তক নেওয়ার পথে বাধা ‘ভারতীয়’ পরিচয়, আইনি লড়াই শেষে জয়ী ব্রিটিশ-শিখ দম্পতি

 রূপাঞ্জনা দত্ত, ৭ ডিসেম্বর: ঐতিহ্যগতভাবে ভারতীয়। আর সেই কারণেই এক নিঃসন্তান দম্পতির দত্তকের আবেদন খারিজ করে দিয়েছিল স্থানীয় এক সংস্থা। বিভেদমূলক এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই দম্পতি।
বিশদ

08th  December, 2019
পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন
আদালতে হাজিরই করা হল না হাফিজের সহকারীকে, সন্ত্রাসে আর্থিক মদত মামলার শুনানি ৪ দিন পিছল

 লাহোর, ৭ ডিসেম্বর (পিটিআই): পাকিস্তান যে এখনও সন্ত্রাসবাদীদের প্রতি নরম মনোভাব পোষণ করে, তা আবার প্রমাণিত হল। সন্ত্রাসে আর্থিক মদত নিয়ে একটি মামলার শুনানি চলছে লাহোরের বিশেষ সন্ত্রাস বিরোধী আদালতে। বিশদ

08th  December, 2019
ফের তালিবানদের সঙ্গে আলোচনা শুরু আমেরিকার

 দোহা, ৭ ডিসেম্বর (এএফপি): আফগানিস্তানে শান্তি ফেরাতে তালিবানদের সঙ্গে ফের আলোচনা শুরু করল আমেরিকা। শনিবার, কাতারে দু’পক্ষের মধ্যে এক দফা আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মাস তিনেক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাত্ করেই তালিবানদের সঙ্গে আলোচনা স্থগিত করে দিয়েছিলেন। বিশদ

08th  December, 2019
মার্কিন নৌঘাঁটিতে বন্দুকবাজের হামলায় মৃত ২, খতম ঘাতকও

মায়ামি, ৬ ডিসেম্বর (এএফপি): ফ্লোরিডার পেনসাকোলায় অবস্থিত মার্কিন নৌঘাঁটির এয়ার স্টেশনে বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন অন্তত দু’জন। জখম হয়েছেন কমপক্ষে পাঁচজন।
বিশদ

07th  December, 2019
লন্ডন ব্রিজ হামলায় নিহত জঙ্গি উসমান
খানের দেহ ফেরানো হল পাকিস্তানে

রূপাঞ্জনা দত্ত, ৬ ডিসেম্বর: লন্ডন ব্রিজে হামলাকারী জঙ্গি উসমান খানের দেহ পাঠানো হল পাকিস্তানে। বৃহস্পতিবার তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার সকালে যাত্রীবাহী বিমানে দেহ পৌঁছয় পাকিস্তানে। এদিন ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আধিকারিকরা একথা জানিয়েছেন।  
বিশদ

07th  December, 2019
ভিগান-শহরের তালিকায়
শীর্ষে জায়গা পেল লন্ডন
সমীক্ষার রিপোর্ট

 রূপাঞ্জনা দত্ত, ৫ ডিসেম্বর: পৃথিবীর বৃহত্তম ভিগান এবং নিরামিষ রেস্তরাঁ গাইড ‘হ্যাপিকাউ’-এর ভিগান-শহরের তালিকার শীর্ষে জায়গা করে নিল লন্ডন। যাঁরা খাদ্যতালিকা থেকে প্রাণীজাত খাদ্যদ্রব্য যেমন মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত পণ্য পুরোপুরি বাদ দিয়েছেন, তাঁদেরই মূলত ভিগান বলা হয়।
বিশদ

06th  December, 2019
জারদারির স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল পাকিস্তানের আদালত

 ইসলামাবাদ, ৫ ডিসেম্বর (পিটিআই): পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল পাকিস্তানের আদালত। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের এক রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। বিশদ

06th  December, 2019
সুদানে গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ
থেকে কারখানায় আগুন
১৮ জন ভারতীয় সহ মৃত ২৩

খার্তুম, ৪ ডিসেম্বর: সুদানে একটি গ্যাসভর্তি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষ ২৩ জনের। তাঁদের মধ্যে ১৮ জনই হলেন ভারতীয়। মঙ্গলবার সুদানের রাজধানীর কাছে একটি কারখানায় ওই বিস্ফোরণ হয়। খার্তুমের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, কারখানাটিতে অন্তত ৬৮ জন ভারতীয় শ্রমিক কাজ করেন।
বিশদ

05th  December, 2019
সরে দাঁড়ালেন দুই সহ-প্রতিষ্ঠাতা
এবার অ্যালফাবেটেরও শীর্ষ পদে
গুগলের সিইও সুন্দর পিচাই

 ওয়াশিংটন, ৪ ডিসেম্বর (পিটিআই): সুন্দর পিচাইয়ের দায়িত্ব আরও বেড়ে গেল। গুগলের সিইও এবার ওয়েব সার্চ জায়ান্টের পেরেন্ট সংস্থা অ্যালফাবেটেরও সিইও পদে বসছেন। কোম্পানির দুই সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন দীর্ঘ ২১ বছর পর পদ থেকে সরে দাঁড়ালেন।
বিশদ

05th  December, 2019
  বিভিন্ন সংস্থার শীর্ষপদে সংখ্যালঘু
প্রতিনিধি আশানুরূপ বাড়েনি: রিপোর্ট

 নিজস্ব প্রতিনিধি, লন্ডন, ৪ ডিসেম্বর: জাতিগত বৈচিত্র্য বাড়াতে ব্যর্থ ব্রিটেনের শীর্ষ সংস্থাগুলি। সম্প্রতি এক রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে। বলা হয়েছে, গত এক বছরে সংস্থাগুলিতে সংখ্যালঘু জাতির প্রতিনিধিত্ব ক্রমশ হ্ব্রাস পেয়েছে। ৪৭টি সংস্থার বোর্ড ও এগজিকিউটিভ ডিরেক্টর পর্যায়ে শুধুমাত্র শ্বেতাঙ্গরাই রয়েছেন। বিশদ

05th  December, 2019
এবার অ্যালফাবেটের দায়িত্বে সুন্দর পিচাই 

সান ফ্রান্সিসকো, ৪ ডিসেম্বর: গুগলের মূল সংস্থা ‘অ্যালফাবেট’-এর সিইও হলেন সুন্দর পিচাই। গুগলের এই সর্বময় কর্তা গতকাল নয়া এই পদে আসীন হয়েছেন। এতদিন এই দায়িত্ব ছিল গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ।  বিশদ

04th  December, 2019
 মন্ত্রিত্বে ফিরলেন সাসপেন্ড চৌহান,
পাকিস্তানে সরব হিন্দু জনপ্রতিনিধি

করাচি, ৩ ডিসেম্বর (পিটিআই): হিন্দু-বিরোধী মন্তব্যের জেরে সাসপেন্ড হয়েছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্ত্রী ফয়জল হাসান চৌহান। প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশেই মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে খবর।
বিশদ

04th  December, 2019
  লেবার পার্টিকে জেকেএলএফ-এর সমর্থনের বিরুদ্ধে সরব ভারতীয় বংশোদ্ভূত নেতা ডাঃ নীরজ পাতিল

 নিজস্ব প্রতিনিধি, লন্ডন, ২ ডিসেম্বর: ১২ ডিসেম্বরের সাধারণ নির্বাচনে লেবার পার্টির পাশে থাকার বার্তা দিয়েছে জঙ্গি গোষ্ঠী জেকেএলএফ। সমর্থনের এই বার্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন লেবার পার্টির নেতা তথা লন্ডন বরো অব ল্যামবার্থের প্রাক্তন মেয়র ডাঃ নীরজ পাতিল। তিনি দাবি জানালেন, এখনই এর প্রতিবিধান করা হোক। বিশদ

03rd  December, 2019
  রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের আর্জি

 মাদ্রিদ, ২ ডিসেম্বর (এপি): জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই থামালে চলবে না। সোমবার এই আর্জি জানালেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেইরেস। বিশ্ব উষ্ণায়নের মোকাবিলার লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী একটি বৈঠকের সূচনা হয় এদিন।
বিশদ

03rd  December, 2019

Pages: 12345

একনজরে
সুজিত ভৌমিক, কলকাতা: নতুন বছরের গোড়াতেই দুটি নতুন থানা পেতে চলেছেন কলকাতাবাসী। এগুলি হল, কালীতলা ও গল্ফগ্রিন। কলকাতা পুলিস ইতিমধ্যেই এব্যাপারে স্বরাষ্ট্র দপ্তরের ছাড়পত্র পেয়ে গিয়েছে। এখন চালু করার জন্য সবুজ সঙ্কেতের অপেক্ষায় লালবাজার। কলকাতা পুলিস সূত্রেই এই খবর জানা ...

সংবাদদাতা, পূর্বস্থলী: পূর্বস্থলীর বাঁশদহ বিলেও এবার পরিযায়ী পাখিদের আগমন শুরু হয়েছে। ওই বিলের দক্ষিণ-পূর্ব দিকে কচুরিপানার উপর পরিযায়ী পাখিদের বিচরণ করতে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চার থেকে পাঁচটি প্রজাতির পরিযায়ী পাখি এখানে এসেছে।  ...

সংবাদদাতা, মাথাভাঙা: শুক্রবার মাথাভাঙা-১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়িতে ১০০ দিনের কাজে মাটির রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এদিন শ্রমিকরা প্রায় এককিমি রাস্তার কাজ শুরু করেন।  ...

পানাজি, ১৩ ডিসেম্বর (পিটিআই): গোয়ায় বসবাসকারী পর্তুগিজ পাসপোর্টধারীদের উপর নাগরিকত্ব সংশোধনী আইনের কোনও প্রভাব পড়বে না। শুক্রবার গোয়ার এনআরআই কমিশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের অধিক পরিশ্রম করতে হবে। অন্যথায় পরীক্ষার ফল ভালো হবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৪: অভিনেতা ও পরিচালক রাজ কাপুরের জন্ম
১৯৩১: কুমিল্লায় বিপ্লবী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরি ম্যাজিস্ট্রেট স্টিভেনসকে হত্যা করেন
১৯৩৪: পরিচালক শ্যাম বেনেগালের জন্ম
১৯৫৩: ভারতীয় টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজের জন্ম
১৯৫৭: হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে প্রথম চালু হল বৈদ্যুতিক ট্রেন 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৮০ টাকা ৭১.৪৯ টাকা
পাউন্ড ৯৩.৪৩ টাকা ৯৬.৮০ টাকা
ইউরো ৭৭.৪৪ টাকা ৮০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৩২৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, দ্বিতীয়া ৬/২৯ দিবা ৮/৪৭। পুনর্বসু ৫৭/৮ শেষরাত্রি ৫/৩। সূ উ ৬/১১/৫৯, অ ৪/৪৯/৫৩, অমৃতযোগ দিবা ৬/৫৪ মধ্যে পুনঃ ৭/৩৬ গতে ৯/৪৪ মধ্যে পুনঃ ১১/৫২ গতে ২/৪২ মধ্যে পুনঃ ৩/২৫ গতে অস্তাবধি। রাত্রি ১২/৫১ গতে ২/৩৮ মধ্যে, বারবেলা ৭/৩২ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩৮ মধ্যে, কালরাত্রি ৬/৩০ মধ্যে পুনঃ ৪/৩২ গতে উদয়াবধি। 
২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, দ্বিতীয়া ৮/৪৯/১৯ দিবা ৯/৪৫/২৯। আর্দ্রা ২/৫১/২২ দিবা ৭/২২/১৮, সূ উ ৬/১৩/৪৫, অ ৪/৫০/১০, অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৭/৪৫ গতে ৯/৫২ মধ্যে ও ১২/২ গতে ২/৪৯ মধ্যে ও ৩/৩১ গতে ৪/৫০ মধ্যে এবং রাত্রি ১২/৫৯ গতে ২/৪৬ মধ্যে, কালবেলা ৭/৩৩/১৮ মধ্যে ও ৩/৩০/৩৭ গতে ৪/৫০/১০ মধ্যে, কালরাত্রি ৬/৩০/৩৭ মধ্যে ও ৪/৩৩/১৮ গতে ৬/১৪/২৯ মধ্যে। 
১৬ রবিয়স সানি  

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল হবে। বৃষ: ব্যবসায় যুক্ত হলে মন্দ হবে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯২৪: অভিনেতা ও পরিচালক রাজ কাপুরের জন্ম১৯৩১: কুমিল্লায় বিপ্লবী শান্তি ...বিশদ

07:03:20 PM

আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত রাজ্যের একাধিক জেলা। তার মধ্যেই ...বিশদ

06:19:00 PM

বাতিল কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস 
আজিমগঞ্জ ফারাক্কা এলাকায় আইন শৃঙ্খলার অবনতির জেরে রাধিকাপুর থেকে কলকাতাগামী ...বিশদ

06:16:33 PM

মালদহের সুজাপুর, কালিয়াচক সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ 

06:16:17 PM

বাতিল ১৩১৪২ তিস্তা-তোর্সা এক্সপ্রেস 
বাতিল করা হল নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ ১৩১৪২ তিস্তা-তোর্সা এক্সপ্রেস। রানিনগর (জলপাইগুড়ি) ...বিশদ

06:12:50 PM